ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!

প্লাস্টিক সার্জারির কথাতো আমরা সবাই শুনেছি কিন্তু ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির কথা শুনেছেন কি? প্লাস্টিক সার্জারি করা হয় চেহারার সৌন্দর্য্য বর্ধনের জন্য। ঠিক তেমন ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনার ছবির সৌন্দর্য্য বৃদ্ধি করা যাবে। চলুন পরিচিত হই ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির সাথে।

কি কি করতে পারবেন ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির মাধ্যমেঃ

  • আকা বাঁকা নাক সোজা করা।
  • চেহারার মানচিত্র যদি এব্রো থেব্রো হয় তাহলে মুহুর্তেই সুন্দর মুখমন্ডলে রুপ দিন।
  • ঠোটের সৌন্দর্য্য বৃদ্ধি করা।
  • মুহুর্তেই ভুড়ি উধাও করা যায়। 😛
  • চিকন স্বাস্থ্য মোটা করা।
  • রবিউল বডি থেকে পালোয়ানের দেহে রুপান্তর।
  • সেনসেটিভ জায়গা বড় ছোট করা।
  • এছাড়া বন্ধুর ছবি নিয়ে মজা করাতো থাকছেই!

বিস্তারিত দেখুন এখানে

হাতে কলমে প্রমান দেখিঃ

আকা বাঁকা নাক সোজা করা।

চেহারার মানচিত্র যদি এব্রো থেব্রো হয় তাহলে মুহুর্তেই সুন্দর মুখমন্ডলে রুপ দিন।

ঠোটের সৌন্দর্য্য বৃদ্ধি করা।

মুহুর্তেই ভুড়ি উধাও করা যায়।

রবিউল বডি থেকে পালোয়ানের দেহে রুপান্তর।

বন্ধুর ছবি নিয়ে মজা করাতো থাকছেই!

আরও বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও

ব্যবহার করা খুব সহজ। দেখলেই পারবেন!

ডাউনলোডঃ

virtual plastic surgery software 1.0 সাইজ মাত্র ২ মেগাবাইট।

সাথে ক্র্যাক ফাইল দেয়া আছে ফুল ভার্শন করার জন্য।

আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবি নিয়ে কারুকাজের জুরি নেই হাসান ভাইয়ের টিউনে। বরাবরের মত এবারো চমতকার হয়েছে। অনেক ধন্যবাদ টিউনের জন্য।

দেখি কাজ করতে পারি কিনা ডাউনলোড দিলাম

দারূন টিউন হাসান ভাই, ভালো লাগলো টিউনটি… তবে ঐ ভিডিওটা লিঙ্ক আকারে দিলেই বোধহয় বেশি ভালো হতো, দেখতে খারাপ লাগছে। দেখা হবে আগামীকাল…

Level New

চমতকার হয়েছে। অনেক ধন্যবাদ টিউনের জন্য।

তুমিতো মিয়া আমার খোমাটারে চেঞ্জ করার ধান্দা করতাসো। অনেক সুন্দর হাসান, সংগ্রহে রাখলাম।

মজার soft দিলেন।ধন্যবাদ।

যখন থেকে প্রিয় টিউনারদের টিউনে ধন্যবাদ দেয়া বন্ধ করে দিয়েছি তখন থেকে কমেন্টে কি লিখব সেইটা নিয়া চিন্তায় পড়ে গেছি। কোন পরামর্শ থাকলে দেও। আর সফটটা আসলেই মজার।

ভাই সবগুলারইতো হাতে কলমে উদাহরণ দিলেন তবে ৭ নাম্বারটা বোধ হয় মিস করছেন ! 😛

আমি কিন্তু টিউনের নাম দেখেই বুঝতে পারছি আমাদের হাছান ভাইয়ের টিউন 😛

Level 0

মজার সফট

Level 0

জটিলসসসসসসসসসসসস টিউন দেখেই বুঝতে পারছি এটা কার টিউন।

ভালো কে ভালো বলতে হয়…….তাই এখানেও বললাম…..

আপনের টউনস্ এর ওজন কত আউন্স???????
ফটোসপে এই কাজ লোফার ইফেক্ট দিয়া করা যায়।
আনেক সুন্দর টিউনস্ ধন্যযোগ।।।(-)

জটিল জিনিসের খবর দিলেন বস।এর জন্য আপনাএক একটা ভার্চুয়াল থ্যাংক্কু 😉

চমৎকার টিউন।

এই ধরনের ছবি নিয়ে মজার টিউন মানেই হাসান জোবায়ের ভাই।বরাবরের মতই খুবেই সুন্দর হয়েছে ধন্যবাদ।

ধন্যবাদ….

ভাই জান। আপ্নারে হাজার সালাম…। 🙂

vai pls amakay kau SHUTTERSTOCK ar premium account ar coad ta ditay parban? plsssssssssssssssssssss

Level New

হাসান ভাই যেমন হিরো তেমন টিউন।

Level 0

ভাই়় জটিল Tune ! হয়েছে !! কিনতু Licence Key টা পাছছিনা‍‍‌ . দয়া করে Licence Key টা দিবেন . দিলে খুবই উপকৃত হইতাম. আপনাকে অনেক ধন্যবাদ……..,,, (এটা আমার প্রথম বাংলায় লেখা) লেখায় কোন ভূল হলে ক্ষমা করবেন ..

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই. এখন কাজ করছে !!!!!!

সফট টা অসাধারন। তবে ক্র্যাক টা কাজে লাগাইতে পারতেছি না। আর, আমার প্রথম পোষ্ট টাই করতে পারতেছি না। পোষ্ট লিখা শেষ কিন্তু পাবলিশ হচ্ছে না। পোষ্ট এ থাম্বনেল ইমেজ দিতে বলতেচে, কিন্তু থাম্বনেল ইমেজ দেয়ার পর ও পাবলিশ হচ্ছে না। বারবার একই নোটিশ দেখাচ্ছে। কি করব ভাই ? আপনার ভক্ত আমি, টাই বললাম। প্রিভিউ এর লিঙ্ক টা দিলাম, শো করবে কিনা কে জানে। https://www.techtunes.io/?p=105558&preview=true

    @অন্বেষণ: কি নোটিশ দেখাচ্ছে তা এখানে বলে দিলে ভাল হইত। এটা দেখেন
    https://www.techtunes.io/review/tune-id/43637/

      @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাই, ধন্যবাদ। আপনার দেয়া লিঙ্ক অনুযায়ী কাজ করে পোষ্ট পাবলিশ করছি।
      হ্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ, তবে কারো ক্ষতি করার জন্য নয়। সামহয়ার এ একটা পোষ্ট দেখছি কিউবি নিয়ে। পোষ্ট টা দেখেই আমি খুব খুশি হয়ে যাই। কিন্তু পোষ্ট টা কাজে লাগাইতে পারি নি। ঐ পোষ্টের পোষ্টার টিটি তে ছবি সহ পোষ্ট দেখার লিঙ্ক দিয়েছিলেন। কিন্তু টি টি তে not found।
      http://www.somewhereinblog.net/blog/soikat_bd/29468383
      আপনি কি একটু চেষ্টা করে দেখবেন। সফট টা কাজ করতেছে না।

Level 0

ভাই এটার ক্রেক ফাইলটা ওপেন হচ্ছেনা , system error দেখায় । দয়া করে কি ঠিক করে দেবেন| আর profile picture এ ছবি এড করে কিভাবে | অনেক ধন্যবাদ আপনাকে …,

    @rolli69: ক্রেক ফাইলটি ইন্সটল করা ফোল্ডারে কপি পেস্ট করুন। আর পিক পরিবর্তনের জন্য আপনার প্রোফাইলে যান। ঐ খানে পরিবর্তনের অপশন আছে। 🙂