পিএইচপি ভিডিও টিউন [পর্ব-০৮] :: পিএইচপির লুপ নিয়ে আলোচনা

পিএইচপি ভিডিও টিউন

টেকটিউনসের সকল বন্ধুরা কেমন আছেন, আশাকরি ভালোই আছেন। ভিশন টিউটোরিয়্যালের পক্ষ থেকে আমি টুটন কুমার সরকার আজ আপনাদের পিএইচপি ধারাবাহীক বাংলা ভিডিও টিউটোরিয়্যাল এর অষ্টম পর্বে আপনাদের আবারো আমন্ত্রন জানাই টিউটোরিয়্যাল টি দেখার জন্য। বরাবরের মতই এবারো আমরা নতুন বিষয়াবলী নিয়ে আলোচনা করছি।

আজ আমরা পিএইচপির বহুল ব্যবহৃত লুপ নিয়ে আলোচনা করব। মুলত লুপ এমন একটি মজার ষ্টেটমেন্ট যার মাধ্যমে আমরা বারবার করার যে কোন কাজ কে ছোচ্চ একটি কমান্ড ব্যবহার করে খুব সহজেই একবারে করে ফেলতে পারবো। তো চলুন দেখাযাক আমাদের ভিডিও টিউটোরিয়্যালটির মাধ্যমে কিভাবে পিএইচপি তে লুপ নিয়ে কাজ করা যায়।

আমাদের ফেসবুক এর ভিশন টিউটোরিয়্যাল গ্রুপে যেতে এখানে ক্লিক করুন।

নিয়মিত ভিডিও টিউটোরিয়্যাল দেখুন এবং কোন প্রকার সমস্যা হলে টিউমেন্টস করতে ভুলবেন না।

Level 3

আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস