আসুন PHP তে SumirBD.Mobi সাইটের মতো Auto Upload / Grabber ডাউনলেড সাইট তৈরী করা শিখি [সম্পূর্ন টিউটোরিয়াল]

হ্যালো বন্ধুরা,
টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি| তাহলে চলুন শুরু করা যাক:

  • »ধরুন আপনি http://www.sumirbd.mobi এর মতো অটো আপলোড বা Grabber সাইট তৈরী করবেন| তাহলে প্রথমে  এই লিংক থেকে সার্চ করে Script টি Download করে নিন|
  • »এবার আপনাকে PHP তে Hosting নিতে হবে| এজন্য এটা সবচেয়ে ভালো: http://siahost.ga এই লিংকে গিয়ে Signup করুন ফ্রি| সেখানের Username, password, sql এগুলো খাতায় নোট করে রাখুন|
  • »এবার আপনাকে FTP তে Loging করতে হবে| এজন্য এখানে ক্লিক করুন  তারপর ওখানে FTP Server এ: http://ftp.siahost.ga লিখুন| তারপর আপনার Username যেমন: siaho_12345678 এবং Password লিখে Connect লেখায় ক্লিক করুন|
  • »এবার ভেতরে দেখুন .htdocs নামে একটা ফোল্ডার আছে ওটায় ক্লিক করুন| তারপর index2.html লেখা ফাইলটি Delete করুন|
  • »এবার নিচ থেকে Upload লেখায় ক্লিক করে ঐ যে Google থেকে যে Script টি Download করেছিলেন সেটি Upload করুন|
  • »এবার এযে আপলোড করা .zip ফাইল Script টিতে ক্লিক করুন তারপর নিচ থেকে Extract Archive লেখায় ক্লিক করুন তারপর Unzip লেখায় ক্লিক করুন|
  • »ব্যাস কাজ শেষ| এবার দেখুন config.php এবং index.php নাম ফাইল আছে| সেখানে গিয়ে আপনার পছন্দমত Edit করে Save করুন অর্থাৎ আপনার সাইটের নাম,লিংক,লোগো ইত্যাদি Edit করুন|  আশা করি বুজতে পেরেছেন|

Level 0

আমি ডিজে অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজের সাব ডোমেইন হিসাবে কিভাবে সংযুক্ত/কাজ করব??

প্রিয় ডিজে অপু,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।