Conditional Operator (?:) – সি প্রোগ্রামিং এ আমার প্রিয় একটা অপারেটর।

if-else statement এর পরিবর্তে Conditional Operator (?:) ব্যবহার করে সহজেই দুইটি statement অথবা valu এর মধ্যে তুলনা করে একটি মান নির্বাচিত করা যায়। Conditional Operator সি প্রোগ্রামিং এ নিচের মত করে লেখা হয়ঃ

condition ? first_expression : second_expression;

এখানে condition  হচ্ছে যে কোন একটা শর্ত। যা সত্য হলে   first_expression নির্বাচিত হবে। আর কন্ডিশন ভুল হলে second_expression।
নিচে ছোট্ট একটা প্রোগ্রাম। যা দিয়ে দুটি সংখ্যার মধ্যে বড়টা নির্বাচিত  করা হয়েছে।


#include <stdio.h>
int main()
{
 int x, y , result;
 scanf("%d %d", &x , &y);
 result = (x>=y) ? x : y ;
 printf("max is %d", result);
 return 0;
}

একই প্রোগ্রাম, কন্ডিশন পরিবর্তন করে  দুটি সংখ্যার মধ্যে ছোটটা নির্বাচিত  করা হয়েছে।


#include <stdio.h>

int main()
{
 int x, y , result;
 scanf("%d %d", &x , &y);
 result = (x<=y) ? x : y ;
 printf("min is %d", result);
 return 0;
}

যদিও একই কাজ if -else বা অন্য অনেক ভাবে করা যায়।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন গুলো পড়ে পড়ে একটু একটু করেই প্রোগ্রামিং শিখে যাচ্ছি 😀 অসংখ্য ধন্যবাদ জাকির ভাই, টিউন গুলো লিখার জন্য 😀

Level 0

জাকির ভাই উইনন্ডোজ৭ সি++ করার জন্য ভাল স্যফওয়ার কি….

Level 0

অনেক দিন পর………….