পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা (ACM – ICPC) এর চূড়ান্ত ফলাফল!!

বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি ACM - ICPC)। প্রতিযোগিতাটি ৩১ অক্টোবর বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৯৮৬টি দল অংশ নেয়। এর মধ্য থেকে ১২০টি দল ঢাকা পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

দেশের বাইরে থেকেও অনেক প্রতিযোগী এখানে অংশ নেন এবং শেষ পর্ব আন্তর্জাতিক ভাবে দেশের বাইরে কোথাও এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ, চীন, ভারত, মালেশিয়া, নেপাল ও ভুটানের ৭০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবারের এই প্রোগ্রামিং প্রতিযোগিতায়।

ACM - ICPC এর চূড়ান্ত পর্বের ফলাফলঃ

১) জেইউ—অর্ডার অব এন-কিউব - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২) সাস্ট ডাউন টু দ্য ওয়্যার - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩) এনএসইউ বাগলাভার্স - নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

৪) ডিইউ এসি ড্রাগন - ঢাকা বিশ্ববিদ্যালয়

৫) সাস্ট রন জিরো - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৬) টাইম পেনাল্টি ম্যাটার্স - আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৭) জেইউ এসএমএস - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৮) ‘আর্টিলারেস - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট

৯) লাইটস্যাবার -  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট

১০) জেইউ ব্যাকবেঞ্চারস - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রতি দলে তিনজন করে সদস্য ছিলেন। টানা পাঁচ ঘণ্টার এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের ১০টি করে প্রোগ্রামিং সমস্যা দেওয়া হয় সমাধানের জন্য। চ্যাম্পিয়ন দলটি ৭ টি সমস্যার সমাধান করে। ৬ টি ও ৫ টি সমাধান দিয়ে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার’ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এনএসইউ বাগলাভার্স’ দল।

শীর্ষ দুটি দল আগামী বছরের মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে। ওয়াইল্ড কার্ড পেয়ে আরও দল চূড়ান্ত পর্বে যেতে পারে।

উল্লেখ্য এই প্রতিযোগিতায় যারা ১ম, ২য় বা ভালো করেন তারা সরাসরি গুগল বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান থেকে ইনভাইট পান তাদের সাথে কাজ করার জন্য।

এরকম আরও কিছু প্রোগ্রামিং বা প্রযুক্তি  প্রতিযোগিতার প্রস্তুতি কৌশল এবং ঘটনা নিয়ে আমি আইটি সরদার আপনাদের মাঝে উপস্থিত হবো অন্য কোন টিউনে। ভালো থাকবেন। হ্যাপি কোডিং! 🙂

চলুন দেখে আসিঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া নাইচ অচাম টিউন

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .

বাপরে , গুগল থেকে ইনভাইট !

ইস আমি যদি পাইতাম

    ১ বছর ধরে প্রস্তুতি নিলে খুবই সম্ভব, যদি ভালো লাগা থাকে!

সপ্ন জাগিয়ে রাখলাম, দোয়া কইরেন যেন ঐ রকম হইতে পারি ।