অ্যাপলের সুইফট প্রোগ্রামিং এখন আন্ড্রয়েডে

সুইফট, অ্যাপলের নিজস্ব উন্মুক্ত প্রোগ্রামিং ভাষা। প্রায় দুই বছর আগে অ্যাপল তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রামিং ভাষাটি উন্মোচন করেন। অ্যাপল তাদের অ্যাপস ডেভেলপারদের বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ডেভেলপ করেছে প্রোগ্রামিং ভাষাটি।
প্রচলিত অন্যান্য প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার পরে কম্পাইল করে তারপর আউটপুট দেখা যায় কিন্তু অ্যাপলের সুইফট প্রোগ্রামিং ভাষার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ডেভেলপাররা কোড লেখার সময়ই লাইভ অ্যাপটির ফলাফল দেখতে পারে। অর্থাৎ রিয়েল টাইম ফলাফল দেখা যায়।

ওরাকল এবং গুগলের মধ্যকার চলা মামলার ফলে এ সিদ্ধান্তে গুগল উপনীত হতে যাচ্ছে বলে জানা গিয়েছে। ফেইসবুক এবং ইউবার এই দুই তৃতীয় পক্ষের অ্যাপসের সাথেই টেক জায়ান্ট গুগল তাদের আন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত করবে বলে জানা গেছে নেক্সট ওয়েবের রিপোর্ট থেকে।

হ্যাকার নিউজ থেকে পাওয়া তথ্যমতে, অ্যাপল যখন তাদের সুইফট প্রোগ্রামিং ভাষাকে উন্মুক্ত করার পর-পরই গুগল, ফেইসবুক এবং ইউবার এর পরিচালকগণ অ্যাপলের এই জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাকে নিয়ে লন্ডনে এক বিশেষ আলোচনার আয়োজন করেছিল।

সুইফট ব্যবহার করে প্রোগ্রামাররা আগের চেয়ে সহজে আইওএস অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারবেন। সুইফট ল্যাঙ্গুয়েজ এর জন্য অ্যাপেল একটি ৫০০ পেজ এর বই তৈরি করেছে।

 ডাউনলোড লিঙ্ক : The Swift Programming Language

সেটআপ: 

অ্যাপলের ডেভেলপার সাইট থেকেXcode ডাউনলোড করে ইন্সটল করে নিলে আমরা সুইফট প্রোগ্রামিং শুরু করতে পারি।যাদের ম্যাক নেই  [OS X]  কিন্তু সুইফট শিখতে আগ্রহী তারা http://www.swiftstub.com বা  http://www.runswiftlang.com এর মত সাইটে গিয়ে কোড রান করে ফলাফল দেখতে পারবে। শেখার কাজ হয়ে যাবে।

আরও জানতেঃ অ্যাপলের অফিসিয়াল সুইফট সাইট

ধন্যবাদ

ফেইসবুক: সুব্রত দেব নাথ 

Level 0

আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস