C Programming Language শিখুন (পার্ট -১৭) For Loop

লুপিং নিয়ে এর আগের পোস্টে ও কিছু লিখছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে দয়া করে দেখে আসুন।

C Programming Language শিখুন (পার্ট -১৬)Looping

লুপিং এর কাজে সবছেয়ে বেশি ব্যবহৃত হয় for loop. এ for loop এর তিনটি অংশ রয়েছে। তার আগে আমরা দেখেনি for loop সাধারন ব্যবহার নিয়ম।

for(exprission1;Exprission2;Expression3)Statement

বিদ্রঃ এখানে প্রত্যেকটি Expression ; (সেমিকোলন) দিয়ে আলাদা করে দিতে হবে।

এখানে প্রথম exprission1  হচ্ছে for loop এর প্রথম অংশ। এটি দ্বারা একটি নির্দিষ্ট বিষয়ের প্রাথমিক মান দেওয়া হয় । যাকে বলা হয় initial অংশ। এই বিষয়টিকে বলা হয় Index. এটি পুরো লুপিং প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করে। প্রাথমিক মানটি কোন কিছু যাছাই না করেই আউটপুট দেয়। মানে হচ্ছে প্রথমিক মান টা কোন কিছু যাচাই না করেই আউটপুট দিবে (যেমন প্রিন্ট বা অন্য কোন কাজে)।

দ্বিতীয় অংশটি অর্থাৎ Exprission2 দ্বারা  একটি শর্ত দেওয়া হয়। লুপটি কতক্ষন পর্যন্ত চলবে তা এটি নির্নয় করে। Exprission2 তে সাধারনত একটি logical expression থাকে যা শুধু সত্য মিথ্যে বুঝতে পারে। যদি সত্য হয় তাহলে 1 রিটার্ন করে আর যদি মিথ্যে হয় তাহলে 0 রিটার্ন করে।  এটি যদি 0 ছাড়া অন্য কোন মান রিটার্ন করে তাহলে লুপটি চলবে, আর যদি 0 রিটার্ন করে তাহলে লুপটি আর চলবে না।

Expression3 কাজ হচ্ছে আমারা প্রথমে যে প্রাথমিক মান নিলাম তাকে আমাদের ইচ্ছে মত মডিফাই করা। এটি প্রত্যেক লুপের শেষ ধাপে কাজ করে।

আর আগেই বলছি লুপটি ততক্ষনই চলবে যতক্ষন পর্যন্ত Exprission2 মিথ্যে বা  0 রিটার্ন না করে।

For loop সম্পর্কে আমরা এতক্ষন অনেক কিছু জানলাম, এবার প্রোগ্রামে এটাকে কিভাবে ব্যবহার করব তা দেখি। তার জন্য একটি প্রোগ্রাম লিখি যা 1 থেকে 10 পর্যন্ত সংখা গুলো প্রিন্ট করবে।
আপনাদের জন্য নিচের প্রোগ্রামটি। এটার আউটপুট কি হবে কিভাবে হবে তা বের করুন।
#include<stdio.h>
int main(void)
{
int i;
for(i=0;i<=10;i++)
printf("%d\n",i);
}

এর আউট পুট হচ্ছেঃ


1
2
3
4
5
6
7
8
9
10

এখানে আমরা একটি integer variable নিয়েছি। for loop এর প্রথম Expression এ আমরা এর প্রাথমিক মান নিলাম ০. প্রাথমিক মানটি for loop এর দ্বিতীয় অংশ অর্থাৎ logical অংশ দ্বারা যাচাই না হয়েই প্রিন্ট করবে। এবং প্রথম Expression কাজ শেষ হয়ে যাবে। এর আর কোন কাজ নেই।

Print করার পর এবার তৃতীয় অংশ অর্থাৎ Exprission3 এখানে i++ অংশ দ্বারা মডিফাই হবে। আমরা জানি i++=i+1 সুতরাং এখানে i এর মান এক বাড়বে এবং ০ থেকে 1 হবে। এবং এবার দ্বিতীয় অংশ Expression2 এখানে i<=10 অংশ দ্বারা লজিক্যাল যাচাই হবে। এখানে যাচাই করবে যে i এর মান 10 বা 10 থেকে ছোট কিনা। যেহেতু এখন i এর মান ১০ থেকে ছোট তাই লুপটা আবার চলবে।

এবং দ্বিতীয় বার এসে 1 প্রিন্ট করবে।  আবার Exprission3 তে এসে মডিপাই হবে। আগের লুপ থেকে i এর মান পেয়েছি 1 এখন আবার 1 এর সাথে এক বেড়ে 2 হবে ( এ অংশ i++ দ্বারা) । আবার দ্বিতীয় অংশ i<=10 অংশ দ্বারা লজিক্যাল যাচাই হবে। যেহেতু 2,  10 থেকে ছোট তাই আবার 2 প্রিন্ট করবে। এভাবে প্রত্যেক ধাপ শেষ করবে। যখন i এর মান বেড়ে 11 হয়ে যাবে তখন আর লুপ চলবে না। এবং আমাদের প্রোগ্রামটি শেষ হবে।
#include
int main(void)
{
int i;
for(i=0;i<=50;i++)
{
if(i%2==1)
printf("%d\n",i);
}
}

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝতে পারছি অল্প অল্প, তবে ভাবছি ম্যাট্রিকের পড়ে কোথাও কোর্স করে ফেলবো সি প্রোগ্র্যামিং নিয়ে।

ভালো লাগলো টিউনটি জাকির ভাই…

    শিখলে ই ভালো… এবার যে ভাবে হোক

জাকির ভাই চালিয়ে যান, ভাল টিউন।

ভালো টিউন । আশা করি নতুনদের কাজে লাগবে, চালিয়ে যান ।

Level 0

main এর আগে int আর পরে (void) লিখলেন কেন?

    Level 0

    main() ফাংশন একটি ফাংশন যার ভেতরের লেখা অনুযায়ী প্রোগ্রাম কাজ করে। প্রতিটি ফাংশনের কাজ হল ডাটা প্রাসেস করে একটি নির্দিষ্ট মান রিটার্ন করা অর্থাৎ ফেরত পাঠানো। main এর আগে void লেখার অর্থ, main ফাংশন ডাটা প্রসেস করবে,কিন্তু এটি কোনো ডাটা ফেরত পাঠাবে না। void অর্থ, ফাকা বা শূন্য। কিন্তু স্ট্যান্ডার্ড নিয়মে প্রতিটি ফাংশনই একটি নির্দিষ্ট মান রিটার্ন করে বলে মনে করা হয়। সেক্ষেত্রে main এর আগে void না লিখে int লেখা ভালো যার অর্থ main ফাংশন যে ডাটা পাঠাবে তার মান integer type. আমরা যদি চাই যে, main ফাংশন থেকে ডাটা রিটার্ন হবে না, সেক্ষেত্রে main এর আগে int লিখে শেষে return 0 লেখা হয় । যার অর্থ, main ফাংশন যে মান পাঠাবে তা integer টাইপ এবং এর মান 0.

Level 0

carry on jakir bhai………..

Level 0

tune ta bondo korben naa… chalaya jaan… onek kaje disse…