Code Blocks কম্পাইলেশন সমস্যা ও সমাধান

-পরাজয়কে মেনে নেওয়া সত্যিই কষ্ট দায়ক, তা যত ছোটই হোক বা বড়।


Code Blocks এ যদি কম্পাইলারের পাথ ঠিক মত সেট করা না থাকে তাহলে কোন প্রোগ্রাম কম্পাইল করা যায় না। যেমন কোন পোগ্রাম ডিভাগ করতে গেলে নিচের মত লেখা উঠেঃ

"Your Program name Debug" uses an invalid compiler. Probably the toolchain path within the compiler options is not setup correctly?! Skipping... "

খুব সহজেই এর সমাধান করা যায়।

  • প্রথমে একটা প্রযেক্ট খুলে নিন।
  • মেনুবার থেকে Settings এ ক্লিক করে Compiler and debugger ক্লিক করুন.
  • নতুন আরেকটা উইন্ডো খুলবে, এখান থেকে Toolchain executables এ ক্লিক করুন তাহলে Compiling's instalation directory দেখতে পাবেন।

এবার Compiling's instalation directory পাশ থেকে Auto Detect এ ক্লিক করুন। তাহলে আপনার কম্পিউটারে থাকা যেকোন একটি কম্পাইলার নির্বাচন করে নিবে Code Blocks।

এবার আপনার পোগ্রাম কম্পাইল করে দেখুন কম্পাইল হচ্ছে।

এখনও যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে কম্পাইলার নেই। কোডব্লক্স একটা IDE, এটা কম্পাইলার ছাড়াও ডাউনলোড করা যায়। আপনি যদি কম্পাইলার ছাড়া ডাউনলোড করে থাকেন তাহলে এ সমস্যা পড়ার সম্ভাবনা বেশি। তাই আপনি ডাউনলোড করার সময় উইন্ডোজের জন্য codeblocks-10.05mingw-setup.exe টা ডাউনলোড করবেন। যার সাইজ প্রায়ঃ 74.0 MB ডাউনলোড করার জন্য ভিজিট করুনঃ

বিদ্রঃ শুদু IDE [codeblocks-10.05-setup.exe]  এর সাইজ মাত্র ২৩ মেগাবাইট।

আর তার পর ও যদি কোন সমস্যায় পড়েন তাহলে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

turbo c তে যেমন স্টেপ বাই স্টেপ প্রোগামের ধাপ ও কাজ দেখা যায়, কোড ব্লক এ এইরকম কিভাবে করা যায়? কোড ব্লক এর সকল ফিচার এর কাজ কোথা থেকে জানা যাবে? আপনিই না হয় এইটা নিয়ে নতুন একটা টিউন করেন।
আর এই টিউনটির জন্য ধন্যবাদ।

এরকম হয় নি, তবে হইলে এখন ঠিক করতে পারব

Geany তে কম্পাইল হচ্ছে, বিল্ড হচ্ছে, কিন্তু রান করাতে গেলেই GTK++ ধরণের এরর দিচ্ছে। কি করমু?