পাটের জন্মরহস্য( DNA এর BLUE PRINT) উদঘাটন করেছে বাংলাদেশ

তথ্যটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তার পরেও শেয়ার করলাম।

বাংলাদেশের তরুনরা বের করেছে পাটের DNA এর BLUE PRINT  বা পাটের জেনম সিকোয়েন্স। DNA এর BLUE PRINT বের করা সহজ কথা নয়। তার পরেও বাংলাদেশের তরুনরা এটি বের করে প্রমান করল বাংলাদেশ ও পারে কিছু করতে। মাত্র কয়েকটি দেশ এটি বের করতে পারে। তাদের পাশে বাংলাদেশ ও নিজের নাম লিখে নিলো।

ড. মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো-কেমিস্ট্রি ও বায়ো-টেকনোলজির একদল তরুণ গবেষক, ডাটা সফট বাংলাদেশ লিমিটেড সহ আরো অনেকে মিলেই এ দূরহ কাজ সম্পুর্ন হল।

dna2

চিত্রঃ DNA যার মধে লুকিয়ে আছে সকল জীবের সকল  রহস্য।

image_197_65079

ছবিঃ ড. মাকসুদুল আলম।

এখন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ায় পাট বেড়ে উঠতে সক্ষম হবে। তৈরি হবে নতুন নতুন প্রজাতি। আর তার ফলে বাংলাদেশ পাটের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আমাদের  সোনালি আঁশ আবার ফিরে পাবে  তার হারানো দিন।

আমি আর বেশি কিছু লিখলাম না। নিছে পত্রিকা গুলোর লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা ঐ খান থেকে আরো সুন্দর করে জানতে পারবেন।

আরেকটা কথা জেনম সিকোয়ন্সিং সম্পরর্কে জানতে চাইলে বলবেন আমি যা জানি তাই গুছিয়ে বলার চেষ্টা করবো।( আমি  বায়ো-কেমিস্ট্রি বা জেনেটিক্স এর ছাত্র না CSE এর ছাত্র নতুন নতুন আবিষ্কারের প্রতি প্রবল আগ্রহ তাই জানে এবং জানাতে ভালো লাগে)

প্রথম আলো লিঙ্কঃ

Thursday, 17 June 2010

http://www.prothom-alo.com/detail/date/2010-06-17/news/71627

Friday, 18 June 2010

http://www.prothom-alo.com/detail/date/2010-06-18/news/71848

কালের কন্ঠের লিঙ্কঃ

Thursday, 17 June 2010

http://dailykalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=17-06-2010&type=single&pub_no=197&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=0

Friday, 18 June 2010

http://dailykalerkantho.com/?view=details&type=single&pub_no=198&cat_id=1&menu_id=13&news_type_id=1&news_id=65479

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাং-গালি…সরি বাঙ্গালি সব পারে………………………….ধন্যবাদ গবেষক দলকে!!!

আসলে গবেষণা করলে অনেক কিছুই পারে। মানুষের মধ্যে প্রচন্ড চেষ্টা থাকলে অনেক কাজ ই করা সম্ভব।
টিউনের জন্য ধন্যবাদ।

    স্বাগতম এক জন বালো পাঠক ও কমেন্টার হিসেবে

Level 0

শেয়ার করেছেন।তাই অনেক ধন্যবাদ 🙂

ভাল লাগল লেখাটি পড়ে,শুভকামনা রইল আমাদের কৃতিমান বিজ্ঞানিদের প্রতি আর টিউনের জন্য ধন্যবাদ টিউনারকে ভাল একটি লেখা উপস্থাপন করার জন্য।

    আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একজন ভাল পাঠক এবং কমেন্টার।

Level 0

পত্রকায় পড়েছি, তাপরেও ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।