আধুনিক যুগে বেচেঁ থাকার জন্য মানুষ প্রযুক্তিগত জিনিস ব্যাবহার করে।কিন্তু, সবার অজান্তে এটা কি হচ্ছে।(সাবধান)

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ঠ হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আধুনিক যুগে  বেচেঁ থাকার জন্য মানুষ প্রযুক্তিগত জিনিস ব্যাবহার করে।এবং নিজ সুবিধার জন্য আপনি সিক্যারিউটি ও রাখেন।আপনার যেমন সুবিধা দিবে,তেমনি ক্ষতিও করবে।দেখুন কিভাবে ২ টি কাজে ক্যামেরাটি ব্যবহার হয়।

নিরাপদ ক্যামেরাটি।

*আপনার বাসার রুমে ও অফিসে নিরাপদ রাখে এই ক্যামেরাটি।

  • আপনি আপনার বাসায় ও অফিসে,আদালতে কিভাবে সব কিছু নিরাপওা করতে পারবেন তার একটি মাধ্যমে
    সম্ভব(হিডেন ক্যামেরার দিয়ে)।
  • বিশ্বের যেকোন জায়গায় এই টাইপের হিডেন ক্যামেরার ব্যবহার হয়ে থাকে।আপনি চাইলে ঢাকার আইডিবি ভবনের ৪ তলায় গিয়ে নানা রকমের দামি হিডেন ক্যামেরা কিনতে পারবেন।

ক্ষতির কারন এই ক্যামেরাটি

  • আপনি কি জানেন কিছু অসাধু মহল এই প্রযুক্তিগত জিনিস দিয়ে আপনাকে ব্লাক মেল ও অবৈধ ব্যবাসায় অনলাইনে ভিডিও ক্লিপ প্রচার করে সমাজে অনেক ক্ষতি করছে।
  • যে জিনসটা ব্যবহার করা হচ্ছে তার নাম গোপন-ক্যামেরা।গোপন ক্যামেরা একটি আতংকের নাম। বিশেষ করে মেয়েদের কাছে একটি আতঙ্ক। শপিংমলের টয়লেট, ড্রেসিং/ট্রায়াল,লেডিস টয়লেটে এ গোপন ক্যামেরা লাগানো হচ্ছে সবার অজান্তে।

*এই ছবিতে যেখানে নিল রং দেখাছে সে খানে ছোট ক্যামেরাটি ।

*সাদা কমোডের উপরে পানির কলের যে ফ্লাশটি দেখাছে সেখানে লুকানো  ক্যামেরাটি

  • আপনি বা আপনার পরিবারের যে কেউ ধরা পড়ে যাচ্ছে ক্যামেরাতে।আপনি বুজতেই পেরেছেন কি ঘটনা হতে পারে।কিন্তু একটু সতর্ক হলেই এ থেকে রক্ষা পেতে পারেন। তাই বোনদের অনুরোধ করবো, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও টয়লেট বা বাথরুম ব্যাবহার করতে হলেই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
  • বাংলাদেশে সহ যেকোন দেশে নাম করা হোটেল বা রেস্টুরেন্ট গুলোর টয়লেট ব্যাবহার না করতে। মনে রাখবেন, আপনাদের অসতর্কতার জন্য জীবনটাকে যেন নষ্ট না হয়।
  • আপনি হয়তো জিনিসটা আগে জানতেন কিনা জানি না ।কিন্তু প্রযুক্তিগত জিনিস ২ টা কাজে ব্যবহার হয়ে থাকে তা জানালাম।আপনি নিজে ও আপনার পরিবার সহ একটু সাবধান হন।

এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ঠ হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

murad স্প্যামিং করবেন না। টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

এই বিষয়ে আরো বিস্তারীত তথ্যসহ টিউনার “বিকন এভারগ্রীন” গেল ১১/০১/১২ তারিখে একটি টিউন করেছিলেন, যার শিরোনাম ছিল ।। হিডেন ক্যামেরা ।। সতর্ক হওয়ার সময় এখনই ।। টিউন টির লিঙ্কঃ https://www.techtunes.io/how-to/tune-id/105983/ । @NirzonAlobd টিউন করার সময় আশা করি এইসব বিষয়ে আমরা সতর্ক হব।

    @SamuraixBD: ধন্যবাদ।
    SamuraixBD@ভাই,আমি এখানে ক্যামেরার সুবিধা এবং অসুবিধার বিষয়টি উল্লেখ করেছি।“বিকন এভারগ্রীন” কে ধন্যবাদ ভালো একটি ”’হিডেন কেম্যারার হিডেন ক্যামেরা সতর্ক হওয়ার সময় এখনই”’টিউন উপহার দেওয়ার জন্য।SamuraixBD@আপনি একটা জিনিস খেয়াল করেছেন বিকন এভারগ্রীন ভাই সর্ব প্রকার হিডেন ক্যামেরার ও অসুবিধার কথা বলেছেন।আমি টিউনে কি বলেছি সেটা হয়তো খেয়াল রাখা উচিৎ। মনে রাখবেন প্রতেকটি জিনিসের ভালো ও মন্দ দিক আছে।আধুনিক যুগে বেচেঁ থাকার জন্য মানুষ প্রযুক্তিগত জিনিষ ব্যবহার করে, তার যে ব্যাবহারের ২টি দিক আছে,সে বিষয়টি আমি সবার সামনে তুলে ধরেছি।কিছু বলার আগে চিন্তা করা উচিত।ভালো থাকবেন।

আমার দোকানের জন্য একটা হিডেন ক্যামেরা দরকার দয়া করে দাম বলবে? তার ছাড়া।

    @আব্দুর রব:
    ধন্যবাদ…
    হিডেন ক্যামেরার (৩৫০০ থকে ৪,৫০০ )এর মধ্যে কিনলে ভালো।আসলে দাম টা নির্ভর করে ক্যামেরার পিকজেল এর উপর।

ধন্যবাদ