ফেসবুক টাইম কিলার এবং তার থেকে দূরে থাকার উপায়

সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভাল আছেন। অনেক দিন লিখি নাহ। আসলে একটু ব্যস্ততা আর অলসতায় লিখতে পারছিলাম নাহ। আবারো লিখার প্রত্যয় নিয়ে ফিরে এলাম। যাই আসল কথায় আসি। ফেসবুক কি তা তো কারো অজানা নেই। তারপরও বলি এটা সামাজিক যোগাযোগ এর সাইট। এখানে আপনি আপনার মনের অনুভূতি স্ট্যাটাস এর মাধ্যমে শেয়ার করতে পারবেন, আপনার ছবি, ভিডিও, গান সব শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। সাথে আপনার ফ্রেন্ড যা শেয়ার করবে আপনি তা দেখতে পারবেন। তাতে মন্তব্য করতে পারবেন। লাইক বাটনের মাধ্যমে তা পছন্দ হয়েছে তা জানাতে পারবেন। আবার তা অন্য বন্ধুকে ট্যাগ করার মাধ্যমে জানাতে পারবেন। এইরকম অনেক অনেক সুবিধা পাবেন এই সামাজিক যোগাযোগের সাইটে। দিন যত যাচ্ছে ফেসবুকের ইউজার তত বাড়ছে এবং তা বাড়বে। এখন মানুষ যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হিসাবে ফেসবুককে ব্যবহার করে। এখন মানুষ কারো সাথে পরিচিত হলে তার ফেসবুক আইডিও যোগ করে বলে “দোস্ত তোর ফেসবুক আইডিটা বল আর তুই আমাকে এড করে নিস” ফেসবুক নিয়ে বর্তমানে কৌতুকও হচ্ছে একটি কৌতুক দেখি আসি -

স্যার পল্টুকে বললেন.
স্যার : তুমি বড় হয়ে কি করবে ?
পল্টু : ফেসবুক ইউজ
স্যার : আমি বুঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে ?
পল্টু: ফেসবুক ইউজার
স্যার : আরে আমি বলতে চাচ্ছি তুমি বড় হয়ে কি পেতে চাও ?
পল্টু: পোষ্টে লাইক
স্যার : গাধা,তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে?
পল্টু: পেজ খুলব
স্যার : গর্দভ,তোমার বাবা মা তোমার কাছে কি চায় ?
পল্টু: আমার আকাউন্টের পাসওয়ার্ড
স্যার : ইয়া খোদা... তোমার জীবনের লক্ষ্য কি ?
পল্টু : আপনার মেয়ের আকাউন্ট হ্যাক করা।
স্যার অজ্ঞান. :p :p

যাক মূল কথায় ফিরে আসি। ফেসবুক আমাদেরকে  এত এত সুবিধা দিচ্ছে যে আমাদের আরেকটা ভার্চূয়াল লাইফ তৈরি হয়ে যাচ্ছে। ফেসবুকে এসে নোটিফিকেশন, ফেন্ড রিকোয়েস্ট, ইনবক্স না চেক করলে যেন অস্বস্থি লাগে। আর চ্যাটিং এবং ভিডিও কল এর যোগাযোগকে করেছে আরও সহজ। এটা চক্রাকারে চলতে থাকে--

Facebook Time Killer

নোটিফিকেশন চেক --->  লাইক বা মন্তব্য  --->   মেসেজের জবাব --- > নুতন পোস্ট দেয়া ---> বন্ধুদের সাথে চ্যাটিং --->  এভাবেই চলতেই থাকে। কেউ যদি বলে তার সময় কাটছে নাহ... তাকে বলুন ফেসবুকে জয়েন করতে তার সময় কিভাবে চলে যাবে সে টেরও পাবে নাহ। সাম্পতিক এক জরিপ মোতাবেক একজন একটিভ ইউজার প্রতিদিন ২- ৪ ঘন্টা ব্যায় করে ফেসবুকের পিছনে। ওয়েবে গুগল এর পরেই স্থান ফেসবুক দখল করে নিয়েছে। ফেসবুক এখন অন্যতম একটি টাইমকিলিং হিসাবে পরিচিত।  বর্তমানে ফেসবুকের লগ আউট বাটনটাতে ক্লিক করা যে কত কষ্টের তা ফেসবুক প্রেমীরা ভাল বলতে পারবে। ফেসবুকে অনেকে আসক্ত হয়ে পড়ছেন। যাদের ফেসবুকে লগিন নাহ করলে মানসিক অবস্বাদ, অশান্তি, বিষন্নতা ইত্যাদি দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে অনেকে অফিসে বসে কাজ করা বাদ দিয়ে ফেসবুকে লগিন করছে। সবাই শুধু নতুন নুতন বন্ধু  যুক্ত করতে ব্যস্ত। বন্ধুদের পোষ্ট পড়া, লাইক, চ্যাটিং ইত্যাদিতে সময় ব্যয় করছেন। অনেককে দেখা যায় প্রতিদিন ৮ ঘন্টার উপর ফেসবুকে ব্যয় করছে। যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোন কিছুই ভাল নয়।

এই অতিরিক্ত আমাদের জন্য  ক্ষতিকর হতে পারে আসুন দেখে নেই -

  • আপনার অনেক মূল্যবান সময় নষ্ট
  • আপনার মানসিক অশান্তি, অবস্বাদ, বিষন্নতা
  • আপনার কাজের ব্যঘাত
  • মেধার অপব্যবহার
  • সৃজনশীলতা
  • কাজ করার অনীহা
  • আত্নহত্যা করার ইচ্ছা
  • মনোযোগে ব্যঘাত
  • অল্পতে রেগে যাওয়া
  • খিটখিটে মেজাজ
  • ক্ষুধাহীনতা
  • বাস্তবজীবনে ভার্চুয়াল লাইফের প্রভাব

Facebook Time Killer

এছাড়াও আরো অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এই ধরনের সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে।

আসুন দেখে নেই এ থেকে কিভাবে দূরে থাকা যায়-

  • ফেসবুক ডিএকটিভ করে দিন এবং বিশ্রাম নিন। সম্ভব নাহ হলে প্রয়োজন ছাড়া ফেসবুকে লগিন করবেন নাহ।
  • ফেসবুক এ অযথা বসে থাকবেন নাহ।
  • প্রয়োজনীয় কথা ব্যতিত অন্যকোন কথা চ্যাটিং এ বলবেন নাহ।
  • পরিচিত ব্যতিত অপরিচিত কাউকে ফেন্ডলিস্ট এ যোগ করবেন নাহ।
  • একান্ত প্রয়োজনীয় ব্যক্তিদের লিষ্ট তৈরি করে শুধু তাদের সাবস্ক্রাইব অন রেখে অপ্রয়োজনীয়দের সাবস্কাইব বন্ধ করে দিন।
  • ফেসবুক চ্যাট অফলাইন রাখুন।সম্ভব নাহ হলে লিস্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যক্তিদের ঐ লিষ্টে রাখুন।
  • কাজ করার সময় ফেসবুক বন্ধ রাখুন।
  • মাঝে মাঝে কোথাও বেড়াতে যান । কাছের মানুষদের সময় দিন।
  • অফিসে ফেসবুকে লগিন করবেনা নাহ। যদি একান্ত প্রয়োজন নাহ থাকে।
  • অপ্রয়োজনীয় গ্রুপ, পেইজ থেকে দূরে থাকুন।
  • প্রোফাইল লিমিটেড করে দিন।
  • ফেসবুকের কাজ শেষ হলে লগ আউট করে ফেলুন।
  • ফেসবুকে বসে গেম খেলবেন নাহ।
  • ফেসবুকের অপ্রয়োজনীয় এপ্লিকেশন ব্যবহার করবেন নাহ।
  • নোটিফিকেশন বন্ধ করে দিন।
  • যে সময়টা আপনি ফেসবুকে দিতেন সেই সময় অন্যকোন কাজ করুন।
  • পড়ারসময় ফেসবুক বন্ধ রাখুন।
  • সপ্তাহের যে কোন একদিন ফেসবুক বন্ধ রাখুন।

উপরের গুলো আপনি পালন করলে আপনি ফেসবুক টাইমকিলার থেকে দূরে থাকতে পারবেন বলে আশা করা যায়। তবে মনোবল আসল আপনার মনোবল প্রখর করতে হবে।

Facebook Time Killer

সবাই ভাল থাকবেন। আজ এতটুকুই।

এই টিউনটি পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত।

Level 0

আমি mnuworld। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি সহজ সরলভাবে চলতে, বন্ধুদের সাথে আড্ডা অথবা বেড়াতে যেতে। ইন্টারনেটে আসক্ত একজন কাজ পাগল ছেলে!!!! আমাকে খুজে পাবেন Facebook নামক টাইম কিলিং মেশিনে। আর গুগল প্লাস+


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভালো হয়েছে টিউনটা। আমি ত যাওয়াই ছেড়ে দিছি ফেবুতে। ধন্যবাদ নাসির সুন্দর টিউনটার জন্য।

Level 0

আমার অনেক সময় নষ্ট হচ্ছিল তাহের ভাই। চিন্তা করছি প্রয়োজন ব্যতিত ফেসবুক এ থাকব নাহ। আর এখন সামনে পরীক্ষা তাই ডিএকটিভ করে রাখছি। ধন্যবাদ আপনােক।

যতই চাপাচাপি করেন কোন লাভ নাই 🙁

রক্তের মধ্যে ফেইসবুক ঢুকে গেছে। তবুও কিছুদিন থেকে একটু কম সময় দেয়ার চেষ্টা করছি।
দোয়া রাখবেন যাতে মাঝে মাঝে আল্লাহ আমাকে ফেইসবুক ডিএক্টিভেট করার তৌফিক দান করেন।

Level 0

fb off kore deyata kono solution na. proti 4 ghontay jodi apni 3-10min kore fb check koren taholei jothesto.

    Level 0

    @rakeen: ফেসবুক অফ করে দিয়ে সমস্যা সমাধান করতে এমন নয়। তবে প্রয়োজন ব্যতিত ব্যবহার নাহ করাই ভাল সেটাই বুঝাতে চেয়েছি। ধন্যবাদ।

Level 0

চাপাচাপির করার কিছুই নেই। হ্যা আমি সেটাই বলতে চেয়েছিলাম প্রয়োজন ব্যতিত ফেসবুকে নাহ থাকাই ভাল। আর হ্যা আল্লাহ আপনাকে ফেসবুক ডিএক্টিভেট করার তৌফিক দান করুন। আমিন।

Level 0

Mone Hoi Uporer 70 % Rules E Ame Follow Kore Jodeo ID Ta Deactivate Korte Pare Na 😀 Ha Aetae Thik 4-5 Ghonta Por 1 Bar Log In Kore Check Korlae Hoi. R Sob Theke Valo Hoi Friend List Lomba Na Banano Joto Kom Friend Totoe Valo…

    Level 0

    @Babor: আমি বলছি টাইম কিলার থেকে দূের থাকতে । এটা একেবােরই বন্ধ করতে নয়। ধন্যবাদ আমার বক্তব্য বুঝার জন্য।

মিয়া ফেবু ছাড়ছেন মাগার স্কাইপেতো আমারে জ্বালাইতাছেন!! 😉

Level 0

good post

একটু বাতিক্রম কথা বলছি …… আমার ফেসবুকের কোন বন্ধুকে অনলাইনে পাই না , আমাকেও কেউ পাই । পারলে উপকার কইরেন প্লিজ ………………।

    Level 0

    @Hakam Nazmus samad: দেখুন আপনি হয়ত লিস্ট বািনয়েছিলেন। এবং সেই লিষ্টে কাউকে এড করেন নি। আর সেই লিষ্ট ছাড়া সবাই অফলাইন। ধন্যবাদ।

আমি বুঝি না যে ফেসবুকে কিভাবে একজন আসক্ত হয়। কারণ আমি ফেসবুক ব্যবহার করি প্রায় বছর খানেক হয়েছে কিন্তু আমার বন্ধুর সংখ্যা বোধহয় 30 হয়নি। আমি যাদের বাস্তবে চিনিনা এমন কউকে বন্ধু হিসেবে যোগ করিনা।এখন মনে হচ্ছে আল্লাহ্ আমারে অনেক ভালো রাখছে।

    Level 0

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ আপনাকে যে আপনি এখনো আসক্ত হননি। আসলে আপনে প্রয়োজনের বাহিরে ফেসবুক ব্যবহার করেন নি তাই আপনি আসক্ত হয়নি।

টিউন টা ভাল হয়েছে কিন্তু এই কাজ মনে হয় কখন আমি করতে পারব না …।

    Level 0

    @সাজ্জাদ: প্রয়োজন ব্যতিত ব্যবহার কমিয়ে দেন তাহলেই হবে। ধন্যবাদ।

@ mnuworld : হ্যাঁ ,অনেক গুলো লিস্ট আছে ।কিন্তু মুছবো কিভাবে ? কোন অপশন পাচ্ছি না ।অনেক শুভ কামনা আপনার জন্য

    Level 0

    @Hakam Nazmus samad: চ্যাট সেটিং যান তারপর —> এডভান্স সেটিং —-> ওখান থেকে All your friends see you except… এটার মধ্যে দেখেন কোন কোন লিস্ট আছে সবগুলো ডিলিট করে দিন তাহলে সবাই দেখতে পারবে। ধন্যবাদ।

টিউন না খুব সুন্দর,কিন্তু ফেসবুক আমার নীল পৃথিবী।এটা ছাড়া আমি থাকতে পারব না,বাস্তবের বন্ধুগুলোকে হয়ত কখনো ব্যস্ত থাকে কিন্তু ফেসবুকে কেউ না কেউ পাশে এসে দাড়ায়।আর ফেসবুকের দ্বারা অনেক উপকার হয়েছে আমার জীবনে।তাই একটু ক্ষতি হলেও সমস্যা নেই। 🙂

কমেন্ট একান্তই ব্যক্তিগত,তাই একে অন্যভাবে না নেওয়াই ভাল

    Level 0

    @Ochena Balok: এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যপার। আমি কিন্তু ব্যবহার করতে মানা করিনি। বলছি অতিরিক্ত ব্যবহার করিবেন নাহ। আশা করি বুঝতে পেরেছেন 🙂

Level 0

অনেক তথ্য জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।

সুন্দর এবং সময়োপযোগী একটি টিউন! 🙂 টিউনের কথাগুলো খুব ই বাস্তব এবং সত্য।
আমিও মাঝে মাঝে ফেসবুক অফ রাখি।
শুভকামনা রইলো।