বেশি কঠোর হয়েন না তাহলে হিতে বিপরীত হতে পারে- টেকটিউনস মডারেটরদের বলছি

এই তো বেশি দিন না আমি টেকটিউনস এ আছি প্রায় আড়াই বছর ধরে। এতদিনে সাইটটাকে অনেক আপন করে নিয়েছি নিজের অজান্তেই। তাই টেকটিউনস এর যখন কোন সমস্যা হয় তখন কেন যেন নিজেকে ঠিক রাখতে পারি না। গত ২০১০সালে টেকটিউনস এর সার্ভার সমস্যা সহ অনেক কথা নিয়ে একটা টিউন করেছিলাম। যেটা করেছিলাম টেকটিউনস এর প্রতি ভালবাসার কারনেই।

টেকটিউনস নিয়ে আমার হতাশা এবং কিছু প্রশ্ন

তবে ভাল খবর হলো ঐ টিউনের পর সমস্যার অনেকটাই সমাধান হয়েছিল।

তবে এবারের টিউনের বিষয় একটু অন্য রকম। টেকটিউনস এর এডমিন প্যানেল নিয়ে আগে অনেক অসন্তোষ দেখা গেছে কারন তেমন এক্টিভ ছিল না প্যানেল। অনলাইন টাকা ইনকাম নিয়ে অনেক খারাপ সময় গিয়েছিল তখন। কারন মডারেট তেমন হইত না। তাই দেখা যেত স্পামিং এর জালায় টেকটিউনস এ ভিজিট করাটাই কঠিন হয়ে গিয়েছিল। তবে আশার কথা হলো এখন সেই সমস্যা নেই। এখন আগের চেয়ে অনেক একটিভ টেকটিউনস প্যানেল। টিউনতো মডারেট হয়ই সাথে অনেক সময় মন্তব্যও মডারেট হয়। এটা অবশ্যই ভাল দিক।

তারপরেও কথা থেকে যায়। টিউন পেন্ডিং করার ব্যাপারে আমি অনেক ক্ষেত্রেই বিরোধীতা করেছি। স্পাম নিয়ে পেন্ডিং ঠিক আছে পারলে ওদের ব্যান করে দেয়া উচিৎ কিন্তু অন্য সব টিউন পেন্ডিং এর ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিৎ।

ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে টিউন লিঙ্ক দিয়ে রিপোর্ট করা হয় টিউন পেন্ডিং করার জন্য। আমি অবাক হয়ে দেখেছি ঐখানে এমন অনেক টিউন আছে যে গুলা অনেকটা নির্বাচিত হওয়ার যোগ্য!!! অথচ শুধু মাত্র ছোট খাট কারনে ঐ সব টিউন পেন্ডিং করে দেয়া হচ্ছে। আমি ঐ গ্রুপে আগেও এ ব্যাপারে অনেকবার বলেছি কিন্তু কোন কাজ হয়নি। তাই বলা যায় বাধ্য হয়েই এই টিউন করা।

এবার বলি বর্তমান মডারেটর নিয়ে কিছু কথা। এখন যারা মডারেটর হিসেবে আছে তারা অনেকটাই প্রশংসার যোগ্য। কারন দেখা যায় তারা নিঃস্বার্থে ২৪ ঘন্টাই টেকটিউনস কে সময় দিচ্ছে। আমি অনেক সময় চিন্তা করি তারা পড়াশুনা করে কখন! যাই হোক এখন কথা হলো এরা বয়েসে অনেকটাই অনভিজ্ঞ। কোনটা পেন্ডিং করার যোগ্য আমার কাছে মনে হয় অনেক সময়ই এরা বুজে উঠতে পারে না। দেখা যায় নীতিমালার দোহাই দিয়ে টিউনটা পেন্ডিং করে দেয়া হচ্ছে। অথচ টিউনটা ছিল একটি সচেতনতামূলক টিউন। তাই বলে কেউ ভাববেন না তাদের সাথে আমার সম্পর্ক খারাপ। বলা যায় অনেক ভাল সম্পর্ক আমার সাথে। কিন্তু এই ব্যাপারে আমি সবসমই বিপক্ষে ছিলাম।

অনেক দিন আগে টপ টিউনার নিয়ে মডারেটর নির্বাচিত করা হয়েছিল ভোটাভুটির মাধ্যমে। যারা ছিল বয়সে বড় এবং অভিজ্ঞ। যে কোন কারনেই হোক তারা এডমিন হিসেবে যোগ দিতে পারেন নি। হয়ত উনারা হলে এই রকমের টিউন করার কোনই দরকার হতো না।

বর্তমান মডারেটরদের কাছে আমার প্রশ্নঃ আপনার কোন টিউন এই পর্যন্ত পেন্ডিং হয়েছে? আমি শিওর হয়নি। তাহলে বুজবেন কি করে একটা টিউন পেন্ডিং হলে কতটা কষ্ট লাগে টিউনারের? হয়ত জিজ্ঞেস করবেন আমার হয়েছিল কিনা। হ্যা আমারও একটা টিউন হয়েছিল তবে তার জন্য কোন দুঃখ নেই। কারন সেটা করার উপযুক্ত কারন ছিল। যেটা টিনটিন ভাই আমাকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দিয়েছিলেন।

কিছুদিন আগে বাসের হেল্পারকে ছাত্ররা ভাড়ার জন্য মারে এই জাতিয় একটা টিউন দেখেছিলাম। লিখাটা পড়ে মনটা ছুয়ে গিয়েছিল। আমি সহ অনেকেই মন্তব্য করেছিল। আজকে খুজে দেখি টিউনটা নাই। তাহলে আমাদের মন্তব্যের সম্মান রইল কই? নাকি মন্তব্য করার আগে মডারেটর থেকে পারমিশন নিয়ে নিতে হবে?

প্রধান এডমিনের কাছে আমার আবেদন স্পাম টিউন ছাড়া অন্য টিউন পেন্ডিং করার ব্যাপারে আপনি নিজে দেখবেন। নাহলে হয়তো একটি টিউন পেন্ডিং এর মাধ্যমে ভবিষতের একজন মান সম্পন্ন টিউনারকে অংকুরেই মেরে ফেলা হচ্ছে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠাণ্ডা মাথার হিসাব নিকাস, হে হে হে, ভাল হয়েছে টিউনটি

🙁 ধন্যবাদ হাসান ভাই…!!! কিছুই বলার নাই 🙁 😥

ষুন্দর 😉 😉 😉

অনেক টিউননার তো টিউন করতেই ভয় পাই , এই পেন্ডিং সমস্যার জন্যে ।
তবে আমার মতামত হলো পেন্ডিং আপনি ঠিকই করবেন তবে চুলচেড়া বিশ্লেষন না করে নয়।

আর যদি কৃর্তপক্ষ টিউনে কোন ফিটব্যাক দিয়ে ১ঘন্টা বা কিছুটা সময় দিয়ে পেন্ডিং করে তাহলে যথার্থ হতে পারে ………(ব্যাক্তিগত মতামত)

    @প্রিন্স মাহমুদ: হুম।
    সত্যি বলতে কি আমি এখন আর কোন ফ্রেন্ডকে টিউন করতে বলতে সাহস পাই না। কারন যদি পেন্ডিং হয়ে যায় তাহলে লজ্জা পাব আমি। যদিও আমার মাধ্যমে এখন অনেক ভাল টিউনারও এখানে আছে।

সহমত পোষণ করছি

টেকটিউনস মডারেশন এখনও আপনাদের মত কমিউনিটি মেম্বার দ্বারা চালিত। তাই অনেক স্প্যাম টিউনের ভিড়ে কিছু নন টেকি টিউনও মডারেশন হয় তবে টিউনার তার অভিযোগ টেকটিউনস ডেস্কে করতে পারে যার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু কখনই প্রযুক্তি সংক্রান্ত ভাল মানের কোন টিউন যথেচ্ছ ভাবে মডারেশন হয় না।

ভাল মানের কোন টিউনারের টিউন ও টেকটিউনস নীতিমালা বান্ধব কোন টিউন টেকটিউনস থেকে মডারেশন করা হয় না। কিছু টিউন মডারেশন হয় যেগুলো নন টেকি। এখন এই ধরনের টিউন গুলো যদি সবসময় মডারেশন না হয় তা তবে প্রযুক্তি কন্দ্রিক টেকটিউনস ধীরে ধীরে গতানুগতিক ব্লগ হয়ে যাবে। যা আপনারা প্রযুক্তি প্রেমী হয়ে কখনই চাইবেন না।

বেশ কিছু টিউন আপনি দেখবেন খুবই ভাল কিন্তু পেন্ডিং হচ্ছে এর কারণ টিউন খুব ভাল কিন্তু তা অন্যের লেখা কপি করা। যা মডারেটররা ওয়েবে খুঁজে বের করে নিশ্চিত হয়ে মডারেশন করে।

একজন মডারেশনের একটি টিউন ইন্টারনেটের বিভিন্ন জায়গায় কপি হয়েছে কিনা, টিউনটি মৌলিক কিনা, টিউনটিতে রেফারেল আছে কিনা, টিউনটিতে অ্যাফিলিয়েট আছে কিনা, টিউনটি ঠিক মত ফরম্যট করা আছে কিনা, টিউনটিতে হ্যাকিং সফট আছে কিনা এগুলো সহ প্রায় অনেক বিষয় একসাথে মাথায় নিয়ে কাজ করতে হয়। যা মোটেও সহজসাধ্য কোন ব্যপার নয়। যার প্রশিক্ষণ টেকটিউনস থেকে মডারেটরদের সুষ্ঠ ভাবে দেয়া হয়।

টেকটিউনস মডারেশন থেকে কখনই যথেচ্ছ ভাবে টিউন পেন্ডিং করা হয় না বরং বেশ কিছু ধাপে যাচাই বাছাইয়ের পর ই মডারেশন করা হয়। মডারেশনরা সুষ্ঠু মডারেশন করে বলেই দেশের অন্য যে কোন ব্লগ থেকে মান সম্মত বিষয় গুলোই টেকটিউনসে অবস্থান করে। তাই মডারেশন প্রক্রিয়া খুবই স্বচ্ছ। তাই যেহেতু টেকটিউনস মডারেশন আপনাদের মত কমিউনিটি মেম্বাররাই করে তাই তাদের সহায়তা করুন। টেকটিউনসের মান বজায় রাখতে এটা খুবই প্রয়োজনীয়। ধন্যবাদ।

    @টেকটিউনস: “এই ধরনের টিউন গুলো যদি সবসময় মডারেশন না হয় তা তবে প্রযুক্তি কন্দ্রিক টেকটিউনস ধীরে ধীরে গতানুগতিক ব্লগ হয়ে যাবে। যা আপনারা প্রযুক্তি প্রেমী হয়ে কখনই চাইবেন না।”

    — টেকটিউনস এর এই কথাটির সাথে একমত।

    @টেকটিউনস: হুম মডারেশন নিয়ে আমার তেমন আপত্তি নেই। তবে সব সময় টেকি টিউনের পাশে কিছু সচেতনতামূলক টিউন থাকলে খুব খারাপ কিছু হবে বলে আমি মনে করি না। আর নন টেকি টিউন বলতে গল্প, উপন্যাস নয় শিক্ষামুলক টিউন বুঝিয়েছি। যেই রকম টিউন আগেও অনেক সময় দেখিছি। তাই বলে বর্তমান টেকটিউনস বিপথে চলে যায়নি।
    কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিলে তেমন ক্ষতি হবে বলে মনে করি না। সবার মন্তব্য দেখলেই বুঝা যায় কোনটা আসলেই পেন্ডিং করা দরকার।
    ধন্যবাদ।

Level 0

hasan bhai, ami khubbbi sorry je apni amar khubbbbbbbi ekjon prio tuner howoar poreo apnar ei kotha tar shathe ami moteo ekmot hote parlamna,ami ektu bekkha kori-
1) eta projuktir blog, maramarir khobor pawoar jonno onek blog achhe, kintu jehetu eta ekta bisheshaiyeeto blog,tai joto jono-guruttopurno khobor e hok na keno, ta ekhane prokash na korai bhalo.
2) ekhonkar moderation er moto karjokori ebong gotishil moderation age kokhonoi chhilona, ei kothata je TT -r shotru takeo shikar korte hobe, ami nije sharadin TT te thaki, ami dekhechi raat 3 tar shomoy o scam tunegulo pending kora hoeachhe.
3) tune korte kosto hoy mani, ebong pending kora tune bhalo hoy ,shetao mani, but jodi TT onumodito kono bivag e ekta post na hoy, tahole sheta kibhabe moderator rakhbe, ektu bolen,
ami khubbi dukkhito je apnar tune e ami apnar dimot hoe likhchhi, jekhane ami opekkhay thaki kokhon apni online e ashben,kokhon ekta tune diben, ei kotha ta apnio janen, onno blog gulote apnar ekta comment dekhle ami barbar TT refresh dei, je kokhon apni tune korben, but ei tune tate dimot kortei holo, sorry bro.

    learner vai amio apnar sathe ak mot na.karon jodi atake sudhui projuktir site bolen n jodi bolen j akhane projukti chara r kisu dea jabena tahole ami apnake bolbo 16 dec,21 feb niye tt te ato matamati kore tune keno?agula to projuktir baire.bolte paren akhn j ata bdr akta mohot bepar tai agula hoy,tahole bdr onno khobor keno dea jabena?korbani niye ato tune keno holo?atao to projuktir baire.tahole ai tune gula keno rakha hoy? Ans diyen learner vai. @learner

      Level 0

      @স্বপ্ন স্বার্থক : bhaia, apnar main concept ta dhorte parennai,
      !) 16 dec ar 21 e feb nie matamati hochhe karon oi dibosh gulor mahatto nie bola hochhe na, bola hochhe “google-doodle” name ekta projuktigoto bepar er shathe ei dibosh take relate korar jonno, je tune ta sticky hoe ache, jeye dekhen oikhane prothom koyekta comment er moddhe amar comment o ache.
      2) apni bodhoy notun ,tai janen na , dhormio tune gulo bondho korar bepare koto jhogra korechhi, sheta purono kichhu dhormio tune gulote gelei dekhte paben, apni jodi chan, ami mail e emon ekjoner naam o dite parbo, je ei TT te ar tune kore na amar jonno, onno ekta blog e kore, karon she shudhu dhormio tune korto, emon bash dieachhi, TT te ar comment o korena,lol, so, amader TT ke shudhu projuktir blog banie rakhte amader kei shotorko thakte hobe, kobe kothay dhormio tune hoeachhe, ar moderator mochhenai, tai abaro oishob tune korte hobe, eta to kono buddhimaner kaaj noy, taina?
      asha kori answer peyechhen, khub chinta kore re-comment korte hoy, ontoto tar shathe to botei je shudhu commenti kore. 😛

    @learner: না ব্রো আমি কিছু মনে করিনি। সবাই আমার সাথে একমত হবে তা আশাও করি না।
    তবে অনেক সময় নন টেকি টিউন টেকি টিউন থেকেও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অন্য ব্লগ এর সাথে টেকটিউনস এর তুলনা করে লাভ নাই। এখানে যারা আসে আমি মনে করি সবাই ভদ্র।
    আর বাসের যে টিউনের কথা বলেছি সেটা আসলেও সবার জানার মত। ছাত্ররা যেহেতু বেশি এই সাইটে তাই ঐ রকম টিউন ছাত্রদের দরকার আছে।

Level 0

টাকা কামানোর টিউন গুলা কমাইয়া দিয়েন টিটি বস এগুলা ভাল লাগেনা
হাসান ভাইকে ধন্যবাদ

আসলে টিটির কোন দোষ নাই!! সমস্যা আমাদের ভিতর!! আমরা যারা স্কাইল্যান্সার/ডুলান্সার/পিটিসি এর বিরুদ্ধে টিউন করি তখন ওদের চামচারা এসে অনেক খারাপ ভাষায় কথা বলে টিউনটাকে পেন্ডিং করতে বাধ্য করায়!! কি বলবেন আর?? আমার ঠিক এইরকম একটা জনসচেতনতামূলক টিউন পেন্ডিং হয়েছিল!! ওটাতে আমি স্কাইল্যান্সার সম্পর্কে কিছু সত্যি তুলে ধরেছিলাম!! কিছুক্ষনের মধ্যে শুরু হয়েছিল চামচার অত্যাচার!! আর আমার টিউনটা পেন্ডিং হয়েছিল!! খুব খারাপ লেগেছিল তখন!! টেকনোলজি ব্যবহার করে মানুষকে ধোকা যাতে না দিতে পারে, সাবধান করার জন্য দিয়েছিলাম!!

    @ভূত রাকিব: গালা গালি যারা করে তাদের আসলে সত্য বলার সাহস নাই বা ক্ষমতা নাই। তাই তাদের দিয়ে সবাইকে বিচার করলে হবে না।
    তবে গালাগালি বন্ধ করতে টিউন পেন্ডিং করা কোন সমাধান বলে মনে করি না।

Level 0

বর্তমানে ননস্টপ কিছু পোস্ট হচ্ছে যেগুলো মুছে দেত্তয়া পরত্ত পুনরায় অন্য নামে প্রকাশ করা হয়। আর কিছু কিছু টিউন মানসম্মত হলেত্ত কপি পেস্টের কারণে তা প্রকাশ করা সম্ভবপর হয় না। তার পরত্ত বলতে চাই একটি টিউন একজন সন্তানের মত। তাই মুছে ফেলা হলে কষ্ট হতে পারে। তাই যথাযথ কারণটি যদি জানানো হয় তবে ভালোমানের টিউনারগণ বিষয়টি জানত পারবে কি জন্য টিউনটি মুছে ফেলা হয়েছে। তবে এক্ষেত্রে কপি পেস্ট টিউনগুলো এর আত্ততামুক্ত।

অবশ্যই হাসান ভাই, টিউনার অবস্থায় আমারও ৩টা টিউন পেনডিং হয়েছিল। কষ্টের টিউন পেনডিং হওয়ার যন্ত্রনা আমিও বুঝি। আর মডারেটর হওয়ার পর যখন কোন টিউন পেনডিং করি তখনও আমার মনে পড়ে ওই যন্ত্রনাটার কথা।
তাই সেই যন্ত্রনাটাকে ভুলতে পারিনা ওটি প্রায় প্রতিদিন আমার মনে পড়ে।

আপনি যে টিউনটার কথা বলেছেন, সেটি আমিও পড়েছিলাম। আমারও মন ছুয়ে গেছিল। টিউনার হিসেবে আমিও চাইনি টিউনটা পেনডিং হোক।

কিন্তু মডারেটর হিসেবে টিউনটি পেনডিং করা আমার দ্বায়িত্ব ছিল। মডারেটর হিসেবে আমি চাইলেও এমন টিউন রাখাতে পারবো না। কারণ কালকে যদি আমি টিউনটি পেনডিং না করে রেখে দিতাম তাহলে কয়েকদিন পর আরেকজন ওইরকম মর্মান্তিক বা ওইরকম মন ছুয়ে যাওয়া টিউন করার সাহস পাবে।
তখন আমি ওইরকম একটা টিউনও পেনডিং করতে পারব না। কারণ পরবর্তী টিউনগুলি পেনডিং করে দিলে সেই টিউনার ডেস্কে আগের টিউনটার রেফারেন্স দিতে পারবে। এমনকি জিজ্ঞাসাও করতে পারবে, “উনার অমুক টিউন এখনও আছে আর আমার টিউন আবার কি দোষ করল?” তখন নিশ্চই আমি উত্তর দিতে পারব না ? আর এরকম হতে থাকলে টেকটিউনস হয়ত আর “টেকটিউনস” থাকবে না।

আমি দুঃখিত !

    কিন্তু মডারেটর হিসেবে টিউনটি পেনডিং করা আমার দ্বায়িত্ব ছিল। মডারেটর হিসেবে আমি চাইলেও এমন টিউন রাখাতে পারবো না। কারণ কালকে যদি আমি টিউনটি পেনডিং না করে রেখে দিতাম তাহলে কয়েকদিন পর আরেকজন ওইরকম মর্মান্তিক বা ওইরকম মন ছুয়ে যাওয়া টিউন করার সাহস পাবে।
    তখন আমি ওইরকম একটা টিউনও পেনডিং করতে পারব না। কারণ পরবর্তী টিউনগুলি পেনডিং করে দিলে সেই টিউনার ডেস্কে আগের টিউনটার রেফারেন্স দিতে পারবে। এমনকি জিজ্ঞাসাও করতে পারবে, “উনার অমুক টিউন এখনও আছে আর আমার টিউন আবার কি দোষ করল?” তখন নিশ্চই আমি উত্তর দিতে পারব না ? আর এরকম হতে থাকলে টেকটিউনস হয়ত আর “টেকটিউনস” থাকবে না।

    এই কথাটির সাথে সহমত পোষণ করছি @সাইফুল ইসলাম:

    @সাইফুল ইসলাম: হ্যা তা ঠিক। তবে ঐ টিউন থেকে ছাত্রদের অনেক কিছু শিখার আছে। আমি মনে করি শুধু সফটওয়্যার দিয়ে তো জীবন চলে না। সাথে কিছু বাস্তব শিক্ষাও লাগে।

    Level 0

    @সাইফুল ইসলাম: ধন্যবাদ সাইফুল ভাই, আপনার চমৎকার সহজ ব্যাখ্যার জন্য। টেকটিউন এর নীতিমালা মেনে চলা অবশ্যকর্তব্য। নাহলে বিশৃঙ্খলা ও অহেতুক বিতর্ক তৈরী হবে। ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, সব ভালো কাজ জনপ্রিয় হয় না।

Level 0

একদম ঠিক কথা বলেছেন ভাই। আমি একদিন ADF.LY এর টিউন করেছিলাম , অনেক কষ্ট করে , কিন্তু পরে দেখি সেই টিউন টা আর নাই । আসলে আমি জানতাম না যে ADF.LY টিউন যোগ্য নই। যাইহোক আমি মনে করি ADF.LY একটি সঠিক INCOME রাস্তা । ADF.LY থেকে খাটনি করে টাকা আয় করতে হই। তাহলে অসুবিধা কথাই? দুনিয়ার সব ভুঁইয়া PTC সাইট গুলার টিউনে TECHTUNES ভরে যাচ্ছে সেদিখে লক্ষ নাই । তাও আবার Refaral Link একদম ফ্রী । যাইহোক ……………………।
ADF.LY কি দোষ করলো আমি সেটা জানতে চাই ?

আমি একজন নতুন টিউনার , ভুল হতেই পারে এজন্য আমাকে এমন করা উচিত হই নাই । তবুও আমি TECHTUNES ভালবাসি , আগামিতেও ভালবাসব ।

কন অনন্যাই করে থাকলে ক্ষমা করে দিবেন

    @aknafiz: টেকটিউনস থেকে তো টাকা ইনকামের জায়গা না। নতুন টিউনার তাহলে টাকা কামানো নিয়ে টিউন করলেন কেন? অন্য টেকি বিষয়ও তো ছিল!

Level 0

আমার ADF.LY টিউন এর লিঙ্ক

https://www.techtunes.io/?p=107313&preview=true

প্রথমে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়া কে অনেক ধন্যবাদ ………টিউন টা আমার ছিল……… আমি আগেই ধরে নিয়ে ছিলাম যে টিউন টা পেন্ডিং হতে পারে …….নন টেকি বিষয়ক, তাই সবার কাছে আগে ক্ষমা চেয়েছিলাম ……যেন যাদের ইচ্ছা নেই, তারা চলে যেতে পারে ………..আমি বলে ছিলাম আমি কোনো বড় ব্লগার নই,বড় ব্লগে লেখার যোগ্যতাও নেই ৷আমি এই প্লাটফর্ম টাকে ভালোবাসী, তাই কিছু কথা আমার ডায়রির পাতা থেকে শেয়ার করেছিলাম৷টেকটিউনের প্রতি আমার কোনো অভিযোগ নেই…………শুধু এই টুকু বলব,আমার টিউনটাতে কেও ক্ষতিগ্রস্ত হত না ………….আমরা কেউ ই অতিমানব না ……তাই আমরা ভুল করি ………. কিন্তু ভুল বুঝার ক্ষমতা /শুধরানোর সুযোগ আমরা খুব কমই পাই…….কখনো কখনো কিছু ভুল আমাদের মনুষত্বের পরিচয় কে মুছে দেয়…………..এমন ভুল যেন আমরা কেউ না করি ………শুধু এই massage তাই দিতে চেয়েছিলাম ৷
যাই হোক ………………………….সবাই কে অনেক ধন্যবাদ টিউন এর পক্ষে বিপক্ষে মন্তব্য দেওয়ার জন্য৷ কেউ ওই টিউন টি পড়তে চাইলে facebook ই যোগাযোগ করতে পারেন ৷ আমার facebook id :nahidrayhan

    @নাহিদ রায়হান: ভাই আমি আসলে শুধু আপনার টিউনের জন্য আমার টিউন করি নাই। আপনারটা শুধুমাত্র উদাহরন হিসেবে এখানে বলেছি। টিউন পেন্ডিং এর ব্যাপারে আমি অনেক আগে থেকেই ফেসবুক এ বলছিলাম। কিন্তু কাজ হয় নাই তাই এই টিউন করেছি।

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) :ভাই , আপনি কথা টা ঠিক বলেছেন,: টেকটিউনস থেকে তো টাকা ইনকামের জায়গা না। নতুন টিউনার তাহলে টাকা কামানো নিয়ে টিউন করলেন কেন? অন্য টেকি বিষয়ও তো ছিল!

আসলে ভাই আমি তখন বিষয় টা ভালো করে বুঝতাম না । কিন্তু বর্তমান যে টাকার টিউন এ ভরে গেছে
TECHTUNES.

‘প্রথমে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়া কে অনেক ধন্যবাদ ………টিউন টা আমার ছিল……… আমি আগেই ধরে নিয়ে ছিলাম যে টিউন টা পেন্ডিং হতে পারে …….নন টেকি বিষয়ক, তাই সবার কাছে আগে ক্ষমা চেয়েছিলাম ……যেন যাদের ইচ্ছা নেই, তারা চলে যেতে পারে ………..আমি বলে ছিলাম আমি কোনো বড় ব্লগার নই,বড় ব্লগে লেখার যোগ্যতাও নেই ৷আমি এই প্লাটফর্ম টাকে ভালোবাসী, তাই কিছু কথা আমার ডায়রির পাতা থেকে শেয়ার করেছিলাম৷টেকটিউনের প্রতি আমার কোনো অভিযোগ নেই…………শুধু এই টুকু বলব,আমার টিউনটাতে কেও ক্ষতিগ্রস্ত হত না ………….আমরা কেউ ই অতিমানব না ……তাই আমরা ভুল করি ………. কিন্তু ভুল বুঝার ক্ষমতা /শুধরানোর সুযোগ আমরা খুব কমই পাই…….কখনো কখনো কিছু ভুল আমাদের মনুষত্বের পরিচয় কে মুছে দেয়…………..এমন ভুল যেন আমরা কেউ না করি ………শুধু এই massage তাই দিতে চেয়েছিলাম ৷
যাই হোক ………………………….সবাই কে অনেক ধন্যবাদ টিউন এর পক্ষে বিপক্ষে মন্তব্য দেওয়ার জন্য৷ কেউ ওই টিউন টি পড়তে চাইলে facebook ই যোগাযোগ করতে পারেন ৷ আমার facebook id :nahidrayhan ‘

Level 0

O:)

আমি লাকী ভাইয়ের টিউন পেন্ডিং হওয়ার পর প্রতিবাদ করেছিলাম কারন যেই দোশে টিউনটি পেন্ডিং করা হয়েছিল ঠিক একই দোশের অন্য টিউন তখন অন্য পেইজে ছিল এমন কি কোন এক টপ টিউনারে টিউন একই দোশে দোশি ছিল সেই সময় কিন্তু তাহা ডিলেট করা হয় নাই তাই সেই সময় এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল জানিনা কি জন্য এই রুপ হয়েছিল তবে আমার বিশ্বাস করতে মন চায় সেগুলু ভুলে হয়েছিল।এমন কি অনেক ননটেকি টিউন নিয়ে প্রতিবাদ করতে গিয়েও অনেক সমালোচনার মুখুমুখি হয়েছিলাম।
যাই হোক আমারো মত হইল একটা টিউন পেন্ডিং করার আগে ভাল ভাবে পরিক্ষা নিরিক্ষা করে তারপর পেন্ডিং করা উছিৎ যেন কেউ এই নিয়ে কোন প্রশ্ন করতে না পারে।
তারপর এমনটা করলে আরো ভাল হয় যে,কারনে টিউনটি পেন্ডিং করা হল সেই কারনটা যদি উক্ত টিউনে উল্লেখ থাকে তাহা হইলে টিউনার সহ সবাই বুঝতে পারবে কি কারনে টিউনটি পেন্ডিং করার হইল,ইহাতে ভুল বুঝাবুঝির মত ঘটনা না ঘটার সম্ভাবনাই বেশী।
আর ননটেকী টিউন সেটা যত ভালই হোক সেটাকে এলাউ করা ঠিক হবেনা তাহা হইলে অন্যরাও এই ধরনের টিউন করতে উতসাহ বোধ করবে আর তখন যদি কর্তৃপক্ষ পরবর্তি টিউনারের টিউনটি ডিলেট করে দেয় তবে তাদের নৈতিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হওয়া স্বাভাবিক,তবে আমার আবেদন থাকতে যদি মনে করার হয় প্রযুক্তি ছাড়াও মাঝে মাঝে অন্য ধরনের টিউন দেখা দরকার তাহলে বিজ্ঞ কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন এই ধরনের একটি বিভাগ খোলা যায় কিনা।
ধন্যাবাদ টিউনারকে বিষয়টা সামনে নিয়ে আনার জন্য আর কথা গুলু একান্ত আমার ব্যক্তিগত মতামত কেউ কিছু মনে করবেন্না।

Level 0

টিউনটি পেন্ডিং থুক্কু পেরেক মারা হোক……….

আমার পরিচিত বেশ কিছু প্রিয় টিউনার’এর টিউন না করার পেছনে এই কঠড়তাই দায়ি, যেখানে do-lancer, sky-lancer এর মত টিউন পোষ্ট হয় থাক আক্ষেত করে আর কি লাভ?
বেশি কঠোর হয়েন না তাহলে হিতে বিপরীত হতে পারে- টেকটিউনস মডারেটরদের আমিও বলছি…
মডারেশন যদি পাঠকের/লেখকের অনুকূলে না হয় তাহলে সেটা কি রকম মডারেশন, টিউনারদের কাছে প্রশ্ন?

সবার কমেন্ট পড়তে পড়তে ক্লান্ত, কীবোর্ড চেপে বিশাল কমেন্ট দেয়ার সামর্থ্য নাই।

হুম সবই বুঝলাম।আপ্নারা সবাই ঠিক বলেছেন 😛