কাল বিশ্বে ঘটতে যাচ্ছে এমন এক মহাজাগতিক ঘটনা যা এ জীবনে আপনি একবারই দেখার সুযোগ পাবেন। না পড়লে চরম মিস করবেন…

৬ জুন বিশ্বে ঘটতে যাচ্ছে এমন এক মহাজাগতিক ঘটনা যা এ জীবনে আপনি একবারই দেখার সুযোগ পাবেন।না পড়লে চরম মিস করবেন...~
এ এক অন্য 'গ্রহন'! সূর্য ঢেকে যাবে না বরং তার গায়ে ফুটে উঠবে একটি চলমান কালো বিন্দু।

মনে রাখবেন

২০১২ সালের ৬জুন এই মহাজাগতিক ঘটনা না দেখলে জীবনভর আফসোস করতে হবে আপনাকে। কারন এটি আবার হবে ২১১৭ সালে,অর্থাত্‍ ১০৫ বছর পরে। জ্যোতিবিগগানের পরিভাষায় ঘটনাটির নাম সূর্যের উপর শুক্রের চলন (ট্রানজিট অব ভেনাস ওভার দ্য সান)। হিসাব কষে দেখা গেছে প্রথমে ৮ বছর পর,তারপরে ১২১ বছর ছয় মাস,তারপরে ফের ৮বছর,তারপরে ১০৫ বছর ছয় মাস,তারপরে ফের ১২১ বছর ছয় মাস এমন পর্যায়ক্রমে সূর্যের উপর ''হাঁটে" শুক্র গ্রহ (চলতি কথায় শুকতারা বা সন্ধাতারা)।

আগামী ৬ জুন ভোর থেকে সেটাই দেখা যাবে। কালো বিন্দুর চেহারায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে সূর্যের বুকে হাটতে হাটতে মিলিয়ে যাবে শুক্র। সৌরজগতে শুধু শুক্র আর বুধের ক্ষেএই এ ধরনের চলন দেখা যায়।কারন দুটোর কক্ষপথই পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে গেছে।
৬ জুন বাংলাদেশ সময় রাত ৪টা নাগাদ প্রথম সূর্যের গায়ে দাগ ফেলবে শুক্র। কিন্তু তখন বাংলাদেশের কোথাও সূর্যদয়ই হবে না। পক্রিয়াটি শুরু হওয়ার ঘন্টাখানিক পরে তা দেখতে পাবে এদেশের মানুষ।

হুশিয়ারি:

খালি চোখে এ দৃশ্য দেখবেন না। সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের মারাত্নক ক্ষতি হতে পারে। বিগগানিদের পরামর্শ, ঘষা কাচ কিংবা অ্যালুমিনাইজড মাইলার ফিল্টার দিয়ে দেখুন এই মহাজাগতিক দৃশ্য।

কিছু তথ্য

  • =>ঘটবে ২০১২ সালের ৬ জুন
  • =>দেখা যাবে ভোর সোয়া পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত
  • =>শেষ ঘটেছে ২০০৪ সালের ৪ জুন আর আবার ঘটবে ২১১৭ সালের ১১ ডিসেম্বর।

কেমন হবে এটি:

নিচে একটা উদাহরণ দেয়া হলো:

-আমাদের ব্লগে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইলো

Level 0

আমি zonayedpca। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তথ্য জানানোর জন্য ধন্যবাদ ।

বাসায় কোনো এক্স-রে ফিল্ম নাই।শেষ হয়ে গেছে।আমাকে একটা দেন।বাইনোকুলার আছে।সেটা দিয়ে ভালো ভাবে দেখা যাবে।
আমার বাইনোকুলার দিয়ে পুর্নিমার চাঁদ দেখতে সেইরকম লাগে।কারন চাদের গায়ের সব গর্ত গুলো ভাবে দেখা যায়।

Level 2

অনেক ধন্যবাদ ভাই এত ভাল একটা তথ্য জানাণোর জন্য……

Level 0

খবর টা শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂

Level 2

ধন্যবাদ

Level 0

সুর্য উদয় হবে কয়টায় কেউ বলতে পারেন?

Level 0

Thank you.

nice post

ধন্যবাদ ভাই, এরকম একটি ইন্টারেষ্টিং পোষ্ট দেওয়ার জন্য

ধন্যবাদ!!!

তাইলে তো দেহনি লাগে …..

শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালই , অনেক সুন্দর। ধন্যবাদ,

সুন্দর !