আন্তর্জাতিক গণিত, পদার্থবিজ্ঞান এবং ইনফরমেটিক্স অলিম্পিয়াডের পদক বিজয়ীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজের পছন্দমত বিভাগে ভর্তি হতে পারবে।

অনেক সুন্দর একটি সিদ্ধান্ত। সামনে সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারব 🙂

এখন থেকে আন্তর্জাতিক গণিত, পদার্থবিজ্ঞান এবং ইনফরমেটিক্স অলিম্পিয়াডের পদক বিজয়ীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে নিজের পছন্দমত বিভাগে ভর্তি হতে পারবে। এ জন্য তাদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না।

আজকের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।  উল্লেখ্য, গত একাডেমিক কাউন্সিলের সভায় জাফর ইকবাল এ সংক্রান্ত একটি প্রস্তাব করেন এবং আজকের সভায় প্রস্তাবটির পক্ষে রায় আসে।

বাংলাদেশে অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোন সুযোগ নেই। শাহজালাল বিশ্ববিদ্যালয়ই সবার আগে এগিয়ে এসেছে যেমনটা অন্যদের আগেই এগিয়ে এসেছিল ভর্তি পরীক্ষার আবেদন মুঠোফোনে চালুর মাধ্যমে।

যারা এসব প্রতিযোগিতায় অংশ গ্রহন করে অনেক সময় তাদের প্রাতিষ্ঠানিক পড়ালেখা ঠিক মত করতে পারে না, অনেক গুলো পরীক্ষাও মিস হয়ে যায়। এখন আর ঐসব মিস হলেও সমস্যা নেই 🙂 অনেক ভালো লাগল এ খবর শুনে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভাল সিদ্ধান্ত …… এখানে পড়ার সুবাদে কিছুদিন আগে আমি শাবিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ফিজিক্স অলিম্পিয়াড, আয়োজনের সাথে ছিলাম… সেখানে পরীক্ষা শেষে তাদের সাথে আমাদের শিক্ষকদের প্রশ্ন-উত্তর পর্ব ছিল। সেই প্রশ্ন-উত্তর পর্বে তাদের মেধা ও জানার আগ্রহ দেখে , একটি কথাই মনে হয়েছিল যে , সামনে বাংলাদেশের উজ্বল ভবিষ্যৎ ।

খুবই ভালো উদ্যোগ । প্রয়োজনে তাঁদেরকে Financial হেল্পও করা হোক………..

দারুন উদ্যোগ!! বেশ ভালো লাগলো পড়ে। বআমাদের উচিত, সমাজের সকল পর্যায়ে এইসব মেধাবীদের যথার্থ মূল্যায়ণ করা। সংবাদটি জানানোর জন্য জাকির ভাইয়া (বস)কে অনেক ধন্যবাদ। শুভ কামনা ভাইয়া। প্রিয় এই দেশটার ভালো একদিন হবেই।