আপনি কি ব্যবসায়ী? পণ্য ক্রয় বিক্রয়, লেজার, বাকী’র হিসাব নিয়ে ঝামেলায় আছেন?

আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার নিশ্চয়ই পণ্য কিনতে হয়, স্টক করে রাখতে হয়, পণ্য বিক্রি করতে হয়, বাকী দিতে হয়, আবার তাগাদা দিয়ে বাকী আদায়ও করতে হয়? তাহলে আপনি নিশ্চয়ই এই বিশাল হিসাব নিকাশ নিয়ে বিপদে আছেন?

কারন আপনাকে এজন্য অনেকগুলো খাতা মেইনটেইন করতে হয়। আর এসকল সমস্যার সমাধান যদি একটি মাত্র সফটওয়্যার দিয়ে আপনি পান তাহলে কোন কথা আছে? নিশ্চয়ই নেই!

আজকে আমি যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দেবো তার নাম

"Express Invoice"

কেন? এটি?

>>আপনার ইনভয়েসের হিসাব রাখার জন্য

>>আপনার কোটেশনের হিসাব রাখার জন্য

>>আপনার অর্ডারের সর্বশেষ অবস্থা জানার জন্য

>>আপনার পেমেন্টের সর্বশেষ অবস্থা জানার জন্য

>>আপনার  আইটেমের সর্বশেষ অবস্থা জানার জন্য

>>আপনার কাষ্টমারের বিস্তারিত হিসাবের জন্য

>> ডিউ পেমেন্টের সর্বশেষ হিসাবের জন্য

অত্যন্ত দরকারী এই সফটওয়্যারটি দ্বারা যেকোন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সর্বশেষ হিসাব নিকাশ রাখা একদম সহজ।

Developer: NCH Software

Price: $69.95 (Promotional Offer only for January 2013)

Free Download: Click >>  Download Express Invoice for Windows

(বিদ্রঃ এটা কোন বিজ্ঞাপন নয়। যাদের কাজে লাগবে শুধু তারাই মন্তব্য করুন। ফ্রি ভার্সনে ৫ জনের নিচে ব্যবহারকারী আনলিমিটেড এটাকে ইউজ করতে পারবেন। ধন্যবাদ।)

||||||||||||||||||||||||||||||||||||||||||||| DISCLAIMER||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

আমার আরেকটি টিউনস রয়েছে (https://www.techtunes.io/download/tune-id/180635) সুতরাং ফাইল ক্রপ সাইপে সার্চ দিয়ে ডিপোজিট ফাইলস ডট কমের একটি ডাউনলোড লিংক পেয়েছিলাম। কিন্তু একজন টিউনার এমন বিচ্ছিরি ভাবে আমার পিছনে লেগেছে এবং আমি নাকি এফিলিয়েট  করছি সেই অভিযোগে অনেক বাজে বাজে কথা বলেছেন। আমি অধৈর্য্য হয়ে কিছু কটু কথা বলেছি। এজন ্য আমি দুঃখিত। গুলজার ভাই নামে একজন বড় ভাই এটার উপরে খুব সুন্দর একটা টিউন করেছেন। ওখান থেকে আরও ভালভাবে জানতে পারবেন। ইচ্ছা ছিল এই টিউনটি ডিলিট করে দেবো। কিন্তু কোন অপশন খুঁজে পাচ্ছি না। কোন অপরাধ না করেও শুধু সন্দেহজনক ভাবে অপবাদ সহ্য করতে ইচছা করছে না। পারলে কোন মডারেটর এই পোষ্টটি ডিলিট করে দিবেন। ধন্যবাদ।

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Level 0

আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Price: $69.95 (Promotional Offer only for January 2013) বলতে কি বুঝালেন? যে এতো টাকা সফটওয়্যারটি আপনি ফুল ভার্সন ফ্রি দিচ্ছেন নাকি কিনতে হবে? আর আপনার সফটি উইন্ডোজ সেভেন বা তার পূর্বের ভার্সনে চলবে হয়তো কিন্তু উইন্ডোজ ৮ এ ইন্সটল হয়না।

Level 0

টিউনার কে বলছি: আরে ভাই এটা কোন সফটওয়্যার বিক্রয় করার জায়গা নয়, দয়া করে টিটিতে পোষ্ট দেবার আগে নীতিমালা টা একটু খেয়াল করে তারপর পোষ্ট দিবেন, টাকা কামানো এতো সোজা না, ধন্যবাদ।

    @kamzbd: আমি সফটওয়্যার বিক্রি করতে আসি নি। আমি নীতিমালা পরার আগে আপনি একটু খেয়াল করে পুরো পোষ্টটা পড়ুন। এখানে আমার চার আনারও লাভ নাই। আর টাকা কামানোর কোন প্রশ্নই আসে না।

    @kamzbd: দয়া করে গুগলে গিয়ে NCH software লিখে সার্চ দিন, দেখুন এই কোম্পানী কোন যায়গার। টিউনারদের কাছ থেকে এই রকম রি-একটিভ আচার প্রত্যাশা করি না। ক্যাটাগরীঃ প্রতিবেদন ছিল। যাদের কাজে লাগবে তারাই মন্তব্য করুন। ধন্যবাদ।

উনি মনে হয় সব কিছু দেখে কমেন্ট করে নাই, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য

অনেক ভাল ও জরুরি একটি সফটওয়্যার । ধন্যবাদ শেয়ার করার জন্য। কিন্তু আপনার শেষ লাইন বুঝি নাই। আমাকে কি এখন কিনে ব্যবহার ক্মরতে হবে? ৫ জনের নিচে লিমিট ছাড়া মানে বুঝি নাই 🙁 বুঝায়া কন। 🙁

ভাই ডাউনলোড করতে পারছি না। একটু দেখেন। আমার খুবই দরকার সফট্‌ টা । একটু সাহায্য করবেন প্লিজ।

ফ্রি ভার্সনে ৫ জনের নিচে ব্যবহারকারী আনলিমিটেড এটাকে ইউজ করতে পারবেন, I can not understand! Please Explain!

    @স্বার্থপর: ইনষ্টল করার পর দুটি অপশন আসবে। (১) আপনি কি ৫ জনের নিচে কর্মচারী নিয়ে ব্যবসা করেন? (২) বেশী কর্মচারী হলে প্লাস ভার্সন ব্যবহার করুন। এখন আপনার ৫জন না ১০০ জন কমর্চারী আছে তা তো ওই কোম্পানী দেখতে পারবে না! সুতরাং প্রথম অপশনটি ক্লিক করলেই আপনি ফুল ভার্সনের মতো ব্যবহার করতে পারবেন।

Level 0

$69.95 E kine kotodin use kora jabe ? aktu janaben vi pls.

Level 0

এফিলিয়েট লিঙ্ক! মডুর দৃষ্টি আকর্ষণ করছি।

    @BotMaster: অকথ্য ভাষায় গালাগাল দিতে ইচ্ছে করছে। কিন্তু দুঃখিত দিতে পারছি না। এটা যদি এফিলিয়েট লিন্ক প্রমান করতে পারেন তাহলে টেকটিউন ইউজ ছেড়ে দেবো। আর যদি না পারেন তাহলে আপনি গিয়ে কিন্ডারগার্টেন-এ ভর্তি হবেন।

      Level 0

      @মোঃ আবুল কালাম আজাদ: আপনার মত বোদ্ধাকে বোঝায় কার সাধ্য! এই টিউনটি দেখে নিন, https://www.techtunes.io/techtunes/tune-id/68446 ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রতিজ্ঞার কথা আমার মনে থাকবে। ভাববেন না যেন পার পেয়ে গেছেন; আমি হলাম কচ্ছপ স্বভাবের। 😀 আমাকে কেউ বাজে কথা বললে আমি তাকে ছাড়ি না। আমি আপনার লিঙ্কের স্ক্রিনশট নিয়ে রাখলাম, সাথে আপনার প্রতিজ্ঞাও। এখন Abuse এর Report করব। এটাকে সামু ভাববেন না। মুখের ভাষা সংযত করতে শিখুন।

      আগে নীতিমালা দেখবেন, তারপর টিউন করবেন

      আর হ্যা, আবারো বলছি, আমি কিন্তু প্রতিজ্ঞায় অটুট! Affiliate’s penalty = Ban! 🙂

        @BotMaster: খোদার কসম লাগে ভাই। গাধা দেখছি কিন্তু আপনার মতো গাধা জনমে দেখিনাই। এটাকে নাছোড়বান্দা বলেনা। এটাকে বলে গাধামি।নাম্বার (০১) আপনি টেকটিউনের যে লিংক দিছেন তাতে ডিপোজিট ফাইল এফিলিয়েট সাইটের মধ্যে নেই। তাছাড়া মূল ডিপোজিট ফাইল ডট কম এর কোন এফিলিয়েট প্রোগ্রাম নেই।আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি টেকটিউনসের আপনার দেয়া লিংকে টিউনসের ১০ নাম্বার লাইনে বলা হয়েছে সরাসরি ওয়েবসাইটের ডাইরেক্ট ডাউনলোড লিংক দিতে>>http://www.nchsoftware.com/invoice/eisetup.exe আমি তাও দিয়েছি।

        (২) আপনাকে “গাধা” আমি কখন বললাম? যখন মনোঃকষ্ট তার সীমা লিমিট করেছে। ভাই একটা রিকোয়েষ্ট থাকবে আগে যে কোন পোষ্ট খুব মনোযোগ দিয়ে পড়বেন। তারপর বোঝার চেষ্টা করবেন। না বুঝলে লেখকের কাছে জিজ্ঞাসা করবেন। তা না করলে কর্তৃপক্ষকে জানাবেন। কিন্তু কখনই ডায়রেক্ট গাধার মতো কোন মন্তব্য করবেন না। গাধার মতো পিছনে লাগবেন না। পারলে সামনে হাটুন। পিছনে ভিক্ষুক হাটে।

        (বিদ্রঃ কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মন্তব্যে নিশ্চয়ই কোন ধারা ভেঙ্গেছে। কিন্তু আমার একটা রিকোয়েষ্ট থাকবে যদি কোন টিউনার (ইমন ওরফে বট মাষ্টার সাহেবের মতো) অন্য কোন টিউনারের পিছনে উদ্দেশ্যমূলকভাবে লাগেন, এই রকম যাতে না লাগেন, তার বিরুদ্ধে যেন একটি ধারা অবশ্যই তৈরী করা হয়।)

        ধন্যবাদ।

          Level 0

          @মোঃ আবুল কালাম আজাদ:
          ১) আমি ডাক্তার (যদিও আরো ১ বছর বাকি আছে) হিসেবে বলছি, চোখে চশমা লাগান। লিঙ্কটায় Scroll করে গিয়ে Updated (04-12-2012) দেখেন। আমি যা বলছি তা যদি সত্যি হয় তাহলে আপনি একটা World famous Number 0ne চক্ষুহারা রোগী। আমি না জেনে কখনো কাউকে দোষ দেই না। বাজে ভাষা ব্যবহারের জন্য মডুর কাছে ক্ষমা চাচ্ছি। বাজে ভাষা ব্যবহার ছাড়া আমার আসলেই কোন পথ ছিল না।

          ২) আমি কানা আপনাকে কখন বললাম? যখন দেখলাম আপনি কানার মত আচরণ করছেন। আগে টিউন ভালো করে পরবেন, তারপর বাজে মন্তব্য করবেন। আপনার চোখের সুবিধার জন্য সাথে আরো একটা লিঙ্ক দিলাম http://depositfiles.com/earn.html ।আর হ্যা, কখনো চোখের অপারেশন করতে হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি ভাই পারলে কারো উপকার করি, ডেসটিনিওয়ালাদের মত মানুষদেরকে প্রতারিত করি না।

          বাজে ভাষা ব্যবহারের জন্য আবারো দুঃখিত। আর হ্যা, মাহবুব ভাইয়া ও সাইফুল ভাইয়ের প্রতি অনুরোধ, আজাদ সাহেব যাতে আমার এবং kamzbd ভাইকে “অকথ্য ভাষায় গালাগালি” না করতে পারেন, সেজন্য আপনাদের পদক্ষেপ কামনা করছি।

          @ মিস্টার আজাদ ঃঃ ভালো হয়ে যান। এটা সামু না। এটা টেটি। এখানে বস্তিবাসীর ভাষা ব্যবহার করা যায় না।

        @BotMaster: আমার মনে হয় এটা ভুল বুঝাবুঝি ছাড়া কিছু নয়। আবুল কালাম আজাদ ভাই হয়তো বা শেয়ার করেছেন যাতে কারো কাজে লাগতে পারে এই ভেবে (একই সাথে হয়তো উনার কাছে সফটওয়্যারটির কী ছিলোনা)। কিন্তু উনি যে স্টাইলে টিউন টি করেছেন তাতে affiliated ভাব চলে এসেছে ( Affiliation এর একটা way হল কোনো পণ্য promote করার জন্য জনপ্রিয়/পরিচিত website এ নির্দিষ্ট টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেয়া। — টিউনারের টিউনে তাই ফুটে উঠেছে, যদিও উনি তা চান নাই)। আমার মনে হয় BotMaster ভাই এবং kamzbd ভাই টিউনার কে বুঝায়ে বললে ভালো হত। আর টিউনার ও একটু কষ্ট করে গুগল মামায় সার্চ দিলেই বুঝে ফেলতেন। খামাখা তর্ক করে কী লাভ আমাদের?

Level 0

৫ জনের নীচে ব্যবহারকারী আনলিমিটেড আর ৫ জনের চেয়ে বেশী হলে টাকা দিয়ে কিন্তে হবে তার মানে হলো প্রথমে মুখে মিষ্টি স্বাদ লাগিয়ে পরে পকেটের টাকা হাতিয়ে নেয়া, আসা করি সবাই বুঝতে পেরেছেন। এটা একটা এফিলিয়েট লিন্ক, টিটিতে এফিলিয়েট লিন্ক পোষ্ট দেওয়া নিষিদ্ব তাই টিউনারকে বলছি দয়া করে নীতিমালা আপনি একটু ভাল করে পড়েন।

    @kamzbd: আপনাকেও অকথ্য ভাষায় গালাগাল দিতে ইচ্ছে করছে। কিন্তু দুঃখিত দিতে পারছি না। এটা যদি এফিলিয়েট লিন্ক প্রমান করতে পারেন তাহলে টেকটিউন ইউজ ছেড়ে দেবো। আর যদি না পারেন তাহলে আপনি গিয়ে কিন্ডারগার্টেন-এ ভর্তি হবেন। সফটওয়্যার আগে ব্যবহার করেন। তারপর কথা বলেন। সরকারী আমলাদের মতো আগেই ব্যবহার না করে বলেদিলেন??? (যখন সাবমেরিন কেবল ফ্রি দিতে চেয়েছিল তখন সরকারী কর্তারা বলেছিল, “দেশের সব তথ্য পাচার হয়ে যাবে! আর সেই লাইন এখন ৬৫০ কোটি টাকা দিয়ে আনতে হয়েছে)

      Level 0

      @মোঃ আবুল কালাম আজাদ:

      আগে নীতিমালা দেখবেন, তারপর টিউন করবেন। টিউমেন্ট করার জন্যও যে নীতিমালা আছে তা কি ভুলে গেছেন?

Level 0

আর যদি এফিলিয়েট শব্দের অর্থ বুঝে না আসে তাহলে গুগল এ বাংলা ট্রান্সলেটর ব্যবহার করে দেখে নিবেন, ধন্যবাদ।

    @kamzbd: আপনাকেও অকথ্য ভাষায় গালাগাল দিতে ইচ্ছে করছে। কিন্তু দুঃখিত দিতে পারছি না। এটা যদি এফিলিয়েট লিন্ক প্রমান করতে পারেন তাহলে টেকটিউন ইউজ ছেড়ে দেবো। আর যদি না পারেন তাহলে আপনি গিয়ে কিন্ডারগার্টেন-এ ভর্তি হবেন।

সবার কমেন্টস দেখে মনে হচ্ছে সফটওয়্যার টি ভালো কাজের । আমিও ব্যবহার করব ।

আপনারা সবাই গুলজার ভাইয়ের পোষ্টে যান আশাকরি ওখান থেকে আরও বেশী কিছু জানতে পারবেন https://www.techtunes.io/download/tune-id/181084
ধন্যবাদ।

    @মোঃ আবুল কালাম আজাদ: আমার মনে হয় এটা ভুল বুঝাবুঝি ছাড়া কিছু নয়। আবুল কালাম আজাদ ভাই হয়তো বা শেয়ার করেছেন যাতে কারো কাজে লাগতে পারে এই ভেবে (একই সাথে হয়তো উনার কাছে সফটওয়্যারটির কী ছিলোনা)। কিন্তু উনি যে স্টাইলে টিউন টি করেছেন তাতে affiliated ভাব চলে এসেছে ( Affiliation এর একটা way হল কোনো পণ্য promote করার জন্য জনপ্রিয়/পরিচিত website এ নির্দিষ্ট টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেয়া। — টিউনারের টিউনে তাই ফুটে উঠেছে, যদিও উনি তা চান নাই)। আমার মনে হয় BotMaster ভাই এবং kamzbd ভাই টিউনার কে বুঝায়ে বললে ভালো হত। আর টিউনার ও একটু কষ্ট করে গুগল মামায় সার্চ দিলেই বুঝে ফেলতেন। খামাখা তর্ক করে কী লাভ আমাদের?

    @মোঃ আবুল কালাম আজাদ: thanks …good soft..take it easy man some ppl havent any common sence…could you pls answer my previous post :)?

মন খারাপ করার কিছু নেই। টিউন টি ডিলেট করার কী দরকার? আমার মনে হয় ডিলেট করার প্রয়োজন নেই। সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউন টি কাজে লাগবে।