অবশেষে খুলে ফেললাম একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার সাথে একটি ব্লগ সাইট (টেকটিউনস এর সহযোগিতায়)

ইচ্ছা থাকলে উপায় হয়, আসলে সত্যি কথা-   

টেকটিউনস এর সাথে আমার পরিচয় প্রায় ২ বছর হবে।  টেকটিউনসে এর অভিজ্ঞ টিউনার বন্ধুদের টিউন দেখে চিন্তা করতাম আমি যদি একটা টিউন করতে পারতাম, শুধু মনে মনে আপসোস করতাম আমি কেন টিউন করতে পারব না আমার কিসের অভাব আমার তো সব আছে, একদিন সাইফুল ভাইকে ফেইসবুকে মেসেজ দিই আমি কিভাবে টেকটিউনসে কিভাবে একটা আইডি খুলতে পারি, সাইফুল ভাই আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে আইডি করতে হয় এবং কিভাবে টিউন করতে হয়।

সাইফুল ভাইয়ের কথামত একটি আইডি খুললাম এবং একটি টিউন করে সকলের নিকট দোয়া চাইলাম,

আমার মনে হয় দোয়া কবুল হয়েছে না হলে তো আজ ৫১ তম টিউন করা  আমার পক্ষে সম্ভব হত না,

এর পর থেকে সাহস করে এক এক করে টিউন করা শুরু করলাম, আর চেইন টিউনে পৌছে গেলাম আমি ভাবতে পারি নাই আমার দ্বারা চেইন টিউন করা হবে তা আবার একটি নয় দুইটি।

টেকটিউনসে নিয়মিত অভিজ্ঞ টিউনার বন্ধুদের টিউন গুলো পড়তে থাকি। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ইন্টারনেট ও ব্লগিং নিয়ে লেখা টিউন্স গুলো পরতে পরতে এক সময় আমি নিজেই একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে ফেলি আর যে যে টিউন গুলো পড়ি এগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি।

নিচে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার এর একটা ছবি দিলামঃ

ধন্যবাদ টেকটিউনস কে ধন্যবাদ সাইফুল ভাইকে কারন টেকটিউনস না আসলে সাইফুল ভাইকে পাওয়া যেত না, আর সাইফুল ভাইকে না পেলে আমার ৫১ তম টিউন করা সম্ভব হত না।

আর একটা সু-খবর হল টেকটিউনসে এর বিভাগের ওয়েব ডিজাইনের টিউন গুলো পড়ে একটি ব্লগ সাইট বানানোর চেষ্টা করতে থাকি এবং বানাইয়া ফেলি।

নিচে আমার ব্লগ সাইটের লিঙ্ক এবং একটি ছবি দিলামঃ

 

আইটি টিপস এন্ড ট্রিকস

সকলে আমার ট্রেনিং সেন্টার এর জন্য দোয়া করবেন আর সময় পেলে আমার ব্লগ সাইটা একটু দেখবেন।

আজ এই পর্যন্ত  

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লিঙ্ক কই?

Blog er link?

ব্লগার এর লিঙ্ক আপডেট করে দিয়েছি

Level 0

blog a akta matro post tao spanish vasha te…?

    Level 0

    @seeam: sorry amar vhul hoise..apnar blog a hossian a ami dichhi hossain…

আলহামদুলিল্লাহ্‌ । ভাই আপনার ট্রেনিং সেন্টার দেইখা আমারও ট্রেনিং সেন্টার খোলার ইচ্ছা হইতাছে । । আপনার ট্রেনিং সেন্টার কি কারিগরি বোর্ডের অন্তর্ভুক্ত ? সার্টিফিকেট কি নিজেই দিবেন , নাকি বোর্ডে পরিক্ষা দিয়া বোর্ড থেকে আসবো ?

    @আমার নাম নাঈম: শুনে খুশি হলাম দোয়া করি আপনিও একটি ট্রেনিং সেন্টার দিতে পারেন। আপাতত নিজের থেকে সার্টিফিকেট দিচ্ছি, সামনে বোর্ডে পরিক্ষা দিয়া বোর্ড থেকে আসবো সার্টিফিকেট এমন চিন্তা আছে । আর দোয়া করবেন যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়।

Level 0

হোছাইন আহম্মদ ভাই আপনার জন্য শুভ কামনা রইলো।সামনে এগিয়ে যান।আমি ডি, আইটি ,তে মাল্টিমিডিয়া এন্ড এ্যানিমেশণ এ ভর্তি হইছি।আমার জন্যও দোয়া করবেন।

ভাই আপনাকেতো সাইফুল ভাই সাহায্য করছিল, আপনি একটু আমাকে সাহায্য করুন, আমিও একটি ব্লগ সাইট খুললাম
কিন্তু কিছুই বুঝতেছিনা, মানে আমি চাচ্ছি যে অন্যান্য ব্লগ সাইটের মত বিভাগ তৈরি করতে যেমন ধরুন পিসি টিপস এন্ড ট্রিক্স, বাংলা কম্পিউটিং, টিউটোরিয়াল, ইত্যাদি। আবার আমি চাচ্ছি যে আমার সাইটেও সবাই একাউনট করে লেখালেখি
করুক, মানে আমি log in এবং sighn up কিভাবে যুক্ত করবো আমার ব্লগে? প্লীজ হেল্প করবেন হোছাইন ভাই।

    Level 0

    @kamrulbhuiyan: apni wordpress e blog create koren..

    @kamrulbhuiyan: ব্লগ সাইটে কাজ করার সময় কিছু সমস্যা হয় যেমন আপনার ৩টি সমস্যা ১। বিভাগ তৈরি করতে সমস্যা ২। ব্লগে log in করার নিয়ম ৩। sign up করার নিয়ম এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়, ইনশাআল্লাহ সময় পেলে ব্লগ সম্পর্কে কিছু টিউন করার আশা আছে।

ভাই আপনার সাইটটি খুবই সুন্দর । আপনার সাইটি তে যে থিমটি ব্যবহার করছেন তার নাম ও লিংক টি দিলে খুব উপকৃত হতাম । আমি ও আপনার মত ব্লগ সাইট খুলতে চাই । প্লিজ থিমটির ডাউনলোড লিংক দিন এবং নাম জানান ।

    @sujonbiswasagon: ধন্যবাদ আপনাকে আর আমি যে থিমটি ব্যবহার ব্যবহার করেছি এটি ব্লগারের নিজস্ব থিম । থিম অপশনে গেলে আপনি থিমটা খুজে পাবেন।

ভাই কম্পিউটার ডিজাইন মানে কি? আমাদের দেশে এই এক সম্যসা নিজে পুরোপুরি কাজ জানার আগেই টেনিং সেন্টার খুলে বসে। @ হোছাইন আহম্মদ ভাই, কম্পিউটার ডিজাইন প্যাকেজে কি কি শিখাবেন একটু বলবেন কি?

    @AH Ripon Hossain: ডিজাইন বলতে লেখাকে/ ছবিকে ফুটিয়ে তোলা যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এই দুটি ডিজাইন করতে লেখা এবং ছবি ব্যবহারিত হয় ।
    আপাতত আমি ডিজাইন এ ২টি প্রোগ্রাম ব্যবহার করি ১। এডোবি ফটোশপ ছবির কাজে ২। এডোবি ইলাষ্ট্রর লেখার কাজে ব্যবহার করি এই দুটির কাজ ভালো করে জানলে যে কোন ডিজাইন ভালো করে করা যায়, আপাতত আমি কম্পিউটার ডিজাইন প্যাকেজে এই দুটি ছাত্রদের শিখাই।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

      @হোছাইন আহম্মদ: ভাই কিছু ম্নে কইরেন না, আপনি কি জানেন তা আপনার কাজ দেখেই বুজতে পারছি, আগে নিজে ভালো ভাবে কাজ শিখুন তার পর অন্যদেরকে শিখান।

      @হোছাইন আহম্মদ: আর ঐ টা কম্পিউটার ডিজাইন হবে না, ওটা হবে Web and Graphic Design.

ahammad vai apnar ei blog theke amra ki online e tutorial pabo?
amihardware & networker corse korchhi,english e khub parodorshi na, jodinetworking er kichhubangla pdf tutorial den tahole khub upokrito hoi.
dhonnyobad apnake….

ইনশাআল্লাহ আশা করি অনলাইন টিউটোরিয়াল পাবেন আর আপাতত আমার কাছে etworking উপর বাংলা pdf বই নেই পেলে আপনাকে জানাবো।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।