ডোমেইন নাম মেয়াদকাল উত্তীর্ণ করে মুছে যাওয়ার প্রক্রিয়া

আমরা অনেকেই ভাবি যে ডোমেইন নামের মেয়াদ ফুরানোর দিনই সত্যি সত্যি মেয়াদ শেষ। কিন্তু বাস্তবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া একটি ডোমেইন নাম যদি রিনিউ না করা হয় তবে মেয়াদ শেষের পরে ৭৫ দিনের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে পার হয়ে তবেই সেই ডোমেইন নাম চিরতরে মুছে যায় এবং আবার রেজিস্ট্রেশানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ডোমেইন মেয়াদ শেষের পরে expired স্ট্যাটাসে চলে যাবে। এর পরে ৪০ দিন সেই ডোমেইন নামটি grace period'এ থাকবে এবং ডোমেইনের সাথে যুক্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। শুধু রিনিউ করার সুবিধাটি থাকবে। Original post at bn.ria8.me.uk

একটি ডোমেইন নাম গ্রেস পিরিয়ডে চলে গেলেই প্রথম আভাস পাওয়া যায় যে সেই ডোমেইন হয়তো আর রিনিউ হবেনা। কিন্তু সেটা নিশ্চিত করে বলা যায়না। ডোমেইনের মালিকানা যার হাতে, তিনি পাবেন ৪০ দিনের সময়, তিনি ইচ্ছে করলেই ডোমেইন রিনিউ করতে পারবেন এবং এর জন্য বাড়তি জরিমানা দিতে হবেনা। যদি ৪০ দিনের মধ্যে ডোমেইনের মালিক রিনিউ না করেন, তবে সেই ডোমেইনের স্ট্যাটাস পরিবর্তিত হবে redemption period'এ।

এই পিরিয়ডের মধ্যে যদি ডোমেইনের মালিক রিনিউ করতে চান, তবে তাকে বাড়তি জরিমানাসহ রিএক্টিভেট+রিনিউ করতে হবে, স্বাভাবিক ভাবে এক'শো ডলারের মতো খরচ পড়ে, তবে এই পরিমানের হেরফের হতে পারে। ডোমেইন নাম যদি রিডেমশান পিরিয়ডের মধ্যে চলে যায়, তবে অনেকটাই নিশ্চিত হওয়া যায় যে ডোমেইনের মালিক হয়তো সেই ডোমেইন আর রিনিউ+রিএক্টিভেট করবেন না। যদি আপনার কাঙ্খিত কোনো ডোমেইন এই পিরিয়ডের মধ্যে এসে যায়, তবে মনে মনে আশা রাখতে পারেন, এই ডোমেইন আপনি পেলেও পেতে পারেন।

রিডেমশান পিরিয়ডের পরেও আরেক ধাপ বাকি। এই সময়ে ডোমেইন Locked অথবা Pending Delete status দেখাবে এবং এইভাবেই Deletion Period শুরু হবে। এই ডিলিশান পিরিয়ড মাত্র ৫ দিনের। ৫'ম দিনে বেলা ১১'টার পরে এবং সাধারনত বিকেল ৩'টার আগেই ডোমেইন অবশেষে পুরোপুরিভাবে ICANN Database থেকে মুছে ফেলা হবে। ব্যাস, এটা হয়ে গেলেই এই ডোমেইন অন্য যে কেউ রেজিস্টার করতে পারবেন।

আগামী টিউনে আলোচনা করবো ডোমেইন নামের বিভিন্ন স্ট্যাটাস কোড সম্বন্ধে। জানতে চাইলে নজর রাখবেন, শীঘ্রই পরবর্তী আপডেট দেবো। মূল লেখাটি আজকে সকালে আমার ব্লগে দিয়েছিলাম। Original post at bn.ria8.me.uk

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অল্প অল্প ধারণা ছিল। আপনার টিউন থেকে পরিস্কারভাবে জানলাম।
ধন্যবাদ, রিয়া দিদি।

ভাল একটা তথ্য দিলেন আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ রিয়া আপু আপনাকে , একটা গুরত্তপুর্ন তথ্য দেয়ার জন্য ।

ডোমেই নিয়ে এই তথ্য গুলো আগে জানা ছিলো না অনেক ধন্যবাদ আপু

    শতভাগ সহমত । ধন্যবাদ রিয়া আপু।