টিকফা চুক্তি ও আমাদের অজানা কিছু।আমার মতামত।

“টিকফা চুক্তির ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষীক অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে আলোচনার একটি প্লাটফর্ম তৈরি হতে যাচ্ছে। এমনটিই আশা উভয় দেশের অর্থনীতিবিদদের।

কিন্তু বাংলাদেশের কোন কোন অর্থনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক সংগঠন দাবি করছে, টিকফা থেকে ফায়দা লুটবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতিতে তাদের অধিপত্য আরও প্রবল হবে।

সর্বশেষ  টিকফা চুক্তির জন্য মার্কিন সরকার তাদের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে দেয়। বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ের ধারণা টিকফা চুক্তি হলেই জিএসপি সুবিধা ফিরে পাওয়া সম্ভব।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে অশুল্কের চেয়ে শুল্ক বাধাই বেশি। অন্যদিকে মেধাস্বত্ব আইন বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে তাদের ধারণা।”

এর মানে এরপর থেকে বাংলাদেশে কোনও পাইরেটেড সফটয়্যার চালানো যাবে না।যেমন - আমরা সকলেই WINDOWS XP,7,8,MICROSOFT OFFICE,PHOTOSHOP,PLAYER ETC.software গুলো ব্যাবহার করি এগুলো সব ই  পাইরেটেড। কিন্তু টিকফা চুক্তি  হলে আমরা এগুলো এর ব্যবহার করতে পারব না।তখন যুক্তরাষ্ট্রের চাপে আমাদের বাসায় বাসায় হানা দিয়ে চেক করবে আমরা কোন  পাইরেটেড সফটয়্যার চালাই কিনা ? চালালে মামলা থেকে শুরু করে জরিমানা কিছুই বাদ যাবে না। শুধু এগুলো না যুক্তরাষ্ট্রের সংশি্লষ্ট প্রতিটা কাজ ই ওরা ওদের নিয়ম অনুযায়ী করবে এতে করে বিপদে পরবো আমরা গরিব দেশের জনগণ।কারণ আমাদের দেশ ওদের মাতো অতো উন্নত নয় যে আমরা ইচ্ছা করলেই সব software কিনে চালাবো। যার ফলে আমাদের দেশ প্রযুক্তি ক্ষেত্রেই ৩০ বসর পিছিয়ে যাবে।কারণ তখন এতো টাকা দিয়ে মানুষ software কিনে use করতে পারবে না।ফলে computer user কমে যাবে। এগুলো সব আমার নিজের মতামত।আপনারা ইচ্ছা করলে আরও জেনে নিতে পারেন। এগুলো এর সাথে কারও মতামত নাও মিলতে পারে তাই খারাপ comment করা থেকে দূরে থাকুন।বাংলা ভালো লিখতে পারি না । না হলে আরও কিছু লেখার ইচ্ছা ছিল।

Level 0

আমি sb_rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 172 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ameoo bishoy ta neya worried………..

worried hobar e kotha………….

Level 2

vai, ajaira pechal off koren….khosra te ei dhoroner kichui nai….

    @shaonx:

    khosra te ki ai vabe apnake nirdishto kore dibe naki je agula korte parben na?o gula emon hobe na etc.aro valo kore janen. and news dekhen taile nijei bujhte parben.thanks

Level 0

টিফফা চুক্তি বাংলাদেশের মত অনুন্নত দেশের অসুবিধায় বেশী। চুক্তি করা দেশগুলো চরমভাবে ভুগবে, ভাই আমাদেরতো মাহথিরের মত দেশ প্রেমিক নেতা নেই, তাইতো ক্ষমতাসীনরা নিজকে নিয়েই বেশী ভাবে। এই চুক্তির অসুবিধাগুলো নিয়ে আমাদের প্রচারনা চালাতে হবে, যেমন আপনি চালিয়েছেন, আল্লাহ আপনাকে যাযা দেন।

Level New

রাসেল ভাই, আপনার প্রতি যথেষ্ঠ সম্মান প্রদর্শন পূর্বক বলছি এরকম জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করার পূর্বে দয়া করে আগে নিজে বাপারটা ভালো করে জেনে নিয়ে টিউন করবেন।শোনা কথা এবং মনগড়া কথা নিয়ে টিউন করলে ভালো হয় না বরং এতে বিভিন্ন গুজবের সৃষ্টি হয়

Level 0

আমার কোন চিন্তা নাই। গত এক বছরের বেশি সময় ধরে লিনাক্স ব্যবহার করি। আমার মনে হয় সবারই আস্তে আস্তে ওপেনসোর্স সফটওয়্যারের দিকে আসা উচিত।

    @Roni: vai eta shudhu software er bapar na.sob khetrei oder niom cholbe garments theke suru kore sob.oder shartho ase ase amon sob kisui ora oder mato chalabe. datails== nicher link a.

valomoto na jene kotha bola utchit na, ete bivranti bare, basai basai hana dea windows babohar bondho korar moto somoy karori nai, jeta hobe somosto corporate office gulote pirated cd use kora bondho hobe, jeta ticfa korar agei already suru hoyeche. tarporeo prob hole Linux to acei, so ato worried hoyar kicui nai…..

সাধারণ পাবলিকের কোন সুবিধা অসুবিধায় সরকারের কিছু যায় আসে না। সে তার স্বার্থ টাই সবসময় বড় করে দেখে এবং দেখবে। অবশেষে অপেক্ষায় আছি টিকফা চুক্তি কবে বাস্তবায়ন হবে।

Level 0

Kichue korar nae . Jader hate khomota tarae Jodi er opobebohar kore taile er biruddhe ki e ba korar ache. Amar mote amader moto developed countryr jonno software er dam r o onek kom houa dorkar ar least thokon amra kine use korte parbo. Akhon r ki korar vabtesi kobe theke Linux use Kora start korbo …

    @Babor: vai baparta shudhu software er bapar na.gas thek suru kore sob bishoye amra dhora khelam.ekhane tabu je jar jaiga theke shacheton korai amader daitto.news dekhen online pootrika gulor taile bujhte parben. thanx

দেশটাকে পরোক্ষভাবে বিক্রি করা হল………

Level New

kon matter koi niya ashlo? 😀