ফেসবুক থেকে উপার্জন-লাইক ব্যবসা :প্রতারণা এবং প্রতিকার

বেশ কিছুদিন ধরে  লক্ষ্য করছি।

বিভিন্ন  ফেসবুক পেজ এর পোস্ট এ  অনেক গুলো  লোভনীয়  অফার ।

যেমনঃ এইটার  কথায় ধরা যাক ।

চলুন  একটু গবেষণা করি…

pic 1

মাত্র ১০ মিনিতে ৫০০ টাকা-( এই মাসের  নেটের বিল টা উসুল হইলে কম কি? )

আমিও লোভ   সামলাতে না পেরে   অবশেষে  ক্লিক    করলাম   http://bkashtaka.tk

এই পেজটা আসল।

আগেই জানতাম এইটা  প্রতারণা  করে নিছিক  ফেচবুক এ  পেজ লাইক  নেওয়া ।

যাই হোক,

এইটা একটা ভুয়া সাইট  যেখানে প্রতিদিন সাধারন  নেট  ব্যাবহারকারী  প্রতারনার শিকার  হচ্ছে।

এবং  সত্যিকারের অনলাইন ইনকাম (গুগল অ্যাডান্স, ফ্রীলাঞ্চিং ও অন্যান্য) সাইট  সম্পর্কে বিরুপ  ধারনা তৈরি হচ্ছে।

এইটা যে একটা ভুয়া সাইট ( আরও  অনেক আছে ) – এর  সপক্ষে আমার যুক্তি ।

প্রথমে,

সাইট এর  host টা    http://www.wapka.mobi এর ।

আর url  টা ফ্রী   .tk  ডোমেইন থেকে  শর্ট করা বা  dns সেট করা ।

আমার ওয়াপকা সাইট সম্পর্কে  অনেকপূর্ব অভিজ্ঞতা  আছে।

তাই বলছি ,ওয়াপকা সাইটে  এমন কোন  survey অপশন নেই ,যেখানে  নীচের  দেওয়া  পেজ গুলোতে  প্রতিদিন কত জন ,কয়বার,কোন সময়ে ,কয়টা পেজ  এ লাইক করেছে ।

যার ভিত্তিতে  এনারা  টাকা প্রদান করবে।

 

 

pic2

Step : 1

না করে( তাঁদের পেজ গুলো তে লাইক না দিয়ে)

যদি step 2 তে মোবাইল নাম্বার দিয়ে বা নাম্বার না দিয়ে  submit এ ক্লিক করলে ।

একইভাবে অন্য একটি পেজ আসবে।

ছবিতে লক্ষ্য করলে দেখবেন

কি লেখা আছে।

pic5

** ভুয়া ওয়াপকা কোড   দিয়ে  অনলাইন  ভিসিটর show করছে।

pic3

আর হ্যাঁ , এনাদের    শিক্ষাগত  যোগ্যতা দেখে  নেন  contack     

Total payment- 65721 taka--

pending payment- 5637 taka-

এনাদের আবার  অর্থ দিয়ে   সহযোগিতা করে

Facebook  এবং PayPal

তাহলে বুঝেন অবস্থা।

প্রতিকারঃ

প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম ।

কিন্তু প্রতিকার এর  উপায় না  জানলে  প্রতিরোধ  সম্ভব নয় 

আসুন আমারা সবাই এদের চিনে রাখি , 

যখন, যেখানে  এই ধরনের  বিজ্ঞাপন দেখব   একটু সময় নিয়ে  সাধারন  বিজ্ঞাপন  দাতা( যারা টাকার জন্য last step এর কাজ ২৫ জায়গায় পোস্ট করছে) কে বুঝিয়ে বলব।

এবং সব সময় এই ধরনের  ভুয়া আয় সম্পর্কে  জেনে শুনে সঠিক  পদক্ষেপ নেব ।

নিজে প্রতারিত হব না ,অন্যান্য  বন্ধুদেরকে

এই ধরনের প্রতারনার  শিকার হতে দেব না ।

আজ এই পর্যন্ত ।

ফেসবুকে  আমি

পার্সোনাল ব্লগ

টেকি ব্লগ

টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন  

ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন………………

ধন্যবাদ

Level 0

আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসুন যুক্ত হই বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্কে আজই Eshoha.com

Level 0

সব ধরনের বাংলা পিডিএফ বই এর ভান্ডার। এপার বাংলা এবং ওপার বাংলার বিখ্যাত লেখকদের বইয়ের বিপুল সমাহার।
https://www.facebook.com/allbanglaboi

Vai Munna …. Please gift me a power full glass for reading ……

    Level 0

    @md. mainul islam:
    sorry… ভাই…।
    সাময়িক ফন্ট সাইজ এর problem এর জন্য……
    এখন ঠিক করে দিয়েছি…।

Level 0

যে নাম্বার দেওয়া আছে ওটাতে কল করে আছেলা বাঁশ দেওয়া উচিত. . .

    Level 0

    @wtechcity:
    নাম্বারটা তে কল দিয়ে কথা বলছি…।
    ব্যাটা… আমাকে কী-বোর্ডের আওয়াজ শোনায়। সে বলে কম্পিউটার এ কাজ করছে,গ্রাহক এর পেমেন্ট নিয়ে busy আছে।
    আমি বললাম — তোমাদের কাছাকাছি “থানার” নাম্বার টা দাও……।
    সাথে সাথে সে ফোন কেটে দিছে । আমার নাম্বার ব্লক দিছে………

লেখাগুলো ছোট দেখা যাচ্ছে, ফন্ট সাইজ বাড়িয়ে দিল সুন্দর লাগত! @ ধন্যবাদ বিষয়টি অবগত করার জন্য।

    Level 0

    @হোছাইন আহম্মদ:
    আসালামুয়ালাইকম ভাই, আমি আপনাকে অনেক আগে থেকে জানি, আপনার অনেক টিউন পড়ি…।।
    এবং আমি আপনার একজন ফ্যান ও।
    কিন্তু টিটিতে id খুলে আপনার টিউনে ধন্যবাদ দেওয়া বা কমেন্ট করা হয়ে উঠেনি।।
    অনেক ধন্যবাদ টিউনটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য…।।

ভাই অণুবীক্ষণ যন্ত্র লাগবে ত লিখা পরতে । ফন্ট সাইজ বাড়াই দেন ভাল করে পরি ।

ধন্যবাদ

    Level 0

    @Ashikur Rahman Ashik:
    sorry… ভাই…।
    সাময়িক ফন্ট সাইজ এর problem এর জন্য……
    এখন ঠিক করে দিয়েছি…।
    আপনার অণুবীক্ষণ যন্ত্রে এখন আর আমার লেখা ভাইরাস দেখতে হবে না।
    কমেন্ট করার জন্য ধন্যবাদ…

      @Ai.munna: ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য আর পোস্ট টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ …।

Level 0

ভীষণ দুঃখিত,ফন্ট সাইজ এর সাময়িক অসুবিধার কারনে ……।
আসলে হয়েছে কি?
টিটিতে এই পোস্ট পাবলিশ করতে না করতেই আমার নেটের প্যাকেজ শেষ হয়ে যায়।
তাই ফন্ট সাইজ টা ঠিক করতে একটু সময় লেগেছে…।।
ধন্যবাদ সবাইকে………।