ইনস্টিগ্রামে নতুন ১০ টি ফিচার। (iOS এবং Android এর জন্য)

ইনস্টিগ্রাম; ফটো শেয়ারিং এর এই জনপ্রিয় সাইট iOS এবং Android এর জন্য নতুন ১০ টি ফিচার উন্মুত্ত করলো।

আসুন দেখি নতুন ফিচার গুলো

  • ব্যবহারকারীরা এখন সাইডবারে পাবে ফটো ফিল্টারস টুল।
  • ফটো এডিট করতে পারবেন, ক্রপ টুল ও থাকছে,

সাথে আরও থাকছে-

  • Brightness, contrast, warmth, saturation, highlights, shadows, vignette, sharpen and filter strength
  • Border tool  এখন থাকবে filter strength সেটিং এর ভেতর।

আগামী মঙ্গলবার থেকে ইনস্টিগ্রাম বাবহারকারীরা অ্যাপটি APP STORE এবং Google Play স্টোর থেকে আপডেট বা ইন্সটল করতে পারবে।

এখানে দেখতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস