অনলাইন নিউজ পেপার, নব্য বাটপারী

নাহ, এবার লিখে ফেলতেই হচ্ছে।

কবছর আগেও এগুলা কেউ চিনতো না। আস্তে আস্তে এখন অনেকেই অনলাইনেই নিউজ পড়েন। সেটা সমস্যা না, সমস্যা হইলো ছাতার মত গজিয়ে ওঠা অনলাইন নিউজ পেপার সাইট গুলো।

আপনার কোন ধারনা আছে এই মুহুর্তে কতগুলা অনলাইন নিউজ পেপার সাইট আছে ? ধরলাম আপনার নিজের একটা আছে। অনেক খেটেখুটে খবর যোগার করে পোস্ট করে বড় সাইট বানাইছেন। রাত টা পার হতে দিবে না, সকালে দেখবেন কমপক্ষে ৫০ টা সাইটে আপনার আর্টিকেল কপি হই গেছে, যেখানে আপনার নাম নিষানা নাই।

এভাবেই চলতেছে সাইট গুলা, আর এদের ভিজিটর টানার প্রধান আকর্ষন হলো এ্যাডাল্ট শ্রেনীর নিউজ। কোন নাইকা কি করলো, কোথায় কে কি হইলো এগুলাই নিউজ।

যাহোক, কে কি পোস্ট করলো তাতে আমার সমস্যা নাই, সমস্যা হলো বড় নিউজ সাইট গুলোর। একটা নিউজ এরা লিখে শেষ করতে না করতেই অনেক গুলা সাইটে চোলে যায়, কিভাবে যায় ? ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়ে রাখলেই হলো, অটো কপি করে পোস্ট করতে থাকে । এতে দেখা যাচ্ছে তাদের সাইটের ম্যানেজমেন্ট বাজে হইলেও খবর গুলো ইউনিক, রাতারাতি বড় হয়ে যাচ্ছে।

এসব সাইটের ম্যানেজমেন্ট নিয়া বলি,  এক ছেলে এস এস সি পাশ করে বের হইছে, তার নিজের নাকি নিউজ পেপার সাইট আছে, বুঝেন ঠেলা। একবার চিন্তা করেন আপনি যে খবর টা পড়তেছেন সেটার এডিটর একজন মেট্রিক পাস ছেলে। সংবাদ পত্র একটা সেন্সেটিভ ব্যাপার, এখানে যোগ্যতা লাগবেই। অনলাইনে এখন দেখি কিছুই লাগে না।

এগুলো কেন ?

আয় করার ইচ্ছা থেকেই সম্ভবত সাইট গুলো।  আয় এর ধরন শুনেন, এ্যাড কম্পানীর এ্যাড তো লাগাবেই, সাথে এদের আছে এ্যাড স্পেস বিক্রি এর ধান্দা। বড় বড় কম্পানী গুলো তাদের প্রচারনা চালাবার জন্য বিজ্ঞাপন দেন বিভিন্ন ওয়েব সাইটে। কোন বিজ্ঞাপন সার্ভিস ব্যাবহার না করেই, এখানেই তারা প্রতারিত হন।

কেমনে ?

রাতের অন্ধকারে একটা সাইট বানাইলেন, তারপর বিভিন্ন ফেসবুক পেইজ থেকে শেয়ার, মজাই লাগে যখন দেখি আমার একটা ফেসবুক গ্রুপে একি পোস্ট ৬ জন ৬ সাইটের জন্য করছেন।  এভাবে তাদের সাইটে নিয়ে যান ভিজিটর,আরো আছে এ্যালেক্সা র‌্যাঙ্ক বুস্ট আপ, লেগে পড়েন র‌্যাঙ্ক কমাতে।  মানে এ্যালেক্সা র‌্যাঙ্ক টা কমান আর কি। এরপরে ধরনা দেন বড় কোন কম্পানীর কাছে, আমাদের সাইটে বিজ্ঞাপন দেন।  মাঝখানে একটা কথা আছে, সবাই তো গাধা না, সাইট দেখেই বিজ্ঞাপন দিয়ে দেবেন, তারা আগে দেখেন এদের সাইটে আর কে কে বিজ্ঞাপন দিছে, তার পরে বিজ্ঞাপন দেন। কিন্তু নতুন সাইটে আর কে বিজ্ঞাপন দেবে ? কেউ না।

এখানেও আরেক বাটপারী। নিজেরা বিভিন্ন কম্পানীর লোগো আর লিঙ্ক লাগিয়ে রেখে দেন, অর্থাৎ দেখান তাদের সাইটে অনেকেই বিজ্ঞাপন দেয়। খেয়াল রাখবেন, এগুলোর বেশীর ভাগ ভুয়া। তারা সুধু আপনার সাথে প্রতারনা করতেই এটা করতেছে , আপনার টাকা পানিতে ফেলার আগে যদি আমার লেখা টা আপনার চোখে পড়ে তো বেচে গেলেন।  এদের বেশীর ভাগ সিস্টেম আবার মাসিক, মানে এক মাসের জন্য এত টাকা দিতে হবে। কিচ্ছু নিজের না সাইটে সেজন্য মাসে হাজার হাজার টাকা নিয়া যাবে, এরা তো ............ এর থেকেও খারাপ।

আপনি বিজ্ঞাপন দিতে আগ্রহী ?

একটা নিউজ পেপার সাইটে যারা যান তারা খবর পড়তে যান, বিজ্ঞাপন দেখতে না, এটা মাথায় রাখবেন। দেশে এখন বেশ ভালো কিছু বিজ্ঞাপন সার্ভিস আছে, তাদের ব্যাবহার করতে পারেন। আর যদি দিতেই হয়, বিজ্ঞাপন দিন টিউটোরিয়াল, টেকনোলজী বা ডাউনলোড সাইটে। কারন এগুলোর ব্যাবহার কারী রা সবসময় নতুন কিছু খোজার ধান্দায় থাকেন, নিয়মিত খবর এর না।

আমি নিজে একজন ডেভেলপার, বেশ কিছু নিউজ পেপার সাইট নিজেই বানিয়ে দিছি । আমার পেশায় আমি ঠিক আছি, কিন্তু ক্লায়েন্ট রা কি করছেন সেটা বলা আমার অধিকারে পড়ে না। তাই ক্ষোভ গুলো জানাতে টিউন টা করলাম। আপনার সচেতন হন।

ও হ্যা, এগুলো বানানো তো আরেক ব্যাবসা। চিন্তা করেন একটা নিউজ পেপার সাইটে কি থাকে ? বেশীর ভাগ একটা ওয়ার্ডপ্রেস , আর থিম টা ডিজাইন করা, এই তো ?

এ কাজের জন্য দেশের স্বনামধন্য কিছু বা কোন প্রতিষ্ঠান আবার ৫০ হাজার টাকা বা এর বেশী ও নিয়ে থাকেন। আমি বলবো এ কাজ ১০ হাজার টাকা হলেই হয়, তাও সেরা মানের হোস্টিং দিয়ে। সো আপনি যদি মৌলিক কিছু করতে চান, অনেক ভালো জ্ঞ্যান আছে ওয়ার্ডপ্রেস এ এমন অনেক টিউনার আছেন টেকটিউনে। তাদের কাছে জান, এগুলো গলাকাটা তথাকথিত ওয়েবসাইট ডেভেলপার এর কাছে যাবেন না।

( লেখা টা মনে হয় অনেকের বাটপারী ব্যাবসার অসুবিধা করতে পারে, সো বাজে মন্তব্য আশা টা স্বাভাবিক ভাবেই ধরে নিলাম, দয়া করে বাজে মন্তব্য করবেন না )

 

আমার ব্লগ

ফেসবুকে আমি

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু সাইট তো পারলে পর্ণ ভিডিও পোস্ট করে ভিজিটর নিয়ে যায় !

    @জাবেদ ভূঁইয়া: আর বইলেন না এগুলোর কথা। ফেসবুকের হোম পেইজে হুট হাট করে চলে আসে, ইজ্জত নিয়া টানাটানি লেগে যায় রে ভাই

Level 0

ধন্যবাদ ভাইজান। আজ আমার মনের কথাটি তুলে ধরেছেন। ব্যাঙ্গের ছাতার মতো এদের অবস্থান বর্তমানে। আমি অনেক আগে একটি সাইড করেছিলাম পরে দেখি এটি চালাতে গেলে জনবল এবং পরিশ্রম প্রয়োজন, নিজউ কালেকশন, সত্যতা আরো অনেক ব্যপার এসে দাড়ায়। আর কপি পেষ্ট করবো। বিবেকে দিল বাধা কারন বড় সর টাকার ব্যাম্বো খেতে চাইনা। তবে হ্যা পরে নিজের একটি ইংরেজিতে সাইড করেছি কিন্তু সোস উল্লেখ থাকে। গুগল এডসেন্স থেকে ভাল আয় আসছে।

ধন্যবাদ এমন একটি মূ্ল্যবান পোষ্টের জন্য।

Level 0

ধন্যবাদ ।

আপনাকেও

Level 2

কথা থিক। তবে কি করা জেতে পারে

নীতিমালা প্রনয়ন করে সরকার চাইলেই এগুলো কে বন্ধ করাতে পারে, এমন কোন সংবাদ পত্রের প্রকাশকে নুন্যতম গ্রাজুয়েট হওয়া নিয়ম করা যেতে পারে। আরো অনেক কিছুই করা সম্ভব।

তিক্ত হলেও সত্য কথা। ধন্যবাদ আপনাকে

Level 2

কি করা যেতে পারে? আমরা এই শুধুমাত্র Online Newspaer গুলো ভিজিট করা বাদ দিতে পারি। যেসকল News Paper এর Print Version আছে সেগুলো শুধু Online এ পড়ব। নীতিমালা করে এদের কিছুই করা যাবে না। যা করার আমাদেরই করতে হবে।

Level 0

সচেতনমূলক পোষ্ট । কিছুদিন আগে পাকিস্থানের হিনা রাব্বানি ও বিলওয়ালকে নিয়ে ভুয়া পোষ্ট করছিলো।
ভূয়া জিনিষই ভুয়া।

এসব বন্ধ করতে সরকারি উদ্দোগ প্রয়োজন।

সহমত

ভাল টপিক

“এসব সাইটের ম্যানেজমেন্ট নিয়া বলি, এক ছেলে এস এস সি পাশ করে বের হইছে, তার নিজের নাকি নিউজ পেপার সাইট আছে, বুঝেন ঠেলা। একবার চিন্তা করেন আপনি যে খবর টা পড়তেছেন সেটার এডিটর একজন মেট্রিক পাস ছেলে। সংবাদ পত্র একটা সেন্সেটিভ ব্যাপার, এখানে যোগ্যতা লাগবেই।”

একটা এস এস সি পাশ ছেলে কি সংবাদপত্রের এডিটর হতে পারেনা ???

    Level 0

    @Mosharaf Tanvir: একটা এস এস সি পাশ ছেলে কিছুতেই সংবাদপত্রের এডিটর হতে পারেনা । এখানে যোগ্যতা লাগবেই।

Level 0

সুন্দর , পড়ে খুব ভাল লাগল।

vi akhon kono online news e like dite e voi lage, joto rape ar oslil bisoye news. amn jodi hoto sobai unique news cover korar try korto tahole dekha jeto puro deshtar olite golite ki hoche setao bad jetona. but amra asi indiate ki hoise kon actress kar sathe date korse asob news nia. amnki joto third class actor actress nia e ader news. karon o ase, seta holo oder site tai to 3rd class 😛
apnak many many tnx arokom akta post korar jonno brother

    @আজিম মাহমুদ: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, আমি সাইটের পেছনে কাজ করি তো, সবথেকে বেশী ভুক্তভোগী মনে হয় আমি নিজেই

টিউনকারীকে অসংখ্য ধন্যবাদ সত্য কথা প্রতিবেদন আকারে তুলে ধরার জন্য, কোন পড়ালেখার যোগ্যতা নাই শুধু বাংলা পড়তে লেখতে জানে এমন ব্যাক্তির ও পারসোনাল নিউজ ওয়েবসাইট আছে ।

আপনি কি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে চান।
http://www.digitalmathbaria.com/web-design-mathbaria-pirojpur/