বিশেষ করে যারা চাকরী খুজছেন,এবং চাকরী করবেন ও যারা ছাত্র এছাড়া সকলদের (সতর্কী করার জন্য এ টিউন করা হলো)

আসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমি আপনাদের দোয়ায় ভালো আছি ।তাহলে মুল কথায় আশি । আমার মত অনেক লোক আছেন যারা পড়াশুনার পাশাপাশি চাকরী করতে চান। যাতে আমাদের আলাদা হাত খরচ আমরা নিজেরাই যোগার করতে পারি । যে আমাদের বাবা-মা এর খরচ কিছুটা হলে কমবে। মানে পারটাইম চাকরী বলি । কিন্তু এসুযোগ কাজে লাগিয়ে এক ধরনের প্রতারণা চক্র আমাদের দেশে অনেক লোকের সাথে প্রতারণা করে আসছে ।

সবার কাছে অনুরোধ ভালো করে পড়ে পরে মন্তব্য করনে

আপনারা জানেন চাকরী বিজ্ঞপ্তি পাবার জন্য নানা প্রকার চাকরী নিয়োগ প্রত্রিকা কিনে পড়ি । এখানেই সেই প্রতারনা চক্র কাজ করছে তাদের ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে । নিচে তার চিত্র দিলাম    

উপরের বিজ্ঞাপন দেখে যারা ছাত্র এবং যারা চাকরী খুছেন । তারা অনেক লোক আছেন চাকরী করতে চাইবেন। কেন চাইবেন আমার দিক থেকে বলছি

1। বেতন মোটামুটি ভালো ১৮৫০০,১৫৫০০ টাকা।

2। অভিজ্ঞতা ও জামানত নাই , নিজের জেলায় বা থানায় পোষ্ট

3। এছাড়া ঈদ বোনাস , মোবাইল, ল্যাপটপ দেব ।

4। এছাড়া পড়াশুবিধা পরীক্ষার ছুটি , ভাতা দেবে ।

আসুন দেখি কাজটা কি ? যখন আপনি নিচের নম্বরে কল করবেন । তখন বলবে আপনার কাজ হলো আপনার এলাকায় নেট স্পরিটি কত এটা মাপার জন্য ,এবং কোথায় কত স্পিট দিতে হবে । এই কাজ ।

আপনি কেন এ চাকরী করবেন না । কারণ এটা এটি প্রতারণা চক্র নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

আমি যখন পেপার দেখে নিচের নাম্বারে কল করি ধরল এক মেয়ে । তখন সে বলে আমরা আপনাকে একটি ঠিকানা দিচিছ আপনি আপনার সকল সনদ পত্র ফটোকপি ও দুই কপি ছবি এবং আপনার বায়ুডাটা  পাঠিয়ে দিন কুরিয়ার করে । আমি ঠিকানা অনুয়াযী তাই করলাম । ঠিকানা হলো

Sumi

মালিবাগ ঢাকা ১২১৭

মোবাইল ঃ ০১৯৬০২০৮৮১৮

পাঠালাম ।

কয়েক দিন পড় ০১৯৬০৯০০৮১৮ এই থেকে দুপুর ১১.১৬টায় কল আসল ..

আমি : হ্যাল

প্রতারণা চক্র  মেয়ে: আপনি কি জুয়েল ।

আমি : হ্যা বলুন।

প্রতারণা চক্র  মেয়ে: আপনি এরিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ করা হলো আপনার কাজ হলো সকাল ৯টা থেকে ৫ পযর্ন্ত অফিস। আপনাকে কম্পানি একটি ওয়ালেস দিবে সেই ওয়ালেস এর মাধমে আপনার এয়িায় নেট স্পিট কত সকল সময় জনাতে হবে । এখন আপনি কি কাজ টা করতে পাবেন

আমি : হ্যা পারব ।

প্রতারণা চক্র  মেয়ে:  তাহলে কম্পানির রুন্স অনুযাযী আমরা আপনার চাকরী এপান্টম্যাট কার্ড পঠাব । তা কোন ঠিকানায় পাঠাব ।

আমি: আমার ঠিকানা তো দরখাস্তর দেয়া আছে সেই ঠিকানায় পাঠান ।

প্রতারণা চক্র  মেয়ে: ঠিক আছে । কিন্তু এখন একটা কথা আপনাকে ওয়ালেস বাবদ আজ দুপুর বারটা মাঝে ১০৫০ টাকা এই নম্বারে বিকাশ করুন । তাহলে আপনার চাকরী হবে ,তানা হলে হবে না ।

আমি : এখন  তো মাত্র ৩০ মিনিট সময় আছে । ৩০ মিনিটে কি পারব ।

প্রতারণা চক্র  মেয়ে:  তা না হলো আপনার চাকরী হবে না ।

আমি : ঠিক আছে দিচ্ছ।

প্রতারণা চক্র  মেয়ে:  আচ্ছা ১২টার আগেই দিতে হবে । আর টাকা পাঠানার আগে আপনার নামএবং ১০৫০ লিখে এই নম্বারে পাঠাবেন এর পর বিকাশ করবেন।

আমি : আচ্ছা।

আমি বাসায় বলি আব্বু- আম্মু বল ১০৫০ টাকা দিয়ে দিল । আমি বলাম যদি ভুয়া হয় টাকা মেরে দেয় । আব্বু বল সেটা ভাগো। আমি বলাম মনে হয় এটা ভুয়া কারণ টাকা বিকাশে কোন কোম্পানি চাবে না । কিন্তু আব্বু বলল দিয়ে আয় । তো আর কি আমি গেলাম বিকাশ করতে । ঘরি দিকে দেখি ১৫ মিনিট আছে । আমার  পরিচিত দোকানদার সম্পর্কে কাকা লাগে কারণ তার কম্পিউটারে সমস্যা হলে আমার ঠিক করতে হয় । আমি গিয়ে বলাম আপনার কাছে বাংলালিকের লোক আসে না ।ঠিক তখই দেখি লোডের লোক আসল । তখন  কাকা ও  বাংলালিকের লোকে পত্রিকা দেখালাম বলাম এটা কি আপনাদের অফিস। সে বল আমাদের তো অনেক অফিস তো বলতে পারলাম না । কাকা বল আপনাদের অফিস তাও যানেন না। সে বল আমি আপনাকে আমার বস এর নাম্বার দিচ্ছি আপনি দোকানদার পরিচয় দিয়ে এসম্পর্কে বলেন । কাকা ফোন করল  সব কিছু খুলে বল। সে বল আপনি এ ব্যপারে কল করেছন আমি খুবই খুশি হয়েছি। কারণ এটা সম্পূণ ভুয়া আপনি ভুলেও টাকা পাঠায়েন না । আমি সব শুনে টাকা পাঠালাম না ।

ঠিক দুপুর ২.৩৫ মিনিটে সেই  নাম্বার থেকে কল আসল বল টাকা পাঠান নি আমি বলাম পাঠিয়েছি । তখন বল চেক করে দেখছি । বলে কেটে দিল । আসলে পাঠাই নাই  শুধু মেসেস দিছিলাম…

তার পর আবার ২.৫৫সেই নাম্বার থেকে কল করল এবার বল আপনার মেসেস এসেছে কিন্তু টাকা জমা হয় নাই । আপনি চাকরী যদি করতে চান বিকাল ৫ টার মধ্য টাকা পাঠায়েন । না হলে আপনার চাকরী হবে না । আমি বলাম আমার চাকরীর দরকার নাই । কারণ এটা ভুয়া আপনারা মিথ্যাবাদী । তখন সে মেয়ে বলে আমরা পাড়ছি তাই করছি আপনি পারলে করে দেখান । আমি বলাম আপনাদের মত আমি বেদব নই এরকম ভুয়া ব্যবসা করব । কেটে গেল দিল…….

সকলের কাছে অনুরোধ আমি চালাক বলে আমার ১০৫০ টাকা বেচে গেল । আপনার অনেক আছেন এরকম ফাদে পড়তে পারেন । তাই সর্তক হন । এরকম চাকরীর পত্রিকায় ভুয়া বিজ্ঞতি আকিষ্ট হবেন না। তাহলে পরে বুঝবেন । আপনাদের অনেক মুলবান সময় নষ্ট করলাম । মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

* সময় পেলে আমার ফোরাম সাইটে ঘুরে আসতে পারেন  ফ্রী নেট , হ্যাকিং টিপস সাইট  এখানে। আপনি ইচ্ছে করলে ছোট ছোট টিপস আমার সাইটে শেয়ার করতে পারেন ।

এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি

আজকের মত আল্লাহ হাফেজ

দেখা হবে আগামী টিউনে।

Level 0

আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ কিন্তু আমি জানতাম ।
বেআদব রা আবার প্রত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন দেয় ।

    @তুহিন রাজশাহী: আমি চাই সবাই এ সম্পর্কে জানুক । তাহলে সবাই সতর্ক হবে । তাহলে ভন্ডামী করতে পারবে না তারা…. comment করার জন্য ধন্যবাদ।

আমার কপাল ভাল যে আমার বড় ভাই GP তে কাজ করে। আমি আই বাংলালিংক এর খবর দেখে আমার বড় ভাই এর কাছে গিয়ে দেখালাম, সে দেখেই বলল এটা ভুয়া। সে যখন GP তে অ্যাপ্লাই করে তখন পেপারে এই খবর অনেক তথ্য দেওয়া ছিল এটাতে মাত্র হেড অফিস এর নাম দেওয়া আছে। ধন্যবাদ ভাই জানানোর জন্য।

এরা যেহেতু প্রত্রিকায় বিজ্ঞাপন দেয় সেহেতু আমার মনে বলে এদেরকে ধরা প্রশাসনের মিনিটের ব্যাপার ।

very very thanks bro.for shareing this news

thanks for shareing….