আপনি ইন্টারনেট ব্যবহার করলে জেনে রাখুন কিভাবে সর্তক থাকবেন, এই সচেতনতা আপনাকে দিবে নিশ্চয়তা এবং আনন্দ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


১। শক্ত করুন পাসওয়ার্ডঃ

অনলাইনে হ্যাক বা চুরির যতো ঘটনা ঘটে, সবচেয়ে বেশি ঘটনার কারণ দুর্বল পাসওয়ার্ড। সুতরাং অনলাইনে আপনার যতো রকম অ্যাকাউন্ট আছে, সবগুলোর পাসওয়ার্ড শক্ত করে ফেলুন। ভুলে যাবেন না পাসওয়ার্ডই আপনার সব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। সেই পাসওয়ার্ডই যদি দুর্বল হয়, তবে তো কাজই সারা!
২। এড়িয়ে চলুন ফিশিং।

অমুক তারকার গোপন ছবি দেখতে ক্লিক করুন কিংবা অমুক নায়িকার তমুক দৃশ্য দেখতে ক্লিক করুন; অনলাইনে এমন সব ফাঁদ পাতা বাক্য দেখা যায় অহরহ। এসব এড়িয়ে চলুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেই এমন ফাঁদ পেতে আপনাকে আহবান করে হ্যাকাররা। সুতরাং সাবধানে থাকুন অনলাইনে।
৩। গোপনে রাখুন গোপন জিনিসঃ

গোপন জিনিস অনলাইনে না রাখাই ভালো। আপনার গোপন জিনিসগুলো অনলাইনে রাখা মানে সব সময়ই নিরাপত্তা ঝুঁজিতে থাকা। গোপন জিনিসগুলো আপনার ডিভাইসের নিজস্ব মেমোরিতে রাখার চেষ্টা করুন। সম্ভব হলে অতিরিক্ত হার্ডডিস্ক বা সহজে একসেসযোগ্য নয় এমন ডিভাইসে রেখে দিন।
৪। অন্যর ডিভাইসে সতর্ক থাকুনঃ

বন্ধুর কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে লগ ইন করা থেকে বিরত থাকুন। একান্তই যদি দরকার হয়, তবে সাবধান থাকুন। পাসওয়ার্ড মনে রাখে, এমন অ্যাপ্লিকেশন এড়িয়ে যান। প্রয়োজনে অ্যাপকে নির্দেশনা দিন, যাতে পাসওয়ার্ড মনে না রাখে। পাবলিক একসেস আছে, এমন জায়গায় নিজের ব্যাক্তিগত অ্যাকাউন্টে লগ ইন করা যতোটা সম্ভব এড়িয়ে চলুন। প্রয়োজনে কাজ শেষে হিস্ট্রি ডিলিট করে দিন মনে করে।
৫। বাড়ান সচেতনতাঃ

আপনি যখন তখন যা ইচ্ছা তা যেমন করতে পারেন না, অনলাইনেও আবোল তাবোল ক্লিক করে সময় কাটাবেন না। অনলাইনটাকে কেবল কাজের জন্যই ব্যবহার করুন। বিনোদনের জন্যও অনলাইন, তবে তা অবশ্যই হতে নিরাপদ। একটু সচেতনতা বাড়িয়ে চলুন, দেখবেন অনলাইনে নিরাপদ থাকছেন আপনি।
বিঃদ্রঃ এই টিপস গুলো ফেইসবুকে পাওয়া অনেক কাজের মনে হলো তাই সকলের মাঝে শেয়ার করা, আশা এই ৫টি নিয়ম মেনে চলব সবাই।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ

আপনার টিপস গুলো অনেক সুন্দর ।ধন্যবাদ

ধন্যবাদ ।

ভালো লাগলো, টিউনটা অনেক ভালো হয়েছে।
আপনার টিউনগুলো সবসময় ভালো লাগে।