আমি টেকটিউনসকে বলছি, মেহেদী হাসান আরিফ ভাইকে বলছি। সন্মানিত টপ-টিউনার, টিউনারদের গঠনমুলক মন্তব্য চাই।

টেকটিউনস বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক! এটা এখন আর বলার অপেক্ষা রাখে না।

২ কোটি+ প্রযুক্তিপ্রেমীর নেশার আস্তানা এই টেকটিউনস। 

টেকটিউনস - Techtunes কমিউনিটি বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানও প্রযুক্তির বাংলা কমিউনিটি । টেকটিউনস সৃষ্টি করেছে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে প্রযুক্তির এক উন্মুক্ত দ্বার। প্রায় ৬ বছরের বেশি সময় ধরে টেকটিউনস হয়েছে প্রযুক্তিপ্রেমী মানুষের এক অনন্য ঠিকানা। টেকটিউনস বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় বিশ্বে এক নিরব বিপ্লব তৈরি করছে। টেকটিউনস থেকে প্রতিনিয়ত জন্ম হচ্ছে লাখো ফ্রিল্যান্সার, আইসিটি পেশাজীবি, আইটি অভিজ্ঞ এবং Greeks & Nerds. টেকটিউনসের কমিউনিটি আজ শুধু বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্কই নয় বরং বিশ্বে বাংলাভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি মেধাবীদের এক আর্কাইভ।

টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায়  ৮ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+।  টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ২ কোটি+ 🙂

টেকটিউনস, যেখানে চলে প্রযুক্তি নাস্তা

এতো কিছু জানার পরেও টেকটিউনসের প্রতি আমার/আমাদের কিছু ক্ষোভ আছে। যা পর্যায়ক্রমে বলছি-

রেজিস্ট্রেশন প্রোসেস-

মাঝে মাঝে খুব অবাক হয়। টেকটিউনস এতো বড় কমিউনিটি অথচ মাঝে মাঝে দেখা যায় হঠাৎ  একজন নতুন আইডি খুলে খুব আজে বাজে টিউন-কমেন্ট করা শুরু করে।

আমি জানি রেজিস্ট্রেশন আবার বন্ধ আছে। কিন্তু আমি চাই এটা সচল থাকুক।

কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মে। যেমন-

এমন কোন পদ্ধতি আবিষ্কার করা যায় কিনা, যেখানে একজন আই,ডি খুললেও মিনিমাম ৩ টি লেখা তাকে সাবমিট করতে হবে, যেগুলো পাবলিশ হবে না, মোডারেটর সেগুলো ১০/১৫ দিনের মধ্যে যাচাই-বাচাই করবে। তারপর যদি লেখাগুলি কপি-পেস্ট বা অহেতুক না হয়, তখন সে লেখার অনুমতি পাবে। তারপরেও যদি পরবর্তীতে আজে-বাজে কপি-পেস্ট টিউন করে তাহলে তাকে ওয়ার্নিং দিয়ে ব্যান করতে হবে।

অর্থাৎ তাকে ১০ দিন পরে লেখা অনুমতি এবং প্রয়োজনে আরও ১০দিন পরে তাকে কমেন্টের অনুমতি দিতে হবে।

টেকটিউনস বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক!

নির্বাচিত টিউন-

অনেক সময় দেখেছি, কিছু ভালোমানের টিউন থাকলেও, সেই টিউন ১৫+ ভোট পড়লেও, সেটা নির্বাচিত হয় না। আমার কথা এই বিষয়ে নির্দিষ্ট একটা টাইম রাখুন, যে ২ মাসের মধ্যে এই টিউন নির্বাচিত হবে। সম্মানিত টিউনারকে ইনফরম করার সিস্টেম রাখুন। দেখবেন টিউনাররা অনেক সচেতন হবে ভালোমানের টিউন, চেইন টিউন করার জন্য।

টেকটিউনস মিটআপ-

সেই ২০১১ সালের পরে আর কোন অফিসিয়াল মিটআপের ব্যবস্থা টেকটিউনস কর্তৃপক্ষ নেয় নি। এতো পরিশ্রম করে টিউনাররা টিউন করে যদি এইটুকো সুবিধা তাঁরা না পায়, তাহলে কেন এই পথচলা!?

টেকটিউনস টপ-টিউনার কনক্লেভ-

২০১১ সালের আগে নতুন টপ-টিউনার, নির্বাচিত টিউনারদের সম্মানে টপ-টিউনার কনক্লেভ আয়োজিত হতো, এগুলো এখন সব ইতিহাস।

কিন্তু কেন?

নতুনরা অনুপ্রেরনা পাবে কিসে ভালোমানের টিউন করার!?

আমি জাস্ট একটা পরামর্শ রাখবো এই বিষয়ে টেকটিউনসকে-

বাংলা ভাষার সবচেয়ে বড় টেক নেটওয়ার্ক এটা সবাই জানে, কিন্তু এই টেকটিউনস কি বছরে একবার তার জন্মদিন/ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারে না?

প্রয়োজনে ২কোটি + পাঠক চাঁদা দিবে, এই আয়োজনের জন্য, দেখুন না উদ্যোগ নিয়ে। কত টাকা খরচ হবে? দেখবেন ১০ হাজার পাঠক ১০ টাকা করে দিলে, বাংলাদেশের সব থেকে ভালো মিট-আপ আয়োজিত হয়ে যাবে।

মেহেদী ভাইকে অনুরোধ করবো, দেখুন না নতুন করে উদ্যোগ নিয়ে, সফল আপনি হবেন এই বিষয়ে। আমরা না হয় একটা করে সেলফি নিব আপনার সাথে। কেন সবার আড়ালে থাকবেন?

এখানে কোন ভুল হলে ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি। সম্মানিত টিউনাররা একমত থাকলে ভোট দিয়ে জানান দিন, কমেন্ট করুন, শেয়ার করুন।

আমি টেকটিউনসের সাথে আছি, থাকবো। আমার মত টেক প্রেমীর ভালোবাসা টেকটিউনস। যে কারণে আজ আমি কোন আশা ছাড়ায় টেকটিউনসের ১৫ তম টপ টিউনার। 🙂

শেষ করছি আইটি নিয়ে লেখা আমার একটা কবিতা দিয়ে-

আইটির আলোতে বাংলাদেশ
-----
আই,টি’র আলো, জ্বালো জ্বালো
শেখো শেখাও স্লোগানে,
বলি এই বাংলাকে গড়বো মোরা
আইটির আলো অম্লানে।

ধরো হাত ধরো,
গড়বো মোরা বাংলাদেশ,
নতুন রুপে বিশ্বপানে।
আই,টি’র আলো, জ্বালো জ্বালো
শেখো শেখাও স্লোগানে।

-- কপিরাইটঃ আইটিসরদার ডট কম

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই টেকটিউন্সের মত একটা লোকাল ওয়েবসাইট নিয়ে কিছু লেখার জন্য যদি এত ভুমিকা পাড়তে হয় তাইলে ভাবুন তো গুগলের মত আন্তর্জাতিক ওয়েবসাইট নিয়ে লেখার জন্য কত বড় ভুমিকা লিখতে হবে!!! somwhereinblog যদি টেকি ব্লগ হইত তাইলে টেকটিউন্সের গান থাকত না। somewhereinblog এর টেম্পলেট, সিস্টেম + মেইনটেইননিং সিস্টেম টেকটিউন্সের থেকে অনেক ভাল এবং উন্নত।

    @Ratul007: সামহোয়‍্যার ইন…ব্লগ সব দিক থেকে বস এটা ঠিক আছে, কিন্তু টেক ব্লগ হিসাবে বাংলাদেশে কিন্তু টেকটিউনস ছাড়া বিকল্প নাই। নাকি?

সহমত, দারুন লিখেসেন

আমরাই টেক টিউন নষ্টের জন্য দাই। আমরা টেক টিউন কে নিজেদের শারথের জন্য বিজ্ঞাপনের কারখানা বানিয়ে এর মান নষ্ট করে ফেলছি। আমাদের উচিত টেক টিউন কে আবার আগের মত করা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই @ITsardar

    @আমিনুল ইসলাম: সেইজন্যই এই লেখা, যাতে আবার আমরা মজা করে লিখতে পারি।

ভাই TECHTUNES এখন ইনকাম নিয়ে busy তাই

    @druntopothik: ভালো মানের টিউনার কিন্তু এখনও আছে তবে। একটু সুনজর দিলে আবার আগের মতো হবে।

Level 0

Amra Sobai Mile Chesta Korle Oboshshoi Egulo Sombhob..
………..

    @Khanboyz: সেজন্য আমাদের টেকটিউনসকে আগে এগিয়ে আসতে হবে।

প্রয়োজনে ২কোটি + পাঠক চাঁদা দিবে, এই আয়োজনের জন্য, দেখুন না উদ্যোগ নিয়ে। কত টাকা খরচ হবে? দেখবেন ১০ হাজার পাঠক ১০ টাকা করে দিলে, বাংলাদেশের সব থেকে ভালো মিট-আপ আয়োজিত হয়ে যাবে। @ ধন্যবাদ অনেক সুন্দর করে লিখেছেন @ মেহেদী ভাই বছরের একবার মিট-আপ করে দেখুন। এখনো ও অনেক আছে টেকটিউন্স প্রেমী। @ ধন্যবাদ আই টি সরদার ভাই

    @হোছাইন আহম্মদ: আসলে ভাই, এটা কিন্তু টেকটিউনসের জন্য ভালোভাবেই সম্ভব, শুধু একটা উদ্যোগ নেওয়া দরকার। আমরা তো সাথে আছি, নাকি?

      হ্য@আই,টি সরদার: হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন । টেকটিউনস আর আগের মতো নেই । এ নিয়ে এর আগেও অনেক টিউন হয়েছে,কিন্তু তিউন হলে কি হবে? কোন পরিবর্তন তো লক্ষ্য করছি না ।

        @অদৃশ্যলোক: এবার হবে, মেহেদী ভাই অবশ্যই দেখবে।

টেকটিউন্স মডেরেটরা হয়ত মনে মনে ভাবছেন যে তারা ব্যর্থ। কারণ তারা টিটিকে আগে মত করে ধরে রাখতে পারছেন না। ভাই আমি ২০১০ থেকে টি টি তে আছি। টিউন করছি ২০১৩ থেকে। আমি অবশ্যই বলব টিটি আর আগে মত নাই। আসলেই কিছু অসাধু টিউনার রা টিটিকে কুষলিত করছে বা করার চেষ্টা করছে।

আপনি ভালো লিখেছেন, আপনার যুক্তিগুলো ও গ্রহন যুগ্য। এখন মেহেদি ভাই কি করেন সেটাই দেখার বাকি। তবে আমরা কিছু দেখতে চা ই চাই… …

    @কলিমদ্দি: হবে ইনশাল্লাহ, মেহেদী ভাই আমাদের জন্য আছেন।

Level 2

অবশ্যই আমরা সাথে আছি, এগিয়ে যান

    @zubaer1995: অবশ্যই ভাই, টেকটিউনস আমাদের প্রাণের টেক ব্লগ।

রেজিস্ট্রেশন প্রোসেস- এর নিয়ম আছে, এবং কোন টিউনার অনলাইনে থাকলে সেটা যাতে বোঝা যায় এই সব বিষয় নিয়ে অনেক আগে টিউন হয়েছিলো কিন্তু মডুরা কোন পদক্ষেপ নেয়নি, টিটির জন্মদিন/ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কোন প্রোয়জন আছে বলে আমি মনে করি না।

    @মাহমুদ কলি।: আছে, এতে টিউনার + দেশ টেক সমৃদ্ধ হবে, মানুষ জানবে। যেটা একমাত্র টেকটিউনস পারবে।

আই,টি সরদারঃ আপনার সাথে একমত।

Level 0

হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন । টেকটিউনস আর আগের মতো নেই ।অবশ্যই আমরা সাথে আছি, এগিয়ে যান @আই,টি সরদার ভাই।

    @rana786: আমরা সবাই চাই, পদক্ষেপ গুলো টেকটিউনসকে নেওয়া যায়।

টিউনার মিটআপ আর টপ টিউনার কনক্লেভ টা আসলেই টিউনারদের উৎসাহের জন্য খুব প্রয়োজনীয় ছিল।

    @Shihab Khan: অনেক উপকারী, বিশেষ করে নতুন দের জন্য।

ভাঈ, আপনার সাথে সহমত । আমরা চাই টিটি কে আগের মত দেখতে,

Level 2

অনেক সুন্দর লিখেছেন, আর আপনার কথাগুলোও অসাধারণ

আই,টি সরদার : ভাই আমি নতুন : আমার মনে হয় টিটি যা আয় করে এর ভিতর থেকে টপ টিউনারদের অথবা বিকল্প। পুরস্কর দেবের ব্যবস্হা করলে ভাল হয় ।

আপনার idea গুলো ভাল । but , টিটি ল্যাব এর কথা তো বললেন না , ওটাও আপডেট করা দরকার ।
আর একটা কথা মাঝে মাঝে এটা BIKROY.COM মনে হয় ।

হুম্মম্ম আমি একমত

    @শাহরিয়ার শিমুল: ইনশাল্লাহ আমরা এখন নতুন কিছু পাওয়ার অপেক্ষায় আমাদের টেকটিউনস থেকে, ভাই।

টেকটিউনসে ছয় বছর আছি। কিন্তু এখন কেন যেন কান্না পায় এর অবস্থা দেখে।