দৈনন্দিন জীবনের জন্য কিছু স্মার্ট আইডিয়া, যা বদলে দিবে আপনার চিন্তা-ধারা

আসসালামু আলাইকুম, বরাবরের মত সালাম দিয়ে শুরু করছি আমার ৪র্থ টিউন।

বিজ্ঞান প্রতিনিয়তই পাল্টে দিচ্ছে আমাদের আসপাশ, চিন্তাধারা, জীবনধারা। কথায় আছে "একটা আইডিয়া বদলে দেয় গোটা দুনিয়া। যাই হোক, মজার-মজার কিছু আইডিয়া দেখে নেই। ছবিগুলা লোড হতে কিছুটা সময় লাগতে পারে। ধৈর্য আপনার, মজা না পাইলে দোষ আমার।

ইউনুসের কথা মনে আছে ? যে ফ্যান বন্ধ করতে বললে লাইট বন্ধ করে। আর এমন ইউনুসের মনে হয় অভাব নাই ! আমি অন্তত ইউনুসের দলে, বাসার সুইচ মনেই থাকে না। ইউনুসের মত মনভোলাদের জন্য একটা স্মার্ট আইডিয়া। ফ্লোর প্লানের সাথে সুইচ।

স্মার্ট সুইচ বোর্ড


 পরিবারের বৃদ্ধ বা প্রতিবন্ধি সদস্যকে অনেকেই বোঝা মনে করে। অনেক ক্ষেত্রে নিজেই নিজের সম্পর্কে হিনমন্যতায় ভোগে। তাদের জন্য রয়েছে স্মার্ট দুনিয়ার অত্যাধুনিক হুইলচেয়ার।

প্রতিবন্ধিতা বা অন্যকোন সমস্যার কারনে চলতে না পারলে, এরকম হুইল চেয়ার সকলেরই প্রত্যাশিত।


বাসা থেকে পরিবেশের উপকারী যান প্রিয় সাইকেল নিয়া বহির হইসেন। যে সাইকেল ছাড়া আপনার ভালোই লাগে না। ঢাকা থেকে বাসে  বাড়ি যাইবেন, কিন্তু সাইকেল নিবেন কেমনে ? সাইকেলটা ব্যাগে নিতে পারলে কত্ত ভালো হইত   😀   কোন সমস্যা নাই আপনার জন্য পোর্টেবল সাইকেল আছে।

পোর্টেবল সাইকেল


এত্তগুলা লাইন অফিসে, লাইনে ডিস্টার্ব এখন আপনার সকেটের লাইন খুইজা পাইবেন কেমনে?  মাথাই নষ্ট। কোন সমস্যা নাই মাথা ঠান্ডা করেন আমি আছি না 😀

স্মার্ট সকেট আইডেন্টিফায়ার


ওয়াল সকেটে জায়গা নাই, সমস্যা নাই। থ্রি-প্লাকের বাপের সাথে দেখা করাইতাছি।

স্মার্ট প্লাগ সিস্টেম


 পোট্রেবল সাইকেলের নাম শুইনা অনেকেই খুশি হননাই। কারন, সাইকেল সবার পছন্দের বাহন না। তাদের জন্য ইলেকট্রিক স্ক্রুটার।

পোট্রেবল ইলেকট্রিক স্ক্রুটার


কিবোর্ডে জমা বালু পরিস্কার করতে গিয়া কত জামেলাই না পোহাতে হয়। আর যদি কি-বাটন গুলা খুইলা পরিস্কার করতে চান তাহলেত মাথাই নষ্ট। এত্তগুলা কি !!!! মনে একটাই প্রশ্ন যদি কিবোর্ড পানি দিয়া ওয়াস করা যাইত ??? সমস্যা না -

স্মার্ট দুনিয়া আপনার সমস্যা সমাধানে নিয়ে আসলো ওয়াটারপ্রুফ টাচস্ক্রিন কিবোর্ড


অন্যসব বড় বাহনে দিক নির্দেশক থাকলেও সাইকেলওলার এ সুযোগ নেই। তাই দূর্ঘটনা এড়াতে স্মার্ট আইডিয়া-

বাইসাইকেল মুভমেন্ট ইন্ডিকেটর


আরো কিছু আইডিয়া দেখি যেখানে ছবিই কথা বলে।

ওয়ারলেস কি বোর্ড


সূর্যের আলোতেই হবে মোবাইল চার্জ


এটা ট্রাই করে দেখতে পারেন।


চাবি খুজে পাওয়ার অসাধারন আইডিয়া।


অলসের জন্য সেরা আইডিয়া। অসুস্থজনের জন্য অসাধারন আইডিয়া


ওয়াসরুমের টিস্যু ব্যাবস্থার নব্য সস্করন


কাপলদের জন্য অসাধারন আইডিয়া। ছবিই যেখানে কথা বলে, আমার বলার কিছু্‌িই নাই। আমার ভবিষ্যতে এরাম বেড দরকার পাইলে বুক কইরা রাখমু !  😀

কাপল বেড


অবশেষে অ্যালাম বন্ধ করে যারা আবার গুমায় তাদের জন্য একটা গেজেট। অ্যালার্মারের ওপর দাড়ানো ছাড়া থামবেইনা। তাই সকালের ঘুম হারাম করার সেরা অ্যালার্মার

অ্যালার্ম ম্যাট


ভূল হলে ছোটভাই হিসেবে মাফ করবেন। ভালো হলে দোয়া করবেন। আপনার টিউমেন্ট (টিউমেন্ট) আশা করছি।

বাংলাদেশকে ভালোবাসুন আর নিজের চিন্তাধারা বিকশিত করুন। ইট-বালুর ট্রাক ও একটা অসাধারন আইডিয়া !  😀

Level 0

আমি Mahbub918। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইসব কিনতে পাওয়া যাবে কোথায় ? 🙂

খুব ভালও টিউন। পরে মজা পাইলাম, চালিয়ে জান

    Level 0

    @অরিজিত কামিলা: টিউনমেন্টের জন্য ধন্যবাদ । আমার আগের পোষ্ট গুলা দেখতে পারেন , ভালো লাগবে ।

Nice Post bro!!

ভাই, চরম হইসে। বিশেষ করে অ্যালার্ম ম্যাট টা। 😀

Level 0

খুবই ভালো লাগলো এবং মজা পাইলাম। মজার মানুষরাইতো মজা দিতে পারে। ধন্যবাদ আপনাকে।

Level 0

অস্থির হইসে। চালিয়ে যান।

অসাধারণ, অনেক ভাল লাগল!

alarm mate ta kina lagbe .

মজার অকল্পনীয় আইডিয়া!…

আমি এর ভিতরের তিন চারটে জিনিস ব্যাবহার করছি

সত্যিই চমৎকার।