আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি ভাবে বন্ধ হচ্ছে সব পর্ন ওয়েবসাইট।

আসাকরি সবাই ভাল আছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বন্ধ হতে চলেছে সব পর্ন ওয়েবসাইট। ইতোমধ্যেই পর্ন সাইটের একটি তালিকা তৈরি করা শুরু করেছে ভারতের মোদী সরকার। এরপরের পদক্ষেপে তালিকায় থাকা ওই পর্ন সাইটগুলি ব্লক করে দেওয়ার জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেবে ভারতের কেন্দ্রীর সরকার।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিপুল হারে পর্ন সাইট ব্লক করা শুরু করলে দেশজুড়ে ইন্টারনেট সেবা ধীর গতি যাতে না হয়ে যায়, সেই কারণে প্রত্যেক ইন্টারনেট সেবা সরবরাহকারী সংস্থাগুলিকে তাদের সিস্টেম উন্নত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। টেলিকম ও তথ্যসম্প্রচার মন্ত্রীর কথায়, যদিও অন্যান্য দেশে পর্নোগ্রাফি বেআইনি নয়, তবে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে বিষয়টি দেখা উচিত।

শুধু তাই নয়, কেন্দ্রের অবিলম্বে ভারতে পর্ন সাইট নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবীও। তাঁর বক্তব্য, পর্ন সাইটের জন্যই দেশে মহিলাদের ধর্ষণ, যৌন অত্যাচার, হেনস্থার মতো ঘটনা বাড়ছে।

আমি তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। আপনারা কি বলেন যদি আমাদের বাংলাদেশে এমন হতো ? আর এই টিউনটি এখানে দেওয়ার কারন আমার জানামতে ভারতের অনেক লোক আমাদের এই টেকটিউনস পরিবারের সাথে প্রতিদিনই থাকেন, এর পাশাপাশি আমাদেরও সবার জানা হয়ে গেল।

অনেক ছোটো হয়ে গেল টিউনটি তাই একটি ভিডিও দিলাম VIDEO

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লাভ নাই যারা এই পর্ণ নিয়ে পডে থাকে দেখবেন তারা ঠিকই ওই সাইটে ঢুকে পডবে। মনে আছে কি আপনার আমাদের দেশে youtube বন্ধ হয়েছিল কিন্তু সত্যি বলতে যারা ব্যাবহারকা রী ছিল তাদের youtube দেখা বন্ধ হয়নি । তবে কিছু অনবিজ্ঞ ইউজারদের আটকানো যাবে এইটা সিউর

Level 2

Thanks. Asa kori amader sorkaro ei bebostha nibe.

amader deshaw ai ain dorkar

এই আইন যদি বাংলাদেশে হতো তাহলে তরুন সমাজ বিপদ থেকে বাঁচত।

Level 0

আমদের দেশের সরকার কি এ খবর গুলো চোখে দেখে না।

আমাদের দেশেও বন্ধ হওয়া উচিৎ।

ভাল করেছে । বাট আপনি নিশ্চিত ? আমি কিন্তু এটা এখন ও শুনিনি । কোনও সোর্স দিলে ভাল হত ।
তবে গুগল খুব তারাতারি বন্ধ করতে পারে ।

অদের ছবির যে অবস্থা আমি মনে করি তা পর্নো ছবিকেও হার মানায়। আগে অদের ফ্লিম ইন্ড্রাস্টিকে সংশোধন করতে হবে।

ওকে, ভালো উদ্যোগ। কিন্তু পর্ণ সহজে ইন্টারনেট থেকে বিদায় নেবে না, আইসল্যান্ডও পর্ণ সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছিলো। সেটা বাস্তবায়িত হয়েছে কিনা জানি না।

@নীলোৎপল বেদী অবশ্যই আপনি সময়ের কন্টসর অনলাইন নিউজপেপার দেখেন। অথবা bdnews24.

@M.ALAM @মোহাম্মদ হাফিজুর রহমান ভাই সরকার এসব দেখে কিন্তু এসব বিষয় নিয়ে কেউ মাথা ঘামায় না। আমাদের দেশেও বন্দ হওয়া প্রয়োজন।

sothik khobor, kintu eta thik noy, ami sohomot dite parlam na.

@Md Mujjammil সত্যিই ভাই ওদের বর্তমানে যে ছবিগুলো বের হচ্ছে এগুলোর কথা আর কি বলব আপনারাই তো দেখতেছেন।

@সাহেব বিশ্বাস কেন ভাই ?

Level 0

so sad!

বাংলাদেশে facebook youtube বন্ধ হয়ে যেতে পারে কিন্তু pornsite বন্ধ করা হবে এটা সপ্নেও ভাবা যায়না

ভালো উদ্যোগ

@alihasan045 অবশ্যই ।

আমাদের দেশেও বন্ধ করে দেওয়া উচিত।

সহমত @স্বপন মাহমোদ

আমাদের দেশেও বন্ধ করলে অনেক ভাল হতো, বিশেষত তরুন সমাজ অনেক খারাপ চিন্তাধারা থেকে রেহাই পেত।