অ্যান্ড্রয়েড ফোন তৈরি করবে মাইক্রোসফট!

নিজস্ব উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছেড়ে অ্যান্ড্রয়েডনির্ভর ফোন তৈরি করতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট তাদের পরিকল্পনা নিয়ে মুখ না খুললেও প্রযুক্তি বিশ্বে এই গুজব চলছে জোরেশোরেই। স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে পেরে উঠতে না পেরে ভিন্নপথে হাঁটা শুরু করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। সম্প্রতি টুইটারে এমএসনার্ড নামের একটি অ্যাকাউন্ট থেকে মাইক্রোসফটের এ পরিকল্পনার কথা ফাঁস করার দাবি করা হয়েছে। যাতে বলা হয়, মাইক্রোসফটের প্রধান নির্বাহী নাদেলা ও মাইক্রোসফটের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা স্মার্টফোন ও ছোট ট্যাব থেকে উইন্ডোজ সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনায় বসেছিলেন।

এ ছাড়াও সম্প্রতি উইন্ডোজ হার্ডওয়্যার বিভাগের প্রধান স্টিফেন ইলোপকে অবসরে পাঠানোর কথা জানিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, মাইক্রোসফট তাদের মূল ব্যবসার প্রতিই অধিক গুরুত্ব দিতে
যাচ্ছে। সামনে সফটওয়্যার ও ক্লাউড সেবাকেই অধিক গুরুত্ব দেবে মাইক্রোসফট। এদিকে, বাজার বিশ্লেষকেরা বলছেন— ইলোপের বিদায়ের মধ্য দিয়ে মাইক্রোসফট হার্ডওয়্যার ব্যবসায় গুরুত্ব কমিয়ে মূল সফটওয়্যার ব্যবসার দিকে আরও বেশি ঝুঁকে গেল। ইলোপের অধীনে থাকা ডিভাইস গ্রুপ মাইক্রোসফটের উইন্ডোজ ইউনিট হিসেবে পরিচালিত হবে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, গত বছর ৭২০ কোটি মার্কিন ডলার খরচ করে নকিয়ার মোবাইল হ্যান্ডসেট ইউনিটটি কিনেছিল মাইক্রোসফট যা বর্তমানে মাইক্রোসফটের লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে এবং স্মার্টফোন বাজারেও মাত্র তিন শতাংশ দখল করতে পেরেছে মাইক্রোসফট। এফবিআর ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষক ড্যানিয়েল আইভস মনে করেন, নকিয়াকে কিনে নেওয়া​র বিষয়টা মাইক্রোসফটের জন্য এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে উইন্ডোজচালিত ফোন তৈরি না করে কী করবে মাইক্রোসফট?

উইন্ডোজচালিত ফোনের পরিবর্তে মাইক্রোসফট অ্যান্ড্রয়েডে নিজেদের তৈরি অ্যাপগুলো প্রিলোড করে ফোন বাজারে ছাড়বে। ওই টুইটে আরও দাবি করা হয়, স্যামসাং ও ডেলের সঙ্গে মাইক্রোসফট চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী, স্যামসাং ও ডেলের অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফটের অ্যাপ প্রিলোড করা থাকবে। এমএসনার্ড দাবি করেছে, সত্য নাদেলার সঙ্গে মাইক্রোসফটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে উইন্ডোজ ফোন থাকবে কি না তা নিয়ে বিতর্ক চলছে। কেউ কেউ চাইছেন উইন্ডোজ ফোন বা ট্যাব তৈরির চেয়ে অ্যান্ড্রয়েডের জন্য সার্ভিস উন্নয়ন করুক মাইক্রোসফট।

নকিয়া উজাড় মাইক্রোসফটে তোলপাড়! প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য বলছেন, মাইক্রোসফট উইন্ডোজ ফোন তৈরি ছেড়ে দেবে এ ধরনের গুজব এখনই বিশ্বাস করা কঠিন। তবে সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী নাদেলা যা বলেছেন, ‘মাইক্রোসফটের যে ক্ষেত্রগুলোতে ঠিকঠাক কাজ হচ্ছে না সেগুলোতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এ ক্ষেত্রে উইন্ডোজ ফোন তৈরি বন্ধ করার কিছুটা যৌক্তিকতা মাইক্রোসফটের আছে। কারণ দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ও আইওএসের কাছে মার খাচ্ছে উইন্ডোজচালিত ফোন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ড প্যানেল কমটেকের গত মাসের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যে উইন্ডোজ ফোন মাত্র আট শতাংশ বাজার দখল করতে পেরেছে। তুলনামূলকভাবে অ্যান্ড্রয়েডের দখলে রয়েছে ৬৮ দশমিক ৪ শতাংশ ও অ্যাপলের দখলে ৩৮ দশমিক এক শতাংশ। এ ছাড়া করপোরেট বাজারেরও মাত্র এক শতাংশ মাইক্রোসফটের দখলে।

যদিও উইন্ডোজ থেকে সরে যাওয়া মাইক্রোসফটের জন্য কাজের কাজ হতে পারে তবে আরেকটি শেষ চেষ্টা করতে পারেcমাইক্রোসফট। এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার পর তা গ্রাহকদের কাছে কতখানি গ্রহণযোগ্যতা পায় সে পরীক্ষার আগে ‘যুদ্ধক্ষেত্র’ ছাড়বে না মাইক্রোসফট। অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ইনকোয়ারারকে জানায়নি মাইক্রোসফট।

মাইক্রোসফট বর্তমানে উইন্ডোজ ফোন ও প্রতিদ্বন্দ্বী
প্ল্যাটফর্মগুলোর মধ্যে অ্যাপ্লিকেশনের যে পার্থক্য রয়েছে তা দূর করার চেষ্টা করে যাচ্ছে। এ বছরের এপ্রিলে মাইক্রোসফট কর্তৃপক্ষ ডেভেলপারদের জন্য নতুন সফটওয়্যার টুল উন্মুক্ত করার ঘোষণা করেছে যাতে তাঁরা অ্যাপল ও অ্যান্ড্রয়েডের জন্য বানানো অ্যাপও সহজে উইন্ডোজ ১০ প্ল্যাটফর্মে আনতে পারে।

এই অ্যাপ স্মার্টফোন, পিসি ও অন্য যন্ত্রে কাজ করবে। ইলোপ যে দায়িত্বে ছিলেন সেই ডিভাইস বিভাগটির নাম পরিবর্তন করে উইন্ডোজ অ্যান্ড ডিভাইস গ্রুপ রাখছে মাইক্রোসফট। এই বিভাগটির দায়িত্ব নিচ্ছেন অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।

নাদেলা বলেছেন, এখন থেকে ব্যক্তিগত কম্পিউটিং
অভিজ্ঞতাকে প্রাধান্য দেবে মাইক্রোসফট যার চালিকাশক্তি হবে উইন্ডোজ ইকোসিস্টেম। ২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করছে মাইক্রোসফট যা প্রথমবারের মতো পিসি, ট্যাব ও ফোনের জন্য নকশা করা হয়েছে। (দ্য ইনকোয়ারার, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স)

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

মুভি আপডেট পেতে আমাদের মুভি ফেসবুক পেজে যোগ দিতে পারেন।

Level 0

আমি হৃদিতা হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    মনে হয় না খুব বেশি হবে। বেশি হলে মার্কেট হারাবে, আবার লস।

এত টাকা রাখব কই? :p

আপনার ইউটিউব দেখে আমাদের এক পয়সাও লাভ হবে না। আপনি হয়ত এডসেন্স থেকে কিছু টাকা ইউটিউব ভিউ এর জন্য পাবেন।

Level 2

Purai lol news