TorrentBD থেকে যেকোন সময় ব্যান হতে পারেন আপনিও… কারণ ? কারণ জানতে চাইলেও ব্যান… জেনে নিন বিস্তারিত

পড়ুন এবং জানুন কীভাবে কোন কারণ ছাড়াই Admin/ Moderator -রা শুধুমাত্র নিজেদের খাম-খেয়ালী/অজ্ঞানতা কে কাজে লাগিয়ে আইডি Disable/Ban করে।

25 May, 2017 তে আমার দুজন ফ্রেন্ড Counter-Strike Global Offensive গেমটা কিনে। Steam এ ডাউনলোড স্পীড কম থাকার কারণে আমাকে বলে গেমের ব্যাকআপ ফাইলটা  HFS দিয়ে FTP সারভার বানিয়ে আপলোড করে দিতে। আমি TorrentBD তে আপলোড করে দেয়ার কথা বলি। কারণ এতে তাদেরও লাভ হবে আমারও TorrentBD তে রেশিও বাড়বে। আমি এক বছর যাবত TorrentBD ব্যবহার করি। পারতপক্ষে TorrentBD থেকে কিছু ডাউনলোড করতাম না। এখানে যে কি পেরা যারা নিয়মিত ব্যবহার করে তারা জানে।  তখন পর্যন্ত TorrentBD তে আমার টোটাল আপলোড ৭০ জিবি আর ডাউনলোড ১৭ জিবির মত।

আমি 25 May ব্যাকআপ ফাইল TorrentBD তে আপলোড করি। কিছুক্ষণ পর সেটা Approved হয়। এরপর টোটাল ২৪ ঘন্টার উপর কন্টিনিউ সিড করি। এর মধ্যে ৯ জন সেটা ডাউনলোড কমপ্লিট করে এবং একজন গতকাল (২৮ মে) রাত পর্যন্তও ডাউনলোড করছিল। আমার রিয়েল আইপি থাকায় এরা সবাই প্রায় সবটুকু ডাটাই আমার থেকে ডাউনলোড করে। গতকাল (২৮ মে) রাত ১টা থেকে ২ টার মধ্যে  শেষবার আমি যখন আমার আইডি চেক করি তখন পর্যন্ত আমার টোটাল আপলোড ছিল ২০০ জিবির মত। যেহেতু আমার BDIX Speed - 12MB/sec ঘণ্টায় ২০/২২ জিবি সেহেতু ২ দিন এ ১২০/১৩০ জিবি আপলোড কোন ব্যাপার না।  তো আমি একাউন্ট চেক করে গেম এ ঢুকলাম। ১০-২০ মিনিট পর গেম থেকে বের হয়ে দেখি আইডি ব্যান!!! আমি তো... অবাক! দিনে দুপুরে ভূত দেখলেও এতটা অবাক হইতাম না।

যে সমস্যার সমাধান... ব্যান!

যাইহোক সমস্যা যখন আছে তখন এর সমাধানও নিশ্চয় আছে। গেলাম TorrentBD এর ফেসবুক পেইজে। এডমিনদের দৃষ্টি আকর্ষণ করে  Post দিলাম যে কেন আমাকে ব্যান করা হল ? Imran Mehedi নামে একজন Post এ Comment করে বললেন  আমি নাকি চিট টুল/SeedBox ইউজ করে ১০ মিনিটে ৬৬ জিবি আপলোড করেছি! (মাইরালা... এত স্পীড আমি কই পাইলাম?)  আমি তো আকাশ থেকে পরলাম। এমন কোন টুল এর নাম পর্যন্তও শুনি নাই জীবনে। (পরে নেট এ সার্চ দিয়া SeedBox কী জিনিস জানছি। কিন্তু যেই টুল দিয়া ১০ মিনিটে ৬৬ জিবি আপলোড করা যায় - এই টুলের কথা বোধ করি কাহারো কর্ণে পৌছে নাই, ইহার ব্যাপারে কেবল তাহারাই অবগত আছেন)  যাই হোক হয়ত আছে, কিন্তু আমি ইউজ করি নাই। আমি তাকে বললাম এটা অবশ্যই আপনাদের সাইটের প্রবলেম। আমি কোন দুই নাম্বারি করি নাই। যেখানে আমি এমনিতেই 12MB Download/Upload স্পীড পাই সেখানে তো চিট করার প্রশ্নই আসেনা। (স্পীড কম পাইলে একটা ট্রাই  😛  দিতাম {জোক}) সে আমাকে বলল আমার speedtest রেসাল্ট দিতে, দিলাম (তখন রাতের বেলা তাই স্পীড কম ছিল)। সাথে আমার DU Meter এর Daily Reports দিতে যাব এমন এমন সময় দেখি আমি গ্রুপ থেকেও  ব্যান। বাহ্ তালিয়া!!! এইনা হল এডমিন পাওয়ার  (এখন কি আবার টেকটিউনস থেকেও ব্যান খাব ?)

সবকিছু এখানেই শেষ হতে পারত... কিন্তু...

ঐযে একটা কথা আছেনা ? শেষ হইয়াও হইলনা শেষ... সেরকম আরকি। যদি কোনভাবে আইডিটা ফেরত পাই বা TorrentBD যদি তাদের সিস্টেম এর সমসসাটা ধরতে পারে (এখন আইডি ফেরত পাইলেও আর চালানোর ইচ্ছা নাই, শিক্ষা হইছে)। সব ডিটেইলস সহ একতা নোট পাবলিশ করি এবং ২/৩ টা পপুলার ফেসবুক গ্রুপে শেয়ার করি। ভাগ্যক্রমে ২/৩ জন এডমিন ও পেয়ে যাই। কিন্তু নাহ... তাদের এক কথা,  "১০ মিনিট এ ৬৬ জিবি ? অসম্ভব! প্রমাণ দেন আপনার নেট 600mbps এর। প্রমাণ দিতে পারলে আপনি আন-ব্যান।" আরে ভাই আমিও তো বলি এটা অসম্ভব। একজন বললেন আমি নাকি SpeedTest and DU Meter  এর রিপোর্ট মেনুপুলেট করেছি। তাকে বললাম ক্ষেমা থাকলে আপনি একটা এমন করে দেখান।  যাইহোক এতসব প্যাঁচাল এর পরও ফলাফল শুন্য।

আমি তাদেরকে লাস্ট একটা প্রশ্নই করি যে, যদি আমি ১০ মিনিটে ৬৬ জিবি আপলোড করেই থাকি তাহলে যেই আইপি থেকে আপলোড করেছি সেই আইপি টা শেয়ার করেন তাহলেই ক্যাচাল মিটে যায়। কিন্তু তাদের মধ্যে উত্তর দেয়ার কোন আগ্রহ দেখলাম না। (মনে হয় রোজায় ধরেছে)।

আমি আমার আইএসপি এর সাথে কথা বলি, তারাও বলে এটা অসম্ভব। আমার ISP এর কর্ণধার এটা নিয়ে BD Broadband Users Community তে Post ও দেন। কিন্তু যেই লাউ সেই কদু। কিছু লাভ অবশ্যই হয়েছে। যেমন আমি মনে করেছিলাম আমিই বুঝি একমাত্র চিটার! কিন্তু না আমার মত আরো চিটার আছেন যারা কোন চিট না করার অপরাধে ব্যান খেয়েছেন। অতি উৎসাহী পাঠকদের জন্য সেই Post এর লিংক দিলাম - এখানে । গ্রুপ এ এড থাকলে দেখে আসতে পারেন।

এই টিউন করার উদ্দেশ্য কী ? উদ্দেশ্য মনের শান্তি। একাউন্ট ফেরত পেলেও এত শান্তি পাব না যা এই টিউন পাবলিশ করে পাব। (সাইকো ভাইবেন না আবার আমারে)। আর আপনারাও সীড এর উপর সীড আর গিগা, টেরা, পেটা বাইট আপলোড করার আগে দ্বিতীয়বার ভেবে নিয়েন। TorrentBD থেকে যেকোন সময় ব্যান হতে পারেন আপনিও... কারণ ? পাগল নাকি কারণ জানতে চাইলেও ব্যান জানেন না ?  😯

নিচে প্রমাণ স্বরূপ কিছু Screenshots এবং কিছু রেন্ডম স্নাপস  দিয়েছি। সবকিছু দেখে আপনাদের মূল্যবান জানাবেন। না জানালেও ক্ষতি নাই (কারণ ভাল জিনিসের দাম নাই 😎 )

সব কিছু দেখার পরও যদি আপনাদের মনে হয় আমি চিটার তাহলে আপনাদের দোষ দিবনা। নিজের কপালের দোষ ভেবে নেব। টিউন টা একটু মজা করে লেখার চেষ্টা করেছি (কী করব মনে শান্তি নাই), যাতে  সামান্য হলেও যেন  আপনারা আনন্দ পান, আপনাদের মূল্যবান সময় বৃথা না যায় । আর TorrentBD  সেই সকল এডমিন কে ধন্যবাদ যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার Post এ রিপ্লাই দিয়েছেন (আজকের দিনে এতটুকুই বা কে করে !)।

আমার পাবলিশ করা  নোট এর লিংক - এখানে

 

ছবি কথা বলে...

 

এডমিন এর সাথে কথোপকথন এর পিক -

আর এর পরেই ফেসবুক গ্রুপ থেকে ব্যান

 

আমার SpeedTest রেসাল্ট এর লিংক

http://www.speedtest.net/my-result/6332199097

http://beta.speedtest.net/result/6332173606

SpeedTest রেসাল্ট এর পিক -

লিংক এর সাথে মিলিয়ে দেইখেন, বইলেন না যে মেনুপুলেট করছি

 

আমার DU Meter এর ঐদিনের Reports -

ডান পাশে যে টাইম দেয়া আছে সেটা হল একটানা কতক্ষণ নেট কানেক্ট ছিল সেই টাইম

 

আমার আপলোড করা টরেন্ট এর লিংক এবং পিক -

torrentbd.com/torrent/torrents-details.php?id=176794

এটা আরেকজনের পিসি থেকে নেয়া। এই আইডিও কি ব্যান করবে ফ্রান্স (রেকর্ড আছে ব্যান করার)

 

সেম ফাইল CrazyHD তে আপলোড করার পর -

 

কিছু রেনডম স্নাপস

TorrentBD এর সাথে এগুলোর কোন সম্পর্ক নাই। পেলে তা নিতান্তই কাকতালীয় ব্যাপার। এর জন্য আমি দায়ী না।

No - 1

শার্লক হোমস Exist

No - 2

No - 3

No - 4

Long Story Short - রিয়েল আইপি ই যত সমস্যার মূল।

 

Level New

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

seeder er cheye leecher howa valo (bangladesher jonno)

2018 year eo eki obostha. Ami shared ip hoiyao kono karon chara ban khailam. Eishob valo lage bolen. Torrent site ta onek valo kintu admin ra shei tulonai valo na