টেকটিউনস এবং ইসলাম এবং আমরা…জানতে হবে জানাতে হবে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? ভালো তো?

আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই।যেহেতু আমরা বাংলাদেশী এবং এটি একটি মুসলিম প্রধান দেশ এবং

টেকটিউন্স বর্তমান এ সবচেয়ে বড় প্রযুক্তির ওয়েবসাইট।এখান এ প্রচুর টিউনার প্রতিদিন টিউন লিখছেন।যেহেতু আমরা মুসল্মান এবং

আমাদের সবার ইসলাম নিয়া আরো বিস্তাঋত জানার দরকার।তাই আমার মত এ টেকটিউনস এ একটি ইসলাম বিষয় নিয়া category থাকলে খুব ভাল হয়।কারন এখান এ ইসলাম নিএ লিখলে সবাই ভাল মত জানতে পারবে।বুঝতে পারবে।শিখতে পারবে।

অন্য ইসলামিক ওয়েবসাইট এ সবাই খুব একটা ব্রাউস করেনা।কিন্তু এখান এ লিখলে সবাই জানতে পারবে।

আমার সাথে কেউ কি একমত?  যদি থাকেন তাহলে খুব খুশি হব।আশা করি টেকটিউন কত্রিপক্ষ আমার কথা বিবেচনা করবেন।

ধন্যবাদ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে একমত ! তবে বিতর্কিত বিষয় নিয়ে লিখা যাবে না।

Level 0

আমার উপরের লিখা ভালো ভাবে পরুন।বিতরকিত লিখা কে লিখতে যাবে? শুধুমাত্র হাদিস এবং কুরআন নিয়া লিখা পোষ্ট করা হবে যদি টেকটিউন অনুমতি দেয়।

সত্তিকার অর্থে ইসলাম কে ভালভাবে জানতে এমন ১ টা বিভাগ দরকার আশা করি আপনার প্রস্তাব টেকটিউন কর্তৃপক্ষ বিবেচনা করবেন ।
ধন্যবাদ আপনার প্রস্তাব এর জন্য

আমিও আপনার সাথে একমত, শুধু টিটির অনুমতির অপেক্ষা।

আমিও চাই! আমাদের দাবি মানতে হবে।

    Level 0

    I support both U and the honorable tuner for this Issue.

    আর ভাই মন খারাপের কিছু হয় নাই। দুজন মানুষ মানেই দুইটা মত। তাইনা?

    Level 0

    এখানে আবার মন খারাপ করল কে? 😉

সহমত। ধন্যবাদ আপনাকে। প্রস্তাবটি করার জন্য।

Level 0

টেকটিউনস এ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা হওয়াই ভাল, কারণ এটিই টেকটিউন-এর মূল উদ্দেশ্য।

Obossoe ekte bevag taka kob jorore.kortepokkher dreste akorson korce.tobe er shate sobaike arekte kothao mone raka dorkar je eae sojogta kento monifik r kafer mosrikrao nebe.jara Islam ke dongso korte chaice tara ese kento bivinno mittha r voua kotha hadis hesebe prochar kora soro korbe, jate amara vol pothe porechalito hoe.amader Iman nosto hoe.erokom ekta post kalke samo te porce ja tablig estema er beroddhe leka. jate ekgada voua kotha hadis hesebe chalea dea hoece, r oneker montobbee bojte parlam je tarao kerokomer bebvarnto hoece mane oy kothagola bessas korlo.r jara samote jan tara to valoe janen.hoeto bolben je web site er link dete hobe.r sommosatai ekane.apne je link ta visit korben sekane je totho dea takbe apne ke janen se tothogola tik kena?admin ke valo lok kena?se ke muslim rope monafik kena?se ke apnar Iman nosto korte chacce kena?er outtor ekto kojon.karon apne ame Islam somporke kototoko jane?r eae dorbolotar sojoktai tara nebe,karon amra dormovero.aro ekta kotha amra je jai Islam somporketo je kono tottho jekan teke janbo obossoe ekjon hokkane Alem er kas teke ta jeggas kore nebo je ta tik kena,taile amra bojte parbo je ke valo ke karap.sobsese bole kortepokko r visitor tunerder kothagolo bebechona korar jonno.vul trote khoma korben.valo takben.ALLAH amader Imane boj dan korok,Iman ke mojbot korok Amin

    এত বড় কমেন্ট ভাই বাংলাতে বা ইংরেজিতে করলে বুঝতাম। আপনি করলেন বাংরেজিতে। পড়ার ধৈর্য হলনা।

    Level 0

    কি লিখেছেন এসব? আগা নাই,মাথা নাই।আগে proparly ইংরেজি ওয়ার্ড এ বাংলা লিখতে শিখুন অথবা বাংলা তে লিখুন

    Level 0

    @Noormohammad Bhuayan বাপ্পোসরে!! 😮 আপনার কমেন্ট পড়তে গিয়ে এখন চোখে সরষে ফুল দেখতেছি। 😮

    সরি ভাই, আপনার কমেন্টটা পড়তে পারছি না।

    পড়তে পারলাম না 🙁 কেউ কি পড়ছেন? মূল কথা কি?

ধর্ম এবং বিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন যিনিষ। আমি মুসলিম হিসাবে ইসলাম নিয়ে পজেটিভ আলোচনা পছন্দ করি। ইসলাম নিয়ে আলোচনা উচিৎ তবে তা টেকটিউনসের সাথে বেমানান। এখানে ইসলাম নিয়ে টিউন করতে কোন অসুবিধা নেই যদি সেটা বিজ্ঞানের সাথেও সম্পর্কিত হয়(যেমনঃ অনেকেই বিভিন্ন ফিচার সহ ইসলামি সফটওয়্যার নিয়ে টিউন করেন)। তবে একেবারের বিজ্ঞান থেকে সরে গিয়ে টিউন করলে মনে হয় এ সাইটের শৃংখ্যলা নষ্ট হবে। আর ইসলাম বিশৃংখ্যলা পছন্দ করেনা। তবে ইসলাম নিয়ে একটা বাংলা আলোচনার মঞ্চের প্রয়োজন। তাই কয়েকদিন আগে আমি ডোমেইন খুজছিলাম। খুজতে খুজতে একটা রেডিমেইড সাইটই পেয়ে গেলাম। islam.com.bd। এখানে ব্লগের পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে যা খুব কাজ দিবে। টেকটিউনস যেমন সম্পূর্ণ টেকনোলজি নিয়ে তেমনি সেটা শুধু ইসলাম নিয়ে। আমার মনে হয় ইসলাম নিয়ে আলোচনার জন্য সাইটটা অনেক ভাল জায়গা। তাই এটার ব্যবহার করা আমাদের দায়ীত্ব। আমরা সবাই মিলে যদি সেটাকেই ভালভাবে ব্যবহার করতে পারি তাহলেকি টেকনোলজী সাইটে একটা বিভাগ ব্যবহার করা থেকে ভাল না? সেই সাইটে যে মানের লেখা দেখা যায় সে মানের লিখা আমার পক্ষে লিখা সম্ভব না। তাই আমি আপাদত পাঠক। কিন্তু যাদের লিখার ক্ষমতা আছে তারা লিখতে পারেন। এটি টেকটিউনসের মতই উন্মুক্ত। আপনি আমার কমেন্ট কিভাবে নিবেন জানিনা কিন্তু আমারকাছে যেটা ভাল মনে হয়েছে সেটাই বলেছি।

    Level 0

    আপনার মতামত তা খুব ভাল হয়েছে।ধন্যবাদ

Level 0

আমি মনে করি না। তবে হ্যা টিটি যদি আলাদা কোন ধর্মীয় সাইট খুলে সে ক্ষেত্রে ঠিক আছে। আমাদের ধর্ম ইসলাম আমারা ইসলাম সম্পর্কে আরও জানতে চাই চাই তবে এখানে নয়। এখানে যদি আলাদা বিভাগ করতে হয় তবে শুধু ইসলাম নয় ধর্মীয় বিভাগ নামে আলাদা বিভাগ করতে হবে যে খানে সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম সম্পর্কে লিখতে পারবে। তা না হলে অন্য ধর্মাবলম্বীরা প্রতি অবিচার করা হবে এবং তারাও এটা মেনে নেবে না আর এভাবেই শুরু হয় সম্প্রাদিয়ীক দাঙ্গা আমারা সম্প্রদায়িক দাঙ্গা চাই না। ইসলামেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানোর কথাই বলা আছে।
আর এখন বিশ্বাকাপ সামনে এখন যদি বাংলদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যায় তাহলে তা হবে দেশের জন্য খুব লজ্জাকর ব্যাপার।
তবে টিটি ধর্মীয় বিভাগ নামে আলাদা বিভাগ খুলতে পারে যেখানে আমারা ইসলাম সহ অন্যন্য ধর্মের ইতিহাস জানতে পারব। যদিও টিটির নিতিমালাততে রাজনতি, ধর্ম নিয়ে আলোচনা করতে মানা করা হয়েছে।

ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। প্রযুক্তি বিষয়ক সাইটে ব্যক্তিগত কোন বিষয়ের জন্য আলাদা বিভাগ খোলাটা আমি যৌক্তিক বলে মনে করি না। ইসলামী অনেক সাইট আছে। যাদের প্রয়োজন তারা সেগুলো ভিজিট করতে পারেন। ধর্মতো পৃথিবীতে অনেক আছে। তাহলে শুধু ইসলাম নিয়ে কেন বিভাগ খুলতে হবে? আর ব্লগতো বাংলাদেশের জন্য সীমাবদ্ধ নয়। সুতরাং বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্ম বিবেচ্য হওয়াও ঠিক নয় বলে আমি মনে করি।

ধর্মের সাথে বিজ্ঞানের মিলের চেয়ে বিরোধ কম নয়। সুতরাং প্রযুক্তি বিষয়ক সাইটে ধর্ম বিষয়ক লেখা বিতর্কেরই সৃষ্টি করবে বলে আমি মনে করি।

সবাইকে ধন্যবাদ।

টেকটিউনস সম্পুর্ণ একটি প্রযুক্তি সংক্রান্ত একটা ব্লগ যেখানে শুধুমাত্র প্রযুক্তি বিষয়ক জিনিস নিয়ে আলোচনা করা হয়। এখানে ধর্মীয় কোনো বিভাগ খোলা সুমুচিন হবে না। ধর্মীয় লেখার জন্য অনেক বাংলা ব্লগ আছে।

তবে ইসলাম এর সাথে প্রযুক্তির সম্পর্ক অনেক। সারাবিশ্বে মুসলমানরা বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিচ্ছে ইসলাম কে ছড়িয়ে দিতে।যেমন ইবুক আকারে বই, পবিত্র কুরআন,হাদীস ইত্যাদি।এছাড়াও ওয়েবসাইট এর জন্য বিভিন্ন ইসলামিক উইডগেড,টুলস ও সফটওয়ার বানাচ্ছে।আপনি সেগুলো এখানে শেয়ার করতে পারেন।কিংবা কুরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক, কুরআন কি বলে মহাজাগতিক বিষয় সৃষ্টি নিয়ে,সুর্য সৃষ্টি নিয়ে আর বিজ্ঞান কি বলে ইত্যাদি অনেক জিনিস আছে যা প্রযুক্তি সম্পর্কিত টিউন হিসেবে আসার যোগ্য।

(অঃটঃ অনেক টেকটিউনস ইউজার আছেন যারা কম্পিউটারে বসলেই টিটি ছাড়া অন্যব্লগে যান না যেখানে সামাজিক বা ধর্মীয় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয় তাদের জন্য সুখবর হল সামনে টেকটিউনস ৩ আসছে যেটা এসমস্ত বিষয় চিন্তা করে তৈরি করা হচ্ছে।তখন ইনশাআল্লাহ্‌ এ সম্পর্কিত বিষয়সমুহ আপনারা লিখতে পারবেন। টেকটিউন্স এর CEO মেহেদী হাসান ভাই গত মিটআপ প্রোগ্রামে এ কথাগুলো জানিয়েছেন।)

আমি আদনান ভাই কে বলছি ধর্ম এবং বিজ্ঞান অবশ্যই আলাদা বিষয় নয়। বিজ্ঞান বিহিন ধর্ম অন্ধ আর ধর্ম বিহীন বিজ্ঞান খোঁড়া।

    Level 0

    হুম ঠিক বলছেন। কিন্তু আমারা দুইটা দুই জায়গায় শিখতে চাই।

    আপনার কথার পরের অংশের সাথে একমত। তবে আমার দৃষ্টভঙ্গি অনুযায়ী এ বিষয় দুটি সম্পূর্ণ আলাদা। ধর্ম হচ্ছে বিশ্বাস আর বিজ্ঞান বিশ্লেষন।

    আমি মনে করি ধর্ম ও বিজ্ঞান অবশ্যই আলাদা আলাদা বিষয়, তবে বিচ্ছিন্ন নয়। যেমন পদার্থবিদ্যা এবং প্রণীবিদ্যা দুটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু এরা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইসলাম কখনোই বিজ্ঞানের চর্চাকে বিরোধীতা করেনি।

    আমার মতে টেকটিউন্স একটি প্রযুক্তি বিষয়ক সাইট, এখানে নিরেট ধর্মীয় বিষয়ে আলোচনা না হওয়াই ভাল। শুধুমাত্র ধর্মীয় বিষয়ে আলোচনার জন্য অন্য অনেক বাংলা সাইট আছে। তবে টিটিতে ধর্মীয় বিষয়ে আলোচনা হতে পারে যদি সেই বিষয়টি বিজ্ঞানের সাথে সম্পর্কিত হয়, যেমনঃ সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা বিজ্ঞানের একটি বড় অংশ জুড়ে আছে এবং এই সৃষ্ট তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে ধর্মের বিভিন্ন বিষয় আসা অত্যান্ত স্বাভাবিক। এখন কেউ যদি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেন এবং সেখানে সৃষ্টি তত্ত্ব নিয়ে ধর্মে যে সব কথা বলা হয়েছে সেগুলোকে টেনে আনেন তাতে আমার মনে হয় কোনো সমস্যা নেই।

টিউনারের সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি নিম্নলিখিত কারণসমূহে:

১। টেকটিউনস এ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়েই আলোচনা হওয়াই উচিত, কারণ এটিই টেকটিউন-এর মূল উদ্দেশ্য। টেকটিউন নীতিমালাও তাই বলে।

২। আপনিই লিখেছেন- “অন্য ইসলামিক ওয়েবসাইট এ সবাই খুব একটা ব্রাউস করেনা। কিন্তু এখান এ লিখলে সবাই জানতে পারবে।” এর মানে কি দাঁড়ালো? ব্যাপারটা কি আমাদের দেশের রাজনীতির মতো হয়ে গেল না? ঢাকা শহরে জনসভা করার জন্য বিশাল পল্টন ময়দান থাকতেও রাস্তার মোড়ে রাজপথ বন্ধ করে জনসভা করা আর কি! না চাইলেও দেখতে বাধ্য হওয়া! আরে ভাই, যার ধর্ম জানার প্রয়োজন সে ঠিকই ওই সব সাইট ভিজিট করবে, যেমন টেকনোলজি জানতে টেকটিউন্সে আসে।

৩। ধর্মের সাথে বিজ্ঞানের মিলের চেয়ে বিরোধ কম নয়। সুতরাং প্রযুক্তি বিষয়ক সাইটে ধর্ম বিষয়ক লেখা বিতর্কেরই সৃষ্টি করবে।

৪। ধর্মতো পৃথিবীতে অনেক আছে। তাহলে শুধু ইসলাম নিয়ে কেন বিভাগ খুলতে হবে? আর ব্লগতো বাংলাদেশের গন্ডিতেই সীমাবদ্ধ নয়। সুতরাং বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্ম বিবেচ্য হওয়াও ঠিক নয় ।

৫। ইসলামী ইসলামী অনেক সাইট আছে। যাদের প্রয়োজন তারা সেগুলো ভিজিট করতে পারেন। টেকটিউন যেমন প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ, ধর্মীয় সাইটগুলো তেমনি ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ। তাহলে ধর্ম বিষয়ে যদি জানতেই হয় তবে বিশেষজ্ঞের কাছ থেকেই জানা কি উত্তম নয়?

৬। একটি প্রযুক্তি সাইটে যদি ধর্ম বিষয়ে আলাদা বিভাগ করা হয় তাহলে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সংগীত, সিনেমা … ….. ইত্যাদি বিষয়গুলোর দাবীও কি উঠবে না! এভাবে প্রযুক্তির বাইরের বিষয়গুলো টেকটিউন্সে অন্তর্ভূক্ত হলে সাইটির আদৌ কোন বিশেষত্ব আর থাকবে? অবশেষে সাইটটির লোডিং টাইম কোথায় গিয়ে দাঁড়াবে?

Religions নামে একটি বিভাগ থাকলে ভাল হত।
যেখানে সব ধর্মের ইতিহাস সম্পর্কে জানা যেত। কিন্তু …………………….

Techtunes এমনিতেই প্রযুক্তিবিহীন Tune দিয়ে ভরে যাচ্ছে…
এটাকে প্রযুক্তির মধ্যেই থাকতে দিন…

এখানে ইসলাম নিয়ে আলোচনা শুরু হলে “সামু” হতে বেশিদিন লাগবেনা।

    Level 0

    সামু আবার কি জিনিস ভাই?

    @Mukut:
    “সাম-হয়ার-ইন-বাংলাদেশ” ব্লগ-কে সংক্ষেপে “সামু” বলা হয়।

Techtunes akta technology bisoyok site, ate dhormo na anai valo. Ar Bangladesh e aro onek dhormer lok ase, tader dos ki? Ar amnitei j hare dollar bacha kena, ptc er tune hocche sathe dhormo jog hole technology er tune pawai jabe na, tai arokom kono bivag na kholai valo.

Mukut vi welcome …………….

Bhai mobile teke browse kore r comment kore tai banglai lekte parcena.ame comment lekar por pora comment check korce jate sobar jonno sohojbodhho hoe.kento tarporo eae obostha afsos………r comment korar iccha nai…….

Level 0

Roman Khan says:
টেকটিউনস এ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা হওয়াই ভাল, কারণ এটিই টেকটিউন-এর মূল উদ্দেশ্য।

এন.সি. দাস says:

এখানে ইসলাম নিয়ে আলোচনা শুরু হলে “সামু” হতে বেশিদিন লাগবেনা।

একমত

আমার একটি প্রস্তাব হল টেকটিউনসে শিক্ষা বিভাগ নামে একটি বিভাগ খোলা হোক যেখানে বিজ্ঞান বিষয়ে লেখা হবে ।

    আপনার প্রস্তাবটি আসলেই গুরুত্ব সহকারে ভেবে দেখার মত ….. ধন্যবাদ আপনার পরামর্শের জন্যে

    ‘ছাত্র ও শিক্ষক’-এর সাথে আমি পুরোপুরি একমত। অন্তত আমার জন্য খুব সুবিধা হবে। কারণ আমি সবসময় বিজ্ঞানের বিতর্কিত বিষয়গুলো নিয়ে টিউন করতে পছন্দ করি। ধন্যবাদ…

টেকটিউনস কে একটি পরিপুরনো ব্লগ হিসাবে দেখতে চাই……………রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, ব্যবসানীতি, সাস্থ্যনীতি, পরিবার পরিকল্পনানীতি, অর্থনীতি, শেয়ারবাজার নীতি, প্রেমনীতি, ভ্যালেন্টাইন ডে নীতি, কাব্যনীতি, গদ্যনীতি, পদ্য নীতি, আম্লীগনীতি, বিয়েম্পীনীতি, চাচানীতি, ভায়াগ্রানীতি…….সব, স….ব বিভাগ টেকটিউনসে দেখতে চাই………এ আমাদের প্রানের দাবি.
কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি, অবিলম্বে এসব বিভাগ খোলা হোক……….নাহলে অবিলম্বে মিশরের মতো টেকটিউনস বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে……..

    Level 0

    lol

    @কৌশিক: মিসর আন্দোলনে আপনার অবদান ছিল? 😛 আপনার কমেন্ট পড়ার পর আর হাসি থামাতে পারছি না আপনিও প্লিজ কমেন্ট থামাবেন না সবার টিউনে আপনার এমন সুচিন্তিত মতামত খুব গুরুত্বপূর্ণ

Level 0

Amio Chai Ekti Islamic Bivag Khola Hok.