এবারের ফুটবল বিশ্বকাপের ধনী দেশগুলো কারা তা জানেন কি? জেনে নিন এখানে!

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের পর্দা আর কিছুদিনের মধ্যেই উঠতে চলেছে। রাশিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহন করবে। এদের মধ্যে কারা ধনী বা কোন কোন কোন দেশ শীর্ষ ধনীর তালিকায় রয়েছে সেটা জানেন কি? বিশ্বকাপের এই উন্মাদনায় টেকটিউনসে আমি নিয়ে এলাম এবারের বিশ্বকাপের ধনী দলগুলোর ধারাবাহিক লিস্ট। এবারের ৩২টি দলগুলোর মধ্যে আর্থিক দিকগত ভাবে কারা রয়েছে শীর্ষস্থানে আর কারা রয়েছে নিচের দিকে তা আজকের টিউনটি দেখলেই জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে লিস্টের দিকে চলে যাই:

৩২) Senegal

১৬ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে আমাদের লিস্টের একদম শেষে রয়েছে Senegal। দেশটি এবারেই প্রথমবার তাদের বিশ্বকাপ আসলে খেলতে যাচ্ছে। তাদের খেলা গ্রুপ H এবং জুন ১৯ য়ে Poland এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ।

৩১) Iceland

২৩ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে ৩১তম স্থানে রয়েছে আইসল্যান্ড। এবারের বিশ্বকাপের সবথেকে কম জনসংখ্যার দেশ হিসেবে আইসল্যান্ড খেলতে যাচ্ছে। এদের প্রথম ম্যাচ ১৬ জুন আজের্ন্টিনার বিপক্ষে

৩০) Tunisia

৪০ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Tunisia রয়েছে আমাদের লিস্টের ৩০তম স্থানে। দেশটি ৪র্থ বারের মতো বিশ্বকাপে অংশগ্রহন করতে যাচ্ছে। তাদের প্রথম ম্যাচ ১৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে।

২৯) Serbia

৪১ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Serbia রয়েছে লিস্টের ২৯তম স্থানে।

২৮) Croatia

৫৪ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Croatia রয়েছে লিস্টের ২৮তম স্থানে। দেশটি ১৯৯৮ বিশ্বকাপে তাদের সেরা খেলাটা দেখিয়েছিলো, সেবারের বিশ্বকাপে দেশটি সেমি ফাইনালে উঠতে পেরেছিল।

২৭) Costa Rica

৫৮ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Costa Rica দেশটি রয়েছে আমাদের আজকের লিস্টের ২৭তম স্থানে।

২৬) Uruguay

৫৮.৫ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Uruguay দেশটি রয়েছে আমাদের আজকের লিস্টের ২৬তম স্থানে। দুবার ফিফা ওয়ার্ল্ডকাপ বিজয়ী এই দেশটির এবারের বিশ্বকাপ টিমে রয়েছে Edinson Cavani এবং Luis Suarez

২৫) Panama

৬১ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Panama রয়েছে আজকের লিস্টের ২৫তম স্থানে। দেশটির প্রথম বিশ্বকাপ ম্যাচ হতে যাচ্ছে এই ১৮ জুন বেলজিয়ামের বিপক্ষে।

২৪) Morocco

১০৯ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Morocco রয়েছে বিশ্বের ধনী বিশ্বকাপ দলের ২৪তম স্থানে। তাদের প্রথম ম্যাচ ইরানের বিপক্ষে ১৫ জুন।

২৩) Peru

২১৫ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Peru রয়েছে ২৩তম স্থানে।

২২) Portugal

২১৮ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে পর্তুগাল রয়েছে ২২ তম স্থানে। দেশটির ফুটবল টিমে রয়েছে তরকা প্লেয়ার Cristiano Ronaldo

২১) Egypt

২৩৭ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে মিশর রয়েছে ২১ তম ধনী বিশ্বকাপ ফুটবল দেশের লিস্টে। মিশর টিমে এবার রয়েছে তারকা প্লেয়ার Mohamed Salah

২০) Colombia

৩০৯ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে Colombia দেশটি রয়েছে লিস্টের ২০ তম স্থানে।

১৯) Denmark

৩৭৬ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে ডেনমার্ক রয়েছে আমাদের আজকের লিস্টের ১৯তম স্থানে। এবার দেশটি ৫ম বারের মতো বিশ্বকাপ ফুটবল আসরে অংশগ্রহন করতে যাচ্ছে।

১৮) Nigeria

৪৯৪ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে নাইজেরিয়া রয়েছে ১৮তম স্থানে।

১৭) Belgium

৪৯৪ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে বেলজিয়াম রয়েছে ১৭তম স্থানে।

১৬) Poland

৫২৬ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে পোল্যান্ড দেশটি আমাদের আজকের লিস্টের ১৬তম স্থানে রয়েছে। দেশটি ২০০৬ সালে বিশ্বকাপে খেলার প্রথম অনুমতি পায়। দেশটি এবারের বিশ্বকাপে গ্রুপ H তে Senegal, Colombia এবং Japan এর মুখোমুখি হচ্ছে।

১৫) Sweden

৫৩৮ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে সুইডেন রয়েছে আমাদের আজকের লিস্টের ১৫তম স্থানে। এ পর্যন্ত দেশটি ১১টি বিশ্বকাপে অংশগ্রহন করেছে।

১৪) Argentina

৬৩৭ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে আজের্ন্টিনা রয়েছে বিশ্বের ধনী বিশ্বকাপ দেশ তালিকার ১৪তম স্থানে। দেশটি এবার ১৭তম বিশ্বকাপ আসল খেলতে যাচ্ছে।  দলটি ১৯৭৮ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতে। এবারের দলে রয়েছেন Lionel Messi, Andel Di Maria, Nicolas Otamendi সহ তরকা খেলোয়াররা।

১৩) Switzerland

৬৭৮ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে সুইজারল্যান্ড রয়েছে আজকের লিস্টের ১৩তম স্থানে।

১২) Saudi Arabia

৬৮৩ বিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে সৌদি আরব রয়েছে আজকের লিস্টের ১২তম স্থানে।  এবারের গ্রুপ পর্বে দেশটি রাশিয়া, মিশর এবং উরুগুয়ের মোকাবেলা করবে।

১১) Mexico

১.১ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে মেক্সিকো রয়েছে আমাদের আজকের লিস্টের ১১ তম স্থানে। দেশটি ১৯৯৪ সাল থেকে সকল বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে উঠে আসতে পেরেছে। দেখা যাক এবার কি হয়।

১০) Spain

আমরা চলে এসেছি আমাদের লিস্টের টপ ১০ এ। আর ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে লিস্টের ১০তম স্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটি ১৪টি বিশ্বকাপ আসরে অংশগ্রহন করেছে এবং এটি তাদের ১৫তম বিশ্বকাপ আসর হতে যাচ্ছে।

৯) Australia

ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সেরা টিম অস্ট্রেলিয়া ১.৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে এবারের বিশ্বকাপ ফুটবলের ৯তম স্থানে রয়েছে। দেশটির ৫তম আসর হতে যাচ্ছে এই বিশ্বকাপটি।

৮) Russia

১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া রয়েছে ধনী বিশ্বকাপ দেশগুলোর ৮তম স্থানে।

৭) Iran

১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে ইরান রয়েছে আমাদের ধনী দেশগুলোর তালিকার মধ্যে ৭তম স্থানে।

৬) England

২.০২ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে ইংল্যান্ড রয়েছে আজকের লিস্টের ৬ষ্ঠ স্থানে। দেশটি ১৯৬৬ সালের বিশ্বকাপ জিতেছিলো।

৫) South Korea

২.০৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে সাউথ কোরিয়ার রয়েছে আজকের লিস্টের ৫ম স্থানে। দেশটির ১০তম আসর হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।

৪) Brazil

২.০৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে পাঁচবার বিশ্বকাপ জয়ী তরকা টিম ব্রাজিল রয়েছে আমাদের আজকের লিস্টের ৪র্থ স্থানে।

৩) France

২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে ফ্রান্স রয়েছে আমাদের আজকের লিস্টের তৃতীয় স্থানে।

২) Germany

৩.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে জার্মানি রয়েছে আমাদের আজকের বিশ্বকাপ আসরের ধনী দেশগুলোর মধ্যে ২য় স্থানে। দেশটি এ পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে এবং এ দিক দিয়ে ব্রাজিলের পরেই এই দেশটি স্থান।

১) Japan

৪.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার ভ্যালু নিয়ে জাপান দলটি আমাদের আজকের বিশ্বকাপ আসরের ধনী দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে। দেশটি বিশ্বের ৩ নং ধনী দেশ। দেশটি ১৯৯৮ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত সকল বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডে উঠে আসতে পেরেছে।

পরিশিষ্ট:

তো এই ছিলো এবারের বিশ্বকাপের ৩২টি দেশের অর্থনৈতিক অবস্থার উপর বিবেচনা করে আজকের লিস্টটি। টিউনটি ভালো লাগলে অবশ্যই জোস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সার্পোট করছেন সেটাও আপনি নিচের টিউমেন্ট বক্সে জানাতে পারেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস