আমাদের প্রানের টেক্টিউনস । আশুন আরও এগিএ নিএ যাই টেক্টিউনসকে ।

techtunes.io

সর্বপ্রথম নামটা শুনেছিলাম বিডিকম্পিউটার মারকেট সাইট এ । তারপর খুজতে শুরু করলাম গুগলের সাথে । পেয়েও গেলাম । একটানা প্রায় ৭০ টা পেজ দেখলাম । একরকম প্রেমে পরে গেলাম টেকটিউনস এর । আগে নেটে বসলে ফেসবুক এ না ঢুকে পারতাম না । তখন টেকটিউনস এ না ঢুকে পারতাম না । কয়েক দিন বেশ ঘাটাঘাটি করলাম । এক সময় একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম । কি টিউন করব ? আমি যে কিছুই জানি না । মাত্র ক্লাস ৯ এ পরুয়া এক ছেলে । যাই হোক জা জানতাম তাই নিএ একটা টিউন করে বসলাম । অনেক লাইক, ডিসলাইক পেলাম । অনেক রকম কমেন্ট ও পেলাম । ভাল লাগল আবার কারও কথায় কিছুটা খারাপো লাগল । যাই হোক মন খারাপ করে বসে থাকিনি । নতুন কিছু শিখতে চেষ্টা করলাম । আর কিছু পেলে শেয়ার করতাম । এভাবে একরকম জরিয়ে পরলাম টেক্টিউন্স এর সাথে । অনেক টিউনার এর টিউন গুলো ভাল লাগত । তাদের টিউনের আশায় বসে থাকতাম আর পেজ রিফ্রেশ করতাম । আমার একজন প্রিও টিউনার হল প্রবাসী । তার দেয়া প্রায় সব সফটওয়্যার ডাউনলোড করলাম । হার্ডডিস্ক ভরে গেল । এক সময় টেকটিউন থেকে ব্লগিং শিখতে শুরু করলাম । এভাবে অনেক কিছুই শিখলাম টেকটিউনস থেকে ।

টেকটিউনস বাংলাদেশের অন্নতম একটি সাইট । বর্তমানে বাংলাদেশে এলেক্সা রেঙ্কিং এ ১৮  নম্বরে আছে টেকটিউনস । এবং ওয়ার্ল্ড এ ৮১০৫ নম্বরে । টেকটিউনস এ সকল প্রকার কম্পিউটার এবং মোবাইল সম্পরকিও টিপস, সফটওয়্যার, নিউজ এবং আরও অনেক কিছুই আছে । কিন্তু দুঃখের বিষয় টেকটিউনস এর এত ভিসিটর থাকা সত্তেও এর রিভিও এর সংখা মাত্র ৪০+ এর মদ্ধে অনেকের ক্ষোভ বিভিন্ন সমস্যার কারনে । আমরা সবাই একটি করে রিভিও লিখলেও টেকটিউনস বাংলাদেশের এক নম্বর সাইট থাকত । আশুন সবাই মিলে টেকটিউনস এর জন্য রিভিও লিখি এলেক্সা তে ।

জানিনা কেন জানি টেকটিউনস এ টিউনাররা একটু অসচেতন হয়ে গেছে । সবাই বিভিন্ন ভাবে টাকা কামানোর জন্য টেকটিউনস কে ব্যাবহার করছে । অবশ্য আমিও এর কবলে পরেছিলাম কিন্তু পরে নিজেকে ঠিক করে ফেলেছি । আশুন আমরা সবাই ঠিক হয়ে যাই ।

আপনারা সবাই সবসময় টেকটিউনস এর সাথে থাকবেন । কারন আমি দেখেছি দিন দিন সবাই নিজ নিজ ব্লগ, ওয়েব খুলে টেকটিউনস থেকে বিদায় নিচ্ছে । আমাদের বেশ কিছু জ্ঞানী গুনি টিউনারকে এখন দেখা যাচ্ছে না । অনেকেই বিভিন্ন বিষয়ে টিওটরিয়াল শুরু করে কয়েকটি টিউন করে, চেইন টিউন সম্পন্ন না করে চলে যাচ্ছে । কই যাচ্ছে কেন যাচ্ছে কোনো খবর নাই । হতে পারে তাদের কোনো সমস্যা আছে তবে আমাদের জানালে তো অন্তত আমরা একটা খবর পাই, তার সমস্যা সমাধানের জন্য দোয়া করতে পারি । এভাবে কোনো কিছু অসম্পূর্ণ রাখাটা ঠিক না । যাই হোক আমরা এখন যারা আছি তারা টেকটিউনস এর অপব্যাবহার করব না । এমন কিছু শেয়ার করব জাতে অন্নের ক্ষতির চেয়ে লাভ বেশি হয় । এক্ষেত্রে আমরা বিভিন্ন ইনকাম এর টিউন গুলো পরিহার করব । আমাদের একটি টিউন টেকটিউনস এর মান হানির কারন হতে পারে । আমাদের গর্বিত হউয়া উচিত আমাদের মাঝে টেকটিউনস এর মত একটি সাইট আছে । এটা আমাদের একরকম সৌভাগ্য । অসংখ্য ধন্যবাদ টেকটিউনস এর এডমিন কে আমাদের এরকম একটা সাইট উপহার দেয়ার জন্য । আশা করি টেকটিউনস সামনে আরও উন্নতি করবে এবং আমাদের অনেক উপকারে আসবে । এবং এরজন্য আমদের সবাইকে টেকটিউনস এর জন্য কিছু করতে হবে । সবাই টেকটিউনস এর জন্য ভাল ভাল টিউন উপহার দেব এবং টেকটিউনস কে আরও সমৃদ্ধশালী করে তুলব ইনশাল্লাহ ।

এবার আশুন সবাই মিলে এলেক্সা তে টেকটিউনস এর জন্য রিভিও লিখি । টেকটিউনস কে বাংলাদেশের ১ নম্বর সাইট হতে সাহায্য করি ।

এখানে ক্লিক করে লগিন অথবা সাইনআপ করে রিভিও লিখবেন । নিছের মত করে রিভিও লিখবেন ।

১ নম্বরে আপনি আপনার রিভিও এর হেডলাইন দিবেন । (যেমনঃ It is a very good and use full site) ।

২ নম্বরে আপনি টেকটিউনস কে কয় তারকা দিবেন তা নির্ধারণ করুন (আশা করি সবাই ৫ তারকা দিবেন) ।

৩ নম্বরের প্রথম বক্সে আপনি টেকটিউনস কে কিভাবে ব্যাবহার করেন (যেকোনো দিলে হবে) । দ্বিতীয় বক্সে আপনি কি কি পছন্দ করেন (চাইলে সব সিলেক্ট করতে পারবেন) । তৃতীয় বক্সে আপনি কি কি পছন্দ করেন না (মনে হয় খালি থাকবে) । শেষ বক্সে আপনি কীরকম সময় পরপর টেকটিউনস এ আসেন (আপনার ভিসিট এর উপর নির্ভর করে) ।

৪ নম্বরে আপনার মতামত লিখবেন টেকটিউনস সমন্ধে (যা মন চায় তাই লিখুন কিন্তু ভাল কিছু লিখবেন আশা করি) ।

৫ নম্বরে আপনিকি আপনার কন বন্ধুকে টেকটিউনস এ সাগতম জানাবেন মানে আশার জন্য বলবেন । হ্যাঁ হলে প্রথম টি আর না হলে ২য় টি (মনে হয় সবাই ১ম টি নিরবাচন করবেন) ।

৬ নম্বরে Submit ক্লিক করে শেষ করে দিন ।

টেকটিউনস এ আমার শিক্ষার ফল আমার এই ব্লগ । প্রথমেই বলেছি আমি একটি ৯ম শ্রেণীর ছাত্র । তাই আমার পক্ষে যতটুকু সম্ভব চেস্টা করেছি । কোনো ভুল ভ্রান্তি ক্ষমা করবেন । দোয়া করবেন যেন জীবনে সফল হতে পারি ।

Anything4-you.blogspot.com

মন চাইলে একবার দেখে আসতে পারেন । জানাবেন কেমন হয়েছে ।

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনটি করার জন্য ধন্যবাদ। কিন্তু নিচে যে লিংকটি দেত্তয়া হয়েছে???????

চেষ্টা করলে ইনশাআল্লাহ্‌ জীবনে সফল হতে পারবেন।আরো ভাল ভাল টিউন আমাদের উপহার দিবেন সেই কামনাই করি।

Kob sondor keco tole dorcen.ameo jokon tt er kobor pai tokon tekee er sob page porar cesta korce.tt te ekdin na asle peter vat hojom hoena re bhai.tt abong apnar jonno doua roelo

অসম্ভব ভালো উদ্যোগ…
Title-এ Techtunes বানানটি একটু দেখুন > টেক্টিউনস না টেকটিউনস…
ধন্যবাদ, তবে উদ্যোগটি আসলেই ভালো…

আমার অবস্থাও এমনই ছিল প্রথম দিকে। একটু পরপর রিফ্রেশ করতাম (তবে এখন অটো রিফ্রেশ শুরু হলেই স্টপ করে দেই।)
বুঝে না বুঝে সফটওয়ার নামাইতাম (কিন্তু এখন আর নামাইনা, বুকমার্ক দিয়ে রাখি প্রয়োজন পড়লে নামাবো ভেবে)
টিউনার রা যতই বুড়া হয়, তাদের টিউন করার ক্ষমতা ততই কমতে থাকে শুধুমাত্র প্রবাসী সহ কয়েকজন রেই দেখলাম এখনও বিলাইয়া যাইতেছে। (আগে আমি ডেইলি নতুন কইরা ব্লগ সাইট খুলতাম। এখন আর ওসব ভালো লাগে না।)

সবশেষে যা বলতে চাই, ব্যাক্তিগত ভাবে সবাই যদি ছোট ছোট উদ্যোগ নেই তাইলে আমাদের আর পায় কে?? 😀