টুইটবয়েজ করলো HTML ওয়ার্কশপ: এই রকম কিছু ওয়ার্কশপ বদলে দিতে পেরে অনেক কিছু!

প্রথমে সবাইকে সালাম ও ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। অনেক ভালো একটা খবর আজ আপনাদের জানাতে পেরে খুব ভালো লাগছে।

HTML ওয়ার্কশপঃ

আজ সাউথইস্ট ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের আয়োজনে হয়ে গেলে প্রথম বারের মত ওয়েব ডেভেলপিং বা এই জাতীয় কোন ওয়ার্কশপ। আনন্দের সাথে জানাচ্ছি, এই আয়োজন পরিবেশনা করেছে টেকটুইটস পরিবারের সদস্যবৃন্দ।

কেন দরকার এইসব ওয়ারকশপঃ

আমি শিরোনামে বলেছি এই রকম কিছু ওয়ার্কশপ বদলে দিতে পারে অনেক কিছু। কেন বললাম সেটা একটু ব্যাখ্যা করি। আমরা আমাদের গ্রাজুয়েশন শেষ করে কিছু রেয়ার কেস ছাড়া বেশিরভাগ লোকই হতাশায় ভুগে থাকি। আসলে আমারা আমাদের কোয়ালিটি ডেভেলপ করতে পারিনা বলে পিছিয়ে পড়ছি। একটা HTML ওয়ার্কশপ বা অনেকগুলাই হোক এটা আপনাকে কোনো সমাধান দিতে পারবে না, যদি আপনি নিজে না সচেতন হতে পারনে। সেই সচেতনতা তৈরী করাই ছিল আমাদের মূল উদ্ধেশ্য।

বাংলাদেশে হাজারও সমস্যা। যেমন, ইলেক্ট্রিসিটি চলে গেলে নিজের চুল নিজে ছেড়া কিংবা নেট স্পিডের জন্য কম্পিউটারকে আছাড় দেওয়া, আমাদের করনীয় এতটুকু। আমরা সে সমস্যাগুলু সমাধান করতে না পারলেও যা করতে পারি তা হলো আমাদের পাশের জনকে নিয়ে এগিয়ে যাবার চেষ্টা। একটা কথা আমি মনে বিশ্বাস করি যে, আপনি যদি কাউকে নিয়ে এগিয়ে যেতে চান, অন্য কেউ আপনাকে নিয়ে এগিয়ে যাবে। তাই অন্নের মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস ছিলো এই HTML ওয়ার্কশপ।

টেকটিউনসে টিউন করতে এখন যে কথাটা না বললেই নয়ঃ

টেকটিউনসে টিউন করতে এখন যে কথাটা না বললেই নয় তা হল টিউন করার উদ্ধেশ্য। টেকটিউনসে এখন কিছু কমেন্টটার দেখি যারা মনে করেন প্রযুক্তি মানে সফটওয়্যার ডাউনলোড/ট্রিপ্স এন্ড ট্রিক্স কিংবা অনলাইন ইনকাম!

আজ আমি একটা কাজ করে যদি আপনাকে বলি, সেটা আপনার কাজে আসে তাতে ক্ষতি কি? অথবা এই ছোট ব্যাপারগুলু থেকে এক সময় বের হয়ে আসবে অনেক কিছু।

একটা কথা প্রচলিত আছে, ‘গারবেজ ইন গারবেজ আউট’।

আপনি যা ইনপুট দিবেন আউটপুট কিন্তু ভিন্ন আসবে না। অবশ্য মাঝখানে কেউ যদি আপনার কম্পাইলারে হাত না দেন!

তাই আমার যে ভালো লাগা আউটপুট আছে,সেটা আপনি নিতে পারেন ইনপুট হিসেবে। তাতে হয় আপনি জাগাতে পারবেন অন্য কাউকে অথবা আপনিও নিজেও!

আমাদের ওয়ার্কশপের কিছু ছবিঃ


যে কথাটা বলতেই হবেঃ

আজ দিনে যে ওয়ার্কশপটা হলো সেটা আমাদের হঠাত পাওয়া নয়। আপনি যদি কয়েকদিন আগে করা আমার ‘টেকটিউনস এর ভালোবাসায় জন্ম নিল টেকটুইটস’ টিউনটা পড়েন, আরেকটু ভালো ধারনা পাবেন।

আমরা বারে বারে বিভিন্নি উদ্দোগ নেই এই জাতীয় ওয়াকশপ করার জন্য। গড়ে তুলি নানা সংগঠন। কিন্তু অনেক ব্যর্থতার পরো আমরা আবার এক সাথ হই। নতুন করে ভাবি, কি করা যায়। সব কিছুর মূলে বন্ধুত্ব আর কিছু করার চেষ্টা।

আমাদের ছোট্ট একটা গল্পঃ

আমরা টেকটুইটস পরিবার, আমাদের সামনে লাখ খানেক(!) স্বপ্ন। সেগুলু না হয় নাই বললাম। তার একটি আজ এই HTML ওয়ার্কশপ এর মাধ্যমে পুরন হলো। এই স্বপ্ন পুরনের পথটা’র একতার বর্তমান নাম ‘টুইটবয়েজ’ । এই নামে সামনে আমাদের পাহাড় সমান সপ্ন সার্থক করার সপ্ন।

‘সবাই মিলে আড্ডা দিচ্ছি আমাদের মামার দোকানে, সবার যেমন এক একটা মামার দোকান থাকে। যথারীতি চা, সিঙ্গারা(জাতীয় খাবার) অডার করা হল। শুরু হল আগামি দিনের পরিকল্পনা। নানা প্লান প্রোগ্রাম। আপলোড ডাউনলোড চলতে থাকলো। কয়েক ঘন্টা নানা রকম এডাল্ট/নন এডাল্ট গল্প গুজব সাথে টেকটিউনস টেকটুইটস এর নানা কথাতো থাকছেই। এক সময় সবার বাসা থেকে কল আসতে থাকে। বাস স্টপে বাড়ে অচেনা লোকের ভিড। আড্ডা ভাঙ্গে। বিল দেবার পালা। যে যার পকেটে হাত দিয়ে একে অন্নের দিকে তাকায়। কিচ্ছু করার নাই। মামা’র কাছে গিয়ে বললাম, ‘মামা, কারো কাছে কিছু নাই। কাল দেই?’ মামা’র উত্তরঃ এক মাস পরে দিয়েন! হাসি মুখে দে দৌড় বাসের পিছনে!’

এটা আমাদের একদিন কার কথা। কিন্তু এই আড্ডা থেকে উঠে আসে নানা ওয়ার্কশপের পরিকল্পনা।

যাদের ধন্যবাদ না দিলে পাপ হবেঃ

  • ১. দেশসেরা প্রোগ্রামার এবং অনেক পচন্দের শিক্ষক শাহরিয়ার মঞ্জুর। যিনি আমাদের জন্য তার শিডিউল ক্লাস ছেড়ে দিয়ে আমাদেরকে ল্যাব দিয়েছেন HTML’র এই ওয়ার্কশপটা করার জন্য।
  • ২. আশিকুর রাহমান স্যার (সিনিয়র লেকচারার, সাউথ ইস্ট ইউনিভার্সিটি)
  • ৩. জলি ম্যাডাম।
  • ৪. কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট জীবন ভাই। (ভাইয়া জটিল গানও করেন!)
  • ৫. সানি ভাই, জেবিক আপু এবং ছোট ভাই বোনেরা!

আমদের যত প্রেসেন্টেশন পাবেন এখানেঃ

আজ (২০.০৪.২০১১) করা আমাদের সবগুলু স্লাইড পাবেন এখানে।

শেষ কথাঃ

আমারা ‘টুইটবয়েজ’ আপানাদেরকে এটা জানানোর কারন, আমাদের এই কাজ দেখে যদি আরো কেউ এই রকম কিছু করে।

অথবা কেউ করেছে/করবে সেটা টিউন হিসেবে প্রকাশ করে যাতে আমরা উৎসাহ পাই আরও কিছু করার। কারন প্রযুক্তি মানে ট্রিপ্স এন্ড ট্রিক্স নয়! আরো অনেক কিছু!

আজকের ওয়ার্কশপের সফলতা ব্যর্থতা আমরা হিসেব করিনি, এতো শুরু মাত্র। শুরুতে সফল হলে পরে কি করব?! তবে আমরা চেষ্টা করছি আমাদের সিমিত জানার পরিসর ছড়িয়ে দিতে!

সবাই ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন।

Level 0

আমি Rubel Oron। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

______''সুডো ব্লগ''_এ আপনাকে স্বাগতম!' ________'প্রোগ্রামারের পৃথিবী''_তে আপনাকে স্বাগতম! _______''Rubel Orion on Facebook! :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের ভার্সিটিতেও এরকম কিছু করার চিন্তা-ভাবনা আছে।আপনাদের দেখে অনুপ্রাণিত হলাম।

    Level 0

    এই টিউন করা'র লক্ষও সেটা, নিশাচর নাঈম ভাই!

খুবই ভালো উদ্যোগ। এগিয়ে যান। আশা করি অনেকের কাজে আসবে।

vai sobaike janate parten,
amra o jete……………….

    Level 0

    পরের বার নিশ্চয় জানাবো!! 🙂

Level 0

আপনারা এগিয়ে যান….এই মহৎ উদ্যোগ চালিয়ে যান……..আপনারাইতো ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন…

vaia ami onak din dhora techtunes pori. apnaka thanx jananor jonno ami aj k resister korlam. tune ti amar onak valo lagasay. apnaka onak onak thanx ai dhoronar kaja utsaho dabar jonno……

    Level 0

    জেনে খুব খুশি হলাম ভাইজান! সাথেই থাকবেন। পাশেই আছি! 🙂

আলহামদুলিল্লাহ, জেনে বেশ ভালো লাগলো… 😀