টেকটিউনস ২.০ তে আমার কিছু সমস্যা হচ্ছে ?আপনাদের কি অবস্হা?

টেকটিউনস ২.০ রিলিজ হওয়ার পর থেকেই আমার কিছু সমস্যা হচ্ছে ,প্রথম প্রথম ভাবলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এখনও ঠিক না হওয়ায় বাধ্য হয়ে টিউন করলাম।সমস্যাগুলো হল:
১)আমি কোন টিউনএ মন্তব্য করলে তা সাথে সাথে পাবলিশ হয় কিন্তু আমি যখন একই টিউন এ পুনরায় ব্রাউজ করি তাহলে আমার মন্তব্য টি আর খূজে পাইনা ।
২)টিউন পাবলিশ করতে বিভিন্ন সমস্যা হয় যেমন লিংক ১টার বেশী হলে টিউন পাবলিশ হয়না অনেকবার চেষ্টার পর টিউন পাবলিশ হয় যা বিরক্তকর।
৩)এই সমস্যাটি আমার ধারণাপ্রসূত আমার মনে হয় টেকটিউনস এর তথ্যগুলো সঠিকভাবে দেখায় না যেমন একটা টিউন এর ভিজিটরসংখ্যা এবং মন্তব্য গুলো সঠিকভাবে প্রদর্শন করেনা।যেমন টেকটিউনস ২.০ রিলিজ হওয়ার আগে দেখতাম প্রতিটি টিউন এ অনেক ভিজিটর আর মন্তব্য থাকত এখন মনে হয় অনেক কমে গেছে আকর্ষনীয় টিউনগুলোতেও দেখি খুব কম ভিজিটর আর মন্তব্য।আমি জানিনা এই সমস্যাগুলো কি আমার শুধু নাকি অন্যদের ও হয় ।
আশা করি মেহেদী ও টিনটিন ভাই এই ব্যাপারগুলোর ব্যাখ্যা দিবেন।
আর কারো সমস্যা হলে মন্তব্য করে জানান
আমার মন্তব্য ছাপা হয়না বলে টিউনেই জবাব দিচ্ছি।
@ শাকিল ভাই আমি ইউনিক ভিজিটর এর বিপক্ষে কারণ এতে নতুন ইউজাররা এই সাইটটিকে আনাড়ি সাইট মনে করবে এতে এই সাইটের ভিজিটর কমে যাবে ।আগের মতই থাকা উচিত ।
আর মেহেদী,টিনটিন ভাই তাড়াতাড়ি আমাকে স্পাম ইউজার হতে মুক্তি দিন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার টিউনগুলো মুছে যায় ।

Level 0

মন্তব্য দেয়ার ব্যবস্থাটা আগের মত উন্মুক্ত করলে ভিজিটরেও মন্তব্য দিতে পারত । যা একজন টিউনারের অনুপ্রেরনা হিসেবে কাজ করত । আশা করি কতৃপক্ষ এই ব্যপারে ব্যবস্থা নেবেন । অনেক সময় লাগে পেজ ওপেন হতে ।

আমি ভাবতাম শুধু আমার একারই সমস্যা। এখন তো দেখি অনেকেরই সমস্যা।আমি গতকাল থেকে আজ এখন পর্যন্ত একাটা টিউন পাবলিশ করতে পারলাম না। ২.০ তে আমাকে যে সমস্যা দেখায় যে [Too many categories selected (maximum is 1, your post has 2).
Post Status has been changed to Draft.]
অথচ আমি কোন ক্যাটাগরি select করি নাই।

@LOTUS আমি মনে করি উন্সুক্ত না করাই ভাল এতে অনেক সমস্যা হয় কারো বিরুদ্ধে ক্ষোভ থাকলে অনেকে ভিন্ন নামে মন্তব্য করে সেই ক্ষোভ মেটায় ।আর কোন ভিজিটরের যদি সাইটটি ভাল লাগে তাহলে সে রেজিস্টশেন করে নিতে পারে যা একেবারেই সহজ

১) আসলে আপনারটাইপ স্পীড বেশী হওয়ার কারনে আপনার মন্তব্য স্প্যামে পড়ে আর এটা চলতে থাকায় আপনাকে স্প্যাম ইউজার হিসেবে ধরে সব মন্তব্যই স্প্যামে যায়। এডমিন এটা ঠিক করে দেয়ার পর ধীরে সুস্থে টাইপ করবেন দেখবেন আর সমস্যা হবে না।

২) এখন একটির বেশী বিভাগ ব্যাহার করা যায় না।

৩) আর ৩য় টির উত্তর হল ভিজিটর ইউনিক ভাবে কাউন্ট করা হয়। একজন ভিজিটর একটি টিউন যতবারই পড়ুন না কেন তা একবারই ধরা হবে।

আর একটি বড় সমস্যা হচ্ছে ইচ্ছে করলে যে কোন টিউনারকে ব্যান করা যায়। আমি ইতোমধ্যে দুজনকে ব্যান করেছি যারা আমার কপি করেছে। তবে এই ট্রিকসটা আমি বলব না যে কিভাবে করছি।

Level 0

আমার প্রোফাইলে আমার নিকনেম আছে কিন্তু আমি পাবলিকলি সেটা কখনো শো করি না। আজ বারবার ঠিক করার পরও আমার নিকনেম সুইট আমার টিউনার নেম হিসেবে দেখানো হচ্ছে। আমার পুরো নাম কেন আসে না ঠিক করার পরও সেটা বুঝতেছি না।

অফিসিয়ালি সমাধান আশা করছি।আর ইউনিক ভিজিট করার বিপক্ষে আমি এতে টিউনারের আগ্রহ কমে যাবে।আর নতুন কেউ প্রবেশ করলে ভাববে এই সাইটে ভিজিটর নাই এতে জনপ্রিয়তা কমে যাবে

Level 0

শাকিল আরেফিন ভাই একটা কথা জানতে চাই যে যাকে ব্যান করেছেন সে কি জানতে পারবে যে আপনি তাকে ব্যান করেছেন । আর এই ট্রিকসটা টিউনারদের হাতে দেয়া কি উচিৎ ?

Level 0

@ লোটাস – এটা টিউনারদের হাতে দেয়া হয় নাই একটা সমস্যার কারনে এটা হয়েছে।

Level 0

আমি টিউন প্রকাশ করুন অপশনটা টে status সবসময় Draft থাকছে।
আমি কি ব্যানড বা ওয়াচে আছি???
প্লিজ admin একটু জানালে খুশি হতাম।

Level 0

নাহিদের সমস্যা এবং আমার সমস্যা সম্পূর্ণ এক।

“আমি ভাবতাম শুধু আমার একারই সমস্যা। এখন তো দেখি অনেকেরই সমস্যা।আমি গতকাল থেকে আজ এখন পর্যন্ত একাটা টিউন পাবলিশ করতে পারলাম না। ২.০ তে আমাকে যে সমস্যা দেখায় যে [Too many categories selected (maximum is 1, your post has 2).
Post Status has been changed to Draft.]অথচ আমি কোন ক্যাটাগরি select করি নাই।”

মডারেটর/ admin প্লিজ কিছু একটা বলেন।

Level 0

আমার নামটা হয়ে Nurjahan থেকে Nurjanah হয়ে গিয়েছিল।

iComplex ডাউনলোড করা যাচ্ছে না।

আমার সমস্যাটা এখনও সমাধান হলনা

Level 2

আমরা অনেক প্রতীক্ষায় ছিলাম ২.০ ভার্সনে না জানি কি আমূল পরিবর্তণ করা হয়! কিন্তু বাস্তবে তেমন কিছুই পাওয়া গেল না। গুণগত মানের তেমন কোন উন্নয়ন হয়েছে বলে মনে হয় না, বরং কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে টিউনের সংখ্যা অনেক কমে গেছে। আমি একটা সমস্যা লক্ষ্য করেছি, লগ ইন অবস্থায় থাকলেও মন্তব্য করার জন্য আবার লগ ইন করতে হয়। শাকিল ভাই বলেছেন, একটার বেশী বিভাগ নির্বাচন করা যায় না। নির্বাচন করার সুযোগ না দিলেইতো হয়। আমরা ২.০ তে কী কী দেখতে চাই সে ব্যাপারে মন্তব্য করেছিলাম, টিউনও করা হয়েছিল। সে সবের কোনই প্রতিফলন লক্ষ্য করা গেল না। আমি মনে করি, পরিবর্তণের জন্য পরিবর্তণ না করে, উন্নয়নের জন্য পরিবর্তণ করা উচিত। শুধু আঙ্গিক সজ্জা পরিবর্তণ কোন উন্নয়ন সাধন করে না। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবেন।

আমি একটি টিউন করেছিলাম কি থেকে কি সব উলট পালট হয়ে গেল বুঝলামনা । যেটা আমি খসড়া হিসাবে রেখেছি সেটা প্রকাশ হয়ে গেল । টিউন করা শিখে নিন । পেইজে প্রবেশ করতে চাইলে ভাইরাস মেসেইজ আসে ।