আলোর নিচের অন্ধকারঃ প্রসঙ্গ ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং শব্দটির সাথে পরিচিত নয় এমন ইন্টারনেট ব্যবহারকারী আজকাল স্বপ্নেও দেখা দুষ্কর। ছোটবেলায় লোকমুখে একটা কথা শুনতাম- “ঢাকায় টাকা ওড়ে”। ২০১১ সালে এসে এই ডিজিটাল যুগে এই প্রবাদবাক্যটা “মডিফাই” করার সময় এসেছে; এখন বলতে হচ্ছে “ইন্টারনেটে ডলার ওড়ে”।

 

হ্যাঁ বিশ্বজুড়ে ইন্টারনেট এখন সত্যিই অর্থ উপার্জনের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটের কল্যানে আজ বহু মানুষ “অনলাইনে” জীবিকা নির্বাহের নির্ভরযোগ্য অবলম্বন খুঁজে পেয়েছেন। আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই; বাংলাদেশও বিশ্বের শীর্ষ ৩০টি আউটসোর্সিং গন্তব্যে স্থান পেয়েছে অনেক আগেই। বাংলা ব্লগগুলোতে ভিজিট করলেই এর প্রতিফলন দেখা যায়। শত শত আর্টিকেল লেখা হচ্ছে “অনলাইনে টাকা আয়ের উপায়” এর উপর। এর মধ্যে পিটিসি নামক “নাকের উপর মুলা ঝোলানো” পোস্টের পাশাপাশি এডসেন্স, ওডেস্ক, ফ্রিল্যন্সারের মত নিরাপদ/নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের টিপসও রয়েছে।

 

এগুলো যারা লিখে থাকেন তারা অনেকেই ফ্রিল্যান্সিংএ সফল ব্যক্তিত্ব। তাদের ওডেস্ক প্রোফাইল বা এডসেন্স চেকের ছবি দেখে বয়স/পেশা নির্বিশেষে অনেকেই ঝাপিয়ে পড়ছেন অনলাইনে উড়ন্ত ডলার হস্তগত করার জন্যে। কিন্ত বিষয়টি যে এতটা সহজ নয় তা আমার চেয়ে আপনারাই অনেক ভাল বোঝেন।

 

অনলাইন ইনকামের একটা প্রচলিত বাক্য হচ্ছে “কিক ইওর বস (Kick Your Boss)” অর্থাৎ অফিসের বসকে “কিক” মেরে বাসায় বসেই লাখ লাখ টাকা আয়ের ধান্ধা। তবে আমার পরিচিতদের মধ্যে যারা এই কাজটি করেছেন তারা খুব একটা সুবিধা এখন পর্যন্ত করতে পারেননি, আপনারা যদি কেউ এই পদ্ধতিতে সফল হয়ে থাকেন তবে দয়া করে শেয়ার করুন।

 

আমার আজকের টিউনের মূল অংশ এখনও শুরু হয়নি। আসলে আমার উদ্দেশ্য ছিল খুব সিম্পল কিছু কথা বলা। “কিক ইওর বস” টাইপের সিদ্ধান্ত যদি কেউ নিতে চান, তবে দয়া করে তার আগে আপনার দক্ষতা এবং পারিপার্শিক অবস্থা খুব সিরিয়াসলি ভেবে দেখবেন।

 

বাংলা ব্লগে এবং ফেসবুকের কল্যানে দেখা যায় আমাদের দেশের ফ্রিল্যান্সিং ক্ষেত্রে স্কুল-কলেজ পড়ুয়া স্টুডেন্টদের সংখ্যা নেহায়েত কম নয়। এদের মধ্যে অনেকেই অনলাইনে টাকা পয়সা আয়ের প্রতি বেশ আগ্রহী। মাইক্রোওয়ার্কাস, বিভিন্ন পিটিসি সাইট, এমনকি ওডেস্ক টাইপের প্ল্যাটফর্মেও এদের সরব উপস্থিতি। এটা হয়ত আমাদের আউটসোর্সিং ইমেজের জন্য প্লাস-পয়েন্ট, কিন্তু এর সুদূরপ্রসারী ক্ষতিকর দিকটি কি আমরা ভেবেছি কখোনো? ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, একজন ফ্রিল্যান্সার আসলে বাস্তবিক অর্থে মোটেই “ফ্রি” নয় যতক্ষণ পর্যন্ত সে জবে একটিভ আছে। আমাদের দেশের অনেক শিশু যেখানে প্রতিবছর স্রেফ ডায়রিয়ায় মারা যাচ্ছে, সেখানে আমরা বিড করছি আনেরিকান বায়ারের কুকুরে/বিড়ালের ফেসিয়াল টিপস লেখার জন্য। আমরা ইংরেজিতে ওদের জন্য অনেককিছু লিখে দিয়ে ফাইভ স্টার ফিডব্যাক ঠিকই আদায় করি কিন্তু আমদের দেশের শিশুগুলোরর প্রতি মায়েদের সচেতনতার জন্য টিপস লিখার আগ্রহ পাইনা। অন্যান্য বিষয় তো বাদই দিলাম। ওডেস্ক উইকের ডেডলাইন এবং ডলারের হাতছানি অনেকসময় খাওয়া-দাওয়া ভুলিয়ে দেয়। ক্লাস/পরীক্ষা থাকলে সে তো এক মহামারী অবস্থা!

 

আজ যে ছেলেটা নবম/দশম কিংবা উচ্চমাধ্যমিকে পড়াশুনা করছে, দেশকে দেয়ার মত তার অনেক কিছুই সামনে রয়ে গেছে। ফ্রিল্যান্সিং এ অনেকেই যেসব ডাটা এন্ট্রি, পিটিসি, ওয়েব রিসার্স, ফোরাম পোস্টিং এর তুলনামুলক সহজ কাজগুলো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে করছে, সেগুলো বাস্তব জীবনে (উল্লেখযোগ্য পরিমাণ কর্মক্ষত্রে) কোন কাজেই আসেনা। টাকা আয় করার সময় সামনে অনেক আছে, তাই এখনি এদিকে খুব বেশি সময় নষ্ট না করাই মঙ্গল বলে আমি মনে করি। এইচ.এস.সি হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্রের জীবনের টার্নিং পয়েন্ট। এখানে এসে যদি আমরা মেধার সঠিক ব্যবহার না করতে পারি, তবে উচ্চশিক্ষালাভ স্বপ্নই থেকে যাবে। এখানে হয়ত অনেকে বলে ফেলবে “আমরা সবকছু মেইনটেইন করেও জিপিএ ৫ পেতে পারি”।. কিন্তু ভাইয়া, জিপিএ ৫ই সবকিছু না। ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে এরকম অনেক ক্যন্ডিডেট পাওয়া যাবে। তো, এত মেধাবী হওয়ার পরও যদি বাপের কাড়িকাড়ি টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে পড়তে হয় তবে সেটা দুঃখজনক (প্রাইভেট ভার্সিটির ভাইয়েরা দয়াকরে কথাটা অন্যভাবে নেবেন না, এটা স্রেফ উদাহরণ) ।. তাই অন্তত এই জীবন গড়ার সময়ে দুই ডলারের আশায় ডাটা এন্ট্রি/ পিটিসি না করে দক্ষতা অর্জন করে এর চেয়ে অনেক অনেক ভাল অবস্থানে যাওয়া সম্ভব। ফ্রিল্যান্সিং করার সময় তো আর চলে যাচ্ছে না, অনলাইন প্ল্যাটফর্মে যাদের অনেক চড়া রেট, সেসব ফ্রিল্যন্সাররা কিন্তু তাদের দক্ষতা দিয়েই এগিয়ে গেছেন। আর দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রওয়োজনীয়তা অস্বীকার করা যায়না। উদাহরণস্বরুপ- আপনি সি.এস.ই এর ছাত্র হয়ে থাকলে ওয়েব বা এপ্লিকেশন ডেভলপমেন্ট আপনার কাছে ডালভাত মনে হবে তখন আর আপনাকে পিটিসির এডে ক্লিক করে এলার্টপের পিছনে ঘুরতে হবেনা। এখন আপনি যদি সেই পর্যন্ত ধৈর্য্য ধরতে না পারেন, তাহলে আমার কিছু বলার নেই। যার যার জীবনের হিসেব তার তার কাছে।

 

এই পোস্ট পড়ে আমাকে ফ্রিল্যান্সিং বিরোধী ভাবার কোন কারণ নেই। আমি শুধুমাত্র কিছু বাস্তব চিত্র এবং এর সম্ভাব্য সুদুরপ্রসারী প্রভাব নিয়ে বলতে চেয়েছি। কেউ কোন কথায় কষ্ট পেয়ে থাকলে আমি সত্যই দুঃখিত। সবাইকে ধন্যবাদ, আল্লাহ আমাদের মঙ্গল করুন।

Level 0

আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

স্রেফ উদাহরণ দিয়েই তো প্রাইভেট ভার্সিটির ভাইদের বাস টা মারলেন
বাপের কাড়িকাড়ি টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে পড়তে হত না যদি সরকার আরও দু এক টা university বানাত ।
আপনার বাকি সকল কথার সাথে আমি একমত…
অনেক ধন্যবাদ এই tune টি করার জন্য , বর্তমান যুব সমাজের ডাটা এন্ট্রি, পিটিসি, ওয়েব রিসার্স, ফোরাম পোস্টিং etc সস্তা কাজের পিছনে সময় দেয়া বন্ধ করা উচিত , কারন এগুলোর কোন ভবিষত নাই ।

আমার অবস্থা বেশ খারাপ । মাত্র এক বছরে ডাটা এন্ট্রি, পিটিসি আমার ব্রেণ শেষ করে দিছে ।এখন ইন্টারনেট নেশা থেকে মুক্ত হওয়ার ট্রাই করছি ।সামনে HSC এক্সাম !!! কি যে হবে !?
:'(

kochur post, age aro valo kore janen.

Level 0

ekta chinta udrekkari tune, biporit bhabnar ei tune ta betikrom ebong proshongshar dabidar
amra shadharonoto mudrar ekta pith e dekhi, mudrar opor pith ta chokhe angul die dekhie dear jonno dhonnobad,

SALAM BROTHER . REAL TALK.

Walaikum-as-salam 🙂 Thanks brother…

Level New

vaiya,,many many thanks for your realitive & constructive tunes…go ahead,,,

Amar to mone hoy freelancing a cheka khawar pore i amni ai post dicehen. Je pare se shob pare je pare a se pare na, se kichui pare na. Jar hoy na noy a tar hoy na 90 a.

    @Shuvo Chakraborty: ও… আপনার তাই মনে হয়? তাহলে আপনার সাফল্যগাঁথা নিয়ে একটা টিউন করে ফেলুন না দাদাবাবু! আমরা সবাই আপনার টিপস নিয়ে ফ্রিল্যান্সিং এ ঝাঁপিয়ে পড়ে ধন্য হয়ে যাই। যাইহোক, এত কষ্ট করে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

দারুন বর্ননা, খুব মজা পাচ্ছি।

Level 0

lekhokke thanks

@@শ্যাম সুন্দর আমারও একই অবস্থা

    @sourav কি আর বলব ভাইয়া, দেখতেই তো পাচ্ছ, অনেকে সবকিছু একসাথেই পেরে যাচ্ছেন। যাই হোক, এখন থেকে একটু পড়াশোনার প্রতি মনোযোগ দিলেই আশানুরূপ ফলাফল করা সম্ভব। (“তুমি” করে বলায় মনে কিছু নিওনা, H.S.C পরীক্ষার্থি হলে তুমি আমার ছোট ভাইয়ের মতই। শুভকামনা রইল 🙂

Level New

সবকিছুর ই ভালো ,মন্দ থাকবে ।কিছু করার আগে নিজেকে দক্ষ করে ,তারপর কাজে হাত দেওয়া প্রয়োজন। উজ্জ্বল সফলতা সম্ভব ।

Level 0

আমার মনের কথাটি বলার জন্য ধন্যবাদ। আমি মাসউদ অনলাইন আয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি প্রতিদিন ৪/৫ টি ফোন আসে প্রশিক্ষণের জন্য কিন্তু সবাই চায় প্রশিক্ষণের সাথে সাথে আয়। অথ বিদেশে অনেক টাকা তারা বসে আছে অনলাইন বিতরণের জন্য। http://www.shataj.com

    @Shataj: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার সাইটটা ঘুরে আসলাম, ভাল লাগল আপনাদের উদ্যোগ।

Level 0

@soltan– apni tik bolan nai.apni akti hotasabadi lok.Freelancing kora ami amer life onekta change korasi.Just need patience patience and patience.Next ai doroner tune dia kowka hotash koiren na pls.

    @rakibbd71: ওয়েলকাম! শুধু আপনি না, ফ্রিল্যান্সিং করে আরো অসংখ্য লোক “লাইফ চেঞ্জ” করেছেন- সে কথা আমি টিউনের শুরুতেই বলেছি। আপনি যেমন তিন তিন বার বলেছেন “patience ” দরকার, আমিও তাই বলেছি। আর এই “patience ” নিশ্চয়ই তালগাছ থেকে আসেনা, অর্জন করে নিতে হয়। আর তাই আমি টিউনে বলেছি স্কুল-কলেজ পড়ুয়া স্টুডেন্টদের জন্য সামনে অনেক ভাল সুযোগ অপেক্ষা করছে তাই তারা অন্তত অনার্স লেভেলে এডমিশন নিয়ে স্ট্যাবিলিটি অর্জন করে তারপর অনলাইন ইনকামের দিকে “ঝাঁপিয়ে” পড়ুক। (এর আগে এই লাইনে খুব বেশি সময় দিলে তার সুদূরপ্রসারী লসের সম্ভাবনা থেকে যায়) এতে আপনার উল্লেখিত “patience ” শব্দটারও “মান” রক্ষা হয়, আর এর ফলে দক্ষতা অর্জন করে সফল হওয়া সহজ হয়। আপনি আমাকে “akti hotasabadi lok” বলেছেন তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই তথা কথিত “আশাবাদীদের” পাল্লায় পড়ে যে অনেক ভাইয়েরা আজ ভুগতেছেন তার প্রমাণ উপরে দুই ভাই (শ্যাম সুন্দর এবং sourav) এর কমেন্ট পড়লেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি স্রোতের জোয়ারে গতানুগতিক তেল দেয়া টিউন একটু কমই করি। যে বিষয়গুলো সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায় আমি সেসব নিয়েই টিউন করতে পছন্দ করি। আপনি দয়া করে সময় নিয়ে আমার অন্যান্য পোস্টগুলোও দেখে নেবেন। সব চেয়ে বড় কথা হচ্ছে পুরো টিউন না পড়ে গড়পড়তা কমেন্টের ফাঁদে ফাঁসিয়ে টিউনারদেরকে “Insult” করে কোন লাভ নেই ভাই। অনেক বড় কমেন্টের জন্য দুঃখিত সেই সাথে অন্তত কমেন্টটি সম্পূর্ণ পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Level 0

@soltan bai.apni hoito janen na ameder amon onek varsity student ase jara sodo microworkers.com e daily 25$ er kas kora!!!.Ami niza o kori.Bissas hoi?

    @rakibbd71: আপনাদের সেই ” varsity student” রা কিন্তু অলরেডি জীবনে একটা স্ট্যাবিলিটি অর্জন করে নিয়েছেন। এখন অভিজ্ঞতা দিয়ে দিনে ২৫ ডলার কেন কয়েক গুন বেশিও আয় করে নিতে পারেন। তাদের দেখাদেখি ছোটরাও যদি ২৫ ডলার/ডে আয় করতে চায়, তবে বিপদের আশঙ্কা উড়িয়ে দেয়া যায়না। কমেন্টের জন্য আবারো ধন্যবাদ, ভালো থাকবে।

অনেকদিন পর আমার চিন্তাধারার একজনকে পেলাম, ইন্টারনেট এ টাকা আয়ের নেশা অনেকের এত প্রবল যে কিছু না জেনেই ভাবে সে ডলার ইনকাম করা শুরু করবে, ধন্যবাদ এই পোস্ট করার জন্য, অন্তত কিছু মানুষ হয়ত উপকৃত হবে ।

কাজের টিউন।

Level 0

thank u…….onek friend ase amr jara PTC PTC kore life hell kore felse…..income na bolar motoi…..
asole Freelancing_a lack lack taka income korte gele lage skilled work…..Like programming, Web design etc high rated job, forum posting, PTC agula dia kisso hoyna……

Clearly baparta bojhanor jonno thanks…….
amr janamote amon post age kothaw kaw koreni…….Thanks again …….
Post ta ami FB te share korte chai……[permission required]

vi sundor ekta tune korar jonno thnx…..apnr sathe kisu bisoye ami ak mot bt kisu bisoye dimot ase…….as like

SSC othoba HSC er student der jonno freelancing na……bt jara desher nami dami public versity theke graduation complete korar por bekar obostai pore ase tader jonno to ektu asar alo ai freelancing…..asa kori amr sathe apnio ai bapare ekmot…….
ami vi Rajshahi University te Biochemistry & Molecular biology dept. e 3rd yr e pori…..onek asa niye ai subject e vorti hoisilam……bt vorti hoyar por bujlam j job sector er ki position……keo kono asar kotha bolena….sudhui hotashar kotha……jaihok aita shudu amr kotha na aita 80% varsity porua student er moner kotha…..
apnara expert ra jodi amdr etku help koren taile amdr bangladesh o freelancing e onek valo jaigai jete parbe……
sorry vi onek boro comments korlam r onek kisu bollam……again thnx for ur informative tune.
I think so it is our responsibility to control our next generation….

    @shuvomunjuri: প্রথমেই আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। আপনি আমার পুরো টিউন পড়লে খেয়াল করবেন আমি কিন্তু বলেছি “অন্তত অনার্স লেভেলে এডমিশন নেয়ার আগে ফ্রিল্যান্সিংয়ে খুব বেশি সময় না দেয়া। হালকা পাতলা কাজ করায় দোষের কিছ নেই তবে সতর্ক থাকা যেন পড়াশুনার ক্ষতি না হয়, কেননা H.S.C হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একজন স্টুডেন্টের জীবনের টার্নিং পয়েন্ট।
    এরপর যেখানেই হোক, (পাবলিক, প্রাইভেট কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি) তে ভর্তি হয়ে উচ্চশিক্ষাজীবনের একটা সূচনা করেও ফ্রিল্যান্সিংয়ের যথেষ্ট সময় পাওয়া যাবে। এটাই আমি আমার টিউনে বলেছি।

    এতবড় মন্তব্য পড়ার জন্য আবারো ধন্যবাদ, ভাল থাকবেন ভাই। 🙂

আপনার সুচিন্তিত পোস্টের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই।

আমি shuvomunjuri ভাইয়ের সাথে একমত যে এসএসসি কিংবা এইচএসসি শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং নয়। (যদিও আমি এ ব্যাপারে তেমন কিছুই জানিনা 🙁 :mrgreen: )

তবুও আমি আশাবাদী যে; যেসব শিক্ষার্থীরা (এসএসসি এবং এইচএসসি) তাঁদের পড়াশোনার সময়টাকে ফ্রিল্যান্সিং এর পিছনে নির্বিবাদে ঢালছেন বা ঢালার চিন্তাভাবনা করছেন তাঁদের মনে সামান্য হলেও নাড়া দিবে অথবা একটি প্রশ্নবোধক চিহ্ন ❓ তাঁদের বিবেকের কাছে তুলে ধরতে পারবে :arrow:।

আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি করার জন্য। 🙂

আপনি ত বুয়াত এর স্সদেন্ত তাই না ভাইআ ……।।????