এক ক্লিকেই অফ করুন আপনার ল্যাপটপের LCD !

আপনি নিশ্চই সবসময় আপনার ল্যাপটপের LCD বন্ধ করার জন্য ল্যাপটপের ঢাকনা বন্ধ করতে চান না? কারণ ধরুন আপনি ল্যাপটপ থেকে গান শুনতেছেন বা কোন কিছু ডাউনলোড হচ্ছে, এমতাবস্থায় ল্যাপটপের LCD টা অফ করার জন্য ঢাকনা বন্ধ করলে LCD অফের সাথে সাথে আপনার গানও বন্ধ হবে এমনকি ডাউনলোডও বন্ধ হয়ে যাবে। যদিও LCD সয়ংক্রিয়ভাবে বন্ধ করার জন্য সময় সেট করে দেওয়া যায়, তবে তারজন্য আপনাকে নির্দিষ্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়।

যদিও কিছু কিছু ল্যাপটপে কিবোর্ড এর সাহায্যেও এটি করা যায়। কারণ সেই ল্যাপটপগুলির তৈরীকারকরা এর জন্য একটি এক্সট্রা কিবোর্ড সর্টকার্ট তৈরী করে দেন। তবে সব ল্যাপটপেই থাকে না। যেমন আমার HP Compaq Presario CQ40 তেই নেই।

তবে এই সমস্যার সমাধাণের জন্য তৈরী হয়েছে একটি ছোট্ট এপ্লিকেশন যার সাহায্যে আপনি সাথে সাথেই আপনার ল্যাপটপের LCD টা অফ করতে পারেন। সফটওয়্যারটি নাম Turn Off LCD। এটি ডেভলপ করেছেন "তাইমুর আসাদ" নামক একজন ডেভলপার।

ডাউনলোডঃ

ব্যবহারঃ

ব্যবহার খুবই সহজ। সফটওয়্যারটা ডাউনলোড করে ডেস্কটপে কপি বা সর্টকার্ট করে রাখুন। আর যখন LCD অফ করার প্রয়োজন হবে তখন শুধু একবার ডাবল ক্লিক করবেন। ব্যাস আপনার LCD সাথে সাথেই অফ। আর LCD অন করার জন্য মাউস একটু নড়া দিলে বা কিবোর্ড থেকে কোন কি চাপলেই আবার চালু হয়ে হবে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good

it saves my electricity bill. thanks.

হুম আমার দোয়েলে (dll) এই সিস্টেমটা আছে।

আপনার ঠিক আগের টিউনটার প্রতি একটু বিশেষ যত্ন নিন। 😛 । ধন্যবাদ।

ভাই আমারতো ল্যাপটপ নেই তবে কিনলে মনে হয় কাজে দেবে। ধন্যবাদ।

আমার LCD মনিটরে হবে না? যদি হয় তাহলে তাড়া তাড়ি জানান।

Level 0

thanks for Nice tune…

😀 নিচের কমান্ডটুকু লিখে শর্টকাট বানান

xset dpms force off

ধন্যবাদ 🙂

As salamu alikum.Bora bore ar moto .Jotil Thank u.

সাইফুল ভাই ভালো টিউন হইছে 😀 তবে আমারটা আরও কাজের সাটডাউন, রিস্টার্ট, মনিটর অফ এবং আরও অনেক কিছু আর এটি অতি ছোট সাইজের, মাত্র ৩৮ কেবির। চিন্তা করছি এইটা নিয়া একটা টিউন করব। 🙂

Level 0

ভাই, এটা কি Xp তে কাজ করে?

    @SamuraixBD: সম্ভবত করবে। আমি সেভেন ব্যবহার করি। তবে আপনি ডাউনলোড করে অবশ্যই ট্রাই করতে পারেন।

ভাই, আমাকে তো কোন উপায় বললেন না total recall somporke. আমি আর কি করব?

Level 0

Really helpfull. Thank’s for your good tune. Again you come back, 🙂 your nice tune.

সাইফুল ভাই, job নামক নিকটারে আইপিসহ ব্যান করেন। উনি সবাইকে চাকরি দিতে চান। নির্বাচিত টিউনেও চাকরি বিলাচ্ছেন। 😛

thanks saifol vai ami khojsilam amon kiso…..

Level 0

link ta invalid

লিং এ কাজ করছে না?