তৈরি করুন আপনার বংশের সবার লিস্ট

সবাইকে শুভেচ্ছা। এটা আমার প্রথম টিউন।

আপনি কি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন? জানি সবাই পারবেন না। কিন্তু যদি আপনার দাদার দাদা একটা কাজ করে যেতেন তাহলে আর আপনাকে কষ্ট করতে হত না। আপনি কি চান না যে আপনার নাতির নাতি আপনার নাম জানুক? তাহলে আর দেরি করবেন না। নিচের Software টা Download করুন জলদি। এর নাম Family Tree Legends.

সুবিধাসমূহ:

১. এটি দিয়ে সব লোকজনের পারিবারিক বৃত্তান্ত তৈরি করতে পারবেন।

২. Date of Birth সহ সবরকমের তারিখ অন্তর্ভূক্ত করতে পারবেন।

৩. Blood Group থেকে শুরু করে Height, Weight, DNA Report সব কিছুই যোগ করতে পারবেন।

৪. Diagram আকারে দেখতে পারবেন।

Download Link: ClickHere

Serial No: 1A752-42184-B74A3-AD752

Software সংক্রান্ত যেকোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

Facebook এ আমি Sandpiper Mehedee

টিউনটা কেমন হলো জানাবেন যেন আরও ভাল টিউন উপহার দিতে পারি।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Soft ta to Darun,,,,,,,,, Tobe Use kore dekhi. thnkx

অসাধারণ 🙂

Thanks. আরও অনেক কিছু পাবেন Software টাতে। ভালভাবে Software টা দিয়ে কাজ করতে থাকুন।

Level 0

thanks bro for your sharing ,carry on

Level New

Serial Key চাচ্ছে। না দিলে Software Close হয়ে যাচ্ছে।

    @razibul_qb: ভাইয়া আমি তো Serial Key দিয়েই দিয়েছি। আপনি ভালভাবে টিউন টা পড়ুন।
    Serial No: 1A752-42184-B74A3-AD752

সেকি! সরকারের ডিজিটাল হওয়া দরকার। এই সফ্টওয়্যার টা সবার কাছে পাঠানো উচিত। যাতে সবাই তার গুষ্টির হালনাগাদ রাখতে পারে। পরে ভোটের সময় ইমেইল এ হালনাগাদ পাঠাই দিলেই তো দেশ 30% ডিজিটল হয়ে যাবে। ভোটর আইডি কাডের্র তো কোন দরকার দেখছি না।

    @Al Shahriat Karim: ভালই বলেছেন। জানি না, রুই-কাতলাদের কত % আমাদের মত এত খেঁটে মরে। চার আনাও যদি করত তাহলে দেশটাকে ডিজিটাল করার দরকার ছিলনা। আপনি আমি আমরাই পারতাম দেশটাকে গড়তে। ধন্যবাদ।

Level 0

আবারও ধন্যবাদ ভাইয়া, খুব খুব ভাল সফট, দেখি লোড করি। আপনাকে অন্যরকম ভাল একটা সফটওয়ার উপহার দিব।

আমার মেইল: [email protected] । খুব একটা সময় পাই না। আজ ভাল লাগছিলনা । ভাবলাম টিউন করি। FB তেই একটু রেগুলার। http://www.facebook.com/Paakhy

ভাই এটা থেকে কি pdf আকারে ডাউনলোড করা সম্ভব?

    @আবদুল বাকী: PDF আকারে Download মানে? আমি যদি ভুল না করি তাহলে মনে হয় আপনি তৈরি Diagram টা PDF আকারে Export/Publish করার কথা বলছেন। হ্যা ভাই। এটা দিয়ে আপনি তা করতে পারবেন।

PDF আকারে Download মানে? আমি যদি ভুল না করি তাহলে মনে হয় আপনি তৈরি Diagram টা PDF আকারে Export/Publish করার কথা বলছেন। হ্যা ভাই। এটা দিয়ে আপনি তা করতে পারবেন।

Level 0

আমি ও আমার ছোট ভাই আরিফ মিলে ওয়ার্ড ডকুমেন্টে এ কাজটির উদ্দোগ নিয়েছিলাম। ছোট ভাই কিছু তথ্য সংগ্রহ করে টেক্স বক্স করে করে অনেকটা এগিয়েছিল। আমি এক্সেলে করবো করবো বলে ভাবছি। অপ্রত্যাশিত ভাবেই সফটওয়ারটি পেলাম। যদিও ভাবতে ছিলাম এরকম সফটওয়ার যদি থাকতো? অনেক অনেক ধন্যবাদ। ডাউনলোড দিলাম।

    @Mohabbat: আমার গল্পওটা মিলে গেল। অনেক খুঁজে শেষ পর্যন্ত পেয়েছি।
    তাই আপনাদের জন্য দিলাম আর কি। ধন্যবাদ মোহাব্বত ভাই।