চলুন জানি ট্যালি ইআরপি ৯ (Tally.ERP 9) সফটওয়্যারের খুঁটিনাটি!

একাউন্টিং সফটওয়্যার জগতে একটি সুপরিচিত নাম হল ট্যালি। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাজ কম্পিউটারাইজড করে নিতে এই ইআরপি সফটওয়্যারটি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। আর ইআরপি সফটওয়্যার এর কথা যখনি আসে তখনি বেশ কিছু খুঁটিনাটি বিষয়ও চলে আসে যা জানা প্রয়োজন। খুঁটিনাটির কথা বলতে গেলে সবার আগে যা নিয়ে আলোচনা করতে হয় সেটা হল সফটওয়্যারের ফিচার।

বাজারের সবগুলো সফটওয়্যারের মধ্যে ট্যালি অনেক বেশি ফিচার সমৃদ্ধ এবং উপমহাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার। ২০ বছর ধরে এটি ক্ষুদ্র ব্যবসা থেকে লার্জ কর্পোরেশনগুলোর হিসাবরক্ষণ চাহিদা পূর্ণ করে আসছে।

এই পোস্টটি লিখছি মূলত Tally.ERP 9 সফটওয়্যারটির ফিচারগুলো নিয়ে আলোচনা করার জন্য।

ট্যালি ইআরপি ৯ (Tally.ERP 9) এর ফিচারসমূহ

* হিসাবরক্ষণ:

একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাবরক্ষণের জন্য যত সুবিধা থাকার প্রয়োজন তা সবই রয়েছে Tally.ERP 9 সফটওয়্যারটিতে। আগেই বলেছি ট্যালি ২০ বছর ধরে কয়েক মিলিয়ন প্রতিষ্ঠানের বাস্তবভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রুপ অব কোম্পানিগুলোর হিসাবরক্ষণেও ট্যালি সফটওয়্যারটি যথেষ্ট।

* ইনভেনটরি

ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর ব্যবসার সঙ্গে গোডাউনে থাকা মালামালের হিসাবরক্ষণ খুবই জরুরী। একে করে জানা যায় কোন কোন পণ্য প্রতিষ্ঠানে আছে এবং কি পরিমাণে আছে। এতে সহজে যেমন বিক্রয় সিদ্ধান্ত নেয়া যায় তেমনি প্রয়োজনীয় কি কি মালামাল প্রতিষ্ঠানে কিনে আনা বা উৎপাদন করা জরুরী সে সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া যায়।

* পেরোল

প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন হিসাব খুব সহজে করে দেয়ার জন্য ট্যালি ইআরপি ৯ সফটওয়্যারটিতে রয়েছে পেরোল হিসাবরক্ষণের সুবিধা। সহজেই স্যালারি শিট তৈরি করে তা মূল হিসাবের সঙ্গে সমন্বয় করার সুযোগ রয়েছে সফটওয়্যারটির মাধ্যমে।

কেন ট্যালি সেরা?

ট্যালি.ইআরপি ৯ সফটওয়্যারটি তৈরি করেছে ভারতের ট্যালি সল্যুশনস। দীর্ঘদিনের হিসাব রক্ষণ সফটওয়্যার তৈরির অভিজ্ঞতা সম্পন্ন এ প্রতিষ্ঠানটির প্রায় অর্ধ-যুগের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এ অ্যাকাউন্টিং সফটওয়্যারটি। একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাবরক্ষণ, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অডিট সহ সম্পূর্ণ ফিচার এ সফটওয়্যারটিতে রয়েছে।

কারা সফটওয়্যারটি ব্যবহার করেন?

বিশ্বব্যাপী ২ কোটিরও বেশি ব্যবহারকারী ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করেন। বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করে তার মধ্যে ৭০% শতাংশই ট্যালি সফটওয়্যারের দখলে।

কেন এত জনপ্রিয় ট্যালি?

সফটওয়্যারটি এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কি? কারণ এটি ব্যবহারকারী বান্ধব, সহজেই যেকেউ এই সফটওয়্যারের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের হিসাব রাখতে পারেন এবং মাত্র কয়েক ক্লিকেই প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত যেকোনো তথ্য বের করা যায় সফটওয়্যারটির মাধ্যমে।

বি: দ্র: আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটি বাংলাদেশে ট্যালির পরিবেশক (Tally Bangladesh)। ট্যালি সংক্রান্ত কোন সমস্যা কিংবা জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। আশা করি সবাইকে হেল্প করতে পারবো।

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ট্যালি সফটওয়্যার নিয়ে যেহেতু কাজ করি তাই শীঘ্রই টেকটিউনসে ট্যালি সফটওয়্যারে কিভাবে কাজ করবেন তা নিয়ে চেইন টিউন করবো আশা করি। সবার পরামর্শ কামনা করছি।

    Level 0

    @sumon reza: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য। শীঘ্রই আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। 🙂

Level 2

APONER TUNE AR OPEKKHAI ROILAM……..THANK’S FOR SHARE………………

    Level 0

    @MD.Rijon: শীঘ্রই পাবেন। আর কয়েকটা দিন অপেক্ষা করুন 🙂

এখানে তো খুটিনাটির কিছুই পেলাম না।আপনি সময় নিয়ে কিভাবে কি করতে হবে তার বিস্তারিত জানালে খুব উপকৃত হবো।

    Level 0

    @মুকুট: মুকুট ভাই, সত্যি আমি চেষ্টা করছি লেখালেখিটা আরও উন্নত করার। আগামী পোস্টগুলোতে আশা করছি একেবারে বিস্তারিত নিয়েই হাজির হবো 🙂

Vai ai software te downlode korbo kothai thake.Link daben plz………..

    Level 0

    @md.shahadat hossain: ভাই এটি তো একটি প্রিমিয়াম সফটওয়্যার, টাকা দিয়ে কিনতে হয়। তবে ব্যক্তিগত কাজের জন্য এইটার এডুকেশন ভার্সন চালাতে পারেন। http://tallysoftware.com.bd/download/ থেকে ডাউনলোড করতে পারবেন। 🙂

Free use korajai???

    Level 0

    @ibrahimme03: এডুকেশন মুডে ফ্রি ব্যবহার করার সুযোগ রয়েছে। যদিও প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে কিনতেই হবে 🙂

Level 2

অনেক জামেলা রে ভাই !!!

    Level 0

    @Rahat: কি ঝামেলা ভাই? একটু বলবেন

Level 0

ভাই tally.erp9 এ লাইন দেখাচ্ছে না। লাইন কিভাবে নিয়ে আসবো।

    Level 0

    @sh_palash: আপনি কি রিমোট লগইন করার চেষ্টা করেছিলেন? একটু বুঝিয়ে বলবেন সমস্যাটা কোথায়? তাহলে সমাধানের চেষ্টা করবো 🙂

ট্যালি সফটওয়্যার নিয়ে চেইন টিউন করলে ভাল হবে । অনেক কিছুর জানার বাকি আছে এখনো ।