স্পিল্ট সেকেন্ড চমৎকার একটি গেমের রিভিউ

সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি.

আমাদের মধ্যে অনেকেই সময় কাটানো ও আনন্দ পাওয়ার জন্য গেম খেলি। তবে বাজারে গিয়ে যখন সিডি কভারের চোখ ধাঁধানো ছবি দেখে গেমসের সিডি কিনি ঠিকই কিন্তু বাসায় এসে যখন দেখি গেমটি মনের মতো হয় নি তখনই বিগড়ে বসি। তবে আপনি যদি কোন গেমারের কাছ থেকে নিদিষ্ট গেম সম্পর্কে রিভিউ জেনে নেন তখন উক্ত গেমটি কিনে আপনি বিপদে পরবেন না।

আমি নিজে খেলেছি এমন একটি গেইম কিছু তথ্য সংগ্রহপূর্বক আপনাদের সামনে তুলে ধরলাম।

স্পিল্ট সেকেন্ড

নতুন ধাঁচের রেসিং স্টাইল ও রোমাঞ্চকর গেমপ্লে নিয়ে বাজারে এসেছে স্প্লিট সেকেন্ড নামের গেমটি। এটি স্প্লিট/সেকেন্ড বা স্প্লিট সেকেন্ড : ভেলোসিটি নামেও পরিচিত। এটি ডেভেলপ করেছে ব্ল্যাক রক স্টুডিও এবং পাবলিশ করেছে ডিজনি ইন্টারঅ্যাকটিভ স্টুডিওস। এটি উইন্ডোজ, প্লেস্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০-এর জন্য অবমুক্ত করা হয়েছে। গেমবয় ও নিনটেনডো কনসোলের জন্য এ গেমের কোনো ভার্সন বের হয়নি।

প্লট

ইদানীং টিভিতে রিয়ালিটি শো নিয়ে ব্যাপক মাতামাতি চলছে। সে আমেজ আরো চাঙ্গা করার জন্য গেমের মধ্যেও আনা হয়েছে। গেমারকে এক কাল্পনিক রিয়ালিটি টিভি শোতে অংশগ্রহণ করতে হবে, যাতে নানারকম রেসিং ইভেন্টে অংশগ্রহণ করতে হবে অর্থ ও খ্যাতি অর্জনের লক্ষে। গেমের মূল আকর্ষণ হচ্ছে রেস খেলার সময় রাস্তায় বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হওয়া। প্লেয়ার এবং প্রতিপক্ষ উভয়েরই ক্ষমতা আছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাস্তার যানবাহন বা আশপাশের বাড়িঘর ধ্বংস করে রাস্তায় বাধার সৃষ্টি করা ও অন্য রেসারের গাড়ির ক্ষতি করার। একে একে ইভেন্ট জয় করে নতুন অ্যাপিসোডে অংশগ্রহণ করতে হবে এবং রিয়ালিটি টিভি শো’র বাকি প্রতিযোগীদের হারিয়ে জয়ের মুকুট নিজের দখলে নিতে হবে।

গেমপ্লে</p

অন্যান্য রেসিং গেমের ইভেন্টের সাথে এ গেমের রয়েছে বিশাল পার্থক্য। সাধারণভাবে রেস খেলে জেতার সম্ভাবনা কম, কারণ প্রতিযোগীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশ কড়া। তাই জিততে হলে পাওয়ার প্লে অপশনের সাহায্য নিতে হবে। পাওয়ার প্লে অপশনটি গেমের একটি বিশেষ বৈশিষ্ট্য। গেমারের একটি পাওয়ার মিটার থাকবে যা গাড়ি নিয়ে ড্রিফট, ড্রাফট ও জাম্প করার ফলে বাড়তে থাকবে। পাওয়ার মিটারের তিনটি ভাগ থাকবে। প্রথম ভাগ পূর্ণ হলে একজন প্রতিপক্ষকে ট্রিগার করা যাবে। দিবতীয়ভাগে একসাথে ২-৩টি এবং তৃতীয়ভাগ পূর্ণ করতে পারলে সামনে থাকা পুরো গাড়ির বহর তছনছ করে দেয়া যাবে। প্রতিপক্ষ যদি পেট্রোল পাম্পের পাশে দিয়ে যায় আর গেমারের পাওয়ার মিটার পূর্ণ থাকে তবে সে পেট্রোল পাম্পকে ট্রিগার করে উড়িয়ে দিতে পারবে। এক্ষেত্রে সময়জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। কারণ উপযুক্ত সময়ে ট্রিগার করতে পারলে প্রতিপক্ষকে ধরাশায়ী করা যাবে। আবার ট্রিগারের টাইমিং ঠিক না হলে নিজের পাতা ফাঁদে নিজেকেই পড়তে হবে।

ফিচারসমূহ

গেমে ১২ অ্যাপিসোডে ভাগ করে প্রায় ৭২টি ইভেন্ট রয়েছে। বেশ কিছু মোডে গেম খেলার ব্যবস্থা রয়েছে, যেমন- ডেটোনেটর, সারভাইভাল, এলিমিনেটর, টাইম ট্রায়াল ইত্যাদি। মাল্টিপ্লেয়ার মোডে আটজন একসাথে খেলা যায়। তবে মজার বিষয় হচ্ছে অফলাইনে একই পিসিতে স্ক্রিন দু’ভাগ করে দু’জন একসাথে খেলতে পারবে। রাস্তায় থাকা মোটরকার, ট্রাক, পেট্রোল পাম্প, ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি ট্রিগার করার পাশাপাশি বিল্ডিং ধসিয়ে দেয়া, প্লেন ক্র্যাশ করানো, হেলিকপ্টার থেকে এক্সপ্লোসিভ ফেলে প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে। হেলিকপ্টার থেকে ছোড়া মিসাইলের মোকাবেলাও করতে হবে এবং তা ফিরিয়ে দিয়ে হেলিকপ্টারও ধ্বংস করা যাবে।

দুর্বলতা

গেমে স্পিডোমিটার ও ম্যাপ দেয়া হয়নি। লো কোয়ালিটি গ্রাফিক্স মোডে খেলার সময় সামনে কি বাধা আছে তা বুঝতে কষ্ট হবে। তবে হাই কনফিগারেশনের পিসি হলে এ সমস্যা হবে না।

সিস্টেম রিকোয়ারমেন্ট

১. ইন্টেল পেন্টিয়াম ডি ৩.০ গিগাহার্টজ

২. গিগাবাইট রেম।

৩. ৬.৫ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস।

৪. পিক্সেল শ্রেডার ৩.০ সাপোর্টেড ২৫৬ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (জিফোর্স ৭৬০০ বা রেডিওন এক্স ১৬০০ বা তদুর্ধ)

আমার বক্তব্য:-</p>

১.আমি সময় পেলেই বিভিন্ন টাইপের গেম খেলি। তো আমি নিজে সিডি কিনে গেমটি খেলেছি তাই আমি জানি গেমটি আসলে কতটা সুন্দর।

২.যাদের কম্পিউটার গেম খেলার উপযোগী তারাই গেমটি কিনে খেলতে পারেন।

৩.গেমটি ফ্রি ডাউনলোড করার থেকে কিনে খেলাটাই ভালো। যেহেতু আমি ডাউনলোড করে খেলি নি তাই আমি কোন ডাউনলোড লিংক দিলাম না।তবে আপনার যারা ইন্টারনেট থেকে ফ্রিতে গেমটি নামাবেন তার লিংকটি শেয়ার করলেও করেত পারেন।

৪. তাছাড়া গেমেটির সাইজও অনেক বড়।

৫. যারা রিভিউ পড়ে আমার উপর বিশ্বাস রেখে গেমটি কিনে খেলবেন তারা ১০০% লাভবান হবেন।

৫. আসা করি গেমটির রিভিউ আপনাদের কাজে লাগবে।

তথ্য: কম্পিটার জগত।

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ
গেইমসটির সাইজ কত??
আর হা আপনি কোথায় থাকেন??

    রাফসান ভাই যে লিংক দিয়েছে(নিচে) তাতে দেখলাম ২০টি ভাগে প্রতিটিতে ১৯৯ মেগাবাইট করে। এমনিতে ২ সিডির গেম এটি। আর আমি থাকি উত্তরা।

গেইমটা খেলছি, যেরকম আশা করেছিলাম ঠিক সেরকম না, NFS এর ছেয়ে অনেক অনেক পিছিয়ে

আমি ডাওনলোড করেছি এবং খেলছিও তবে আমার পিসি তে মাঝে মাঝেই ক্রেস করে এবং একটা ইরোর রিপোর্ট আসে।বাট খেলতে ভালোই লাগছে যারা ডাওনলোড করতে চান http://gamedownload-games.blogspot.com/2010/08/split-second-velocity-mediafire-full-pc.html লিন্কে যায়ে ডালো করতে পারেন।ভালো থাকিবেন

    লিংকটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনি এর আগে যে নিড ফোর স্পিড ওর্য়াল্ড নামের গেমটি নিয়ে টিউন করেছিলেন সেটি আপনার সাইট থেকে নামিয়ে খেলতে পারি নি। আপনি ঐ টিউনটা খুলে দেখুন আমার মনে হয় গেমটির ব্যাপারে আমি সবচেয়ে বেশী সাহায্য চেয়েছিলাম কিন্তু কোন রেসপনস পাই। ওর্য়াল্ড গেমটি এখনও রিলিজ হয় মনে হয়। কোন দোকানেই নেই। ভালো থাকবেন।

    লিংকটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনি এর আগে যে নিড ফোর স্পিড ওর্য়াল্ড নামের গেমটি নিয়ে টিউন করেছিলেন সেটি আপনার সাইট থেকে নামিয়ে খেলতে পারি নি। আপনি ঐ টিউনটা খুলে দেখুন আমার মনে হয় গেমটির ব্যাপারে আমি সবচেয়ে বেশী সাহায্য চেয়েছিলাম কিন্তু কোন রেসপনস পাই। ওর্য়াল্ড গেমটি এখনও রিলিজ হয় নি মনে হয়। কোন দোকানেই নেই। ভালো থাকবেন।

. পিক্সেল শ্রেডার ৩.০ সাপোর্টেড ২৫৬ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (জিফোর্স ৭৬০০ বা রেডিওন এক্স ১৬০০ বা তদুর্ধ)
http://dnc.techtunes.io/tDrive/tuner/shadhin/22555/untitled.PNG
ছবিটা দেখেন তো ! আমার পিসিতে চলব নি ? এই সব “জিফোর্স ৭৬০০ বা রেডিওন এক্স ১৬০০ বা তদুর্ধ” এবং ” পিক্সেল শ্রেডার ৩.০ ” বুঝি না ।পারলে বুঝাইয়া দেন। আমার র‌্যাম ২ গিগা হার্ডডিস্ক ৫০০ গিগা । আর গ্রাফিক্স এর স্ক্রীনশট তো দিলাম ।

আমি সাধারনত গেম খেলি না । একবার assian creed নামের একটা গেম কিনেছিলাম । এটাতে ২ টা ডিস্ক ছিল । ইন্সটল করার পর দেখি গেম এত আস্তে আস্তে চলে আর এত আস্তে আস্তে সব কাজ হয় যে বলার নয় ।
তারপর দুকান্দারের কাছে গেলাম। সে বলে তার থাইকা ৪০০০ টাকা দিয়া নাকি গ্রাফিক্স কার্ড কিনতে !!! অথচ আমার গ্রাফিক্স এর যেই কনফিগারেশন তাতে তো গেম ভাল ভাবে চলার কথা । কিন্তু কাজ হয় না। নেট এ এ বিষয়ে সার্চ দিলাম দেখি আমার আগেই এ সমস্যা অনেকেরেই ঘটেছে । কিন্তু সমাধান পেলাম না । আপনি যদি একটু কষ্ট করে দিতেন ………………

avatar গেম টা খেলছেন ? কেমুন এইটা ? আপনি সাহস দিলে আজকেই কিনমু ।

    স্বাধীন ভাই এভাটার কিনবেন না ফালতু একটা গেম।

    http://gamedownload-games.blogspot.com/

    ভিসিট করুন এখুনি

    রাফসান @ ধন্যবাদ ।
    টিউনার সাহেব @ আমার প্রশ্নের উত্তর গুলা একটু তাড়াতাড়ি দেন না ।