অনলাইন কেনা থেকে সাবধান আমার মত বাশ খেতে পারেন আপনিও

গত ২১/০৩/২০১৫ ইং তারিখে ১ টা মোবাইল ঘড়ি কিনেছিলাম। যেটাতে Bluetooth Headphone এর সাহায্যে কথা বলতে হয় । আর তা না হলে হাত থেকে খুলে কথা বলতে হয় যা খুবই বিরক্তি কর। কিন্তু আপনাদের দেয়া Headphone টা ভালনা। ভাবলাম কম দামি headphone খারাপ হতেই পারে । তারপর বন্ধু বান্ধবের ৫/৬ টা হেডফোন try করলাম । কোন কাজ হয় না। তারপরে মাথা গেল খারাপ হয়ে . bluetooth দিয়ে ফাইল transfar করতে যাই অন্য মোবাইল এ device পায় ঠিকই কিন্তু কোণ কিছু সেন্ড করলে সেটা আর রিসিভ হয় না । বুঝতে পারলাম সেটের Bluetooth device e প্রব্লেম । আপনারা বলে থাকেন পন্যে কোন ত্রুটি থাকলে সেটা ফেরত পাঠাতে । কিন্তু কুরিয়ার খরছ গ্রাহক কে দিতে হবে এইটা কোন খানের নিয়ম । খারাপ জিনিস আপনারা পাঠাইবেন আর তার মাশুল দিতে হবে গ্রাহক কে। এই সব দুই নাম্বারি বাদ দেন। আমি যখন এই মোবাইল টার অর্ডার দেই ছবি দেখে অনেক ফ্রেন্ড বলে ছিল তুই আগেন আন তার পর দেখে ১ টা কিনব। এখন আমি নিজেই তাদের কিছু বলতে পারি না । এই সব দুই নাম্বারি বাদ দেন। আর ১ টা কথা ভেতরের প্যাকেট টা ছেড়া ছিল তার মানে সেট টা আগে বেবহার করা হয়েছে। তাই সবাইকে সাবধান করে দিচ্ছি এই সব চিটার থেকে সাবধানে থাকবেন। আমার মত আর যাতে কেউ বাশ না খান তার জন্যেই আমার এই মন্তব্য । অল্প দিনে অনেক সুনাম অর্জন করে ফেলেছেন ত তাই এখন দুই নাম্বারির রাস্তা ধরছেন। আমি এখন আমার সেট টা বিক্রির ধান্দায় আছি ২৫০০ হলেই বিক্রি করে দেব।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইলেকট্রনিক্স প্রডাক্ট গেরান্টি বা ওয়্যারেন্টি ছারা নেয়া টা বোকামী ভাই। শুনে বুঝলাম চাইনিজ প্রডাক্ট হতে পারে। এগুলোর মান কেমন তা তো দামেই বুঝা উচিত ছিলো আপনার। যাহোক, জানালেন ব্যাপার টা। ধন্যবাদ।

একটা জিনিস বুঝিনা, আমরা এত শুনতেছি এসব ভন্ড, বাটপারী তবু কেন এসব কিনেন? গিফট পাঠাবেন? নতুন মোবাইল কিনে সর্বোচ্চ ২০০ টাকা চার্জ দিয়ে পাঠাতে পারেন৷ জানিনা আরো কত এমন শুনতে হবে কারো ডলার গেছে, কারো বিকাশ গেছে৷ সবার জন্য একটি কথা শুনুন, দেখুন, ভাবুন এবং করুন৷ মোহে পড়ে কিছু করবেননা

    @Kamran Parves: ভাইরে সবই যদি এমন হত তাহলে amazon. এর মত কম্পানি এত বিক্ষাত হতে পারত না।আসলে আমরা জাতি টাই চিটার জাতি।

vaire sob e kopal…
bse bose kopal ghosen…
r 1 din kan 3 din por nosto hoileo kharap lagto…cz kono jinis nosto holei kharap lage..atai niyom

টিউন টাকে কেন এডিট করা হল টিটির কাছে জবাব চাই। যারা চিটিং করবে তাদের নাম বলা যাবেনা নাকি।

কাদের কাছ থেকে কিনেছেন?

Level 0

Ami kaymu theke 512GB pendrive nilam… open kore dekhi 4gb er beshi transfer hoi na.. abar Format o nei na.. 2 week dhore mail kortisi call dissi.. kono reply nai 🙁

apni kon jayga theke kinsen?

বিক্ষাত ajkerdeal চিটার দের থেকে

আমি title. দিয়েছিলাম AJKERDEAL এর প্রতারনা থেকে সাব ধান কিন্তু TT. সেইটা এডিট করে দিছে

ঘড়িটা কী পুরাই নষ্ট? কত দিয়ে কিনছিলেন?

bluetooth কাজ করেনা । ৩৩০০ টাকা

Level 0

wE aRE bAMBOO BAM! বাটপার, চিটার, ঘুষখোর দিয়ে দেশটা ভরে গেছে!