Walton বের করছে সারা জাগানো এক ফোন। (Primo S4)

Walton এর সারা জাগানো বেশ কিছু সিরিজের ফোন গুলো হচ্ছে  S, ZX, X ইত্যাদি।
তো  Walton Primo S4 এখনো রিলিজ হয়নি। ফোন টি দেখতে যেমন সুন্দর  তেমনি এটি সব দিক থেকে ভালো বলা যায় সাধারণ চাইনা ফোন হিসেবে।
এখানে সাধারণ চায়না বলার কারণ হচ্ছে  Samsung-ও চায়নাতে বানানো হয়।   প্রিমো এস৪ এ যা যা রয়েছে তার কিছু বর্ণনা দেওয়া হলো-
1. Dual Sim (Dual 3G) up to 21 mbps
2. Pure Black IPS HD Capative Display, 26 M colors যা অনেক বেশি। সাধারণত স্মার্টফোনে ১৬মিলিয়ন ও এর আশেপাশে থাকে।
3. 5 Inches Display
4. 3rd genaratin Corning GoriLLA GLASS and Dragon Trail Glass on Back Side
5. 142.6*70.7*7.5 mm(দৌর্ঘ, প্রস্ত, পুরুত্ব)  ওজন ১২৯ গ্রাম।
6. Camera - 13MP + 8MP(front) দুই ক্যামেরাতেই ফ্লাশ লাইট আছে।
7. Os- 4.4.2 Kitkat
8. Proccecor- 1.7 GHz Core i8
9. GPU- 450 Mali
10. Sensor- অনেক গুলা।
11. Ram- 2 GB
12. Rom- 32 GB
13. OTA support
14. Color- Black
15. Battery- Li-Polymer 2200mAh
এই ফোন সম্পর্কে আমার টিউমেন্ট-
ফোন ধরতে গেলে সব দিক দিয়া ভালো। আমাকে সাদা কালারে ফোন ভালো লাগে। তো এটা শুধু কালো কালারের। ফ্রন্ট ক্যামেরা ৮ এম্পি তাই সেলফি ভালোই তোলা যাবে তার উপর সামনে ফ্লাশ লাইট আছে।
এই ফোনে শুধু একটাই খারাপ দিক ধরা পড়েছে আমার কাছে। যেটা হচ্ছে ব্যাটারি মাত্র ২২০০ মিলিঅ্যাম্পায়ার। এই ফোনের ব্যাটারি মিনিমাম ৩০০০ মিলিঅ্যাম্পায়ার হওয়া উচিত ছিলো আমার কাছে।ফোনের দাম সম্পর্কে আমার ধারণা ১৫০০০ এর মধ্যেই হবে।

আমার ফেসবুক ফ্যান পেজ - http://www.facebook.com/musfiq.rumman 

আইসিটি বিষয়ক নানা তথ্য পেতে লাইক দিন আমার এই পেজে।

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইনকাম বাড়ানোর আর ও টিপস পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

যারা নতুন টাকা ইনকাম করতে চান তারা প্রথমে http://www.bdearnmoneyall.blogspot.com যান

আমি আজকে ৩ টি ইনকাম করার পদ্দতি সিখাবো
https://www.techtunes.io/outsourcing/tune-id/377624

ফোনটা কবে রিলিজ হবে?