বায়োমেট্রিক তার সাথে রাজনীতি… কি হবে ভেবে দেখেছেন…? রাজনীতি করেন আর না করেন এটা জানা এবং জানানো কি আপনার কর্তব্য নয়…?

 

সুপ্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ।  টিউনের শুরুতেই বলে নেই এই টিউনটি কোনো রাজনৈতীক দলকে হেয় করার জন্য বা কোনো ধরনের রাজনৈতীক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য লেখা নয়। না এটা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিপক্ষে। এটা শুধু একটা সম্ভাবনা নিয়ে লেখা টিউন, আশা করি আপনারা পুরো টিউনটি ভালো ভাবে পড়বেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন।

বর্তমানে  প্রত্যেকটি মোবাইল কোম্পানিই গ্রাহকদেরকে বায়োমট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য চাপ দিচ্ছে।  এর জন্য প্রধান যে উপাদান সেটা হলো জাতীয় পরিচয় পত্র। যে দেশে নির্বাচন ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় না সে দেশে এইরূপ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন অনেকটা হাস্যকরই বটে। নির্বাচন কমিশনের ব্যার্থতা বলুন আর আবহেলা বলুন নির্বাচন ছাড়া জাতীয় পরিচয় পত্র পাওয়া যেন আকাশের চাদঁ হাতে পাওয়া। আমার কথাই বলি আমার বয়স বর্তমানে ১৮। কিছুদিন আগে হওয়া ভোটার রেজিস্ট্রেশন এ আমার নামটা কোনো কারণবশত উঠে নি।  আমি দুইটা সিম সবসময় ব্যবহার করি। এখন আমার সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে আমার বাবার বা মায়ের আইডি দিয়ে তাদের নাম দিয়ে। উনারা থাকেন গ্রামে এখন যদি কোনো কারণে আমার সিমে কোনো প্রব্লেম হয় তাহলে হয় বাবাকে আমার এখানে আসতে হবে নতুবা ঐখানে নতুন সিম তুলে বাবা আমার কাছে পাঠাবে। বাহ কি দারুণ সিস্টেম...। যাইহোক এটা আলোচনা করার জন্য আজকের টিউন লিখছি না।

এবার মূল কথায় আসি। রাজনীতির সাথে বায়োমেট্রিক কিভাবে জড়িত হতে পারে...? আচ্ছা আপনি যখন সিম রেজি করছেন তখন আপনার এই আঙ্গুলের ছাপ নিশ্চয়ই দিয়েছেন...? কখনো কি ভেবে দেখেছেন এ ছাপটা  সংরক্ষিত হচ্ছে কিনা...? অনেকে বলছেন এটা শুধু নির্বাচন কমিশন অফিসে সংরক্ষিত আঙ্গিলের ছাপের সাথে মিলিয়ে দেখা হচ্ছে। আমি বলব বিষয়টা সম্পূর্ণ ধোকাবাজি। যদি কোনো ডকুমেন্ট নাই রাখা হত তাহলে কি হবে দেখুন...

ধরুণ আমার নিজের পরিচয় পত্র দিয়ে রেজিঃ করা একটা সিম নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেল। আমি আমার ভাইকে বললাম  যা ভাই তর পরিচয়পত্র আর আঙ্গুলের ছাপ দিয়ে সিমটা তুলে আন। এটা কি আদৌ সম্ভব...?  আর এটা সম্ভব হলে তো আরো বিপদ দেখা যাবে  যে কেউ আমার সিম তুলে নিচ্ছে। তো পরবর্তিতে ঐ সিমটা আমার নামে রেজিঃ করা কিনা এটা দেখার জন্য কোম্পানিকে নিশ্চয়ই তাদের সার্ভারে কোনো ডকুমেন্ট রাখা হচ্ছে। অর্থাৎ আমার আঙ্গুলের ছাপ আর জাতীয় পরিচয়পত্রের তথ্য সিম কোম্পানির সার্ভারে রাখা হচ্ছে। আর সার্ভার হ্যাক হলে...? যাক সার্ভার হ্যাক নিয়ে অনেকে টিউন করেছেন। আমি আর ঐদিকে যাচ্ছি না। মূল কথা হলে তথ্য গুলো কোম্পানির কাছে সংরক্ষিত হচ্ছে।

নিশ্চয়ই ভাবছেন এর সাথে রাজনীতির সম্পর্ক কি...?  একটু ধৈর্য ধরুন আসছি...। আমাদের দেশে রাজনীতির কারণে কি কি হয় তা নিশ্চয়ই নতুন করে ব্যখ্যা করা লাগবে না। ভার্সিটি ভর্তি বলুন আর অফিসের চাকুরী সবখানে আজ রাজনীতি দানা পেতে আছে। বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামিলীগ(অন্য দল ক্ষমতায় থাকলে তার নাম লিখতাম)। জামাত, শিবির, বি এন পি এই দলগুলোর সাথে তাদের রাজনৈতীক সম্পর্ক কেমন তা নিশ্চয়ই বলা লাগবে না। এখন দেখুন আমাদের প্রত্যেকের এলাকায় কিছু চিহ্নিত ব্যক্তিবর্গ আছেন যারা জামাত, শিবির কিংবা বি এন পি করেন। এখন দেখা গেল কোনো একটা বিরোধী দল সরকারের কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন বা কোনো রাজনৈতিক আলোচনা করতে চাইল তখন কি হবে...?

ছোট্ট একটা উদাহরণ দেইঃ ধরুণ রহিম জামাত পন্থী। এখন  রহিমের এলাকায় জামাত কোনো একটা কারণে  একটা মিটিং ডেকেছে। আওয়ামিলীগ সেই খবরটা পেল। এখন যেহেতু আওয়ামীলীগ ক্ষমতায় তাই তারা চাইলে কি রহিমের ফোন কল ট্রেস করতে পারবে না...? কারণ বায়োমেট্রিকের কারণে সিম কোম্পানির কাছে রহিম যে সিম গুলো রেজিঃ করেছে তার ডকুমেন্ট তো আছেই। তার ব্যক্তি স্বাধীনতাটা, রাজনৈতীক স্বাধীনতাটা তখন কি আর বহাল থাকবে...? সে তো অন্যের হাতের পুতুল হয়ে যাবে। তাদর গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। একদিক দিয়ে ভালো হয়ত যে তারা কোনো কু পরামর্শ করলে ধরা খেয়ে যাবে আবার অন্যদিক দিয়ে দেখুন রাজনীতি কি তখন এক তরফা হয়ে যাবে না...? আপনার  সব খবর যদি আমার হাতে থাকে তখন আওনাকে নিয়ে ছেলে খেলা করা আমার জন্য কোনো ব্যাপার...?

এখন আপনি বলবেন সিম কোম্পানিগুলো সরকারকে কোনো তথ্য দিবে না... আরো অনেক যুক্তি দিতে পারেন। যে দেশে রাজনীতি নিয়ে কথা বললে ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি গেলাম, যে দেশে রাজনীতির কারণে কলেজে-ভার্সিটিতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের লাঞ্চনার স্বীকার হতে হয়, বলি হতে  হয় রাজনীতির কোপাঘতে, সে দেশে এরকম একটা ঘটনা কোনো বিষয়ই না।

আওয়ামীলীগ  কেন বি এন পি যদি এখন ক্ষমতাসীন হত তাহলেও কি একই কাজ করত না...? এদিক দিয়ে বিবেচনা করলে এই বায়োমেট্রিক নিবন্ধন কতটা যুক্তিযুক্ত তা আপনাদের মতামতের উপর ছেড়ে দিলাম।

অবশেষে কিছু কথাঃ আমি ব্যক্তিগত ভাবে কোনো রাজনৈতীক দলকে সাপোর্ট করি না। কোনো দল ভালো কিছু করলে আমি জয়গান গাই আবার খারাপ কিছু করলে আমি সমালোচনা করি। আর এখানে রাজনৈতীক দল গুলোর নাম নিয়েছি শুধুমাত্র বিষয়টাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য। কোনো দলকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। আমি শুধু একটা সম্বাভাবনার কথা বললাম।বাকিটূকু আপনার মতের উপর নির্ভর করে।

 

 

 

Level 0

আমি প্রযুক্তি প্রিয় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar post e comment korar jonno 6 month por tt te login korlam 🙂 valo likhchen.