হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৩ মেগাপিক্সেল ক্যামেরার Walton Primo N3

সুপ্রিয় কমিউনিটি,
কেমন আছেন সবাই? একটা সময় ছিলো যখন সবাই সর্বোচ্চ ৫ ইঞ্চি স্ক্রিনের ফোন কিনতো; কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিবোধে পরিবর্তন এসেছে – প্রায় সবাই এখন বড় স্ক্রিনের মোবাইল কিনতে চায়। বিশেষ করে যারা ফোনে প্রচুর মুভি দেখেন কিংবা গেম খেলেন তাদের কাছে বড় স্ক্রিনের মোবাইল মানেই অন্যরকম এক ভালোবাসা। এমনই এক বড় স্ক্রিনের মোবাইলের আদ্যাপান্ত আপনাদের জানাতেই আমার এই টিউন।

Walton Primo N3 মডেলের এই ফোনে আছে ৬ ইঞ্চি ডিসপ্লে, এর অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রভৃতি উল্লেখযোগ্য। ১০,২৯০ টাকা দামের এই ফোনে আরও আছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম আর ১৬ গিগাবাইট রম। প্রিয় টিউনারবৃন্দ, চলুন তাহলে বিস্তারিত রিভিউ শুরু করা যাক।

Primo N3 review

  • আনবক্সিং:

Primo N3 এর বক্স খোলার পর এতে যা যা পাবেন –

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • সুদৃশ্য ইয়ারফোন
  • ওয়ারেন্টি কার্ড

Primo N3 Unboxing

  • ডিসপ্লেঃ
    টিউনারবৃন্দ এতোক্ষণে জেনেই গেছেন যে এই ফোনের ডিসপ্লে ৬ ইঞ্চি যার রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল। যারা বড় স্ক্রিনের ফোন ভালোবাসেন তাদের জন্য Primo N3 এর ৬ ইঞ্চি ডিসপ্লে হতে পারে দারুণ এক অভিজ্ঞতা।

Primo N3 Display

  • বিল্ড কোয়ালিটি, ডিজাইন ও ইউজার ইন্টারফেসঃ
    মেটালিক ডিজাইনের এই ফোনের বিল্ড কোয়ালিটি চমৎকার। ১৬১.৩ মিলিমিটার উচ্চতার এই ফোন প্রস্থে ৮৪.৯ মিলিমিটার আর পুরুত্ব ৮.৬ মিলিমিটার। ২০৪ গ্রাম ওজনের এই ফোনের ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একই পার্শ্বে।

 Primo N3 hands-on review
ফোনটির উপরের দিকে একপাশে আছে অডিও পোর্ট আর অন্যপাশে ইউএসবি ২.০ পোর্ট।

 Primo N3 hands-on review
প্রিমো N3 এর পেছনের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স, এলইডি ফ্ল্যাশ, ওয়ালটনের লোগো ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর সামনের অংশে আছে ফ্রন্ট ক্যামেরা।

Primo N3 hands-on review

অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস ব্যবহৃত হয়েছে।

Primo N3 UI

  • ক্যামেরা পারফরম্যান্সঃ
    ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার Primo N3 এর ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে টাচ ফোকাস, স্মার্ট সিন, সেলফ-টাইমার, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার প্রভৃতি উল্লেখযোগ্য। চমৎকার ছবি তুলতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি সুবিধা।
    এই ফোনের ক্যামেরা ইন্টারফেস-

 Primo N3 review Camera Settings
দেখে নিন এই ফোনের রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবি-

 Primo N3 review Camera Sample
 Primo N3 review Camera Sample 2
 Primo N3 review Camera Sample 3
আপনি যদি প্রচুর সেলফি তুলতে ভালোবাসেন তাহলে এর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনার ভালো না লেগে যাবেনা।

  • অপারেটিং সিস্টেমঃ
    এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য এই রেঞ্জের খুব কম ফোনেই আপডেটেড অপারেটিং সিস্টেম দেওয়া থাকে।

Primo N3 review OS

  • মাল্টিমিডিয়াঃ
    Primo N3 এর অডিও আউটপুট আর এর সাথে দেওয়া ইয়ারফোন দুটোরই সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর এর ৬ ইঞ্চি ডিসপ্লেতে মুভি দেখার অভিজ্ঞতাও হবে বেশ উপভোগ্য।

হার্ডওয়ারঃ
১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ Primo N3 এ মিডিয়াটেকের MT6580 চিপসেট আর মালি ৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।Primo N3 CPU GPU
২ গিগাবাইট র্যামের এই ফোনে ১৬ গিগাবাইট ইন্টারনাল রমের পাশাপাশি আছে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
Primo N3 review Memory

  • বেঞ্চমার্কঃ
    বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo N3 এর বেঞ্চমার্ক স্কোর ২৩৮৪২; আর GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৪১৪ ও ১১২৭

Primo N3 review AnTuTu Benchmark GeekBench Score
অন্যদিকে Nenamark এ এই ফোনের স্কোর এসেছে ৫৬.১

Primo N3 hands-on review NenaMark Score

  • সেন্সর:
    এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, লাইট, হল সেন্সর, রিমোট সেন্সর, গাইরোস্কোপ, অ্যাক্সিলেরোমিটার প্রভৃতি সেন্সর বিদ্যমান।

Primo N3 hands-on review Fingerprint Sensor

  • গেমিং পারফরম্যান্সঃ
    ৬ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ গতির প্রসেসর ও ২ গিগাবাইট র্যামের Primo N3 এর গেমিং পারফরম্যান্স সন্তোষজনক! যারা প্রচুর গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনের বড় স্ক্রিনে গেম খেলার এক্সপেরিয়েন্সটা হবে চমৎকার! এই ফোনে দ্য প্যাসেঞ্জার, ডানমাকু আনলিমিটেড টু, রিয়েল ফুটবল প্রভৃতি জনপ্রিয় এইচডি গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলেছি।
  • কানেক্টিভিটিঃ
    Primo N3 এ ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। সেইসাথে আরও আছে উভয় সিমেই থ্রিজি ব্যবহারের সুবিধা।
  • ব্যাটারি পারফরম্যান্সঃ
    ৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ ভালোই। ১০০% চার্জ দিয়ে টানা ২ ঘন্টা গেম খেলা আর মুভি দেখার পর এর চার্জ ৭২% এ নেমে এসেছিলো; সাধারণ ব্যবহারে অনায়াসেই আপনি ১ দিন চালিয়ে নিতে পারবেন।

Primo N3 Battery Saver

  • দামঃ
    স্মার্টফোনের দাম নির্ধারণে ওয়ালটন কর্তৃপক্ষ সর্বদাই ক্রেতাদের সাধ্যের দিকে খেয়াল রাখে, সেজন্যই দারুণ কনফিগারেশন আর ৬ ইঞ্চি ডিসপ্লের Primo N3 এর দাম তারা নির্ধারণ করেছে মাত্র ১০২৯০ টাকা! অ্যান্ড্রয়েড নউগ্যাট অপারেটিং সিস্টেম, ৬ ইঞ্চি ডিসপ্লে, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট রম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি স্পেসিফিকেশন বিবেচনায় এই দামকে সাশ্রয়ী বলা যায়।

Primo N3 Price
একনজরে Walton Primo N3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

  1. ৬ ইঞ্চি ডিসপ্লে
  2. ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি
  3. ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  4. ২ গিগাবাইট র্যাম
  5. ১৬ গিগাবাইট রম
  6. ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  7. ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  8. অ্যান্ড্রয়েড নউগ্যাট ওএস
  9. ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Primo N3 review
যেসব কারণে Walton Primo N3 ভালো লেগেছেঃ

  • মাল্টি-উইন্ডো
  • ৬ ইঞ্চি ডিসপ্লে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ১৩+৫ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Primo N3 hands-on review
শেষ কথা
বড় ডিসপ্লে, দারুণ ডিজাইন, ভালো ক্যামেরা, আপডেটেড অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এসব বিবেচনায় নিয়ে যারা ১০-১১ হাজার টাকা বাজেটে স্মার্টফোন কিনতে চান তারা Walton Primo N3 দেখতে পারেন।
সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন এখানেই শেষ করছি। Primo N3 এর রিভিউ নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানাতে ভুলবেননা। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস