Walton Primo RM3s এর হ্যান্ডস-অন রিভিউঃ আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

সুপ্রিয় টিউনার কমিউনিটি,
সবাইকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আমার আজকের টিউনের বিষয়বস্তু Walton Primo RM3s এর Hands-on Review
ওয়ালটনের Primo RM সিরিজের নতুন এই ফোনের বিভিন্ন আকর্ষণীয় ফিচারের মধ্যে অন্যতম হলো ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচারের মধ্যে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৩২ গিগাবাইট রম, ৩ গিগাবাইট র‍্যাম, ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ফোরজি সুবিধা প্রভৃতি উল্লেখযোগ্য। ২.৫ডি কার্ভ ডিসপ্লের এই ফোনের দাম ১৪,৪৯০ টাকা।
Primo RM3s এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স প্রভৃতি বিষয় নিয়েই আমার টিউনটি সাজিয়েছি।
Primo RM3s review
আনবক্সিং:
Primo RM3s এর বক্স খুললে ফোনের সাথে যা যা পাবেন–

  • চার্জিং অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Primo RM3s Unboxing
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ
Primo RM3s ফোনটি চলে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমে।
Primo RM3s review OS
এই ফোনের ইউজার ইন্টারফেস-
Primo RM3s Notification Bar
ডিসপ্লেঃ
৫.২ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লেবিশিষ্ট এই ফোনের ডিসপ্লের রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
প্রথম দেখাতেই আপনি চমৎকার ডিজাইনের Primo RM3s এর প্রেমে পড়ে যাবেন – এমন কথা অনায়াসেই বলা যায়। মেটালিক ফিনিশের এই ফোন উচ্চতায় ১৪৮.৫ মিলিমিটার, প্রস্থে ৭২ মিলিমিটার, পুরুত্বে ৯.১ মিলিমিটার আর এর ওজন ১৬২ গ্রাম। এর ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একইপার্শ্বে।
Primo RM3s hands-on review
ফোনটির উপরের অংশে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট, নিচের দিকে ইউএসবি ২.০ পোর্ট আর একপার্শ্বে আছে হাইব্রিড ডুয়েল সিম স্লট।
Primo RM3s review
Primo RM3s এ হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি অন-স্ক্রিন বাটন রয়েছে। আর এর ফিজিক্যাল হোম বাটনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেটেড রয়েছে। এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট, আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার।
Primo RM3s review
ক্যামেরাঃ
চমৎকার ছবি তোলা নিশ্চিত করতে Primo RM3s এ আছে BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে প্যানোরোমা, এইচডিআর, কালার ফিল্টার, অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ উল্লেখযোগ্য।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংসঃ
Primo RM3s review Camera Settings
ক্যামেরা স্যাম্পলঃ
Primo RM3s review Camera Sample
Primo RM3s review Camera Sample 2
রাতের বেলা এই ফোনের ক্যামেরায় তোলা ছবিঃ
Primo RM3s review Low Light Camera Sample
এতে আরও আছে BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে তুলতে পারবেন মনের মতো সেলফি।
অডিও ও ভিডিওঃ
Primo RM3s এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় সেটি শুধু দেখতেই সুন্দর নয় এর সাউন্ড কোয়ালিটিও দারুণ। আর ৫.২ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
Primo RM3s video review
সিপিউ ও জিপিউঃ
স্মুথ পারফরম্যান্সের জন্য ১.৩ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরের Walton Primo RM3s এ মিডিয়াটেকের ৬৪বিট চিপসেট MT6753 ও মালি টি৭২০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo RM3s GPU
রম ও র‍্যামঃ
স্মার্টফোনে স্মুথ পারফরম্যান্সের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হলো র‍্যাম। আর সেজন্যই এই ফোনে আছে ৩ গিগাবাইট র‍্যাম। অন্যদিকে ৩২ গিগাবাইট রমের Primo RM3s এ ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড সাপোর্ট করে। তাছাড়া এতে ওটিজি সুবিধা থাকায় হার্ডড্রাইভ ব্যবহার করেও এর স্টোরেজ বাড়াতে পারবেন।
Primo RM3s hands-on review RAM
বেঞ্চমার্কঃ
AnTuTu বেঞ্চমার্ক এ Primo RM3s এর স্কোর এসেছে ৩৮২৩৯, অন্যদিকে GeekBench এ এর স্কোর ৬২০ (সিঙ্গেল-কোর) ও ২৫২০ (মাল্টি-কোর)
Primo RM3s review Antutu Benchmark Score
Nenamark এ Primo RM3s এর স্কোর ৫৫.১
Primo RM3s hands-on review Nenamark Score
গেমিং পারফরম্যান্সঃ
দামের দিক থেকে মিড-রেঞ্জের ফোন হলেও ৩ গিগাবাইট র‍্যাম ও অক্টাকোর প্রসেসর থাকায় ওয়ালটন Primo RM3s এর গেমিং পারফরম্যান্স দারুণ। এই ফোনে বিভিন্ন জনপ্রিয় অ্যাকশন গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo RM3s Gaming Review Clash of Clans
কানেক্টিভিটিঃ
Primo RM3s এ আছে হাইব্রিড ডুয়েল সিম সুবিধা, অর্থাৎ এর ২টি সিম স্লটের একটিতে মাইক্রো সিম আর অপরটিতে ন্যানো সিম/মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করা যায়। এই ফোনে ফোরজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, জিপিএস নেভিগেশন, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা আছে।
সেন্সর:
ওয়ালটনের এই ফোনে অ্যাক্সিলেরোমিটার, ম্যাগনেটোমিটার, লাইট, প্রক্সিমিটি প্রভৃতি সেন্সর রয়েছে।
Primo EF5i Sensors
ব্যাটারিঃ
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের নিকট এক দুঃশ্চিন্তার নাম ব্যাটারি ব্যাকআপ! তাদের চিন্তা দূর করতেই ওয়ালটন Primo RM3s এ ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ৮ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা কিংবা মুভি দেখা যায়। আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ১ দিন পার হয়ে যায়।
মূল্যঃ
আকর্ষণীয় ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩ গিগাবাইট র‍্যাম, ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি আকর্ষণীয় ফিচারের Primo RM3s স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ১৪,৪৯০ টাকা
Primo RM3s Price
একনজরে Walton Primo RM3s এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-

  • ৫.২ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ওএস
  • ১.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর
  • ৩২ গিগাবাইট রম
  • ৩ গিগাবাইট র‍্যাম
  • মালি টি৭২০ জিপিউ

Primo RM3s review
যেসব কারণে ভালো লেগেছে Primo RM3s

  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • চমৎকার ডিজাইন ডিজাইন
  • ৩ গিগাবাইট র‍্যাম
  • ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

শেষ কথাঃ
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অধিক র‍্যাম এসব দিক বিবেচনায় নিয়ে যারা ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন কিনতে চান তারা ওয়ালটন Primo RM3s কে পছন্দের তালিকায় উপরের দিকেই রাখতে পারেন। সেইসাথে এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা আর আপডেটেড অপারেটিং সিস্টেম একে সহজেই এই রেঞ্জের অন্যান্য ফোন থেকে আলাদা করেছে।
Primo RM3s এর রিভিউ নিয়ে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা টিউমেন্ট জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে দেখা হবে আবারও। সবার জীবন কল্যাণময় হোক। আল্লাহ্ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস