বাংলাদেশের সেরা ৫ টি ই-কমার্স সাইট

সাম্প্রতিক বছরগুলোতে আমাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ করার জন্য বেশ কিছু ই-কমার্স সাইটের সংযুক্তি দেখা যায়। তন্মধ্যে সেরা ৫ টি ই-কমার্স সাইট নিয়ে আমাদের আয়োজন। তো চলুন দেখে নেই বাংলাদেশের সেরা ৫ টি ই-কমার্স সাইট সম্পর্কে:

৫. Bagdoom.com: লিস্টের ৫ম স্থানে রয়েছে Bagdoom.com। সাইটটি পূর্বে Akhoni.com নামে পরিচিত ছিল। এটি মূলত তরুণদের লাইফস্টাইল এর উপর একটু বেশি মনযোগী যার মধ্যে রয়েছে পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, গৃহস্থালির সামগ্রী, ফ্যাশন ইত্যাদি। বাংলাদেশে এদের বর্তমান এলেক্সা রেঙ্ক- ৪৫৯। এটি Bangladesh Business Journalist Society (BBJS) এর পক্ষ থেকে দেওয়া ২০১৫ সালের Best E- Commerce site in Bangladesh পুরষ্কার পায়।

৪. Rokomari.com: বাংলাদেশের সেরা ই-কমার্স সাইটের ৪র্থ স্থানে রয়েছে Rokomari.com। অনলাইন এ বই কিনার কথা ভাবছেন? তাহলে রকমারি তে একবার হলেও আপনাকে প্রবেশ করতেই হবে। এটি বাংলাদেশের প্রথম অনলাইন বুকস্টোর। বাংলাদেশে তাদের বর্তমান এলেক্সা রেঙ্ক- ২৪০। সাইন্স-ফিকশন থেকে শুরু করে সাহিত্য, ধর্ম থেকে শুরু করে ইতিহাস, কম্পিউটার, রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, পাঠ্য বই ইত্যাদি প্রায় সকল ধরনের বই পাওয়া যায় এখানে।

৩. Pickaboo.com: লিস্টের পরবর্তী স্থানে রয়েছে Pickaboo.com। এখানে প্রায় সকল প্রকার পণ্যই পাবেন তবে Pickaboo.com মূলত ইলেক্ট্রনিক্স পন্য যেমন - মোবাইল, কম্পিউটার, ট্যাব, রান্নাঘরের ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ও গেমিং এর আনুষঙ্গিক উপকরণ ইত্যাদি সহ তরুণদের লাইফস্টাইল এর উপরই একটু বেশি মনযোগী। বাংলাদেশে এদের বর্তমান এলেক্সা রেঙ্ক- ১০৫।

২. Ajkerdeal.com: বাংলাদেশের সেরা ই-কমার্স সাইটের ২য় স্থানে রয়েছে Ajkerdeal.com। এটি বাংলাদেশ ভিত্তিক প্রথম বাংলা ই-কমার্স সাইট। শুধু তাই ই নয়, এটি বাংলাদেশি মালিকানায় প্রথম ই-কমার্স সাইট। সাইটটি বিডিজবস (Bdjobs) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশে তাদের বর্তমান এলেক্সা রেঙ্ক- ১২৫। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই ই-কমার্স সাইটটির ব্র্যান্ড এম্বাসেডর।

১. Daraz.com.bd: লিস্টের ১ নাম্বারে রয়েছে Daraz.com.bd। এটি জার্মান বেইজড কোম্পানি রকেট ইন্টারনেটের ই-কমার্স সাইট। সাম্প্রতিক কালে Kaymu.com.bd সাইটটি Daraz.com.bd এর সাথে একত্রীত হয়ে গেছে। বাংলাদেশে তাদের বর্তমান এলেক্সা রেঙ্ক- ১৬। এখানে পাওয়া যায় এমন পণ্য গুলোর মধ্যে অন্যতম হল ইলেকট্রনিক্স, ফ্যাশন, বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি, বাচ্চাদের বিভিন্ন আইটেম, ডেকার, সৌন্দর্য ও স্বাস্থ্যের বিভিন্ন আইটেম এবং আরও অনেক কিছু।

আরো আছে: Othoba.com, PriyoShop.com, Kiksha.com, Chaldal.com ইত্যাদি।

প্রথম প্রকাশিত: FactsBD

Level 0

আমি টেকটিউটর বাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস