গান শোনায় নতুন মাত্রাঃ গানের লিরিক্স এসে যাবে অটোমেটিক, নড়বে ডেস্কটপে!

মিউজিক বর্তমান সভ্যতায় নিত্য প্রয়োজনীয় জিনিষ হয়ে দাড়িয়েছে। বাংলা গানের গন্দি পেরিয়ে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ইংরেজী, হিন্দি ও অন্যন্য ভাষার গান। কবে বিজাতীয় ভাষার গানের ক্ষেত্রে ভাষার চেয়ে মিউজিকটাই আমাদের কাছে বেশি প্রধান্য পায়।

এমন যদি হতো হিন্দি, ইংরেজী ও অন্যন্য ভাষার গানের প্রতিটি শব্দ বুঝতে পারছেন, তবে গান শোনায় নতুন মাত্রা যোগ হত।

আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি প্লাগইনস এর সাথে যেটি

  • আপনাকে গানের প্রতিটি শব্দই বুঝিয়ে দেবে।
  • ইন্টারনেটে লিরিকস সার্চের ঝামেলা থেকে বাচাবে।
  • লিরিকস সফটওয়্যার ইন্সটল ও  লিরিক্স লোডের ঝামেলা থেকে বাচাবে।

প্লাগইনস টি ইন্সটল করার পর আপনাকে আর কিছুই করতে হবেনা। শুধু ইন্টারনেট কানেকশন অন রাখবেন, গানের প্রতিটি লিরিকস সাবটাইটেলের মত কথার সাথে সাথে আপনার চোখের সামনে ভাসবে।

আলাদা কোনো ইউন্ডো তে নয়, ডেক্সটপের ব্যাকগ্রাউন্ডে ভাসতে থাকবে, মানোরম গ্রাফিক্সের সাথে।

প্রক্রিয়াঃ

1. প্রথমে মিডিয়া ফায়ারের এই লিংক থেকে 1.6 মেগাবাইটের প্লাগইনটি ডাউনলোড করুন। ভাইরাসমুক্ত কিজেন ভেতরে সংযুক্ত করা আছে।

2. Jet Audio, Winamp, KM player, সহ সব প্লোয়ারই সাপোর্ট করে এটি। ভালো পারফরম্যান্সের জন্য Winamp ব্যবহার করুন।

3. যেই mp3 ফাইলটি গুনবেন তার নাম সঠিক থাকতে হবে। অনেকসময় দেখা যায় গানের নাম Droona.mp3 বা My Heart Will Go On.mp3 কিন্তু পিসিতে 001Droooona.mp3, 002Titanic.mp3এসব নামে সেভ থাকে। গানের নামটি সবসময় সঠিক রাখুন।

4. ইন্টারনেট সংযোগ চালু রাখুন।

5. এবার গানটি চালু করুন যেকোনো প্লেয়ারদিয়ে। অটোমেটিক লিরিকস ভাসবে চোখের সামনে। এত সহজ ও তরলবৎ ইউজার ফ্রেন্ডলী সফট খুব কমই দেখেছি। (একাধিক লিরিক্স পেলে আপনাকে একটি সিলেক্ট করতে বলবে)

যদি লেখা ওঠে Please Search Lyrics তবে ওই লেখাটির উপরই ক্লিক করুন।

একবার ডাউনলোড হবার পর সেটি অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনাকে বার বার ডাইনলোড করতে হবেনা।

স্ক্রিণ শট দেবার মত কিছুই নাই, কারণ সফটওয়্যারটি ইন্সটল করলেই সব কাজ নিজে থেকেই করে ফেলবে।

তবুও একটা রিভিউ দেখুন

------------------------------------------------

ভালো থাকুন, সুস্থ থাকুন

---- নেট মাস্টার
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THANK U SO MUCH.

Level 3

অসাধারন।প্রিয়তে:)

Level 0

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য । তবে লিরিক্স ডাউনলোড হচ্ছে না । কি করব । ভাল থাকবেন ।

    যদি লেখা ওঠে Please Search Lyrics তবে ওই লেখাটির উপরই ক্লিক করুন।
    আর কিছুক্ষণ অপেক্সা করুন। 🙂

অসংখ্য ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ। টিটিতে অনেক আগেই এর ৭.০৫ ভার্শন নিয়ে টিউন হয়েছে । আমি এটি ব্যবহার করি অনেক ভাল soft.. তবে ইংলিশ গান ছাড়া অন্য ভাষার গানে কোন কাজ করেনা।

    ধন্যবাদ কামরুল। জানা ছিল না, আমার চোখে পড়েনি। ইংরেজী ছাড়াও হিন্দি এমনকি আরবী ভাষার গানেও আমি লিরিক্স পেয়েছি 🙂

নেট মাস্টার ভাই আপনার সাথে এক মত হতে পারলাম নাহ… কিজেন টিতে ভাইরাস আছে… আমার ESS v.database 5914 কিজেন টিকে Win32/Agent.DUKBBHC trojan হিসেবে ডিটেক্ট করছে। তবে ভাই প্লাগ-ইনস্‌ টা কিন্তু জব্বর ছিল। আফসোস… চালাতে পারলাম নাহ্‌। 🙁

    নাহ! ভেতরে কোনো ‍ট্রোজান নেই। রিচেক করলাম। ফলস পজেটিভ দেখাচ্ছে আপনাকে।

Level 0

এইটা কি মিনি লিরিকস??????????????

ইন্টারনেট কানেকশন না থাকলেও lyric দেখাবে 😉
যা করতে হবে …
যে গানটার লিরিক চান তা প্রথমে নেট থেকে সার্চ করে কপি করুন।
তারপর গানটার Properties > Summary > Advanced এ যান এইখানে Lyrics এ আপনার কপি করা লিরিক টি paste করুন 😉
এখন থেকে এই গানটার লিরিক এর জন্য নেট কানেকশন লাগবেনা 😉
Enjoy 😉

যাক! অনেক খুঁজা-খুঁজির পর পাইছি একটা। কিজেন/ ক্রেকার/ প্যাচ নাই তাই ভাইরাস থাকার কোন চান্স নাই। 🙂
নেট মাস্টার ভাই আপনাকে আবারও ধন্যবাদ সফটওয়ার টি আমাদের সাথে শেয়ার করার জন্যে। আসলেই খুব ভাল সফটওয়ার।
•MiniLyrics 7.0.676•
http://goo.gl/vMH1K

ইংরেজি গানের সাথে লিরিক চান? তাহলে এটা মিস করবেন না
https://www.techtunes.io/download/tune-id/24647/

আমার টিউনের কিজেনে ভাইরাস নেই। আবার প্যাচ ফাইলও আছে। 🙂

ধন্যবাদ মাস্টার ভাই শেয়ার করার জন্য। 😀

    আহা!! আপনি তো দেখছি টিটিতে আমার জন্মেরও আগে এই বিষয়ে টিউন করে ফেলেছেন! 🙂
    ধন্যবাদ কমেন্টের জন্য!

Level 0

vai darun ekta post … Priyote rakhlam,,,!

windows media player er jonno nai?

Level 0

ভাই এতদিন ভালই কাজ করছিল বাট এখন কাজ করছ্লবেন?মানে অটোম্যাটিক ইন্টিগ্রেট হচ্ছে না, আবার ম্যানুয়ালি করারও সুযোগ নাই, কি করা যায়, কাইন্ডলি বলবেন?

Level 0

করছেনা*

nice