এ বছরের ব্ল্যাকবেরির চমৎকার অ্যান্ড্রয়েড ডিভাইস Blackberry Key 2 রিভিউ

জীবনে যারা একবার করে হলেও ব্ল্যাকবেরি ডিভাইস ব্যবহার করেছেন তাদের অধিকাংশই এই ব্ল্যাকবেরির প্রেমে পড়েছেন এটা নিশ্চিত। ব্ল্যাকবেরি তার ডিভাইসগুলোতে ফিজিক্যাল কিবোর্ডের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তবে বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইফোনের যুগে এসে এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে প্রায় হারিয়েই গিয়েছে বলা চলে। তবে ব্ল্যাকবেরি কিন্তু একেবারেই হারিয়ে যায়নি। যুগের সাথে তাল মেলাতে এখন ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড সিস্টেমযুক্ত ডিভাইস বাজারে ছাড়ছে। গত বছর BlackBerry KEYone ডিভাইসটি বাজারে ছাড়ার পর ব্ল্যাকবেরি প্রেমীদের কাছে ডিভাইসটি যেমন জনপ্রিয় হয়েছিলো ঠিক তেমনি সম্প্রতি কিছুদিন আগে ব্ল্যাকবেরি তাদের নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস BlackBerry Key2 বাজারে ছেড়েছে। আর আমি আজ আপনাদের জন্য টেকটিউনসে নিয়ে এলাম এই চমৎকার ডিভাইসটির একটি রিভিউ নিয়ে। ব্ল্যাকবেরি KeyONE ডিভাইসে আপনি ক্ল্যাসিক ব্যাকবেরির সাথে মর্ডান অ্যান্ড্রয়েডের মিশ্রিত একটি ফিল পাবেন যা ব্ল্যাকবেরি প্রেমীদের জন্য দারুণ একটি ব্যাপার। আপনি যদি ব্ল্যাকবেরি প্রেমী হন এবং আপনার পকেটে যদি গত বছরের KeyONE ডিভাইসটি না থাকে তাহলে আপনি এক ধাপ এগিয়ে গিয়ে এই চমৎকার BlackBerry Key2 ডিভাইসটি কিনে নিতে পারেন।

উল্লেখ্য যে BlackBerry KEY2 ডিভাইসটি ব্ল্যাকবেরির প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস নয় কিন্তু বর্তমানে ব্ল্যাকবেরির সবথেকে চমৎকার ও উন্নতমানের অ্যান্ড্রয়েড ডিভাইস হচ্ছে এই BlackBerry KEY2। এতে রয়েছে ইউনিক ডিজাইন, ইউনিক স্টাইল যা আপনার করপোরেট ব্যক্তিত্বকে আপনার স্মার্টফোনে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলবে। রয়েছে সলিড পারফরমেন্স, লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ আর সিগন্যাচার ফিজিক্যাল কিবোর্ড। যারা টচস্ক্রিণে টাইপ করতে পছন্দ করেন না তাদের জন্য এই ডিভাইসটি বেশ পারফেক্ট হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে আইফোন আর গ্যালাক্সি ডিভাইসের বাজারে এই ব্ল্যাকবেরি তেমন ব্যবস্যা সফল হতে পারবে না তবে নির্দিষ্ট কিছু সংখ্যাক মানুষদের জন্য এই ডিভাইসই হবে তাদের সিগন্যাচার স্মার্টফোন।

ডিভাইসটির ভালো দিকসমূহ:ডিভাইসটি খারাপ দিকসমূহ:
> লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ

> চমৎকার ফিজিক্যাল কিবোর্ড

> চোখের পলকে মাল্টিটাস্কিং করা যায়

> নজরকাড়া করপোরেট ডিজাইন

> ক্যামেরার জনপ্রিয়তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন

> ফিজিক্যাল কিবোর্ডে বাটন নিয়ে অনেক সময়ই দ্বিধায় পড়তে হতে পারে

> ৬৫০ মার্কিন ডলার মূল্য! (প্রায় ৫৫ হাজার টাকা)

বেসিক তথ্য

টিউনের শুরুতেই ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে কিছু কথা বলেছি আমি। আর বর্তমানে ব্ল্যাকবেরি সবথেকে আকর্ষণীয় অ্যান্ড্রয়েড ডিভাইস হচ্ছে এই BlackBerry KEY2। ডিভাইসটিতে আপনি প্রিমিয়াম পারফরমেন্স এবং প্রফেশনাল লুক পাবেন (কারণ ৬৫০ ডলার দিয়ে ডিভাইসটি আপনি কিনে নিচ্ছেন)। ডিভাইসটিতে চাজিং এর জন্য নিচের দিকে রয়েছে একটি USB-C পোর্ট, উপরের দিকে রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং ফিজিক্যাল কির্বোডের উপরেই রয়েছে একটি সাড়ে চার ইঞ্চির (৪.৫") 3:2 LCD স্ক্রিণ। গত বছরের BlackBerry KEYone ডিভাইসটির ডিসপ্লে সাইজই এ বছরের Key2 ডিভাইসেও রাখা হয়েছে। তবে এ বছরের ডিভাইসটিতে স্ক্রিণের উজ্জ্বলতা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে বাইরের কড় রোদের পরিবেশের মধ্যেও ডিভাইসটির স্ক্রিণে আপনি ভালোমতোই দেখতে পারবেন। অন্যদিকে গত বছরের ডিভাইসটির তুলনায় এটিকে রং এর দিক থেকে একটু পরিস্কার করে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে ডিভাইসটি দেখতে আরো সুন্দর ও চমৎকার লাগছে।

এ বছরের BlackBerry Key2 ডিভাইসে সকল ফিজিক্যাল কনট্রোল বাটনগুলোকে একই পাশে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছে Volume Rocker, Power Button এবং Convenience Key। যারা শুরু থেকেই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে আসছেন তাদের জন্য এই তিনটি বাটন একই পাশে রাখায় প্রথম দিকে ডিভাইসটি ব্যবহার করতে গিয়ে একটু দ্বিধায় পড়তে হতে পারে। আর গত বছরের ব্ল্যাকবেরির ডিভাইসের থেকে এই Key2 ডিভাইসটি অনেক ফাস্ট পারফরমেন্স আপনাকে উপহার দিবে। কারণ ডিভাইসটিতে রয়েছে Qualcomm's Snapdragon 660 চিপসেট এবং ৬ গিগাবাইটের র‌্যাম। এই কনফিগারেশন দিয়ে আপনি বর্তমান যুগের যাবতীয় মাল্টিটাস্কিং এবং ব্যক্তিগত ও অফিসের কার্যক্রমগুলো বেশ ভালোভাবেই সেরে ফেলতে পারবেন। হ্যাঁ তবে অনেকেই বলতে পারেন স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট দিয়ে হাই ডেফিনেশন গেমসগুলো এই BlackBerry Key2 ডিভাইসে স্লো চলবে। কিন্তু কথা হচ্ছে সাধারণত ব্ল্যাকবেরি ডিভাইসগুলোতে কেউই তেমন হেভি মানের গেমস খেলে না আর সত্য কথা বলতে কি এই ডিভাইসটি গেমিংয়ের জন্য তৈরি করা হয়নি। আর গেমিং এর জন্য কেউ ব্ল্যাকবেরি কিনেও না!

ব্যাটারি হিসেবে ডিভাইসটিতে আপনি পাচ্ছেন 3500mAh ক্ষমতার ব্যাটারি যা আপনার হেভি মাল্টিটাস্কিংয়ে বেশ ভালোমতোই সামলে নিতে পারবে। কারণ ডিভাইসটির মিডরেঞ্জ চিপসেট এবং সাড়ে চার ইঞ্চির 1620x1080 রেজুলেশনের স্ক্রিণে এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফুল চার্জে আপনি বিনা দ্বিধায় ২ দিন চালাতে পারবেন। ২ দিন হয়তো আপনার কাছে কমই মনে হতে পারে কিন্তু এটা অবশ্যই করপোরেট লাইফের জন্য যথেষ্ট।

সফটওয়্যার এবং সিকুরিটি

BlackBerry KEY2 ডিভাইসটিতে স্টক অপারেটিং সিস্টেম হিসেবে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। তবে TLC এবং BlackBerry মোবাইল কোম্পানি এই ডিভাইসে কিছু কাস্টম সিকুরিটি এবং প্রাইভেসি বিষয়ের প্যাচ যুক্ত করে দিয়েছে। যেমন ডিভাইসটির DTEK অ্যাপটির কথাই ধরুন, এই অ্যাপটি ব্ল্যাকবেরির সেই Priv ডিভাইসের যুগ থেকেই রয়েছে এবং এখনো অ্যাপটিকে আরো আপগ্রেড করে এই KEY2 ডিভাইসে দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপটির কাজ হলো আপনার ব্ল্যাকবেরি ডিভাইসে কোনো অ্যাপ আপনার সেন্সরগুলোকে একসেস করলেই অ্যাপটি আপনাকে এ ব্যাপারে জানিয়ে দেবে। তবে প্রথম দিকে এই নোটিফিকেশন ব্যাপারটি আপনার কাছে বিরক্তিকর লাগতে পারে; কারণ গুগলের নোটিফিকেশন থেকে শুরু করে আপনার কর্মজীবনের ইমেইল, চ্যাট, ফেসবুক, টুইটার, আসানা, স্ল্যাক, ওয়ার্কস্টেশন ইত্যাদির সকল নোটিফিকেশনের জন্য দেখা গেলো যে ডিভাইসটির vibration থামছেই না। তবে একবার সঠিকভাবে কোন কোন বিষয়ের জন্য আপনি নোটিফিকেশন পেতে সেটা যদি সেট করে নিতে পারেন তাহলেই ব্ল্যাকবেরির নোটিফিকেশনের মজাটা আপনি উপভোগ করা শুরু করবেন।

অন্যদিকে BlackBerry's Locker App টিকেও বেশ আপগ্রেড করা হয়েছে। আগে আপনি এই অ্যাপটির সাহায্যে আপনার ব্ল্যাকবেরি ডিভাইসের ব্যক্তিগত ফাইলসকে লুকিয়ে রাখতে পারতেন, তবে এখন আপনি ডিভাইসটির লাঞ্চার থেকেও ফাইলের পাশাপাশি অনান্য অ্যাপসকেও লুকিয়ে বা লক করে রাখতে পারবেন। আর এই লকারে প্রবেশ করতে হলে আপনার PIN কোড ব্যবহার করতে হবে কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে আপনার হাতের স্পর্শ ছাড়া আর কেউই আপনার লকারে প্রবেশ করতে পারবে না!

ব্ল্যাকবেরি কিবোর্ড

শুরুর দিক থেকেই ব্ল্যাকবেরি তাদের কিবোর্ডের জন্য আলাদা একটি ইউনিক ডিজাইন বহন করে আসছে। আর এই নতুন অ্যান্ড্রয়েড বিশিষ্ট KEY2 ডিভাইসেও আমরা তার ব্যতিক্রম দেখবো না। যারা গতবছরের BlackBerry KEYone ডিভাইসটি চালিয়েছেন বা দেখেছেন তারা জানবেন যে এই সিরিজের ডিভাইসগুলোতে ব্ল্যাকবেরি একটি কম্পিউটার ধাঁচের কিবোর্ড বসিয়ে দিয়েছে। মানে ASDFG HJKL এই সিরিয়ালের আরকি। তবে BlackBerry KEYone ডিভাইসের কিবোর্ডে ছিলো মসৃণ এবং পিচ্ছিল ডিজাইন যার কারণে ওই ডিভাইসে দ্রুত টাইপ করাটা একটু ঝামেলাপূর্ণই ছিলো। তবে এ বছরের BlackBerry Key2 ডিভাইসে কোম্পানিটি আরেকটু ফ্ল্যাট ডিজাইনের কিবোর্ড বসিয়েছে। এছাড়াও আগের KEYone ডিভাইসের থেকে ২০% বড় কিবোর্ড Key2 ডিভাইসে বসানো হয়েছে। এর মাধ্যমে দ্রুত টাইপ করার ক্ষেত্রে কিবোর্ডটি এখন আপনাকে সাহায্য করবে।

শুধু তাই নয়, ডিভাইসটি কির্বোডটি হচ্ছে টাচ সেন্সিটিভ। অর্থাৎ আপনি কিবোর্ডটি দিয়েই ওয়েব পেজ স্ক্রল ডাউন করতে পারবেন এবং সোয়াইপ আপ করে টাইপ করার সময় সঠিক শব্দ বা ওর্য়াড সাজেশন খুঁজে নিতে পারবেন। এছাড়া কিবোর্ড ছাড়াও টাচ স্ক্রিণেও আপনি আলাদা থার্ড পার্টি টাইপিং অ্যাপ ইন্সটল করেও সেখানে টাইপ করতে পারবেন। তবে ব্ল্যাকবেরি ডিভাইসে কে আবার ভাচূর্য়াল কিবোর্ড চালায়!? অন্যদিকে আপনি ফিজিক্যাল কিবোর্ডে বিভিন্ন অ্যাপের শর্টকাট হিসেবে সেট করে রাখতে পারবেন। যেমন Speed Key বাটন চেপে রেখে A চাপলে গুগল ক্রোম ওপেন হবে, B বাটন চাপলে ওয়াটসঅ্যাপ মেসেঞ্জার ওপেন হবে, C বাটন চাপলে সরাসরি জিমেইলের কম্পোজ মেইলে চলে যাবেন ইত্যাদি। উল্লেখ্য যে এই Speed Key বাটনটি ব্ল্যাকবেরি ডিভাইসে একদমই নতুন এবং অনেকবছর পর ব্ল্যাকবেরি তাদের কিবোর্ডে একটি নতুন বাটন যুক্ত করেছে। এর মাধ্যমে আপনি মাল্টিটাস্কিং খুব দ্রুত এবং সঠিক ভাবে করতে পারবেন। KEYone ডিভাইসে এই স্পিড বাটনটি নেই তাই ওই ডিভাইসে অন্য অ্যাপে প্রবেশ করতে হলে বর্তমান চালুকৃত অ্যাপটি থেকে বেরিয়ে আসা লাগতো।

শুধু তাই নয় আপনি KEY2 ডিভাইসের লেটার অক্ষর বাটনগুলোতে ২টি করে শর্টকাট বসাতে পারবেন। একটি লং প্রেসের জন্য আরেকটি শর্ট প্রেসের জন্য। এর মাধ্যমে ডিভাইসটির কিবোর্ডে আপনি সবোর্চ্চ ৫২টি শর্টকাট বসাতে পারবেন! তাহলে দেখুন শুধুমাত্র একটি নতুন বাটন যুক্ত করেই ডিভাইসটি অনান্য ব্ল্যাকবেরি ডিভাইসের থেকে কতটা ইউনিক হয়ে গেল! আর বিখ্যাত স্পেসবারটির কথা আর নতুন করে নাই বা বললাম!

ব্ল্যাকবেরির প্রথম ডুয়েল ক্যামেরা ফোন

ক্যামেরার বিষয়ে ব্ল্যাকবেরি কখনোই জনপ্রিয় ছিলো না। তবে এই অবস্থা কাটানোর জন্য গত বছরের KEYone ডিভাইসটি থেকেই পরিবর্তন আনে। KEYone ডিভাইসটিতে একদম সরাসরি Original Google Pixels ডিভাইসের সেন্সরটি ব্যবহার করে কোম্পানিটি। আর এবারের Key2 ডিভাইসে প্রথমবারের মতো ডুয়েল লেন্স ক্যামেরা ব্যবহার করলো ব্ল্যাকবেরি। এখন দেখার বিষয় হচ্ছে ব্ল্যাকবেরি এই ডুয়েল লেন্স ক্যামেরা দিয়ে ক্যামেরাপ্রেমীদের মন করতে পারে কিনা। ডিভাইসটির পেছনে রয়েছে দুটি ১২ মেগাপিক্সেলের সেন্সর। একটিতে রয়েছে f/1.8 Aperture এবং 1.28μm sensor pixels এবং অন্যটিতে রয়েছে f/2.6 aperture এবং 1.0μm sensor pixels।

প্রথম সেন্সরটি পরিবেশের লাইটিংয়ে ম্যানেজ করে উন্নতমানের ব্রাইটার ছবি তুলতে সাহায্য করবে এবং দ্বিতীয় সেন্সরটি ছবি তোলার সময় জুমিং এর সময় কাজে লাগবে। এছাড়াও দ্বিতীয় সেন্সরটি দিয়ে Bokeh-filled পোর্টেইল ছবিও আপনি তুলতে পারবেন। ডিভাইসটিতে আপনি 2x অপটিক্যাল এবং 4x ডিজিটাল জুমিং করতে পারবেন। ডিভাইসটি ক্যামেরায় ব্যাকডেটেড হচ্ছে তার ডার্ক ফোকাস বিষয়টি। ডিভাইসটির ক্যামেরা দিয়ে আপনি অন্ধকার স্থানে বা রাত্রের বেলায় ভালো ফোকাস পাবেন না। এছাড়াও ফটো ফিল্টারের জন্য আলাদা কোনো Pro mode ডিভাইসটিতে নেই। তাই স্বাভাবিক ভাবেই স্মার্টফোনে ক্যামেরা প্রেমীদের মন জয় করতে পারবে না এই ডিভাইসটি। এই জন্যই ডিভাইসটির ক্যামেরা হিট হবে নাকি ফ্লপ হবে এটা এখন সময়ের ব্যাপার।

টেকনিক্যাল স্পেসিফিকেশন

BlackBerry Key2  এর বিস্তারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন আমি নিচে দিয়ে দিলাম:

সংস্করণBBF100-1, BBF100-2, BBF100-6, BBF100-4
মুক্তি পেয়েছেজুন, ২০১৮ সালে
নেটওর্য়াকGSM / HSPA / LTE
ডাইমেনশন151.4 x 71.8 x 8.5 mm (5.96 x 2.83 x 0.33 in)
ওজন168 g (5.93 oz)
কিবোর্ডQWERTY (ক্যাপাসিটিভ টচ ৪ রো বিশিষ্ট ব্ল্যাকবেরি কিবোর্ড)
বিল্ডঅ্যালুমিনিয়াম ফ্রেম (৭০০০ সিরিজ), প্ল্যাস্টিক ব্যাক
সিমসিঙ্গেল ন্যানো সিম, শুধুমাত্র BBF100-6 মডেলে ডুয়াল ন্যানো সিম (ডুয়াল স্ট্যান্ড বাই)
ডিসপ্লে টাইপIPS LCD capacitive touchscreen, 16M colors
ডিসপ্লে সাইজ4.5 inches, 60.0 cm2 (~55.2% screen-to-body ratio)
ডিসপ্লে রেজুলেশন1080 x 1620 pixels, 3:2 ratio (~434 ppi density)
ডিসপ্লে প্রটেক্টশনকনিং গরিলা গ্লাস ৩
অপারেটিং সিস্টেমAndroid 8.1 (Oreo)
চিপসেটQualcomm SDM660 Snapdragon 660
সিপিইউOcta-core (4x2.2 GHz Kryo 260 & 4x1.8 GHz Kryo 260)
জিপিইউAdreno 512
মেমোরি কার্ড স্লটmicroSD (up to 256GB)
ইন্টারনাল মেমোরিমডেল ভেদে ৬৪ এবং ১২৮ গিগাবাইট
র‌্যাম৬ গিগাবাইট
ব্যাক ক্যামেরাডুয়াল ১২ মেগাপিক্সেল

12 MP, f/1.8, 1/2.3", 1.28µm, dual pixel PDAF

12 MP, f/2.6, 1.0µm, PDAF

ব্যাক ক্যামেরার ফিচারDual-LED dual-tone flash, HDR, panorama
ব্যাক ক্যামেরার ভিডিও2160p@30fps, 1080p@30fps
সেলফি ক্যামেরাসিঙ্গেল ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, f/2.0, 1.12µm
সেলফি ক্যামেরার ভিডিও1080p@30fps
WLANWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
Bluetooth5.0, A2DP, LE, EDR
GPSA-GPS, GLONASS, BDS2
USB3.0 Type-C 1.0, USB On-The-Go
সেন্সরসFingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
মেসেঞ্জিংSMS, MMS, Email, Push Email, IM, BBM
ব্যাটারিনন রিমুভেবল Li-lon 3500 mAh ব্যাটারি
ব্যাটারি লাইফEndurance rating 86h
রংকালো এবং সিলভার
অনান্য ফিচারFast Battery Charging (Quick Charge 3.0)

MP3/WAV/eAAC+/FlAC player

DivX/Xvid/MP4/H.265 player

Photo/video editor

Document viewer

FM Radio

NFC

Multitouch

পরিশিষ্ট

টিউনটি পড়ে আপনার মনে হতে পারে যে আমি ডিভাইসটির সম্পর্কে একটু বেশিই বাড়িয়ে বলেছি। কিন্তু সত্য কথা হলো সেটা ভালো সেটাকে ভালোই বলতে হয় আর আমি অবশ্যই সময় নস্ট করে টেকটিউনসে কোনো খারাপ ডিভাইসের রিভিউ দিবো না। যদিও আমি নিজে কখনো কোনো ব্ল্যাকবেরি ডিভাইস ব্যবহার করিনি তবে এটা বলতে পারি যে এই পর্যন্ত অ্যান্ড্রয়েড যুক্ত বেস্ট ব্ল্যাকবেরি ডিভাইস হচ্ছে এই BlackBerry Key2। আর শুধুমাত্র ব্ল্যাকবেরি প্রেমীদের জন্যই এই ডিভাইসটি একটি ধামাকা ও চমৎকার একটি ডিভাইস। কারণ ফিজিক্যাল কিবোর্ড আর স্টাইলিশ করপোরেট ডিজাইনকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এই ৬৫০ ডলার বা ৫৫ হাজার টাকায় আপনি আরো পাওয়ারফুল অ্যান্ড্রয়েড ফোন যেমন OnePlus 6 কিনে নিতে পারবেন। তবে যারা ফিজিক্যাল কিবোর্ডের উপর দুবর্লতা রয়েছে এবং যারা ডাটা প্রাইভেসি নিয়ে বেশ সেন্সিটিভ থাকেন তাদের জন্য এই BlackBerry Key2 নিশ্চয় একটি চমৎকার ডিভাইস হবে। আশা করবো  আজকের টিউনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী অন্য কোনো ডিভাইসের রিভিউ বা অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ছবি ক্রেডিট: Engadget

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস