সল্প মূল্যের নতুন তিনটি মডেলের ফিচার ফোন নিয়ে ওয়ালটন

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

সারাদিন ফোনে কথা বলার জন্য, ব্যাবসায়িক কাজের জন্য যখন কথা আসে কোন হ্যান্ডি মোবাইলফোন এর, ঠিক তখন আমাদের মাথায় আসে ফিচার ফোন এর নাম।  স্মার্টফোন যতই বাজার দখল করে নিক না কেন, ফিচার ফোন এর চাহিদা সবসময় থাকবেই।  সম্প্রতি ওয়ালটন বাজারে এনেছে নতুন তিনটি মডেল এর ফিচার ফোন।  এগুলো হল; অলভিও এমএম১৯ জে,  অলভিও পি১৩,  অলভিও এল৬ আই।  ফিচার ফোন তিনটি ডিজাইন এর দিক দিয়ে একদম অনন্য এবং আকর্ষণীয়।  এই টিউনে আমরা এই ফিচার ফোন তিনটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

অলভিও এমএম১৯ জে

জাভা সাপোর্টেড অলভিও এমএম১৯ জে' বাজারে পাওয়া যাবে সোনালি এবং নীল দুইটি আকর্ষণীয় কালারে।  এর দাম ১৩০০ টাকা।  এক নজরে এই ফিচারফোনটি,

  • ডুয়াল সিম
  • ২.৪ ইঞ্চি ডিসপ্লে
  • সামনে ও পিছে ফ্ল্যাশ সহ ডিজিটাল ক্যামেরা
  • ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • জাভা সাপোর্ট
  • জিপিআরএস ইন্টারনেট
  • ১৫০০ এমএএইচ ব্যাটারি

অলভিও পি১৩

জাভা সাপোর্টেড না হলেও একে বলা যায় ফিচার ফোন এর ব্যাটারি কিং।  কেননা এতে পাওয়া যাবে ৩০০০ এমএএইচ ব্যাটারি।  এর দাম ১০৯৫ টাকা।  এক নজরে এই ফিচারফোনটি,

  • ডুয়াল সিম
  • ২.৪ ইঞ্চি ডিসপ্লে
  • পিছে  ডিজিটাল ক্যামেরা
  • ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • জিপিআরএস ইন্টারনেট
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি

অলভিও এল৬ আই

এই তালিকার অন্যসব ফিচারফোনের মত এতেও জিপিআরএস ইন্টারনেট সুবিধা থাকবে।  আর এতে করে এতে ফেসবুক এর ফ্রি ভার্সনটা ব্যবহার করা যাবে।  এর দাম ৭৬০ টাকা।  এক নজরে এই ফিচারফোনটি,

  • ডুয়াল সিম
  • ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে
  • পিছে ডিজিটাল ক্যামেরা
  • ১৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • জিপিআরএস ইন্টারনেট
  • ৮০০ এমএএইচ ব্যাটারি

এই টিউনে ওয়ালটন এর নতুন তিনটি ফোন সম্পর্কে একটু তুলে ধরার প্রয়াস করলাম।  আপনারা আপনার পাশের যেকোনো মোবাইল এর দোকান বা ওয়ালটন প্লাজায় গেলেই এই ফিচারফোন সহ আরও নানা মোবাইল ফোন বাস্তবে এক্সপেরিয়েন্স করতে পারবেন।  পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

 

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস