4uKey for Android, অ্যান্ড্রয়েড ফোনের FRP Lock সহ Password, Pattern, PIN, Fingerprint Lock আনলক করুন নিমিষেই!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো যে সে তার ব্যক্তিগত বিষয় গুলো গোপন রাখতে পছন্দ করে। মোবাইলের বেলাও এর ব্যতিক্রম না। কম বেশি সবাই আজকাল মোবাইলে বিভিন্ন টাইপের লক সিস্টেম ব্যবহার করে থাকে, যেমন-প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড লক, ফিঙ্গারপ্রিন্ট লক, ফেস লক ইত্যাদি। কিন্তু অসাবধান বশত বা মনের অজান্তে আমরা অনেক সময় পাসওয়ার্ড, পিন, প্যাটার্ন এইসব ভুলে যাই, তখনই ঘটে বিপত্তি।

মোবাইল আনলক না করতে পারলে শুরু হয় এক অমানবিক মানসিক যন্ত্রণা। সাধারণত এন্ড্রয়েড নির্মাতা কোম্পানি গুলো মোবাইলের সিকিউরিটির দিকে বেশি জোরদার দিয়ে থাকে। যার ফলে লক মোবাইল গুলো Factory Reset করতে ভালো ভোগান্তি ভুগতে হয়। বিশেষ করে Samsung, Xiomi, Huawei ইত্যাদি বেলায় রিসেট সিস্টেম তুলনামূলক জটিল।

যার ফলে অনেক সময় রিসেট প্রসেস এর বেলায় ভুল হওয়ার ফলে মোবাইল ব্রিক করতে পারে। এইজন্য এই সকল ঝামেলা সহজেই সমাধান করার জন্য আজকে আপনাদের জন্য একটি সফটওয়্যার এর রিভিউ নিয়ে আসলাম। সফটওয়্যারটির নাম 4uKey for Android. এইটি আসলে একটি পিসি সফটওয়্যার যা ISO এবং Android উভয় অপারেটিং সিস্টেম আনলক এর ক্ষেত্রে ব্যবহার করা যায়।

কেন 4uKey for Android?

4uKey for android এর সফটওয়্যারটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি। যে কেউ সহজেই এটি ব্যবহার করতে পারবে। তাছাড়া তাদের অফিসিয়াল সাইটে সকল প্রসেস ভিডিও সহ আপলোড করা আছে। 4uKey সবচেয়ে বড় সুবিধা হল মোটামুটি সকল ব্র্যান্ডের ফোন আনলক এর ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তাছাড়া PC দিয়ে মোবাইল কানেক্ট করার পর এটি সহজেই উক্ত মডেলের ফোনের আনলক প্রসেস স্টেপ বাই স্টেপ দেখায়।

4uKey for Android এর ফিচার

১.FRP LOCK মডিউল ফোন সাপোর্টেড

FRP মানে হল Factory Reset Protection. এই সিস্টেম গুলা সাধারণত Samsung ফোনগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এই সিস্টেমটি  এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ আপনার আপনার ফোনের Factory Reset না করতে পারে। যার ফলে FRP প্রটেক্টেড ফোনগুলো রিসেট করা তুলনামূলক জটিল বা এই প্রসেস বাইপাস করা কঠিন। কিন্তু 4ukey এই ক্ষেত্রে FRP কে বাইপাস করে কিভাবে রিসেট করা যায় সেই প্রক্রিয়া শো করে থাকে।

ছবি-shutterstock

২. Google Account Verification সমস্যা

অনেক সময় আমরা ফোনের ডিফল্ট Google Account এর পাসওয়ার্ড ভুলে যাই যার ফলে যখন আমাদের ফোন লক হয়ে যাবার পর তা রিকভার করতে চাই তখন আর গুগল ভেরিফিকেশন কাজে আসে না। 4uKey এই ক্ষেত্রে সহজেই Google Verification দূর করে ফোন Unlock করতে সক্ষম। তাছাড়া অন্যান্য মেইল অ্যাকাউন্ট এর বেলায়ও ভেরিফিকেশন বাইপাস করতে পারে 4uKey মোবাইল Unlock.

৩. Samsung ID আনলক

সাধারণত স্যামাসং এর ডিভাইসগুলোতে প্রাইমারি একটি স্যামাসং আইডি থাকে যা দিয়ে স্যামসাং এ যাবতীয় ফিচার বা অ্যাপ গুলো ব্যবহার করা যায়। উক্ত  আইডির ইনফরমেশন ভুলে গেলে 4uKey এর সাহায্যে পুরাতন আইডি হটিয়ে নতুন আইডি তৈরি করা যায়। সব ধরনের স্যামসাং মোবাইল এর ক্ষেত্রেই 4uKey কাজ করে। এমনকি গ্যালাক্সি S10 এর মত ডিভাইসগুলোর ক্ষেত্রেও।

৪. অটো সিস্টেম ডিটেকশন

একেক অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের একেক রকম রিসেট সিস্টেম থাকে কিন্তু এই ক্ষেত্রে 4uKey সহজেই যেকোনো সিস্টেম ডিটেক্ট করে তার রিসেট সিস্টেম ডিটেইলস কয়েক সেকেন্ডের মধ্যে শো করে থাকে। যার ফলে রিসেট এর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগে না। সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই রিসেট প্রসেস পাওয়া যায়।

৫. আনলক করুন যেকোনো লক সিস্টেম

বলতে গেলে প্রায় সকল লক সিস্টেম সাপোর্ট করে 4uKey। তাছাড়া 4uKey ব্যবহার এর বেলায় কোন প্রফেশনাল জ্ঞান এর প্রয়োজন নেই। যেকোনো কেউ সহজেই 4uKey ব্যবহার করতে পারবে। যে সকল লক সিস্টেম 4uKey সাপোর্ট করে:

  • Pattern
  • Password
  • PIN
  • Fingerprints

যেসব ক্ষেত্রে 4uKey for android ব্যবহার করা যাবে

 ১. ভুলে যাওয়া পাসওয়ার্ড

মনের অজান্তে ভুলে যাওয়া মোবাইল এর লক স্ক্রিন এর পাসওয়ার্ড, পিন, প্যাটার্ন আনলক করতে।

২. সেকেন্ড হ্যান্ড ডিভাইস আনলক এর ক্ষেত্রে

বাজারে বর্তমানে অনেক সেকেন্ড হ্যান্ড ডিভাইস থাকে যা লক অবস্থায় থাকে এইসব ডিভাইস আনলকের জন্য 4uKey ব্যবহার করা যাবে। বিশেষ করে দামি সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলো লক অবস্থায় কম দামে বিক্রি হয় সেইগুলো আনলকের জন্য বেস্ট 4uKey.

৩. Disable এবং Damaged ফোন

সিস্টেম ডিসেবেল হওয়া বা Physical damage হওয়া ফোন এর বেলায় 4uKey ব্যবহার করে সিস্টেম আনলক করা যাবে।

 4uKey for Android ব্যবহার পদ্ধতি

আগেই বলেছি 4uKey for Android অনেক ইউজার ফ্রেন্ডলি যার ফলে ব্যবহারে কোন ঝামেলা পোহাতে হবে না। 4uKey for Android এর মাধ্যমে আপনি দুটি কাজ করতে পারবেন। একটি Screen Lock রিমুভ করতে পারবেন ও Google Lock (FRP) রিমুভ করতে পারবেন।

আমি দুটি বিষয়ই স্টেপস বাই স্টেপস প্রসেস এর বর্ণনা দিছি।

প্রথম কাজ প্রথমে, প্রথমত 4uKey for Android টি ডাউনলোড করে নিন, পিসিতে নরমালি ইন্সটল করুন।

১.কিভাবে অ্যান্ড্রয়েড স্ক্রিন লক রিমুভ করবেন?

Step 1: Device Connect করুন

প্রথমত 4uKey ওপেন করুন এবং "Remove Screen Lock" অপশনটি সিলেক্ট করুন এবার কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড ফোনটি USB Cabel এর মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন। 4uKey আপনার ফোনের জন্য প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করবে।

নোট: আপনার ডিভাইস যদি কানেক্ট না হয় তবে আরও অন্যান্য সলিউশনের জন্য Question Mark কে ক্লিক করুন।

Step2: কনফার্ম করুন এবং স্ক্রিনলক রিমুভ শুরু করুন

আপনার Device টি সফল ভাবে কানেক্টেড হলে Remove Screen Lock পেইজ আসবে। আপনার ভুলে যাওয়া Screen Lock রিমুভ করতে "Start" বাটনে ক্লিক করুন।

এরপর আপনার কাছে একটি ডায়ালগ বক্স আসবে "Removing the lock screen password will earse all data on the device" যা আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য "Yes" বাটনে ক্লিক করুন। 4uKey for Android স্বয়ক্রিয় ভাবে Screen Lock রিমুভের কাজ শুরু করবে।

Step 3: সফল ভাবে Lock Screen রিমুভ

কিছু মিনিট পর, সব কিছু ঠিক থাকলে আপনার অ্যান্ড্রয়োড ফোনের স্ক্রিন লক সফল ভাবে রিমুভ হয়েছে তার সাকসেস ম্যাসেজ পাবেন।

ব্যাস সহজেই ফোন আনলক। হার্ড সিস্টেম লক গুলাতে 4uKey ম্যানুয়ালি কিভাবে সিস্টেম রিসেট করতে হয় তা স্টেপ বাই স্টেপ আপনাকে নির্দেশনা দিবে।

২. কিভাবে স্যামসাং ফোনের গুগল অ্যাকাউন্ট (FRP) রিমুভ করবেন?

Step 1: Device Connect করুন

প্রথমে 4uKey for Android ওপেন করুন এবং আপনার স্যামসাং মোবাইল পিসির সাথে কানেক্ট করুন। এরপর 4uKey for Android এর স্ক্রিন থেকে "Remove Google Lock (FRP)" সিলেক্ট করুন।

পরবর্তি ধাপে Remove Google Lock (FRP) স্ক্রিন আসবে। এই স্ক্রিনে Start বাটন ক্লিক করার আগে নিচের বিষয় গুলো খেয়াল করুন।

  1. Google Lock (FRP) রিমুভ করাতে আপনার ফোনের যাবতীয় ডাটা ইরেজ হয়ে যাবে।
  2. খেয়াল রিখুন ডিভাইস পিসির সাথে কানেক্ট করার সময় অবশ্যই যাতে ৫০% এর বেশি চার্জ থাকে।
  3. ডিভাইস পিসির সাথে যেন সঠিক ভাবে ডেটা কাবল দিয়ে কানেক্টেড থাকে।

Step 2: Samsung এর Device Information সিলক্ট করুন এবং Recovery Mode এর প্রবেশ করুন

এই ধাপে আপনি আপনার স্যামসাং ফোনের ডিভাইস এর ইনফরমেশন দিন। ব্রান্ড ও ডিভাইস সিলেক্ট করুন। এরপর "Next" বাটনে ক্লিক করুন।

মোবাইলের ইনফরমেশন দেওয়ার বেলায় সতর্কতা অবলম্বন করুন, ভুল  ইনফরমেশন  দিলে ভুল প্রসেস শো করবে এতে ফোনের ক্ষতি হতে পারে।

সঠিক ভাবে ডিভাইস কানেক্ট হলে নিচে মত কীভাবে রিকভারি মোড এ প্রবেশ করার জন্য নির্দেশনা স্ক্রিন আসবে।

রিকভারি মোড এ প্রবেশ করতে স্টেপস গুলো ফলো করুন।

হোম বাটন সহ ফোন এর ক্ষেত্রে

  • ১। প্রথমে Power ও Volume বাটন  একইসাথে ১০ সেকেন্ড সময় ধরে প্রেস  করে ডিভাইসটিকে অফ করুন
  • ২। ডিভাইস অফ হওয়ার পরে একই সাথে Volume Up + Home + Power Buttons তিনটি বাটন একই সাথে প্রেস করে রাখুন যতক্ষণ না স্যামসাং লোগোটি আপনার ডিভাইস এ শো করে।
  • ৩। লোগো শো করার সাথে সাথে বাটনগুলো প্রেস করা অফ করুন।
  • ৪। "Installing system update" বা "No command" আসার পর অটোমেটিক ডিভাইসটি রিকভারি মোড এ প্রবেশ করবে।

হোম বাটন ছাড়া ফোন এর ক্ষেত্রে

  • ১। প্রথমে Power ও Volume বাটন  একইসাথে ১০ সেকেন্ড সময় ধরে প্রেস  করে ডিভাইসটিকে অফ করুন।
  • ২। ডিভাইস অফ হওয়ার পরে একই সাথে Volume Up + Bixby + Power Buttons তিনটি বাটন একই সাথে প্রেস করে রাখুন যতক্ষণ না স্যামসাং লোগোটি আপনার ডিভাইস এ শো করে।
  • ৩। লোগো শো করার সাথে সাথে বাটনগুলো প্রেস করা অফ করুন।
  • ৪। "Installing system update" বা "No command" আসার পর অটোমেটিক ডিভাইসটি রিকভারি মোড এ প্রবেশ করবে।

Step 3: সঠিক Samsung PDA Info নির্বাচন করুন

রিকভারি মোড এ প্রবেশ  এরপর নিচের মত ডিটেইলস ইনফরমেশন দিন, এবং নিচের স্টেপস গুলো ভালো মত ফলো করুন।

রিকভারি মোড এ প্রবেশ করার পর নিচের মত একটি কোড শো করবে তা PDA info এর জায়গায় সেই কোডটি লিখুন।

Country ও ক্যারিয়ার (Mobile Operator) সিলেক্ট করুন, এরপর নেক্সট এ ক্লিক করুন।

ডিভাইস কনফার্ম করুন। ইনফরমেশন গুলো যাচাই করুন, ভুল ইনফরমেশন থাকলে পুনরায় ব্যাক এ গিয়ে ঠিক করুন। ভুল ইনফরমেশনের কারণে ডিভাইস Brick হতে পারে। Next এ ক্লিক করুন।

Step 4: Samsung Device এর Download Mode এ প্রবেশ করুন

এখন আপনাকে ফোনের ডাউনলোড মোডে প্রবেশ করতে হবে। ডাউনলোড মোডে প্রবেশ করার জন্য 4uKey আপনাকে স্ক্রিনে প্রয়োজনীয় নির্দেশনা দিবে। সে অনুযায়ী ফলো করে Download মোডে প্রবেশ করুন।

হোম বাটন সহ ফোন এর ক্ষেত্রে

  • ১। লং প্রেস করে পাওয়ার অফ করুন, রিকভারি মোড এ থাকলে পাওয়ার বাটন প্রেস করে মোড এক্সিট করুন। পুনরায় পাওয়ার বাটন  প্রেস করে ফোনটিকে অফ করুন
  • ২।  ডিভাইস অফ হওয়ার পরে একই সাথে Volume Up + Home + Power buttons তিনটি বাটন একই সাথে প্রেস করে রাখুন যতক্ষণ না Warning কথাটি আপনার ডিভাইসে  এ শো করে
  • ৩। ভলিউম আপ বাটনে প্রেস করে  download মোড এ প্রবেশ করুন।

হোম বাটন ছাড়া ফোন এর ক্ষেত্রে

  • ১। লং প্রেস করে পাওয়ার অফ করুন, রিকভারি মোড এ থাকলে পাওয়ার বাটন প্রেস করে মোড এক্সিট করুন। পুনরায় পাওয়ার বাটন  প্রেস করে ফোনটিকে অফ করুন
  • ২।  ডিভাইস অফ হওয়ার পরে একই সাথে Volume Up + Bixby + Power buttons তিনটি বাটন একই সাথে প্রেস করে রাখুন যতক্ষণ না Warning কথাটি আপনার ডিভাইসে  এ শো করে
  • ৩। ভলিউম আপ বাটনে প্রেস করে  download মোড এ প্রবেশ করুন।

Step 5: Firmware Package ডাউনলোড

আপনার ফোন সফল ভাবে ডাউনলোড মোডে প্রবেশ করলে আপনার ফোনের জন্য সঠিক ফার্মওয়্যার ম্যাচিং করে ফাইল খোঁজা শুরু হবে এ ডাউনলোড করবে। এরপর ডাটা প্রসেস হওয়া শুরু হবে, সম্পূর্ণ প্রসেস  হওয়ার জন্য অপেক্ষা করুন।

এরপর 4uKey for Android আপনার স্যামসং ডিভাইসটিকে আবার রিকভারি মোডে প্রবেশ করার জন্য বলবে। কিভাবে রিকভারি মোডে প্রবেশ করবেন তার জন্য অনক্রিনে প্রোয়জনীয় নির্দেশনা পাবেন।

রিকভারি মোডে প্রবেশ করার জন্য নিচের স্টেপসগুলো ফলো করুন

  • ১। ভলিউম ডাউন বাটনের সাহায্যে নিচে গিয়ে পাওয়ার বাটনের সাহায্যে Wipe Data Factory Reset সিলেক্ট করুন।
  • ২।  yes সিলেক্ট করুন এবং পাওয়ার বাটন সিলেক্ট করে ডিভাইস Restart করুন।
  • ৩। এরপর আবার রিকভারি মোড যখন আসবে তখন wipe cache partition সিলেক্ট করুন এবং কনফার্ম সিলেক্ট করুন।
  • ৪। এরপর Reboot system now টি পাওয়ার বাটনের সাহায্যে সিলেক্ট করুন।

আপনি সফল ভাবে রিকভারি মুডে প্রবেশ করলে সফটওয্যারের স্ক্রিনের Next বাটনটি Grey থেকে একটিভ মুডে দেখাবে। Next বাটনে ক্লিক করুন।

এই ধাপের পর আপনাকে আবার রিকভারি মোডে প্রবেশ করতে হবে। সফটওয্যারের স্ক্রিনে দেওয়া নির্দেশ মোতাবেক কাজ করুন।

নোট: এই কাজ গুলো পরবর্তি স্টেপের জন্য করা জরুরি তাই ধর্য্য নিয়ে কাজ করুন।

Step 6: Samsung মোবাইলে FRP Lock Google Account রিমুভ শুরু করা

আপনার স্যামসং ডিভাইসটি যখন ২য় বারের জন্য সফল ভাবে রিকভারি মোডে প্রবেশ করবে 4uKey for Android তখন ফার্মওয্যার প্যাকেজ ডিটেক্ট করবে আপনার স্যামসং ডিভাইস থেকে Google Lock (FRP) রিমুভ করা শুরু করবে। প্রসেসটি সম্পন্ন হতে ১০ থেকে ১৫ মিনিট সময় প্রয়োজন হবে। ধর্য্য ধরে অপেক্ষা করুন।

Step 7: Google Account Lock (FRP) রিমুভ সাকসেসফুল

সব কিছু ঠিক থাকলে Google Account lock (FRP) সফল ভাবে আপনার ডিভাইস থেকে রিমুভ হবে এবং স্ক্রিনে Google Account Lock (FRP) রিমুভের সাকসেসফুল ম্যাসেজ পাবেন।

Download 4ukey for Android

Download @ 4ukey for Android

ট্রায়াল এবং প্রো ভার্সন

4uKey এর দুটি ভার্সন রযেছে। একটি ট্রায়াল ভার্সন ও প্রো ভার্সন।

ট্রায়াল

সফটওয়্যারটির ট্রায়াল ভার্সনে আপনি ম্যাক্সিমাম একটি ডিভাইস আনলক এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাছাড়া হার্ড সিস্টেম আনলক এর বেলায় প্রিমিয়াম ভার্শনটির প্রয়োজন পড়বে। ট্রায়াল এর কোনও সময়সীমা নেই তবে শুধু একটি ডিভাইস আনলক এর বেলায় ব্যবহার করা যাবে

প্রো ভার্সন

Pro Version এর বেলায় ডিভাইস একের অধিক আনলক করা সম্ভব। তাছাড়া কাস্টমর সাপোর্ট, ফ্রি আপডেট, হার্ড সিস্টেম আনলক এই সব ফিচারস গুলো পাওয়া যাবে Pro Version এ।

দাম

১ থেকে ৫ টি ডিভাইসের বেলায় প্রিমিয়াম ভার্শনটির দাম পরবে প্রতি মাসে প্রায় ৩৬ ডলার এর মত যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১০০ বাংলাদেশী টাকার মত। তাছাড়া এক বারে এক বছরের একটি প্যাকেজ কিনলে ১১৯ ডলার বা ১৬, ৮০০ বাংলাদেশী টাকা এর মত প্রাইস পড়বে।

ট্রায়াল ভার্সনে ইচ্ছা মত ডিভাইস আনলক সম্ভব না কিন্তু প্রিমিয়ামে ৫ টি এর মত ডিভাইস আনলক করা সম্ভব।

শেষ কথা

যারা আসলে ফোন রিসেটের বেলায় জটিল প্রক্রিয়া এড়াতে চান তাদের জন্য এটি একটা বেস্ট সফটওয়্যার। আমার কাছে এর ইন্টারফেস এবং মডিউল সিস্টেমটি ভালো লেগেছে। অন্যান্য সফটওয়্যার এর বেলায় প্রসেস ঝামেলা পূর্ণ থাকে কিন্তু এটি বেলায় তেমন ঝামেলা নেই। ধাপ গুলো ঠিক মত ফলো করলেই কাজ করবে ইজিলি।

আল্লাহ হাফেজ।

টিউনটি কেমন হলো তা টিউনমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 0

আমি সিফাত উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারণ একজন মানুষ,বেশি কিছু বলার নেই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস