Zorin OS – অসাধারণ এক অপারেটিং সিস্টেম [পর্ব-০২] :: Zorin OS এর বিভিন্ন Editions ও Zorin OS Ultimate Edition ফুল রিভিউ

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন।  এটা Zorin OS  রিভিউ এর ২য় পর্ব যারা আগের পর্ব মিস করেছেন তারা ১ম পর্ব দেখে নিন।

আজকে পরিচয় করিয়ে দেব Zorin OS এর Zorin OS Ultimate ভার্সন এর সাথে। চলুন শুরু করা যাক।

লিনাক্স অপারেটিং সিস্টেম হলেও উইন্ডোজ এর বিকল্প হিসাবে দিনের পর দিন Zorin OS জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারকারীরা এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে উইন্ডোজ এর সফটওয়ার ব্যবহারের পাশাপাশি লিনাক্সের সাথে পরিচিত হচ্ছে এবং লিনাক্সের সুবিধা পাচ্ছে। জরিন অপারেটিং সিস্টেমটি মূলত তৈরি করা হয়েছে উইন্ডোজ এবং ম্যাক এর ডিজাইনের সমন্বয়ে যা অতি দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায়।

Zorin OS Editions

চলুন Zorin OS Ultimate এর ৪ টি Editions গুলো নিয়ে আলোচনা করা যাক।

Zorin OS Ultimate Edition

 

শুধু Educational সফটওয়্যার গুলো ছাড়া এই ভার্সনটিতে আপনি পাচ্ছেন Zorin OS Ultimate এর মোটামুটি সকল সুবিধা। এখানে পেয়ে যাবেন LibreOffice suite যার মাধ্যমে অফিস সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে আরও পাবেন Gnome ব্যাসড এডভান্স ডেক্সটপ। এই Ultimate এডিশনের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন আপনার ফোন। এখানে এমন একটি সুবিধা পাবেন যা বাকি তিনটি ভার্সনে পাবেন না এখানে পাবেন বেস্ট বিজনেস এবং মিডিয়া এপ গুলো। Ultimate এর ভার্সনে ২০ টির বেশি গেম পাবেন প্রি-ইন্সটলেশনে।

Key Features:

  • LibreOffice suite
  • Advanced desktop
  • Lightweight desktop
  • Zorin Connect
  • Standard desktop layouts
  • Premium desktop layouts
  • Over 20 game
  • The best business & media apps
  • Zorin Installation Support

Zorin OS Core Edition

Zorin OS Ultimate এর Core ভার্সনটিতে কিছু ফিচার কমিয়ে দেয়া হয়েছে যেমন এখানে Ultimate এর মত পাবেন Libre Office Suite একই সাথে পাচ্ছেন, এডভান্স ডেস্কটপ এবং ফোন কানেক্ট করা সুবিধা। এই ভার্সনেও রাখা হয়েছে চমৎকার ডেক্সটপ লে-আউট গুলোর সুবিধা।

Key Features:

  • LibreOffice suite
  • Advanced desktop
  • Zorin Connect
  • Standard desktop layouts
  • Premium desktop layouts

Zorin OS Lite Edition

এই lite ভার্সনটি করা হয়েছে মোটামুটি ব্যাসিক কিছু ফিচার দিয়ে যেখানে আপনি গুরুত্বপূর্ণ কাজ গুলো করিয়ে নিতে পারবেন। বরাবরের মত এখানেও Word এর সুবিধা গুলোর জন্য পাচ্ছে LibreOffice। তবে এখানে এডভান্স ডেক্সটপ ফিচারটি বাদ দেয়া হয়েছে কিন্তু সব কিছুর পরে আপনি এই ভার্সনেও পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড ডেক্সটপ লে-আউট ফিচারটি।

Key Features:

  • LibreOffice suite
  • Lightweight desktop
  • Standard desktop layouts

Zorin OS Education Edition

Zorin OS Ultimate এর Educational ভার্সনটি করা হয়েছে দারুণ ভাবে। ডেক্সটপ এর সুবিধার কথা বলতে গেলে এখানে পাচ্ছেন Advanced Desktop, lightweight Desktop এবং standard layouts এর মত সুবিধা। এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেবার জন্য রাখা হয়েছে ভাল মানের কিছু শিক্ষণীয় গেম এবং অ্যাপ।

Key Features:

  • LibreOffice suite
  • Advanced desktop
  • Lightweight desktop
  • Zorin Connect
  • Standard desktop layouts
  • Educational apps & games

কোথায় পাবেন Zorin OS এর বিভিন্ন Edition?

আপনি চাইলে যেকোনো সময় চলে আসতে পারেন Zorin OS এ। তাদের একটি Core Version, XFCE ডেক্সটপের জন্য Lite Version এবং একটি Zorin Os Ultimate ভার্সন রয়েছে।

  1. Zorin OS Core
  2. Zorin lite edition
  3. Zorin OS Ultimate
  4. Zorin OS Educational

Zorin OS Ultimate ফুল রিভিউ

গত পর্বে আমি এই জরিন নিয়ে একটি ছোট রিভিউ দিয়েছিলাম আজকে আমি এর Zorin OS Ultimate এর রিভিউ দিতে যাচ্ছি। ইন্সটলেশন মোটামুটি সহজ যেকোনো উবুন্টু অপারেটিং সিস্টেমের মতই তাই ইন্সটলেশন পার্ট স্কিপ করা আমরা সরাসরি ডেক্সটপ এ চলে যাব।
আগেই বলেছি এই ভার্সনটি মাত্র ৩৯ ডলার এবং সাথে পাবেন কিছু ফ্রি গেম এবং বিভিন্ন লে-আউটের ডেক্সটপ।

Zorin OS Ultimate ডেক্সটপ

এর ডেক্সটপ শুরু হবে ক্লিয়ার একটা স্ক্রিন দিয়ে এখানে বাড়তি কোন শর্টকাট রাখা হয় নি। নিচে পাবেন টাস্ক-বার। টাস্ক-বারের ডানপাশে টাইম/ডেট, নোটিফিকেশন, ভলিউম আইকন। বামপাশে তাদের স্টার্ট মেন্যু, এপ স্টোর, ব্রাউজার।

Zorin OS Ultimate মেনু

Zorin OS Ultimate তাদের মেনু বানিয়েছে উইন্ডোজ এর আদলেই। এই মেনু দেখে আপনার windows 7 এর কথা মনে পড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি, Accessories, Games, Internet, office আরও অনেক কিছু।

এই Zorin OS Ultimate ভার্সনটি ডিফল্ট ভাবে কিছু গেমের সাথে রিলিজ হলেও আপনি পরবর্তীতে চাইলে আরও গেম ইন্সটল করে নিতে পারবেন। তাছাড়া steam এবং Gog ব্যবহার করে হাজার হাজার গেম উপভোগ করার সুযোগ তো থাকছেই।

Zorin OS Ultimate ডেক্সটপ লে-আউট

আপনি Zorin OS Ultimate এর ভার্সনে অনেক গুলো ডেক্সটপ লেআউট পেয়ে যাবেন। Zorin Core ভার্সনে শুধুমাত্র তিনটি লে-আউট ব্যবহারের সুযোগ থাকলেও এখানে একই সাথে পাচ্ছেন ৬ টি লে-আউট।

আপনাদের সুবিধার জন্য নিচে কিছু লে-আউটের ছবি দেওয়া হল। আমার কাছে ৬ নাম্বার লে-আউটা ভাল লেগেছে।

Zorin OS Ultimate এপিয়ারেন্স

তাদের Zorin OS Ultimate  এ দারুণ কিছু থিম সেটিং রয়েছে। এখানে একই সাথে ডার্ক, লাইট, ট্রান্সপারেন্সি থিম হিসেবে ব্যবহার করা যায়। এর একটি চমৎকার ফিচার ছিল আপনি এখানে অটোমেটিক ডে/লাইট সেট করে দিতে পারবেন। এর মাধ্যমে এটি সন্ধ্যার পর থেকে নাইট মুডে চলে যাবে। যা আপনার চোখকে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে।

আপনি এর কালার, ফন্ট ইত্যাদি এর থেকে পরিবর্তন করতে পারবেন।

Zorin Connect

Zorin OS Ultimate এর একটি চমৎকার ফিচার হচ্ছে কানেক্ট যার মাধ্যমে আপনি আপনার ফোন কে এর সাথে কানেক্ট করে দিতে পারবেন এবং ফোনের নোটিফিকেশন গুলো দেখতে পারবেন। এটি মূলত এর কনসেপ্টই তৈরি।

Zorin OS Ultimate সফটওয়্যার

আপনি চাইলে টার্মিনাল দিয়েও সফটওয়্যার ইন্সটল করতে পারেন অথবা এপ স্টোর দিয়েও সরাসরি সফটওয়ার ইন্সটল করতে পারেন।

এপ স্টোরে সফটওয়্যার গুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা আছে চাইলে সার্চ দিয়েও এপ খুঁজে বেত করতে পারেন।

Zorin OS Ultimate সেটিং

তাদের সেটিং ম্যানু মোটামুটি Windows 10 এর মতই। এখানে পাচ্ছেন Bluetooth, Appearance, Notification সেটিং সহ আরও অনেক গুলো সেটিং।

Zorin OS Ultimate ওয়েব ব্রাউজার

এবার আলোচনা করা যাক Zorin OS Ultimate এর ওয়েব ব্রাউজার নিয়ে। লিনাক্স উবুন্টুর বেশিরভাগ অপারেটিং সিস্টেমই ফায়ার-ফক্স ব্যবহৃত হয়। এখানে ফায়ারফক্স ব্যবহৃত হয়েছে। তবে ব্রাউজারে এর একটি কাস্টম সার্চ পেজ পাবেন।

Zorin OS Ultimate পারফর্মেন্স

যদি Zorin OS Ultimate এর পারফর্মেন্স এর কথা বলি তাহলে বলতে আগের ভার্সন গুলো থেকে এর গতি যথেষ্ট ভাল ছিল। আগের ভার্সন গুলোর মত কোন জটিলতা চোখে পড়ে নি।

আমি যখন, একই সাথে একটি টার্মিনাল, ফাইল ম্যানেজার, ফায়ার ফক্সের দুইটি ট্যাব সহ চালিয়ে পারফর্মেন্স চেক করি তখন এর র‍্যম ইউজ ছিল এভারেজে 1.3/1.5। যা আমার কাছে ভাল লেগেছে।

Zorin OS Ultimate এর কিছু সুবিধাঃ

চলুন জেনে নেয়া যাক কেন এই Zorin OS Ultimate অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন এবং এর কিছু সুবিধা

  • উইন্ডোজ এর মত ভাইরাসের কোন সমস্যা এই অপারেটিং সিস্টেমে নেই
  • লিনাক্স হওয়াতে কোডিং এর মাধ্যমে সহজেই ব্যবহার করতে পারবেন
  • উইন্ডোজ এর সফটওয়ার গুলোও ব্যবহার করা যাবে
  • ইন্টারফেস অনেকটা উইন্ডোজ এবং ম্যাক এর সমন্বয়ে তৈরি
  • মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবেন
  • জামেলা মুক্ত ডেক্সটপ এবং সেটিং আপনাকে সকল কাজ সহজ করে দেবে
  • এই Zorin OS Ultimate ভার্সনটি আগের ভার্সনগুলোর তুলনায় অনেক দ্রুত
  • ডেক্সটপের জন্য সিলেক্ট করতে পারবে একাধিক লে-আউট
  • সফটওয়্যার ব্যবহারে কোন বাধা নেই

Zorin OS Ultimate এর কিছু অসুবিধাঃ

চলুন দেখে নেওয়া যাক কি ধরনের সমস্যা ফেস করতে পারেন এই Zorin OS Ultimate ব্যবহারের ক্ষেত্রে।

  • যারা হাই গ্রাফিক গেম লাভার তাদের জন্য এই অপারেটিং সিস্টেম উপযুক্ত নয়
  • Zorin OS Ultimate অপারেটিং সিস্টেম টি এখনো ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত এটা অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে না
  • যারা গ্রাফিক ডিজাইনের কথা ভাবছেন তাদের জন্য উপযুক্ত হবে না
  • উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার কারা গেলেও কিছু ক্ষেত্রে জটিলতা থাকতে পারে
  • এটি কোডিং উপর বানানো হয়েছে তাই যারা উইন্ডোজ ব্যবহারে অভ্যস্ত তাদের কাছে প্রথম দিকে এটা জটিল লাগতে পারে
  • লিনাক্স অপারেটিং সিস্টেম হওয়াতে  মাঝে মাঝে ড্রাইভারের সমস্যায় পড়তে পারেন

শেষ কথা

Zorin OS এর এই Zorin OS Ultimate ভার্সনটি আসলেই প্রশংসার দাবী রাখে। মাত্র ৩৯ ডলারের মাধ্যমে পেয়ে যাবেন প্রিমিয়াম একটি ভার্সন। আগের যেকোনো ভার্সন থেকে এর গতি ছিল যেকোনো প্রিমিয়াম ভার্সনের মতই। এই ভার্সনে গেম সহ, এক্সট্রা কিছু ফিচার আপনার Zorin OS ব্যবহারের ধারনাই পাল্টে দেবে। আপনি যদি উইন্ডোজ এর বিকল্প কোন অপারেটিং সিস্টেমের কথা ভেবে থাকেন তাহলে বলব, Zorin OS Ultimate  আপনার জন্য বেস্ট হবে।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে এই অপারেটিং সিস্টেম।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

VirtualBox এ কিছুদিন ব্যবহার করেছিলাম, তবে linux mint ্বা অন্যগুলো হতে বেশি আলাদা মনে হয়নি।

Zorin OS Ultimate install দিয়েছি।

ভালো লাগলো। ধন্যবাদ