সু-খবর সু-খবর টেকটিউন্স এখন Alexa রেংকিং এ ১৬ তে।এগিয়ে গেলাম আরো এক ধাপ।

আপনাদের সবার সামনে আজ একটি সু-খবর নিয়ে হাজির হলাম।কিছুক্ষণ আগে দেখলাম আমাদের প্রিয় টেকটিউন্স এখন Alexa রেংকিং এ ১৬ তে।যা গত ২ দিন আগেও ছিল wordpress.com এর দখলে আর টেকটিউন্স ছিল ১৭ নম্বরে।

আর এই সাফল্যের জন্য আমি সব ভিজিটর টিউনার ও টেকটিউন্সের সকলকে জানাই আন্তরিক ধ্যনবাদ ও শুভেচ্ছা।আজ আমাদের এত দুরে এত রকেট গতিতে আসার পিছনে মূল অবদান আমাদের ভিজিটর টিউনার ও ভিজিটরগনের এবং পর্দার আড়ালের সকল এডমিন ও সাইট সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম।যাদের আপ্রাণ চেষ্টায় আজ আমরা এতদূর এগিয়ে গেছি।

আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও টেকটিউন্সের Alexa রেংকিং চেক করতে গিয়ে দেখি টেকটিউন্স এখন বাংলাদেশের ১৬ তম ওয়েব সাইট ।দেখুন এই লিংকে।

ddd

যা গত ২২ এপ্রিল তারিখেও ছিল ১৭ তম

dd

টেকটিউন্স আজ পিছনে ফেলেছে জনপ্রিয় ও বহূল ব্যবহারিত সাইট wordpress.com কে। লিংক

এখন টেকটিউন্সের সামনে রয়েছে যথাক্রমে Windows Live (১৫), bdnews24.com (১৪) somewhere in... blog (১৩) Dhaka Stock Exchange (১২) oDesk (১১) Twitter (১০)।
তো আমরা আশা করছি অতি দ্রুতই আমরা ১০ নম্বরে চলে আসছি সেটা কেবল কিছু সময়ের অপেক্ষা।

কেবল বাংলাদেশেরই নয় বিদেশের অনেক দেশেই আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের কল্যানে টেকটিউন্সও সেখানে এগিয়ে যাচ্ছে,

Sweden (1,434)
India (24,682)
United Kingdom (36,374)

পাশা পাশি টেকটিউন্স Global Alexa Traffic Rank ( সারা বিশ্বের ওয়েবসাইটের মধ্যে রেংক)
এও এগিয়ে যাচ্ছে তুমুল গতিতে।বর্তমানে আজকের দিন পর্যন্ত Global Alexa Traffic Rank এ টেকটিউন্স ৭,১০৪ নম্বরে।যা ৪ দিন আগেও ছিল ৭,২৯৪ নম্বরে।

তো ভালোবাসুন টেকটিউন্সে আর টেকটিউন্সকে ভালোবাসলে দয়া করে রিভিউ দিন।আর কিভাবে রিভিউ দিবেন তা জানতে হলে দয়া করে ভিজিট করুন হাসান যোবায়ের ভাইয়ের এই টিউনটিতে।আপনাদের একটি একটি রিভিউতেই টেকটিউন্স হবে বাংলাদেশের ১ নম্বর সাইট।সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রেট নিজউ 😀 come on Techtunes come on 😀

    ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ।টেকটিউন্সের সাথেই থাকুন

😀 😀

    তোমরা সবাই টেকটিউন্সের সাথেই থাকো। 🙂 🙂 😉

ইয়াহু !!!
ধন্যবাদ জানানোর জন্য।

খুশি খুশি লাগছে, মনে হচ্ছে সবগুলা সাব্জেক্টে এ প্লাস মার্ক পেয়েছি… আশা করি আর কয়েক মাসের মধ্যে সামুকেও ছাড়িয়ে যাবো আমরা…

সাবাস টেকটিউনস সাবাস ! এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি ।

    টেকটিউন্স তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে

Run….Techtunes

    দৌড়ানোর জন্য যেমন শক্তির প্রয়োজন তেমনি টেকটিউন্সকে আরো এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন আরো আরো নতুন নতুন টিউন আর এর জন্য আব হান করছি নতুন টিউনাদের সাথে সকল টপটিউনারদেরকে একসাথে টিউন করার জন্য।

    নতুন নতুন টিউনই আমাদের দৌড়ানোর জন্য শক্তি

আনন্দের পরিমানটা বলে বঝাতে পারবো না।আসুন এ আনন্দ সবাই মিলে উপভোগ করি।

    অবশ্যই করবো।তবে আপাতত আমরা আনন্দ উপভোগ করতে পারি আজ আপনার নতুন জটিল কোন সফটওয়্যারের জটিল টিউন দিয়ে।কি আমাদের সেই সুযোগ কি দিবেন না?

    মহাজনেরা বললে না করি কি করে?২/১ ঘন্টার মধ্যে টিউন আসছে।

    সাবাস সাবাস সাবাস এই না হলে আমাদের প্রবাসী ভাই।অনেক ধন্যবাদ আমাদের আনন্দটা উপভোগ করানোর জন্য

আমরা এগিয়ে যাবোই…

    যদি আমরা সবাই একসাথে টেকটিউন্সের সাথে থাকি

techtunes এমন এক website যেখানে মানুষ আসে ভালবেসে। অন্য কারনে নয়। তাই, techtunes আজ এতো এগিয়ে।

go ahed.

শেষে একটি কবিতার লাইন,

জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়।

    আমার ও একটা গানের কথা মনে পড়ে গেল

    যদি লক্ষ থাকে অটুট বিশ্বাস হৃদয়ে………….
    হবেই হবেই দেখা ,দেখা হবেই বিজয়ে……

    আমাদের বিজয় আমরাই ছিনিয়ে আনবো

Level 0

আছি,ছিলাম, আশা করি আগামীতেও থাকবো।

Level 0

সবাই মিলে যদি আরেকটু চেষ্টা করা হ্য় তাহলে ৫ এর নিচে আনা সম্ভব।

    দাড়ান আগে সার্ভারটা ঠিক হতে দেন তাপর দেখবো খেল কি করে টিটি কে সামনে নিতে হয়

Level 0

ভালো ভালো টিউনের মাধ্যমে ভিজিটর আরো বাড়াতে হবে। মানসম্পন্ন টিউন হলেই নিশ্চয়ই আমরা ১ হব। সবাইকে অভিনন্দন 🙂 টেকটিউনের এই খুশির খবরে।।।

    আপনাকেও অভিন্দন আর আল্লাহের কাছে দোয়া করি যেন টেকটিউন্স ১ ম হয়

Level 0

আরে খাইসে সামুকে প্রায় ধরে ফেলছে। যেদিন সামুকে পিছনে ফেলবে সেদিন কিছু একটা করব। 😀

    বুলবুল ভাই আপনার "কিছু একটা করব" এই দিনটা মনে হয় বেশি দেরি নাই।তাই আগাম প্রস্তুতি নিতে থাকে

সবাই কে অনুরোধ Alexa এর toolbar টি ব্যবহার করার জন্য। এতে আরো তাড়াতাড়ি Alexa rank বেড়ে যাবে। যারা বিশেষ করে SEO নিয়ে কাজ করে তারা আম্র সাথে একমত হবেন।

সজীব রহমান ভাই টিউনটা update করে দিন। সবাই কে alexa toolbar টি ব্যবহার করতে বলেন।

    ধন্যবাদ ভাই এই বিষয়টিকে তুলে ধরার জন্য।তবে আপনি যদি একটু বিস্তারিত বলতেন এই বিষয় নিয়ে তাহলে আপডেট করতে সুবিধা হত।

Level 0

চৌধুরি জাফরুল্লাহ শারাফাতের মতে, তোরা সব জয়দ্ধনি কর………. 🙂 😀

    টেকটিউন্সের কেতন ওড়ে সাথে টিউনের ঝড়……….
    তোরা সব জয়দ্ধনি কর……………………।

Koto je kosi lagtece bhai bole bojate parbona.dj arif bhai er kalker tune ta jodi amra onosoron kore tobee amra techtunes ke 1no a nea jete parbo InsahALLAH.tunes er poti roelo sovo kamona

    ধন্যবাদ ভাই।আপনাকে ও কিন্তু কম প্রয়োজন নেই টেকটিউন্সের।আপনাদের সবার ভালবাসাই টেকটিউন্সের প্রয়োজন

সার্ভার সমস্যার সমাধান হওয়ার পর আর চিন্তা নেই। ডাউন না হয়ে মাত্র ৪ মাস রানিং থাকার কারনেই ১৬ তে আর যদি টানা ১ বছর ডাউন না হয় তবে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি ১০ এর ভিতরে চলে আসবে। 😀 😀

    হাসান ভাইয়ের ওপেন চ্যালেঞ্জ বলে কথা ।অবশ্যই অবশ্যই অবশ্যই হবে 🙂 🙂 😉 🙂 🙂 🙂 🙂

দেখে খুবই ভাল লাগল ।

    শুধু ভাল লাগলেই হবে না আপনার জাদুকরি টিউন ও চাই নিয়মিত

সাবাস বাংঙ্গালী………সাবাস বাংলাদেশ………সাবাস বাংলা……….সাবাস টেকটিউন………..সাবাস টিউনার

    সাবাস জ্যোতি প্রকাশ দাদা টেকটিউন্সের সাথে থাকার জন্য।আমি চাই আপনি আপনার ইলাসট্রেটর নিয়া টিউন করবেন টেকটিউন্সে প্লিজ প্লিজ প্লিজ

ভাই ১ এ কে?
এইটারে টপকাইতে হবে আগে… 🙁 তাইলেই ১ নং

    ভাই ১ নং এ আছে গুগল 🙁 ।গুগলকে ফেলানো ওত সহজ নয়।তবে অসম্ভব কিছুই নয়।তবে আপাতত আমরা যাদে কিছু দিনের মধ্যে ১০ নম্বরে চলে আসি সেটার জন্য চেষ্টা করতে হবে

সার্ভার ডাউন সমস্যা কেটে গেছে বলে ১৬ তে।ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাবে।

টেকটিউনসের সব ইউজারকে বলেন এলেক্সা টুলবার ব্যবহার করতে তাহলে কয়েক মাসেই ১ নম্বর র‌্যাংকিং এ চলে আসবে।আসলে ভিজিটরের উপর ভিত্তি করে এলেক্সা র‌্যাংকিং করেনা।

Level 0

আহা….. কি ভালো কি ভালো!!।
গত ২০ তারিখে আমরা বন্ধুরা আলোচন করছিলাম ১৭ নাম্বার! এখন ১৬!!
এরপর….১৫..১৪…১৩…১২…………………………………………………………………………………………………………………………………………..০১!!!
😀 😛

ধন্যাবদ ভাই সত্যিই সুখবর !! আরো ভালো লাগেছে “সামু” দেখে মাত্র কয়েকদিন আগে দেখেছি ৯ আজ দেখছি ১৪ হা হা হা (কিছু মনে করবেন না ) কথায় গিয়ে যে ঠেকে আল্লায় মালুম !!!

তবে আরো স্যাটিসফাইড হবো যেদি দেখবো গুগল,fb এর পাশাপাশি আমাদের বল্গকে । ধন্যবাদ সবাইকে ।।